Latest Current Affairs | Daily Current Affairs Of 29th August | Most Important For All Upcoming Exams

Latest Current Affairs

Latest Current Affairs | Daily Current Affairs Of 29th August | Most Important For All Upcoming Exams: Current Affairs plays an important role in our everyday life. Today in this topic Smart Knowledge is presenting a huge number of Daily Current Affairs (August). Nowadays, cracking the exam is not easy. To think about the interesting Aspirants and to make the preparation easier we have posted some selective latest updates which will help you to be ready for the exams.

Latest Current Affairs:

Hello Participants, welcome back to our Channel “Smart Knowledge”. Today in this post We are presenting Some 35 Top & Latest Current Affairs For the Upcoming Competitive Exams.


 

1. বিধ্বংসী বন্যার জেরে বিধ্বস্ত পাকিস্তান। এর জেরে লাহোর এবং পাঞ্জাব প্রদেশের অন্যান্য অংশে বিভিন্ন শাকসবজি এবং ফলের দামের ব্যাপকভাবে বেড়ে গিয়েছে।

  • তাই পাকিস্তান সরকার ভারতের থেকে টমেটো এবং পেঁয়াজ আমদানি করতে পারে। এখানকার বাজারের ব্যবসায়ীরা এমনটাই দাবি করছে।
  • রবিবার, লাহোরের বাজারে প্রতি কেজি টমেটো এবং পেঁয়াজ যথাক্রমে প্রায় ৫০০ এবং ৪০০ টাকায় বিক্রি হয়েছে।
  • তবে, রবিবারের বাজারে উভয় পণ্যই নিয়মিত বাজারে পাওয়া যায় এমন পণ্যের তুলনায় প্রতি কেজি ১০০ টাকা কম পাওয়া যায়,’

2. দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার এক বছরের মধ্যেই ভারত সরকার গুজরাতের ঐতিহ্যবাহী নৃত্য গরবাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য মনোনীত করেছে।

  • যদিও ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল সেক্রেটারি টিম কার্টিস বলেছেন, এই মনোয়ন শুধু আগামী বছরের জন্য গ্রাহ্য করা হবে।

3. দুই শাবককে নিয়ে দিব্যি নিজের খাঁচায় বসেছিল সিংহ ও সিংহী। আচমকাই এক ব্যক্তি নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে ওই খাঁচায় ঢুকে পড়েন। আর তার পরিণামও হল ভয়ংকর। শেষমেশ সিংহের হামলা প্রাণ হারাতে হল তাঁকে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী ঘানার আক্রা চিড়িয়াখানা। এই ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

4. প্রবল বন্যায় ভাসছে পাকিস্তান (Pakistan)। সেদেশের দক্ষিণ প্রদেশের পরিস্থিতি ভয়াবহ।

  • পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ তথা NDMA’র তথ্য থেকে জানা যাচ্ছে এখনও পর্যন্ত বন্যার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৯৮২ জন।
  • যার মধ্যে গত ২৪ মিনিটে মৃতের সংখ্যা ৪৫। আহত ১১৩।
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। নামাতে হয়েছে সেনা।

5. নাসার অভিযানে ৫০ বছর আগে শেষবারের মত চাঁদের মাটিতে পা রেখেছিল মানুষ।

  • তারপর আবার নতুন করে চন্দ্র অভিযানে হাত দিয়েছিল মার্কিন মহাকাশ সংস্থা। কিন্তু শেষ মুহুর্তে তা বন্ধ করে দিতে হয়।
  • ইঞ্জিন বিভ্রাটের কারণেই ‘আর্টেমেসি -১ ‘ এর চন্দ্র অভিযান স্থগিত রাখা হয়েছে বলে নাসা সূত্রের খবর।
  • চারটি RS-25 ইঞ্জিনের একটিতে তাপমাত্রার সমস্যার কারণে সোমবার নাসা তার বিশালাকার মুন রকেটের পরীক্ষামূলক ফ্লাইটটি স্থগিত রেখেছে।
  • উৎক্ষেপণের মাত্র ৪০ মিনিট আগে প্রকল্পটি বাতিল ঘোষণা করা হয়। আর্টেমিস ১ মিশনের প্রবর্তনের বিকল্প তারিখও জানিয়েছে।
  • শেষপর্যন্ত মঙ্গল গ্রহে যাওয়ার একটি উচ্চাভিলাষী কর্মসূচির অংশ হিসাবে চাঁদের চারপাশে একটি ক্রুবিহীন উড়বে, ২ সেপ্টেম্বর এবং ৫ সেপ্টেম্বর।

6. এশিয়া কাপ ২০২২’ এ পাকিস্তানের বিপক্ষে ছক্কা হাঁকিয়ে ভারতকে জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া।

  • দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হাসে ভারত।
  • মাঠে সেরা পারফর্মেন্স দেওয়ার ক্ষেত্রে এই অলরাউন্ডারের ডায়েট ও ফিটনেস অন্যতম সহায়ক
    যে কোনো আঘাত এড়াতে ও ভারি শরীরচর্চার ক্ষেত্রে ব্যায়ামের আগে ওয়ার্ম আপ করা জরুরি।
  • এই ক্রিকেটার বেশ খানিকটা সময় নিয়ে ওয়ার্ম আপের মাধ্যমে দিন শুরু করেন।
  • যা তার ভারসাম্য, স্থিতিশীলতা ও পায়ের শক্তি বাড়াতে সহায়তা করে।
  • হিট কার্ডিও ওয়ার্কআউট নিয়মিত করেন তিনি। যা শরীরের মূল শক্তি, গতিশীলতা ও সামগ্রিক স্বাস্থ্যের সমন্বয় উন্নত করে।

7. বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক আইসক্রিম জাদুঘর, যেখানে গেলে আপনি ডুব দিতে পারবেন রং-বেরঙের বাহারি আইসক্রিমে।

  • সিঙ্গাপুরে যাবেন অথচ আইসক্রিম জাদুঘরে ঢুঁ মারবেন না তা কি হয়!
  • আইসক্রিমপ্রেমীদের জন্য সিঙ্গাপুরে আছে বিশালাকার এক জাদুঘর। কী নেই সেখানে!
  • যেদিকেই তাকাবেন শুধু চোখে পড়বে বাহারি আইসক্রিম।
  • এমনকি আপনি ডুবও দিতে পারবেন আইসক্রিমের পুকুরে। তবে ওই পুকুরে পানি নেই, বাহারি প্লাস্টিকের আইসক্রিম ছড়ানো ছিটানো আছে এক পুলে।
  • সেখানে গিয়েই মূলত ছোট-বড় সবাই ডুব মারেন!

8. অবস্থার প্রেক্ষিতে যাওয়া নিশ্চিত নয়, তবু ট্রেনের টিকিট (Train Tickets) কেটে ফেলতেন অনেকে। কারণ তা বাতিল করলে খুব বেশি খরচ ছিল না।

  • সেই দিন বুঝি রইল না। কারণ এবার ভারতীয় রেলের (Indian Railways) ট্রেনের বাতিল টিকিটের মূল্যের উপরেও জিএসটি বসানো হচ্ছে।
  • অর্থাৎ রেলকে বাতিলের মূল্য দেওয়ার পাশাপাশি এই বাবদ সরকারকে কর দিতে হবে।
  • যদিও টিকিট কাটবার সময় একবার সরকারকে কর দিয়েছেন যাত্রী।
  • জানা গিয়েছে, অর্থ মন্ত্রকের এই সংক্রান্ত সার্কুলার মাস খানেক আগেই পৌঁছেছে রেলের ঘরে।

9. গত জুন মাসে বড় রদবদল হয় রিলায়েন্স জিওতে (Reliance Jio)। চেয়ারম্যান পদ ছাড়েন মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

  • ওই পদে বসেন মুকেশ-পুত্র আকাশ আম্বানি (Akash Ambani)।
  • তখনই জানা গিয়েছিল রিলায়েন্স রিটেলের (Reliance Retail) চেয়ারম্যান হতে পারেন মুকেশ কন্যা ইশা আম্বানি (Isha Ambani)।
  • বাস্তবে তাই ঘটল। এবার থেকে রিলায়েন্স রিটেলের নেতৃত্ব দেবেন মেয়ে ইশা, সোমবার ঘোষণা করলেন মুকেশ আম্বানি।

10. উচ্চমাধ্যমিক পাস করার পর স্নাতক পড়ার জন্য বা স্নাতক পাস করার পর সকল পড়ুয়াদেরই তাদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সময়।

  • তখন যদি তারা তাদের সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে তাদের অনেকটাই পিছিয়ে যেতে হয় জীবনে।
  • ব্যক্তিগত পছন্দ থেকে শুরু করে একাডেমিক ক্ষমতার উপর ভিত্তি করে সকল বিদ্যার্থীরা তাদের কেরিয়ারকে তৈরি করে থাকেন।
  • উচ্চশিক্ষার জন্য বিদেশ যে খুবই এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না।
  • এমন অনেক শিক্ষার্থী আছেন তারা তাদের চ্যালেঞ্জকে সঙ্গী করে এগিয়ে যান বিদেশের পথে এবং সেখান থেকে সুন্দর প্রশিক্ষণ নিয়ে তারা তাদের একটি সুন্দর ভবিষ্যতে তৈরি করে থাকেন।

11. দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৯১ জন।

  • যা রবিবারও ছিল ৯৫০০-র বেশি। সোমবার তা নেমে এল ৭৫০০র কোঠায়।
  • একদিনে কোভিডের (COVID-19) কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২০৬ জন। শতকরা হিসেবে ৯৮.৬২ শতাংশ।

12. মাস চারেক আগে গম রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। আর এবার গমের আটা, ময়দা ও সুজি রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ভারত।

  • অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
  • শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)।
  • তবে কিছু ক্ষেত্রে সরকারের অনুমোদন সাপেক্ষে এই পণ্যগুলো রপ্তানির অনুমোদন দেওয়া হবে বলে ডিজিএফটি-র তরফে জানানো হয়েছে।

13. টাকার (INR) দামে ফের রেকর্ড পতন। আশি পেরিয়ে আরও পনেরো পয়সা কমে গেল টাকার দাম।

  • সোমবার বাজার খুলতেই এক ধাক্কায় বেশ কমে যায় টাকার দাম।
  • এক মার্কিন ডলারের দাম গিয়ে দাঁড়ায় আশি টাকা এগারো পয়সায়।
  • প্রসঙ্গত, শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময়ে এক মার্কিন ডলারের (USD) দাম ছিল ৭৯ টাকা ৮৭ পয়সা।
  • একধাক্কায় ৩৪ পয়সা পড়ে গিয়েছে টাকার দাম।

14. আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • উত্তরবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে

15. দীপাবলির আগেই দেশের ৪ শহরে 5G পরিষেবা, বড় ঘোষণা মুকেশ আম্বানির চার শহরে 5G নেটওয়ার্ক লঞ্চ করার জন্য গুহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে রিলায়েন্স।

  • এমনকি জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন –
  • Jio Air Fiber পরিষেবার মাধ্যমে ইউজাররা Gigabit-speed ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাও ওয়্যারলেস পদ্ধতিতে।
  • এই এন্ড-টু-এন্ড ওয়্যারলেস পরিষেবার কথাও এদিন ঘোষণা করা হয়।

16. মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ।

  • আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।
  • আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম মহানগরে। পাশাপাশি তাপমাত্রা বাড়বে শহরের।
  • বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে।
  • সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি।
  • বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়নি।

17. অ্যালুমিনিয়ামের ছোট পাত্রে ফ্যানভাত। সঙ্গে একটি সেদ্ধ ডিম। অঙ্গনওয়াড়ির কচিকাঁচাদের এটাই দুপুরের মেনু।

  • শহরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি বা সহায়িকা শুকতারা মণ্ডল বললেন, ‘‘শিশুরা শুকনো ভাত আর সেদ্ধ ডিম কী ভাবে খাবে?
  • তাই একটু নুন মিশিয়ে ফ্যানভাত করা হয়েছে।’’ তবে গোটা ডিম রোজ জোটে না শিশুদের।সোম, বুধ ও শুক্রবার স্রেফ ভাত আর গোটা ডিম।
  • মঙ্গল, বৃহস্পতি ও শনিবার মেলে অর্ধেক ডিম। কারণ, সে দিন ভাতের বদলে পাতে পড়ে খিচুড়ি।

18. চলতি অর্থবর্ষে একাধিকবার রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার জেরে বেড়েছে গাড়ি, বাড়িসহ প্রায় সব ধরনের ঋণের উপর সুদের হার।

  • কিন্তু তারপরও চলতি অর্থবর্ষেই এরাজ্য থেকে গৃহঋণে অন্তত ১০ শতাংশ ব্যবসা বৃদ্ধির আশা করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
  • কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা বলেন,
  • পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান-নিকোবরে আমরা গ্রাহকদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে, আবাসন ও গাড়ি শিল্প চাঙ্গা হচ্ছে।
  • ব্যক্তিগত গাড়ি কেনার প্রবণতা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে ফ্ল্যাট বিক্রি।
  • সেই প্রবণতা বজায় থাকবে। তাই ব্যবসাও বাড়বে।

19. গৌতম আদানি এখন বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি।

  • ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স এমনটাই বলছে। বর্তমানে আদানির থেকেও ধনী, এমন ব্যক্তি বিশ্বে মাত্র ২ জন।
  • একজন হলেন, আমাজন কর্তা জেফ বেজোস। অপরজন টেসলার মালিক ইলন মাস্ক।
  • বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের মালিক ম্যাগনেট বার্নার্ড আর্নল্ট এতদিন ৩ নম্বরে ছিলেন।
  • এবার তাঁকেও টপকে গেলেন গৌতম আদানি।
  • ৬০ বছর বয়সী আদানির মোট সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

20. রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগেও ‘দুর্নীতি’।

  • ২০১৭ সালে টেট পরীক্ষার দ্বিতীয় তালিকাকে বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। সেই তালিকায় যে ২৬৯ জনের নাম ছিল, তাঁরা কীভাবে চাকরি পেলেন?
  • সিবিআইয়ের তদন্তে খুশি নয় কলকাতা হাইকোর্ট।
  • স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • শুধু তাই নয়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এবার হবে হাইকোর্টের নজরদারিতে।

21. মেকআপ ছাড়া প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করেছেন, তা কখনও শোনাই যায়নি।

  • মিস ওয়ার্ল্ড হোক বা মিস ইউনিভার্স বা যেকোনও দেশের প্রতিযোগীতা, কোনটাতেই বিনা মেকআপের প্রতিযোগীকে দেখা যায়নি।
  • এবার ইতিহাস গড়ে প্রথম মেকআপ ছাড়াই মিস ইংল্যান্ড ফাইনালিস্ট হলেন ২০ বছরের মেলিসা রাউফ(Melisa Raouf)।
  • মিস ইংল্যান্ডের খেতাব জিততে ৪০ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি।

22. দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। এমনটাই উঠে এল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষায়।

  • রিপোর্ট বলছে, কয়েকটি অপরাধের ঘটনা সামনে এলেও ২০২১ সালে ভারতের সবচেয়ে নিরাপদ শহর ছিল তিলোত্তমাই।
  • ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালের মতো ২০২১ সালেও অপরাধের নিরিখে পিছিয়ে কলকাতা।
  • অর্থাৎ দেশের সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহরগুলির থেকে কলকাতা অনেকটাই এগিয়ে।
  • চার বছরের রেকর্ডে কলকাতা বরাবরই ‘গুড বুকে’ ছিল।
  • ২০১৮, ২০২০ এবং ২০২১, এই তিন বছরই দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা।
  • ব্যতিক্রম কেবলমাত্র ২০১৯। ওই বছরের কোনও অপরাধের তথ্য়ই জমা পড়েনি বলে জানিয়েছিল NCRB

23. প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন (Avijit Sen)। সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। অর্থনীতিবিদ অভিজিৎ সেন ছিলেন প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য।
  • দিল্লির Jawaharlal Nehru University-তে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি।
  • ‘কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস’ -এর একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন।
  • ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন তিনি।
  • মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন এই দায়িত্ব নির্বাহ করেন অর্থনীতিবিদ অভিজিৎ সেন।
  • তাঁর দাদা ড. প্রণব সেন বলেন, “সোমবার রাত ১১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন অভিজিৎ সেন।
  • তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
  • কিন্তু, সেখানে পৌঁছনোর আগেই মৃত্যু হয় অভিজিৎ সেনের।”

24. প্রচণ্ড গরমে নদী শুকিয়ে যাচ্ছিল নদী। আর সেই শুকনো নদী খাতে ফুটে উঠছিল হাজার হাজার শিবলিঙ্গ

  • বছর কয়েক আগে আশ্চর্য এই ঘটনার সাক্ষী ছিল কর্ণাটকের শাল্মলা নদী।
  • উত্তর কর্ণাটকের শিরসি শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত একটি ধর্মীয় স্থান হল সহস্র শিবলিঙ্গ৷

25. এবার WhatsApp থেকেই অর্ডার করা যাবে মুদি দ্রব্য। সোমবার Meta-র সঙ্গে হাত মিলিয়ে এই ঘোষণা করেছে Jio।

  • JioMart গ্রাহকরা এবার WhatsApp থেকেই অর্ডার করতে পারবেন। এই জন্য বিশেষ চ্যাটবট নিয়ে এসেছে ই-কমার্স সংস্থাটি।
  • মার্ক জাকারবার্গের Meta-র সঙ্গে হাত মিলিয়ে দেশে এই অভিনব পরিষেবা নিয়ে আসছে মুকেশ আম্বানির সংস্থা।

26. দেশের অন্যতম ঐতিহাসিক স্থান কলকাতার (Kolkata) ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এবার তা তৈরি করা হচ্ছে রায়গঞ্জ শহরে।

  • রায়গঞ্জ শহরের অন্যতম সেরা দুর্গোৎসব কমিটি “রবীন্দ্র ইনস্টিটিউশন”।
  • কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে পুজো মণ্ডপ উপহার দিতে চলেছে।
  • এবারে তাদের পুজো ৫৩ তম বর্ষে পদার্পণ করেছে। তার বাজেট আনুমানিক ১৫ লাখ টাকা।
  • বাঁশ, কাঠ ও ভাটশোলা দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করছেন নবদ্বীপের শিল্পীরা।
  • পাশাপাশি থাকবে চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা যা আলোকিত করে তুলবে পুজো মণ্ডপ সহ সমগ্র এলাকা।

27. স্কুলশিক্ষার মডেল এবং শিক্ষাপদ্ধতি বুঝতে পাঁচদিনের ইজরায়েল সফরে গিয়েছিল ভারতীয় প্রতিনিধি দল।

  • চব্বিশজন সদস্যের এই দলে ছিলেন ভারতের সেরা শিক্ষাবিদরা। শুক্রবার শেষ হয়েছে পাঁচদিনের এই সফর।
  • শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কাজ করা সংস্থা ফিকি অ্যারাইজ, বৈদেশিক বাণিজ্য বিভাগ, ইজরায়েলের অর্থনীতি ও শিল্পমন্ত্রক এবং ইজরায়েলি দূতাবাসের যৌথ উদ্যোগে এই সফরের আয়োজন করা হয়েছিল।

28. গুগল কোম্পানি ভারতে সাইবার নিরাপত্তা গবেষক এবং বিকাশকারীদের উন্নত করার জন্য একটি প্রচারণা ঘোষণা করেছে

29. দক্ষিণ কোরিয়া আবার বিশ্বের সর্বনিম্ন প্রজনন হারের নিজস্ব রেকর্ড ভেঙে দিয়েছে

30. ড্রিমসেটগো এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে সৌরভ গাঙ্গুলী কে।

31. লুসান ডায়মন্ড লিগ জয়ী প্রথম ভারতীয় হিসেবে কে ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া

32. UEFA বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতে নিচের মধ্যে অসামান্য মৌসুমের জন্য পুরস্কৃত হয়েছে
করিম বেনজেমা

33. UEFA বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিচের মধ্যে অসামান্য মৌসুমের জন্য পুরস্কৃত হয়েছে অ্যালেক্সিয়া পুটেলাস

34. নারী সমতা দিবস 2022 এর থিম Gender Equality Today for a Sustainable Tomorrow

35. ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে।

  • আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। ভারতীয় বাজারে বেশ কয়েকদিন ধরেই দাম করল সোনার।
  • সোনার দাম কমাতে স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৩০০টাকা।
  • ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৬০০ টাকা। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  দাম ৫৪,৮০০ টাকা।
  • যা গতকালের তুলনায় সামান্য কমেছে। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।

Read More:- NASA Artemis-1 launch | নাসার চন্দ্র অভিযান বাতিল একদম শেষ মুহূর্তে, আর্টেমেসি-১-এর ইঞ্জিনে বিভ্রাট

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles