Life Science GK| WBCS PRELIMINARY 2022

Life Science GK |WBCS PRELIMINARY 2022: Life Science General Knowledge 2022  For WBCS (Prelims) Exam. Smart Knowledge is providing almost 115 life science questions(Life Science GK) with an answer from the General knowledge portion.

Today’s Topic is based on WBCS Preliminary Preparation Guide. We think that All of You’ve completed the online Application form up to the 5th of April. Now it’s high time to get ready for the exam. So, we are here to help you to enhance your preparation much better so that you can crack the prelims and secure them above the cut-off marks.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, smart knowledge is presented with a huge bunch of Study stuff from Science Portion. This is the general knowledge questions and answers section on “General Science” with an explanation for various interviews, competitive examinations and Daily Uses for Higher Class & Lower classes. Life Science GK

Life Science GK Question With Answer:

কোন ধরনের জীবে প্রথম স্নায়ুতন্ত্র দেখা যায়? – হাইড্রা তথা সিলেন্টারেটা পর্বের প্রাণীতে প্রথম স্নায়ুতন্ত্র দেখা যায়।

2. স্নায়ুতন্ত্রের একককে কী বলে? -নিউরোন বলে।

3. সাইনাপ্স কী? -দুটি নিউরোনের সংযোগস্থলকে সাইনাপ্স বলে।

4. নিউরোনের যে শাখার মধ্য দিয়ে সংবেদন কোষদেহ থেকে বেরিয়ে যায় তাকে কী বলে? -অ্যাক্সন।

5. নিসিল দানা কী? -রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা আবৃত ERকে নিসিল দানা বলে।

6. আমাদের করোটি স্নায়ুর সংখ্যা কত? -12 জোড়া।

7. আমাদের সুষুম্ন স্নায়ুর সংখ্যা কত? -31 জোড়া।

৪. স্নায়ু বিহীন এককোষী ও বহুকোষী প্রাণীর নাম করো।-অ্যামিবা ও স্পঞ্জ।

9. ইনসুলিন হর্মোনের উৎস কী?- অগ্নাশয়ের আইলেটস অকল্যাঙ্গার হ্যান্সের বিটা কোষ।

10. চোখের সঙ্গে যুক্ত স্নায়ুর নাম করো?-অপটিক স্নায়ু।

11. মেনেনজিস কী? -মস্তিষ্কের ও সুষুম্না কাণ্ডের বাহিরে যে ত্রিস্তরীয় আবরণ (ডুরা, অ্যারানয়েড, পায়া) থাকে তাকে মেনেনজিস বলে।

12. C.S.F. কী? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (Ceribro Spinal Fluid) ইহা মস্তিষ্কের ভেন্ট্রিকল ও সুষুম্মাকাণ্ডের ভিতর থাকে।

13. স্নায়ু স্পন্দনের গতি মানুষের ক্ষেত্রে কত?- প্রায় 100 – 120 মিঃ প্রতি সেঃ।

14. মায়েলিন আবরণ কোথায় থাকে? -মেডুলা যুক্ত স্নায়ুতে, পেরিফেরিয়াল স্নায়ুতন্ত্রের স্নায়ুতে মায়েলিন আবরণ থাকে।

15. কোন প্রাণীতে স্নায়ু দেখতে মই-এর মতো? -প্লানেরিয়া।

16. অমেরুদণ্ডী প্রাণীতে স্নায়ুতন্ত্র কোন দিকে অবস্থান করে? – দেহের অঙ্ক দেশে।

17. কোন প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিরেট? -ব্যবহৃত হয়? সেই স্থান নিউরোগ্লিয়া দ্বারা ভর্তি হয়।

22. মানুষের সবচেয়ে দীর্ঘ স্নায়ু কোনটি? -সায়াটিক নার্ভ।

23. মস্তিষ্কের কোন অংশ মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?-লঘুমস্তিষ্ক বা সেরিবেলাম।

24. ব্যাঙের করোটি স্নায়ুর সংখ্যা কত?- 10 জোড়া।

25. নিসিল দানার কাজ কী? কোথায় থাকে?- নিউরোনের কোষ দেহে থাকে। প্রোটিন সংশ্লেষ এর কাজ।

26. একটি চেষ্টীয় স্নায়ুর নাম করো।-অকিউলোমোটর নার্ভ।

27. একটি সংজ্ঞাবহ স্নায়ুর নাম করো।- অপটিক স্নায়ু।

28. প্যাভলভ কীসের জন্য বিখ্যাত?-প্রতিবর্ত ক্রিয়ার ওপর পরীক্ষার জন্য বিখ্যাত।

29. একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। -চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে আসে। শিশু মায়ের কাছ থেকে জন্মের পর স্তন্যপানের ইচ্ছা করে।

30. সুষুম্নশীষকের কাজ কী?- হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, ঘামনিঃসরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করা।

31. গুরুমস্তিষ্কের কাজ কী?- বুদ্ধি, চিন্তা, স্মৃতি, দর্শন, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে।

32. সরল প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? – যে প্রতিবর্ত ক্রিয়া কেবলমাত্র সুষুম্নাকাণ্ড দ্বারা পরিচালিত তাকে সরল প্রতিবর্ত ক্রিয়া বলে।

33. জটিল প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? -যে প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড ও মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয় তাকে জটিল প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন—সাইকেল চালানো।

34. সংযোগী বা অন্তর্বর্ত নিউরোন কাকে বলে? -যে নিউরোন সংবেদী ও চেষ্টীয় নিউরোনের মধ্যে সংযোগ গঠন করে।

35. চোখের স্নায়ুস্তর কোনটি?-রেটিনা স্তর।

36. রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত?- অপটিক স্নায়ু।

37. পুঞ্জাক্ষি আছে কোন পর্বের প্রাণীদের? -পতঙ্গ, আরশোলা, চিংড়ি।

38. তারারন্ধ্রের কাজ কী?-আলো নিয়ন্ত্রণ করে রেটিনায় ফেলা।

39. রড কোষ কী মৃদু আলো সংবেদী? – রডকোষ মৃদু আলোকে সংবেদী রাত্রে দেখতে সাহায্য করে।

40. কোন কোষ কী আলো সংবেদী?- তীব্র আলোক সংবেদী/দিনের বেলায় দেখতে সাহায্য করে।

41. শ্রবণ ছাড়া কর্ণের অপর কাজ কী? – দেহের ভারসাম্য রক্ষা করা।

42. রেটিনা কোন কোষের সংখ্যা কত? -প্রায় 65 লক্ষ।

43. কম আলোকে রড কোষকে অধিকতর সংবেদী করে কোন রাসায়নিক পদার্থ?- রোডপসিন নামক বিশেষ রাসায়নিক পদার্থ।

44. কোন কোষে কী রঞ্জক পদার্থ থাকে?- আইডপসিন (বেগুনি), সায়ানসিন (নীল)।

45. মধ্যকর্ণের অস্থি ত্রয়ের নাম করো। -মেলিয়াস, ইনকাস, স্টেপিস।

46. ইউস্টেচিয়ান নালির কাজ কী?- মধ্যকর্ণ ও পরিবেশের বায়ু চাপ এক রেখে কর্ণের পর্দাকে রক্ষা করে।

47. শ্রবণ কোন অংশের দ্বারা অনুভূত হয়? -কক্লিয়া (অন্তকর্ণ)।

48. ব্লাইন্ডস্পট কী?-অপটিক নার্ভ চোখের যে স্থানে রেটিনায় প্রবেশ করে যেখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না একে ব্লাইন্ডস্পট বা অন্ধবিন্দু বলে।

49. একনেত্র দৃষ্টি কী?-দুটি চোখ দ্বারা আলাদা আলাদা প্রতিবিম্ব গঠিত হয়— ব্যাঙ, গোরু।

50. অটোলিথ কোথায় পাওয়া যায়?-অন্তকর্ণের অর্ধবৃত্তাকার নালির মধ্যে।

51. নাকের কাজ কী?- শ্বাস গ্রহণ, গন্ধ বা ঘ্রাণ অনুভব করা।

52. অন্তকর্ণের অর্ধবৃত্তাকার নালির কাজ কী? -ভারসাম্য রাখা।

53. ফোবিয়া সেন্ট্রালিস/পীতবিন্দু কী? – তারারন্ধ্রের বিপরীতে রেটিনায় এই অঞ্চল যেখানে প্রতিবিম্ব ভালোভাবে গঠিত হয়।

54. শক্লেরা কী? কাজ কী?-চোখের বাহিরের স্তর যা চোখের করোয়েড। এটি রেটিনাকে রক্ষা করে।

55. কুকুর বিড়াল গাঢ় রং দেখতে পারে না কেন?-এদের রেটিনায় কোন কোষ কম থাকে তাই তারা গাঢ় রং দেখতে পায়না।

56. রাত্রে বিড়াল ও প্যাচা ভালো দেখে কেন? রেটিনায় বড় কোষ বেশি তাই কম আলোতে ভালো দেখতে পায়।মানুষের ক্ষুদ্রতম পেশি কোনটি? → চোখের সিলিয়ারি পেশি।

57. চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম করো। -অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার, কর্ণিয়া, লেনস।

58. জিহবার সর্বাগ্রে কোন স্বাদ পায়? – ঝাল, লবণ।
59. ঘ্রাণ অনুভবের জন্য দায়ী স্নায়ু।-অলফ্যাক্টরি।

60. রেটিনায় রড কোষের সংখ্যা কত?- প্রায় 11 সাড়ে কোটি।

61. জিহ্বার সামনের অংশ কী স্বাদের জন্য দায়ী?-মিস্টি।

62. জিহ্বার পিছনের অংশ কী স্বাদের জন্য দায়ী?-তেতো।

63. চোখের রক্ষণমূলক স্তর কোনটি?- কনজাংটিভা।

64. কনজাংটিভার সংক্রমণকে কী বলে? -কনজাংটিভাইটিস।

65. ফেনেস্ট্রা ওভালিস কোথায় থাকে?-ফেনেস্ট্রা ওভালিস মধ্যকর্ণ ও অন্তঃকর্ণের সংযোগস্থলে যেখানে স্ট্রেপিস অস্থি ধাক্কা মারে।

66. প্রান্তসন্নিকর্ষ বা সাইনাপস অতিক্রম করতে কত সময় লাগে ?-সাইনাপস অতিক্রম করতে 5 মিলি সেকেণ্ড সময় লাগে।

67. অ্যাকুয়াস হিউমার কোথায় থাকে? → চোখের লেন্স এবং কর্নিয়ার মধ্যবর্তী অঞ্চলে-অ্যাকুয়াস হিউমার থাকে।

68. ভিট্রিয়স হিউমার কী?-রেটিনা ও লেন্সের মধ্যবর্তী অঞ্চল যা সান্দ্র তরল দিয়ে পূর্ণ তাকে ভিট্রিয়স হিউমর বলে।

69. অশ্রুগ্রন্থিতে কী উৎসেচক থাকে?- লাইসোজাইম নামে ব্যাকটেরিয়ার প্রাণীর বিদির্ণকারী উৎসেচক থাকে।

70. নাসিকার কাজ কী?- ঘ্রান অনুভব করা এবং নিশ্বাস প্রশ্বাস চালানো।

71. রাসায়নিক সমন্বয় সাধক কী? -হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে।

72. হর্মোন শব্দটি কে ব্যবহার করেন? -1905 খিঃ এ বেলিস ও স্টারলিং।

73. প্রথম আবিষ্কৃত হর্মোন কী?-সিক্রিটিন।

74. উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথম আবিষ্কৃত হয়-কোনটি? অক্সিন।

75. কৃত্রিম হর্মোন এর নাম লেখো? ইন্ডোল বিউটারিক অ্যাসিড (IBA), ইন্ডোল। প্রোপিওনিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড।

76. অক্সিন নামকরণ করেন কে?-ওয়েন্ট (Went)।

77. বীজ অঙ্কুরোদগমনে কোন হর্মোন সাহায্য করে? অক্সিন (NAA)

78. আগাছা দমনে যে অক্সিন ব্যবহৃত হয় তার নাম কী?-2, 4-D, 2, 4:5-T, M.C.P.A.

79. যে ছত্রাক থেকে জিব্বারেলিন নিঃসৃত হয় তার নাম কী?-জিব্বারেল্লা ফুজিকুরোই। (Gibberella fugicuroi)

80. অ্যান্টি জিব্বারেলিনের নাম করো।-ক্লোরোকোলাইন ক্লোরাইড(CCC)।

81.’ব্যাকানে’ রোগের জন্য বা ফুলিস্ সিডলিং রোগের জন্য যে হর্মোন দায়ী তাকে কী বলে?-জিব্বারেলিন।

82. আলোক অনুকূলবর্তী চলন নিয়ন্ত্রিত হয় কোন হর্মোন এর দ্বারা।-অক্সিন।

83. কোন জিব্বারেলিন উদ্ভিদ দেহে বেশি পরিমাণে পাওয়া যায়?-GA3 |

84. নারকেলের দুধ থেকে কোন হর্মোন পাওয়া যায়? -সাইটোকাইনিন।

85. সাইটোকাইনিনের রাসায়নিক নাম কী?- 6, ফুরফুরাই অ্যামাইনো পিউরিন।

86. ভুট্টায় যে সাইটোকাইনিন পাওয়া যায় তাকে কী বলে?- জিয়াটিন।

87. অগ্ৰস্থ প্রকটতা কোন্ হর্মোন নিয়ন্ত্রণ করে?-অক্সিন।

88.I.A.A. এর পুরো নাম কী? – ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড।

89. বীজহীন ফল উৎপন্ন করতে সাহায্য করে কোন হর্মোন?-অক্সিন/জিব্বারেলিন।

90. অক্সিন কোথায় সংশ্লেষিত হয় ?-ভাজক কলায়।

91. অক্সিন ব্যবহারে কী ফুল প্রাধান্য পায়?-স্ত্রীফুল।

92. বর্তমানে জিব্বারেল্লা ফুজিকুরোইর নাম কী? -ফিউজারিয়াম, মনিলিফরাম।

93. জিব্বারেলিন শব্দটি কে ব্যবহার করেন?- ইয়াবুটি (1935) ব্যবহার করেন।

94. জরা নিয়ন্ত্রণে কোন্ হর্মোন কাজ করে।- সাইটোকাইনিন।

95. লেটুস শাকের বীজের অঙ্কুরোদগমনের জন্য কোন -হর্মোন প্রয়োগ করা হয় ? জিব্বারেলিন।

96. পিটুইটারি কোথায় অবস্থিত? মস্তিষ্কের স্ফেনোএড অস্থির সেলাটারসিকা-অস্থিগহ্বরে ইহা অবস্থিত।

97. অগ্র পিটুইটারির কয়েকটি হর্মোনের নাম করয়।- S.T.H, T.S.H, ACTH, GTH.

9৪. বৃক্কের উপর কোন্ হর্মোন গ্রন্থি অবস্থান করে? -অ্যাড্রিনাল গ্ল্যান্ড।

99. কোন্ গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে? -অগ্নাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে।

100.S.T.H. এর পুরো নাম কী -সেমোটো ট্রপিক হর্মোন।

101.A.C.T.H. এর পুরো নাম কী?- অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হর্মোন।

102.T.S.H. এর পুরো নাম কী? – থাইরয়েড স্টিমুলেটিং হর্মোন।

103. ভেসো প্রেসিনের অপর নাম কী?-অ্যান্টি ডাই ইউরেটিক হর্মোন।

104. হর্মোন এর রাসায়নিক প্রকৃতি কীরূপ? -প্রোটিন বা স্টেরয়েড বা অ্যামাইন ধর্মী।

105. ইনসুলিনের কাজ কী?- রক্তের গ্লুকোজ কে গ্লাইকোজেনে পরিণত করে এবং গ্লুকোজের বিপাক বাড়ায়। Life Science GK

106. লোকাল হর্মোনের উদাহরণ দাও। -টেস্টোস্টেরন, গ্যাসট্রিন।

107. কোন হর্মোন ব্যাঙাচির রুপান্তরে সাহায্য করে। -থাইরক্সিন।

108. কোন হর্মোন B.M.R. বাড়ায়। -থাইরক্সিন।

109. আপদকালীন হর্মোন কাকে বলে? -অ্যাড্রিনালিন।

110. কোন্ গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে? -পিটুইরিটারি গ্রন্থি।

111. F.S.H. এর পুরো নাম কী?- ফলিকল স্টিমুলেটিং হর্মোন।

112. L.H. এর পুরো নাম কী ?- লিউটিনাইজিং হর্মোন।

113. কোন হর্মোন হৃদগতি বাড়ায়?-অ্যাড্রিনালিন।

114. রক্তে গ্লুকোজের সাধারণ পরিমাণ কত?- 100+- 10mg/100ml রক্ত।

115. অ্যাড্রিনালিন এর উৎস কী?- অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল।

READ MORE: Civic Volunteers Recruitment 2022 | Apply Now for 30 posts under Kolkata Police

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles