India Corona Vaccine | ওমিক্রন-প্রতিরোধী টিকার জন্য অপেক্ষা এখন থেকে অন্তত ছ’মাস, জানালেন আদর পুনাওয়ালা

India Corona Vaccine | ওমিক্রন-প্রতিরোধী টিকার জন্য অপেক্ষা এখন থেকে অন্তত ছ’মাস, জানালেন আদর পুনাওয়ালা: এখন থেকে অন্তত ছমাস! তার পরই পাওয়া যাবে করোনার ওমিক্রন-প্রতিরোধী প্রতিষেধক। বৃহস্পতিবার তেমনই জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। এখন থেকে অন্তত ছমাস! তার পরই পাওয়া যাবে করোনার ওমিক্রন-প্রতিরোধী (omicron-resistant) প্রতিষেধক (vaccine)। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি,বৃহস্পতিবার তেমনই জানিয়েছেন পুনের ওষুধ ও টিকা নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (serum institute of India) সিইও (CEO) আদর পুনাওয়ালা (Adar Poonawalla)।

India Corona Vaccine: ওমিক্রন-প্রতিরোধী টিকার জন্য অপেক্ষা এখন থেকে অন্তত ছ’মাস

করোনা ভাইরাস: ভারতে উৎপাদিত টিকা কোভ্যাক্সিন ও কোভিশিল্ড সম্পর্কে কতটুকু  জানা যাচ্ছে - BBC News বাংলা

গত বছরের ২৮ ডিসেম্বর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোভোভ্যাক্সের আপৎকালীন ব্যবহারের শর্তসাপেক্ষে ছাড়পত্র দিয়েছিল ভারতের ওষুধ নিয়ামক সংস্থা ডিসিজিআই।

  • গত মে মাসে ১২ বছরের ঊর্ধ্বে সকলের জন্য ওই টিকার ব্যবহারে ছাড় মেলে।
  • আর তার পরের মাসেই ৭-১১ বছরের জন্য জরুরি ভিত্তিতে ওই টিকা ব্যবহার করা যাবে বলে জানায় ডিসিজিআই।
  • প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি এসআইআই কর্তা জানিয়েছিলেন, ওমিক্রনের জন্য নির্দিষ্ট যে টিকা তৈরির কাজ চলছে, তা চলতি বছরের শেষেই চলে আসার কথা।
  • এই প্রতিষেধককে অনেকটা ‘বুস্টার’-র মতো গণ্য করতে আর্জি জানান তিনি।
  • কিন্তু বৃহস্পতিবার তাঁর কথায় যা ইঙ্গিত মিলেছে, তাতে ওই টিকার জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে দেশবাসীকে।

কী বললেন পুনাওয়ালা?

বৃহস্পতিবার দেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম সার্ভিক্যাল ক্যানসারের টিকার উদ্বোধন করে এসআইআই।

  • সেই অনুষ্ঠানে সংস্থার কর্ণধার জানান, দ্রুত কোভিড-১৯-র ওমিক্রন প্রজাতির মোকাবিলায় নির্দিষ্ট টিকা আনার চেষ্টা হচ্ছে।
  • তবে একই সঙ্গে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এ ব্যাপারে ‘কোভোভ্যাক্স’-র যতটুকু তথ্য় রয়েছে, তা যথেষ্ট ভাল।
  • ‘নোভাভ্যাক্স’-র প্রযুক্তি ব্যবহার করেই এই টিকা তৈরি করা হয়েছে।
  • পুনাওয়ালার মতে, সার্স-কোভ-২-র ওমিক্রন প্রজাতির মোকাবিলায় ‘কোভোভ্যাক্স’যথেষ্ট সাড়া দিয়েছে।
  • তবে আপাতত, ‘নোভাভ্যাক্স’-র সঙ্গে জোট বেঁধে ওমিক্রনের জন্য সুনির্দিষ্ট টিকার তৈরির কাজ করছে এসআইআই।

মাঙ্কিপক্সের টিকা প্রসঙ্গে

এখনও পর্যন্ত এই রোগের প্রতিষেধক তৈরির কাজ বলার মতো পর্যায়ে যায়নি, আজ জানিয়েছেন আদর পুনাওয়ালা।

  • তিনি বলেন, ‘কয়েকটি কেস নিয়ে আমরা নাড়াচাড়া করতেই হঠাৎ এ ব্যাপারে হইচই শুরু হয়েছিল, এটা ঠিক কথা।
  • আমরা গবেষণা করছি। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির-র সঙ্গে যৌথ ভাবে এগোতেও পারি। পরীক্ষা চলছে।
  • ছমাসের মধ্যে কিছু বুঝতে পারব।’ তবে এখনও পর্যন্ত যে মাঙ্কিপক্সের প্রতিষেধকের কাজ উল্লেখ করার মতো কোথাও পৌঁছয়নি, সেটাও বুঝিয়ে দেন এসআইআইয়ের সিইও।
  • সব পেরিয়ে অবশ্য এদিনের মূল ফোকাস ছিল সার্ভিক্যাল ক্যানসারের টিকাই।
  • পুনাওয়ালা জানান, ভারতে ওই প্রতিষেধকের মূল্য ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে হবে।

Read More:- Axis Finance Recruitment 2022 | Notification Out For Various Vacancies | Age Limit, Salary, Eligibility, Fees, Selection Process

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles