Weather Report Today’s Update | The High Possibilities Of Rainfall |আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া

Weather Report Today’s Update | The High Possibilities Of Rainfall |আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া: আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বর্ষণের সতর্কত জারি করল হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষণ শুরু হবে। বর্ষার প্রথম থেকেই বৃষ্টির ঘাটতিতে ভুগছে দক্ষিণবঙ্গ। ছিঁটে ফোঁটা বৃষ্টিতেই তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। বৃষ্টি ঘাটতি বাড়তে বাড়তে ৫০ হয়ে গিয়েছে।

Weather Report Today’s Update: 

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বর্ষণের সতর্কত জারি করল হাওয়া অফিস।

  • ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষণ শুরু হবে। বর্ষার প্রথম থেকেই বৃষ্টির ঘাটতিতে ভুগছে দক্ষিণবঙ্গ।
  • ছিঁটে ফোঁটা বৃষ্টিতেই তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। বৃষ্টি ঘাটতি বাড়তে বাড়তে ৫০ হয়ে গিয়েছে।

ঝেঁপে নামবে বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় একেবারে বদলে যাবে আবহাওয়া। শহরে ঝেঁপে নামবে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

  • বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরে বর্ষা সক্রিয় হয়ে উঠেছে।
  • তার জেরেই আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার েজরে কিছুটা হলেও তাপমাত্রার পতন হবে।
  • রবিবার শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমান ৮৩ শতাংশ থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
  • বৃষ্টি বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে। যদিও সকাল থেকে রোদ ঝলমলে আকাশ রয়েছে।

জেলায় বাড়বে বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রথম থেকেই বর্ষার ঘাটতি দেখা দিয়েছে। জুন মাসের পর থেকে সেই ঘাটতি বাড়তে বাড়তে জুলাই মাসে ৫০ শতাংশ হয়ে গিয়েছে। তার জেরে চাষের বিপুল ক্ষতি হয়েছে।ঘূর্ণাবর্তের জেলাগুলিতেও ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হবে বলে জািনয়েছে হাওয়া অফিস। রবি ও সোমবার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে বৃষ্টি?

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। যদিও বর্ষার শুরু থেকেই ভালই বৃষ্টি হয়েছে জেলাগুলিতে। তার জেরে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কিন্তু তারপরেও বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। তবে উত্তর বঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে সোমবার থেকে বদল হবে আবহাওয়ার সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে ভূমিকম্প

গতকাল রাত থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বর্ষণ। সকালে সেখানে ভূমিরম্প হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তীব্র বর্ষণের মধ্যে ভূমিকম্পে উদ্বেগ বেড়েছে উত্তরবঙ্গবাসীর। সোমবার থেকে বর্ষণ চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে দক্ষিণভারতের একাধিক রাজ্যে বর্ষার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতেও বর্ষণ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Read More:- ICICI Bank Job Recruitment | Notification Out, Graduate, Post-Graduate, or, MBA Degree Holders

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles