Most relevant geography questions (MCQ) for WBCS preliminary 2022

India National Park ভারতের️ জাতীয় উদ্যান

 Most relevant geography questions (MCQ) for WBCS preliminary 2022: পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রধান অগ্রাধিকার ক্ষেত্র (important bulletin of five-year planning). we are hopeful that this important bulletin of five-year planning become very helpful for your upcoming examination

Most relevant geography questions (MCQ) 2022 for WBCS preliminary 2022

  • 1ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (1951-56)- কৃষির অগ্রাধিকার।
  • 2য় পঞ্চবার্ষিক পরিকল্পনা (1956-61)- শিল্প খাতের অগ্রাধিকার।
  • 3য় পঞ্চবার্ষিক পরিকল্পনা (1961-66)- কৃষি ও শিল্প।
  • 4র্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (1969-74) – ন্যায়বিচারের সাথে দারিদ্র্যের উন্নয়ন।
  • 5ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (1974-79)- দারিদ্র্য দূরীকরণ এবং স্বনির্ভরতা।
  • 6ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (1980-85)- পঞ্চম পরিকল্পনার মতোই জোর দেওয়া হয়েছে।
  • 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (1985-90)- খাদ্য উৎপাদন, কর্মসংস্থান, উৎপাদনশীলতা
  • 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (1992-97)- কর্মসংস্থান সৃষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ।
  • 9ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (1997-02) – বৃদ্ধির হার -7 শতাংশ।
  • 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (2002-07) – স্ব-কর্মসংস্থান এবং সম্পদের উন্নয়ন।
  • 11 তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (2007-12) – ব্যাপক এবং দ্রুত বৃদ্ধি।
  • 12ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (2012-17) – স্বাস্থ্য, শিক্ষা এবং স্যানিটেশনের উন্নতি (সম্পূর্ণ উন্নয়ন)।

Length of border with 7 neighboring countries of India (ভারতের 7টি প্রতিবেশী দেশের সাথে সীমান্তের দৈর্ঘ্য) 

️ বাংলাদেশ – 4096.7 কিমি
(আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ)

️ চীন – 3488 কিমি
(লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ)

️ পাকিস্তান – 3323 কিমি
(গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর, লাদাখ)

️ নেপাল – 1751 কিমি
(উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ড)

️ মায়ানমার – 1643 কিমি
(অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর)

ভুটান – 699 কিমি
(সিকিম, আসাম এবং পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ)

আফগানিস্তান -106 কিমি পোকি
(জম্মু ও কাশ্মীর, (পাকিস্তান অধিকৃত)


India National Park ভারতের️ জাতীয় উদ্যান

(1) ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
জিম করবেট জাতীয় উদ্যান (উত্তরাখণ্ড)

(2) জিম করবেটের পুরাতন নাম কি ছিল?
হেইলি ন্যাশনাল পার্ক

(3) দেশের সর্বোচ্চ জাতীয় উদ্যান কোথায়?
মধ্য প্রদেশ

(4) ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি?
 হিমিস (জম্মু ও কাশ্মীরের লেহ জেলায়)

(5) হিমিস জাতীয় উদ্যান কত কিলোমিটার বিস্তৃত?
3568 কিমি

(6) শীতকালে ভারতে সাইবেরিয়ান ক্রেন কোথায় দেখা যায়।
কেওলাদেও ঘানা পাখির অভয়ারণ্য (রাজস্থান)

(7) কোন সালে ভারতের সরিস্কা টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল?
1955

(8) কোন সালে ভারতের কানহা টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়?
1995

(9) কোন সালে ভারতের করবেট টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল?
1957

(10) ভারতের দুধওয়া টাইগার রিজার্ভ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
1958

(11) কোন সালে ভারতের বান্ধবগড় টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল?
1968

(12) কোন সালে ভারতের রণথম্বোর টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল?
1973

(13) কোন সালে ভারতের বান্দিপুর টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়?
1973

(14) কোন সালে ভারতের মানস টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়।
1973

(15) ভারতের মেলঘাট টাইগার রিজার্ভ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
1973

(16) কোন সালে ভারতের পালামু টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়।
1973

(17) কোন সালে ভারতের সিমলিপাল টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়।
1973

(18) সুন্দরবন ভারতের টাইগার রিজার্ভ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
1973

(19) কোন সালে ভারতের পেরিয়ার টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল।
 1978

(20) কোন সালে নাগার্জুন সাগরের টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল?
 1982

(21) বক্সা সাগরের টাইগার রিজার্ভ কত সালে প্রতিষ্ঠিত হয়?
1982

(22) কোন সালে নামদাফা টাইগার রিজার্ভ প্রতিষ্ঠিত হয়?
1982

(23) কোন সালে ইন্দ্রাবতীর বাঘ সংরক্ষণাগার প্রতিষ্ঠিত হয়?

  1982

Read more: Top life science questions(MCQ) for Competitive Examination 2022

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles