Global Warming Climate Changes | হিমবাহ গলছে জলবায়ু পরিবর্তনে | বেরিয়ে এল বিমানের ধ্বংসাবশেষ

Global Warming Climate Changes

Global Warming Climate Changes | হিমবাহ গলছে জলবায়ু পরিবর্তনে | বেরিয়ে এল বিমানের ধ্বংসাবশেষ: হিমালয়ের বরফ ও হিমবাহের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষাভাবে নির্ভরশীল এ অঞ্চলের কোটি কোটি মানুষ। কিন্তু জলবায়ু পরিবর্তন ও তীব্র দাবদাহে ক্রমাগত গলছে সেই বরফ। বিজ্ঞানীদের তথ্যমতে, বিশ্বের অন্য অঞ্চলগুলোর চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে হিমালয়। এতে বিপন্ন হয়ে পড়েছে অসংখ্য প্রাণ। উত্তর পাকিস্তানের হাসানাবাদের হিমবাহী হ্রদের জল উপচে বন্যা দেখা দেয়। ভেসে যায় বহু বাড়িঘর। ধ্বংস হয় দুটি জলবিদ্যুৎকেন্দ্র ও একটি সেতু। এতে মারা যান ৭৫ জনের বেশি মানুষ।

Global Warming Climate Changes: হিমবাহ গলছে জলবায়ু পরিবর্তনে

Global Climate Change, Melting Glaciers

জলবায়ু পরিবর্তনের কারণে গলতে শুরু করেছে হিমবাহ।

  • আর সেই বরফ গলতেই বেরিয়ে আসছে বিমানের ধ্বংসাবশেষ। মানুষের দেহাংশও উদ্ধার হল সেই হিমবাহ থেকে।
  • চাঞ্চল্যকর এই ঘটনা সুই আল্পসে। সুইস আল্পসের হিমবাহ গলতেই বেরিয়ে আসছে একের এর এক জিনিস।
  • অন্তত ৫০ বছর আগে ঘটা দুর্ঘটনায় বিমানের ধ্বংসাবশেষ সামনে এসেছে।

The Plane was Broken 50 Years Ago

বিশ্ব উষ্ণায়নের ফলে গলছে বরফ, হিমবাহ কম্বল দিয়ে ঢাকার ব্যবস্থা চিনের  বিজ্ঞানীদের!china-is-using-blankets-to-cover-glaciers-to-stop-them-from-melting-due-to-global-warming  – News18 ...

সুইস আল্পসের হিমবাহ গলতে শুরু করেছিল অনেকদিন ধরেই।

  • কিন্তু তা গলে যাওয়ার পর যে এমনই ঘটনা প্রকাশ পেয়ে যাবে তা ভাবা যায়নি। হিমবাল যত গলছে, ততই আশ্চর্যের প্রকাশ পাচ্ছে।
  • সম্প্রচি যে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। এছাড়া পাওয়া গিয়েছে মানুষের দেহাংশও।
  • মনে করা হচ্ছে ৫০ বছর আগের সেই ছোট্ট বিমানটি হিমবাহে ভেঙে পড়েছিল।

30th June, 1968 

৮০ গুণ দ্রুত হারে গলছে এভারেস্টের বরফ, পৃথিবীর পরিনতি নিয়ে চিন্তিত  বিশেষজ্ঞরা | The Everest glacier is thinning 80 times faster says study

জানা গিয়েছে, ১৯৬৮ সালে ৩০ জুন পাইপার চেরোকি নামের ছোট্ট বিমান সুইজারল্যান্ডের আল্পস হিমবাহে ভেঙে পড়েছিল।

  • হিমবাহ থেকে উদ্ধার হওয়া বিমানের ধ্বংসাবশেষ ও মানুষের দেহাংশ সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে
  • সুইস সিকিউরিটি ইনভেস্টিগেশন সার্ভিসকে, জানানো হয়েছে ক্যান্টনাল পুলিশকেও।

Everything was remained same

হিমবাহবিদরা জানিয়েছেন, হিমবাহের বরফ প্রায় সবকিছু সংরক্ষণ করে।

  • বহু বছর আগে ওই হিমবাহে আটকে পড়া যে কোনও জিনিস অবিকৃত থাকতে পারে।
  • সে বিমান হোক বা গাছপালা, কিংবা প্রাণীর অবশিষ্টাংশ পর্বতারোহীদের ফেলে যাওয়া সরঞ্জাম এবং আবর্জনা বা মানুষের দেহ- সবকিছুই সংরক্ষিত থাকে।

Many People Died In It

কিছুদিন আগেই আল্পস হিমবাহের একাংশ ভেঙে পড়েছিল।

  • সেই হিমবাহে চাপা পড়ে বেশ কিছু অভিযাত্রীর মৃত্যু হয়।
  • সেই মৃতদেহও এখন বেরিয়ে আসতে পারে। সুইস গ্লেসিওলজিস্ট অ্যান্দ্রিয়াস লিন্সবোয়ে জানান, গ্রীষ্মকালে আল্পসের বরফ গলতে শুরু করে।
  • এখন জলবায়ু পরিবর্তনের জেরে আরও বেশি করে বরফ গলছে। ফলে ওই হিমবাহে আটকে পড়া যাবতীয় বেরিয়ে আসতে শুরু করেছে।

300 People Missing

আরও জানা গিয়েছে গত শত্বাদীতে আল্পস পর্বতের ওই হিমবাহে প্রায় ৩০০ জন নিখোঁজ হয়েছেন, তাঁদের অধিকাংশই সম্ভবত মারা যান।

  • তাঁদের দেহাংশ হিমবাহের মধ্যে আবৃত থকাতে পারে। তাপমাত্রা বেড়ে চলায় সুইজারল্যান্ডে গলে যাওয়া হিমবাহগুলি থেকে মানব দেহ বেরিয়ে আসছে।
  • বেরিয়ে আসছে বিমান-সহ বিভিন্ন জিনিস। হেলিকপ্টারে করে দেহাবশেষ উদ্ধার করে নিয়ে যাওয়াও হয়েছে এর মধ্যে।

Ice Layer Reduced to 3500 mtr.

শুধু আল্পস হিমবাহেই নয়, ব্রিটানিয়া পাহাড় থেকেও অনেক দেহাবশেষ উদ্ধার হয়েছে।

  • ওই পাহাড়ে শিবির থেকে যাঁরা পর্বতারোহণ শুরু করেন, তাঁদের মধ্যেই কেউ আবিষ্কার করেছিলেন মানুষের দেহাংশ পড়ে থাকতে।
  • ম্যাটারহর্নের উত্তর-পশ্চিমমে জারম্যাট রিসর্টের কাছে স্টকজি হিমবাহে আরও একটি মৃতদেহ পাওয়া যায়।
  • ১৯২৫ থেকে নিখোঁজ হওয়া প্রায় ৩০০ জনের তালিকা রয়েছে।
  • জুলাইয়ের তাপপ্রবাহের সময় ৫১৮৪ মিটারের রেকর্ড উচ্চতার হিমবাহ গ্রীষ্মে ৩৫০০ মিটারে নেমে আসে

Read More:- Google Search Error 502 | Sudden Search Down | আচমকা বিশ্ব জুড়ে বিভ্রাট, অচল গুগল সার্চ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles