Daily Current Affairs- 2nd & 3rd April 2022|For Upcoming competitive Exam 2022

Daily Current Affairs Questions with Answers:

Daily Current Affairs2nd & 3rd April 2022|For Upcoming competitive Exam. The ambitious participants who are looking for secure Govt. jobs such as WBCS, RAIL, BANKING, LIC, CGL, CHSL, MTS, CORPORATE SECTOR JOBS have to attain their PRELIMINARY MCQ Examination Current Affairs along with General Knowledge or English or Mathematics, and the minimum number of such types of current affairs is 10-15 marks out of 100 overall.

So, if you start a little and read and collect CA questions then they can attain all CA without any negative marks. To think about those near and dear participants We are providing Bengali Current Affairs daily, you make a glance every day and can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

In this article smart knowledge is providing you Daily Current Affairs Questions for the 2nd & 3rd April 2022 for the upcoming WBCS (Preliminary) Exam or any other competitive exam. We are optimistic that our heartiest effort will be helpful for you to achieve your goals.

Daily Current Affairs Questions with Answers:

  1. মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের জেলার সংখ্যা একাধিক বেড়েছে। বাংলায় এখন ২৩ জেলা। এই সংখ্যা বেড়ে ২৮ হতে পারে। এ বিষয়েই আলোচনা শুরু হয়েছে নবান্নে। এবার ভাঙতে চলেছে দুই ২৪ পরগনাই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ভেঙে কটি জেলা হবে, কোন অংস নিয়ে কী জেলা, তা নিয়েই আলোচনা চলছে।
  2.  আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২১ লাভ করে? ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং বলিভিয়ার প্রতিষ্ঠান।
  3. সবচেয়ে কম বয়স নারী হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন কে? জেসমিন হ্যারিসন (যুক্তরাজ্য) (২১ বছর বয়সী)।
  4. আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) তৃতীয় প্রধান প্রসিকিউটর কে?  করিম খান কিউসি (যুক্তরাজ্য)
  5. মিয়ানমারের সামরিক জান্তা SACRIFICE গঠন করে কবে? ২ ফেব্রুয়ারি ২০২১।
  6. EIU’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে।
  7. বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন। কে? রুনু ভেরোনিকা কস্তা।
  8.  বাংলাদেশে করোনা ভাইরাসের গণটিকাদান কার্যক্রম চালু হয়? ৭ ফেব্রুয়ারি ২০২১।
  9.  ‘জয় বাংলা’ স্লোগানের প্রথম লিপিকার কামাল আহমেদ মৃত্যুবরণ করেন?  ২৪ জানুয়ারি ২০২১
  10. World Interfaith Harmony Week – ১-৭ ফেব্রুয়ারি।
  11. .” The Tiger of Drass” শিরোনামে বই লিখলেন কে? মীনা নায়ার
  12.  India International Institute of Democracy and Election Management (IIIDEM)-এর প্রথম ভিজিটিং প্রফেসর হিসাবে নিযুক্ত হলেন কে? ড. আশুতোষ কুমার
  13. জাতগত বৈষম্য সম্পর্কে মানুষকে সচেতন করতে Vinaya Samarasya Yojana লঞ্চ করলো কোন রাজ্য?কর্ণাটক
  14. সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হলাে মেঘালয়ের ‘Living Root Bridge’
  15. আফগানিস্তান ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান Graham Thorpe
  16. ভােগতা জাতটিকে তফসিলি জাতির তালিকা থেকে অপসারণ করার জন্য বিল পাশ করলাে রাজ্য সভা বই লিখলেন কে. শ্যাম
  17.  Spoorthi Pradatha Sri Somayya’ শিরোনামের বই লিখেছেন কে শ্যাম প্রসাদ
  18. সম্প্রতি ২৮ বছর বয়সে মার গেলেন বেলজিয়ামের ফুটবলার Miguel Van Damme
  19. সম্প্রতি গােয়ার নতুন DGP হিসাবে নিযুক্ত হলেন যশপাল সিং
  20. ONGC Videsh Limit -এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ও.এন. জ্ঞানী
  21. Resent Best Private Hospital Award পেল হরিয়ানার Medanta Gurugram নামে হাসপাতালটি
  22. .সম্প্রতি মানুষের রক্তে মাইক্রো প্লাস্টিকের খোঁজ পেলেন নেদারল্যান্ডসের গবেষকরা SEPTEMBRIE
  23. সম্প্রতি ৬টি জেলার সীমান্ত বিরােধের সমাধান করতে চুক্তি স্বাক্ষর করলাে আসাম ও মেঘালয়
  24. Sports Digital Experience Centre তৈরির জন্য কোন কোম্পানির সাথে টাই আপ করলো মনিপুর সরকার?Samsung হেড কোয়ার্টার- দক্ষিণ কোরিয়া প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৩ই জানুয়ারি
  25. সম্প্রতি Robert Abela কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন? মাল্টা রাজধানী- Vallettaমুদ্রার নাম- ইউরো
  26. সম্প্রতি জেলবন্দীদের পার্সোনাল লোন দেওয়ার জন্য স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? মহারাষ্ট্র। জেলবন্দীদের পারিবারিক উন্নতির জন্যই ৫০,০০০ টাকা পর্যন্ত লোন দেবে সরকার ।
  27. Payments Council of India-র চেয়ারম্যান পুনরায় নিযুক্ত হলেন কে? বিশ্বাস প্যাটেল
  28. ২০২১-২২ সালে ভারতের শীর্ষ সবজি উৎপাদনকারী রাজ্যের তকমা পেল কে?  উত্তরপ্রদেশ । দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। ফল উৎপাদনে শীর্ষ রাজ্যের তকমা পেলো অন্ধ্রপ্রদেশ
  29. কোন দেশের সাথে ‘VARUNA – 2022’ নামে নৌসেনা মহড়ার ২০তম সংস্করণ শুরু ভারত? ফ্রান্স। রাজধানী প্যারিস মুদ্রার নাম- ইউরো
  30. নাসিকে জয়নগর এক্সপ্রেসের ১০ টি বগি লাইনচ্যুত, ঘটনাস্থলে উদ্ধারকারী দল ।
    মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের (Nasik) কাছে ট্রেন দুর্ঘটনা। লোকমান্য তিলক টার্মিনাস-জয়নগর (jaynagar) অন্ত্যোদয় এক্সপ্রেসের (Express) ১০ বগি এদিন লাইনচ্যুত হয় মহারাষ্ট্রের নাসিকের কাছে লাহাবিট এবং দেবলালীর মধ্যে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আজ বিকেল ৩.১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
  31. ক্রাইস্টচার্চে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে সপ্তমবার মহিলা বিশ্বকাপ খেতাব ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই সাফল্যের কাণ্ডারী দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালিসা হিলি।

তাঁর অনবদ্য ১৭০ রানের উপর ভর করে ফাইনালে প্রথমে ব্যাটিং করে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে পর্বতসম রান তুলতে গিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২৮৫ রানে। ৭১ রানের এই জয়ের ফলে নিউজিল্যান্ডের মাটিতে বিশ্ব মহিলা ক্রিকেটের সেরার সেরা মুকুট পেল অজিরা।

32.পাকিস্তানের ৭৪ বছরের ইতিহাস অনেক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। রাজনৈতিক শত্রুতার জেরে সে দেশে খুন হতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। কখনও আবার সেনা অভ্যুত্থানও দেখেছে ভারতের এই প্রতিবেশী দেশ। আর এই ৭৪ বছরের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রীই টানা পাঁচ বছর আসনে থাকতে পারেননি।

  • ইমরান খান যে ভাবে বিপুল ভোটে ক্ষমতায় এসেছিলেন তাতে অনুমান করা হয়েছিল, তিনি অন্তত টিকে যাবেন। কিন্তু সেই সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।

33.ছুটি বাতিল হল রাজ্য সরকারি কর্মীদের একাংশের! ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শনিবার একাংশ এবং রবিবার সাপ্তাহিক ছুটি থাকে। সরকারি এবং বেসরকারি সবকিছুই বন্ধ থাকে। কিন্তু খাদ্য দফতরের কর্মীদে কাজে আসার জন্যে বলা হয়েছে।

34.অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২২ সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো ১ এপ্রিল।

35.সম্প্রতি রাজ্য ভাষা হিন্দিতে MBBS পড়ানাের ঘােষণা করলাে মধ্যপ্রদেশ সরকার।

36.2021-22 সালে ভারতের শীর্ষ সবজি উৎপাদনকারী রাজ্যের তকমা পেল উত্তরপ্রদেশ; দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

37. ফ্রান্সের সাথে ‘VARUNA-2022′ নামে নৌসেনা মহড়ার ২০তম সংস্করণ শুরু করলাে ভারত পর্যন্ত পার্সোনাল।

38. সম্প্রতি জেলবন্দীদের পারিবারিক উন্নতির জন্য ৫০,০০০ লােন দিতে বিশেষ স্কিম লঞ্চ করলাে মহারাষ্ট্র।

39. Payments Council of India-র চেয়ারম্যান হিসাবে পুনরায় নিযুক্ত হলেন বিশ্বাস প্যাটেল।

40. Sports Digital Experience Centre Cups Gas Samsung Galaanias সাথে টাই আপ করলাে মনিপুর সরকার।

41. সম্প্রতি মাল্টার প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন Robert Abela।

42. “The Tiger Drass” শিরােনামে বই লিখলেন মীনা নায়ার। Daily Current Affairs

43. India International Institute of Democracy and Election Management(IIIDEM)-এর প্রথম ভিজিটিং প্রফেসর হিসাবে নিযুক্ত হলেন ড. আশুতােষ কুমার।

44. জাতগত বৈষম্য সম্পর্কে মানুষকে সচেতন করতে Vinaya Samarasya Yojana লঞ্চ করলাে কর্ণাটক ।

45. ৪.নাভাল স্টাফের ডেপুটি চিফ হিসাবে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মাহিন্দু

46. প্রথম গল্ফ খেলোয়াড় হিসেবে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন কে? জীব মিলখা সিং । এই ভিসার বৈধতা ১০ বছর।

47.২০২২ মার্চ মাসে GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? ১.৪২ লক্ষ কোটি

48. 5.Crunch Time: Narendra Modi’s National Security Crises’ শিরোনামে বই লিখলেন কে? শ্রীরাম চৌলিয়া

49. PharmEasy কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? আমির খান

50. অভিনয় জগৎ এবং হলিউড থেকে অবসর ঘোষণাকারী Jim Carrey, কোন দেশের অভিনেতা? কানাডা-আমেরিকা

51. Geological Survey of India (GSI)-র নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? ড. এস. রাজু । হেড কোয়ার্টার- কলকাতা প্রতিষ্ঠা সাল- ১৮৫১ সালের ৪ঠা মার্চ

52. 83rd National Table Tennis Championship 2022 হোস্ট করবে কোন রাজ্য? মেঘালয়

53. 1.FIFA World Cup Qatar 2022-এর অফিসিয়াল ম্যাসকট কোনটি? Laeeb । এটি একটি কার্টুন । আরবী ভাষায় লাইব শব্দটির বাংলা অর্থ খুবই দক্ষ খেলোয়াড়

54. লাসিথ মালিঙ্গার রেকর্ড ভেঙে IPL-এ সবথেকে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার হলেন কে?
প্রডোয়েন ব্রাভো

55. CDSL 60 মিলিয়নেরও বেশি ডিম্যাট অ্যাকাউন্ট নিবন্ধন করার দিক থেকে প্রথম আমানতকারী হয়ে উঠেছে

56. নাইট ফ্রাঙ্কের দ্য ওয়েলথ রিপোর্ট 2022-এর সর্বশেষ সংস্করণ অনুসারে, 2021 সালের বিশ্বব্যাপী বিলিয়নেয়ারদের জনসংখ্যার সংখ্যার দিক থেকে ভারত তৃতীয় স্থানে রয়েছে । ভারতে অতি-উচ্চ-সম্পদযুক্ত-ব্যক্তির (UHNWIs) সংখ্যা 11% বৃদ্ধি পেয়েছে |

57. সরকার LIC তে 20% FDI অনুমোদন করেছে

58. LIC মিউচুয়াল ফান্ড এর ব্যবস্থাপনা পরিচালক এবং CEO হিসেবে টিএস রামকৃষ্ণানকে নিয়োগ করা হয়েছে ।

  • রামকৃষ্ণান  LIC মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্টের MD এবং CEO হিসাবে এর প্রাক্তন হোলটাইম ডিরেক্টর এবং CEO দীনেশ পাংতেয়ের স্থলাভিষিক্ত হবেন ।

59. বিশ্বব্যাংকের ইন্ডিয়া ডিরেক্টর জুনাইদ আহমেদ ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস হিসেবে নিযুক্ত হয়েছেন

60. যশ রাজ ফিল্মস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে অক্ষয় উইধানিকে নিযুক্ত করা হয়েছে

61. বিপজ্জনক আবহাওয়া ট্র্যাক করতে NASA পরবর্তী প্রজন্মের GOES-T স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে

62. শ্রীমতি অন্নপূর্ণা দেবী সারা দেশের 49 জন শিক্ষককে জাতীয় ICT পুরস্কার দিয়েছেন ।

  • এই ইভেন্টে তিনি তার নিজের বক্তৃতায় বলেছিলেন যে, NEP-2020 শিক্ষাদানের ক্ষেত্রে প্রযুক্তির দক্ষ ব্যবহারের উপর জোর দেবে, যা ভাষাগত বাধা দূর করবে এবং DIVYANG শিক্ষার্থীদের প্রবেশাধিকার বাড়াবে।

63. ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাধানোর পরও রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করছে ভারত। রাশিয়ার তেল ও গ্যাসের প্রধান ক্রেতা হয়ে উঠেছে।

  • এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ভারতকে কঠোর সতর্ক বার্তা পাঠানোর পর ভারতও তাদের পাল্টা দিয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটিশ পররাষ্ট্র সচিবের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন।

Join our WhatsApp Group

https://chat.whatsapp.com/LGylbkX3sHc0Bs5I81dV2P

Read More: Aadhaar Mobile Link Online at Home | How to link Aadhaar With Mobile Number

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles