Independence Day In Boston | বোস্টনে স্বাধীনতা দিবস উৎযাপনের প্রস্তুতি তুঙ্গে, উত্তোলিত হবে ২২০ ফুট লম্বা পতাকাও

Independence Day In Boston

Independence Day In Boston | বোস্টনে স্বাধীনতা দিবস উৎযাপনের প্রস্তুতি তুঙ্গে, উত্তোলিত হবে ২২০ ফুট লম্বা পতাকাও: Eminent community leader Abhishek Singh Said that the celebrations of this year have several firsts in the history of India’s Independence celebrations in Boston, said, president of Federation of Indian Associations-New England, organizer of the parade. Governor of Massachusetts, Charlie Baker has proclaimed 75 years of Independence Day as India Day, which will be observed at India Street in Boston, Massachusetts on August 15, and at State House in Rhode Island on August 14.

Independence Day In Boston: বোস্টনে স্বাধীনতা দিবস এ উত্তোলিত হবে ২২০ ফুট লম্বা পতাকাও

Where to Celebrate Independence Day in Boston - Boston Park Plaza

প্রতি বছরের মতো এই বছরও স্বাধীনতা দিবস পালন করবেন সকলে।

  • হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এই বিশেষ দিনের সারা বছর ধরে অপেক্ষা করেন অনেকেই। ভারতের পাশাপাশি স্বাধীনতার ৭৫তম বার্ষিকী বিশেষভাবে উদযাপন করা হবে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে।
  • ৩২টি দেশ এই স্বাধীনতা উদযাপনে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।
  • একই সময়ে, অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলতে, বোস্টন শহরের উপর একটি বিমান থেকে ২২০ ফুট লম্বা একটি মার্কিন-ভারত পতাকা উত্তোলন করা হবে।  (Independence Day In Boston)
  • ম্যাসাচুসেটসের বোস্টনের ইন্ডিয়া স্ট্রিটে ১৫ অগাস্ট ও আইল্যান্ডের স্টেট হাউসে ১৪ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হবে।

Raising Flag In Independence Day

Your Boston 4th of July Guide to Fireworks and Events

বোস্টন শহরে স্বাধীনতা দিবসের উৎযাপনের প্রস্তুতি তুঙ্গে।

  • ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকার ভারতের স্বাধীনতার ৭৫ বছরকে ‘ভারত দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।
  • তিনি জানিয়েছিলেন, ম্যাসাচুসেটসের রোড আইল্যান্ডের স্টেট হাউস এবং ইন্ডিয়া স্ট্রিটে যথাক্রমে ১৪ এবং ১৫ অগাস্ট ভারত দিবস পালিত হবে।
  • প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিংকে এই উপলক্ষে আয়োজিত প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।  (Independence Day In Boston)
  • ‘আজাদি কা অমৃত মহোৎসব’ও পালন করা হবে।

FIA Exhibition: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (এফআইএ) প্রথমবারের মতো ইন্ডিয়া স্ট্রিটে ফ্রিডম গ্যালারি ও প্রদর্শনীর আয়োজন করবে।  (Independence Day In Boston)

  • এতে মানুষ স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত বীরদের স্মরণ করবে। এই উপলক্ষে তাঁর ভিডিও বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
  • তিনি বলেছেন, ‘ভারত-মার্কিন সম্পর্ক অনেক এগিয়েছে।
  • আমাদের অংশীদারিত্ব কৌশলগত এবং এর গুরুত্বপূর্ণ মাত্রা রয়েছে। তাছাড়াও কুচকাওয়াজের আয়োজন করা হবে।

Participation Of 32 Country Persons 

FIA নিউ ইংল্যান্ড ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর ব্যানারে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে।

  • এফআইএ নিউ ইংল্যান্ড জানিয়েছে, আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো ৩২টি দেশের মানুষ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিতে পারবেন।  (Independence Day In Boston)
  • রাস্তাজুড়ে শহীদদের স্মরণ করার জন্য ফ্রিডম গ্যালারি এবং প্রদর্শনীর আয়োজন করা হবে। যা অনেক ত্রুন প্রজন্মের অজানা।

Read More:- River Thames News Today | টেমস নদী শুকিয়ে যাচ্ছে | জলবায়ু পরিবর্তনের জেরে খরার আশঙ্কা এবার ইংল্যান্ডে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles