WBCS Preliminary 2022 GK on General Science| Life Science Part -II

WBCS Preliminary 2022 GK Question Answer:

WBCS Preliminary 2022 GK on General Science |Life Science Part -II: Through this article, we are emphasis on Life Science GK question with Answer. A total of 350+ questions bank will be displayed in some different articles. Today’s Topic is based on WBCS Preliminary Preparation Guide. We think that All of You’ve completed the online Application form up to the 5th of April. Now it’s high time to get ready for the exam. So, we are here to help you to enhance your preparation much better so that you can crack the prelims and secure them above the cut-off marks.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, smart knowledge is presented with a huge bunch of Study stuff from Science Portion. (WBCS Preliminary 2022 GK LIFE SCIENCE PART 2) This is the general knowledge questions and answers section on “General Science” with an explanation for various interviews, competitive examinations and Daily Uses for Higher Class & Lower classes.

WBCS Preliminary 2022 GK Question Answer:

  1. A.D.H এর কর্মস্থল কোথায়?— নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা, যেখানে জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে।
  2. কাইনিনের প্রধান কাজ — কোষ বিভাজনকে ত্বরান্বিত করা।
  3. গ্লাইকোজেনেসিস কোন্ হর্মোনের প্রভাবে —ইনসুলিনপ্রভাবিত।
  4. কোন হর্মোন গ্লাইকোজেনোলাইসিস নিয়ন্ত্রিত করে।—গ্লুকাগন।
  5. অতিকায়ত্ব কোন হর্মোনের অধিঃক্ষরণে ঘটে? —S.T.H বা সোমাটোট্রাফিক হর্মোন বা গ্রোথ হর্মোন (GH)।
  6. প্রাণীর ও উদ্ভিদের হর্মোনের উৎস কী?—প্রাণীর দেহে অনাল গ্রন্থি, উদ্ভিদের ভাজক কলা থেকে হর্মোন ক্ষরিত হয়।
  7. ডোয়াফিজম বা বামনত্ব কোন হর্মোনের অভাবে হয়?-S.T.H. এর অভাবে।
  8. ট্রপিক হর্মোন কাকে বলে? -যে হর্মোন অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রিত করে, তাকে উদ্দীপিত করে তাকে ট্রপিক হর্মোন বলে। যেমন : A.C.T.H.
  9. অ্যাড্রিনাল হর্মোনের বিপরীত হর্মোন কোনটি? – নর-অ্যাড্রিনালীন।
  10. হর্মোন শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে ও এর অর্থ কী? হর্মোন শব্দটি গ্রীক শব্দ হরমাঁও থেকে নেওয়া হয়েছে। ইহার অর্থ জাগ্রত করা।
  11. কোন্ হর্মোন আয়োডিনের সঙ্গে সম্পর্কযুক্ত।—থাইরক্সিন।
  12. সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলে? — অ্যাড্রিনালীন গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলে।
  13. ডিম্বাশয় থেকে কোন্ কোন্ হর্মোন নিঃসৃত হয়? — ইস্ট্রোজেন (গ্রাফিয়ান ফলিকল) প্রোজেস্টেরন (কর্পাসলুটিয়ান) রিলাক্সিন।
  14. পিটুইটারি থেকে দুগ্ধ ক্ষরণকারী হর্মোন কোন্টি উৎপন্ন হয়।—প্রোল্যাকটিন।
  15. মানবদেহের ক্ষুদ্রতম হর্মোন গ্রন্থি কোনটি?— পিটুইটারী।
  16. কোন্ হর্মোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়?—ইনসুলিনের অভাবে।
  17. কোন হর্মোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়?— A.D.H এর অভাবে।
  18. মূত্রে গ্লুকোজ দেখা গেলে তাকে কী বলে? — গ্লুকোসুরিয়া বলে।
  19. থাইরোক্যাল সিটোসিন কী?— থাইরয়েড নিঃসৃত ক্যালশিয়াম বিপাককারী হর্মোন।
  20. কোন্ প্রকারের হর্মোন ফুল ফোটাতে সাহায্য করে।— ফ্লোরিজেন।
  21. কোন হর্মোন বার্ধক্য বন্ধ করে।—উদ্ভিদের সাইটোকাইনিন।
  22. স্টেরয়েড হর্মোনের নাম করো। — ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন ইত্যাদি।
  23. হাইপার ও হাইপো গ্লাইসেমিয়া কী? — রক্তে স্বাভাবিক পরিমাণ থেকে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি।
  24. গ্লুকাগন অগ্নাশয়ের কোথা থেকে উৎপন্ন হয়? — অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন উৎপন্ন হয়।
  25. গলগণ্ডের কারণ কী? — আয়োডিনের অভাব হলে থাইরক্সিন উৎপন্ন হয় না তাই গলগণ্ড হয়।
  26. নিউরো হরমোন কী?—স্নায়ু তথা নিউরোন জাত হরমোনকে নিউরো হরমোন বলে।
  27. গ্লুকোসুরিয়া কখন হয়?—যখন গ্লুকোজের মাত্রা 180mg/100ml এর থেকে স্থায়ীভাবে বেশি হয় তখন মূত্রে গ্লুকোজ নির্গত হয়।
  28. প্রভুগ্রন্থি কাকে বলে?— পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে।
  29. মানুষের হৃদপিণ্ড থেকে ক্ষরিত হরমোন কী? —অ্যাট্রিয়্যাল ন্যাট্রিউরেটিক হরমোন।
  30. বৃক্ক নিসৃত হরমোনের নাম করো?— রেনিন এবং এরিথ্রোপোয়েটিন।
  31. ভারনালিন কী?— ইহা প্রকল্পিত হরমোন যা ফুল ফোটাতে সাহায্য করে।
  32. ক্রোটিনিজম কী?-থাইরয়েড গ্রন্থির অল্পক্ষরণে ছোটোদের বৃদ্ধি ব্যাহত হয়। জড়বুদ্ধি হয়।— সেই অস্বাভাবিক অবস্থাকে ক্রোটিনিজম বলে।
  33. আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোশকে কী বলে? —- ইউক্যারিওটিক কোশ বলে।
  34. পর্দাবিহীন নিউক্লিয়াস যুক্ত কোশকে কী বলে?—প্রোক্যারিওটিক কোশ বলে।
  35. দুটি অসম্পূর্ণ অপত্য ক্রোমোজম যারা একটি সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে তাদের কী বলে?—ক্রোমাটিড বলে।
  36. টেলোমিয়ার কী? ক্রোমোেজামের বিশেষ মেরুত্বযুক্ত প্রান্তকে— টেলোমিয়ার বলে।
  37. নিউক্লিক অ্যাসিডের নাম করো। — D.N.A. ও R.N.A. দুটি নিউক্লিক অ্যাসিড।
  38. প্রায় সকল জীবে কোন নিউক্লিক অ্যাসিড বংশগত পদার্থ? — D.N.A.I
  39. কয় প্রকার N2 বেস DNA তে ব্যবহার হয়।— মূলত দুই প্রকার পিউরিন ও পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন বেস DNA তে থাকে।
  40. পিউরিন নাইট্রোজেন বেসের উদাহরণ দাও।—অ্যাডিনিন, গুয়ানিন।
  41. পিরিমিডিন নাইট্রোজেন বেসের উদাহরণ দাও। —থাইমিন, সাইটোসিন (ইউরাসিন—RNA)।
  42. অ্যালোজোম কী?— যে ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে তাকে অ্যালোজোম বলে।
  43. অটোজোম কী? — যে ক্রোমোজোম দেহের বৈশিষ্ট্যের জন্য দায়ী তাকে অটোজোম বলে।
  44. কোন N2 বেস DNA তে দেখা যায় না? —ইউরাসিল।
  45. জিন শব্দটি কে ব্যবহার করেন?—জোহানসেন।
  46. হলোসেন্ট্রিক ক্রোমোজোম কোটি? — যে ক্রোমোজোমে অনেক সেট্রোমিয়ার অবস্থান করে তাকে হলেসেন্ট্রিক/পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলে।
  47. DNA কতন্ত্রী? —DNA দ্বিতন্ত্রী।
  48. প্রত্যক্ষ কোষ বিভাজনের উদাহরণ দাও। —অ্যামাইটোসিস।
  49. ‘n’ সংখ্যক ক্রোমোজোম কে কী বলে?—জিনোম বলে।
  50. কোন কোষ বিভাজনে দেহ কোষের সংখ্যা বাড়ে?— মাইটোসিস।
  51. মাইটোসিস কোষ বিভাজনে সিস্টার ক্রোমাটিড-বিচ্ছিন্ন হয় কোন্ দশায় ?—অ্যানাফেজ দশায়।
  52. মানুষের গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা কত?—(22+x) (22 + y) বা 23টি।
  53. মাইটোসিসের কোন দশায় নিউক্লিওলাস আবির্ভাব হয়?— টেলোফেজ দশায়।
  54. কোন্ দশায় ক্রোমোজোম সবচেয়ে স্থূল হয়? মেটাফেজদশায় সবচেয়ে বেশি মোটা হয় —ক্রোমোজোম।
  55. প্রাণী কোষে নেমতন্ত্র কোথা থেকে তৈরি হয়?— সেন্ট্রোজোম থেকে।
  56. উদ্ভিদ কোষে বেতন্তু কোথা থেকে তৈরি হয়?—প্রোটোপ্লাজম থেকে।
  57. কোন্ জাতীয় কোষ বিভাজনে কোষ পাত তৈরি হয়?—উদ্ভিদ কোষের বিভাজনে।
  58. জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হয়? মাতৃকোষের অর্ধেক তথা—‘n’ হয়।
  59. D.N.A.র পুরো নাম কী?—ডি অক্সি রাইরো নিউক্লিক অ্যাসিড।
  60. মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কী?— সমবিভাজন।
  61. কোন কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের অর্ধেক হয়। —মিওসিস।
  62. D.N.A সংশ্লেষিত হয় কোষ বিভাজনের কোন্ দশায়?— ইন্টার ফেজ দশায়।
  63. কোষ ত্বকের প্রবর্তক কে?- –স্লাইডেন ও সোয়ান।
  64. ক্রোমোজোম নামকরণ করেন কে?— বিজ্ঞানী ওয়াল্ডেয়ার।
  65. সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কী বলে? —অ্যাসোন্ট্রিক ক্রোমোজোম।
  66. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?—ক্যারিওকাইনেসিস।
  67. সাইটোপ্লাজমের বিভাজন কে কী বলে?—সাইটোকাইনেসিস বলে।
  68. কোন কোষে ইন্টারজোনাল তন্তুগুলি টেলোফেজ দশায় স্টেমবডিগঠন করে। — প্রাণী কোষে ইন্টারজোনাল তন্তুগুলি টেলোফেজ দশায় স্টেমবডি গঠন করে।
  69. মাইটোসিসের কোন্ দশায় ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব হয় ? — কোষ বিভাজনের দশায় ক্রোমোজোম সবচেয়ে স্থূল মেটাফেজ দশা।
  70. নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস কখন অবলুপ্ত হয়?—প্রোফেজের শেষ পর্য্যায়।
  71. ক্যারিওকাইনেসিসের স্বল্প স্থায়ী দশা কোটি? — অ্যানাফেজ দশা।
  72. Go দশায় অবস্থানকারী একটি কোষের নাম করো।— স্নায়ু কোষ/ পেশি কোষ।
  73. সর্বপ্রথম মাইটোসিস শব্দটি কে ব্যবহার করেন? —ফ্লেমিং।
  74. মাইটোসিস বিভাজনে ক্রোমোজম, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কবার বিভাজিত হয়?— মাইটোসিস বিভাজনে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও ক্রোমোজম মাত্র একবার বিভাজিত হয়।
  75. জিনোম থাকে এমন একটি কোষের নাম করো। — শুক্রানু ও ডিম্বানুতে ‘n’ সংখ্যক ক্রোমোজম তথা জিমে থাকে।
  76. যে কোষ বিভাজিত হয় সেই কোষকে কী বলে?— জনিতৃ কোষ বলে।
  77. পরোক্ষ বিভাজনের উদাহরণ দাও। — মাইটোসিস বা মিওসিস পরোক্ষ বিভাজন।
  78. দেহ কোষের ক্রোমোজম সংখ্যা কত? — দেহ কোষের ক্রোমোজম সংখ্যা 2n।
  79. ইন্টার ফেজ দশায় কয়টি উপদশা। -ইন্টারফেজ দশার 3টি উপদশা— G1 S, G2.
  80. ইন্টারফেজের কোন উপদশায় D.N.A. সংশ্লেষিত হয়?— ইন্টারফেজের S উপদশায় D.N.A. সংশ্লেষ হয়।
  81. কোন কোষ বিভাজনে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার অর্ধেক হয়? —মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়।
  82. সাইটোকাইনেসিস কী?— কোষের সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে।
  83. ট্রিপ্লয়েড কোষের উদাহরণ দাও।—সস্য ‘3n’ এর উদাহরণ।
  84. কোন দশায় ক্রোমোজম গুলি মেরুতে চলতে শুরু করে।— অ্যানাফেজ দশায়।
  85. নিউক্লিওলাস ও নিউক্লিয়পর্দার পূনঃআবির্ভাব ঘটে কোন দশায়? —টেলোফেজ।
  86. বাইভালেন্ট ক্রোমোজম কাকে বলে? — সমসংস্থ ক্রোমোজম জোড়কে বাইভালেন্ট বলে।
  87. কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজম বিষুব অঞ্চলে সঞ্চিত হয়?—মেটাফেজ।
  88. মাইটোসিসের কোন দশায় ইন্টার জোনাল তন্তুর-আবির্ভাব ঘটে।— অ্যানাফেজ।
  89. G2 উপদশায় কী সংশ্লেষিত হয়? — G2 উপদশায় অঙ্গাণু সংশ্লেষিত হয়।
  90. ক্রশিং ওভার কাকে বলে? —ক্রোমোজমের বাহুর বিনিময়কে ক্রশিং ওভার বলে।
  91. যৌন জননের একক কী?— পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট।
  92. অযৌন জনন হয় এমন একটি উদ্ভিদ ও প্রাণীর নাম করো। — ছত্রাক তথা মিউকর ও অ্যামিবা।
  93. যৌন জনন সম্পন্ন হয় এমন এক উদ্ভিদের নাম করো।— মটর, ছোলা ইত্যাদি।
  94. বহিঃনিষেক ঘটে এমন একটি প্রাণীর নাম করো। —ব্যাঙ, মাছ।
  95. অন্তঃনিষেক কাকে বলে?— যে যৌন জননে নিষেক ক্রিয়া শরীরের ভিতর সম্পন্ন হয়, তাকে অন্তঃনিষেক বলে।
  96. অন্তঃনিষেক ঘটে এমন একটি প্রাণীর নাম করো।- স্তন্যপায়ী প্রাণী (মানুষ)।
  97. কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণ দাও।—কলম।
  98. কোরদগম বা বাড়িং ধরনের অঙ্গজ জনন দেখা যায় কোন প্রাণীতে?—হাইড্রা।
  99. সিগ্যামি বা নিষেক কয় প্রকার?— আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামি।
  100. আইসোগ্যামির উদাহরণ দাও।—ক্লাইডোমোনাস।

Read More: Para Teacher | পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ করতে চলেছে সরকার, Latest News.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles