China Smartphone Decreased Demand | ভারতে মুখ থুবড়ে পড়ছে চিনা স্মার্টফোন | জুন ত্রৈমাসিকে ১৪.৭ শতাংশ রেকর্ড পতন বিক্রিতে

China Smartphone Decreased Demand | ভারতে মুখ থুবড়ে পড়ছে চিনা স্মার্টফোন | জুন ত্রৈমাসিকে ১৪.৭ শতাংশ রেকর্ড পতন বিক্রিতে: জুন ত্রৈমাসিকে ১৪.৭ শতাংশ রেকর্ড পতন বিক্রিতে একটা সময় ছিল যখন চিনা স্মার্টফোন (Chinese Smartphone) বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করত। তবে, সম্ভবত সেই দিন শেষ হওয়ার পথে! এর কারণ হল, যত দিন এগোচ্ছে ততই চিনা স্মার্টফোনের চাহিদায় বিরাট পতন পরিলক্ষিত হচ্ছে। সর্বোপরি চাইনিজ স্মার্টফোনের চাহিদা যে শুধু ভারতেই কমছে তা নয়, বরং সারা বিশ্বেই এই প্রভাব দেখা দিয়েছে।

China Smartphone Decreased Demand: ভারতে মুখ থুবড়ে পড়ছে চিনা স্মার্টফোন

ভারতে মুখ থুবড়ে পড়ছে চিনা স্মার্টফোন! জুন ত্রৈমাসিকে ১৪.৭ শতাংশ রেকর্ড  পতন বিক্রিতে- Bangla News

সবচেয়ে অবাক করার মত বিষয় হল, এই স্মার্টফোনের চাহিদা কমে গিয়েছে খোদ চিনেও।

  • চিনা স্মার্টফোনের চাহিদা কমেছে চিনে।
  • সর্বশেষ তথ্য অনুসারে জানা গিয়েছে যে, চিনে দ্বিতীয় ত্রৈমাসিকে স্মার্টফোনের চালান ১৪.৭ শতাংশ হারে হ্রাস পেয়েছে।
  • এই প্রসঙ্গে আমেরিকা ভিত্তিক পাবলিকেশন ফাইন্যান্সিয়াল পোস্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, একটানা চতুর্থ ত্রৈমাসিক যাবৎ চিনা স্মার্টফোনের চাহিদা কমেছে।

China Is Losing Market Of Smart Phone

ভারতে মুখ থুবড়ে পড়ছে চিনা স্মার্টফোন! জুন ত্রৈমাসিকে ১৪.৭ শতাংশ রেকর্ড  পতন বিক্রিতে- Bangla News

চিনের স্মার্টফোন বাজার গভীর সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে ।

  • মূলত, চিনের স্মার্টফোনের বাজার বর্তমানে গভীর সঙ্কটের মুখোমুখি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
  • পাশাপাশি চলতি সপ্তাহের শুরুতে, ব্লুমবার্গ জানিয়েছে যে, ভারত সরকার দেশে ১২ হাজার টাকার কম চিনা স্মার্টফোন বিক্রি বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে।
  • ওই রিপোর্ট অনুযায়ী, সস্তা স্মার্টফোনের বাজার থেকে চিনা স্মার্টফোনের ব্র্যান্ডগুলিকে বাদ দিতে চায় সরকার।

Investigation Is Going On About This

চিনা কোম্পানিগুলিকে নিয়ে তদন্ত চলছে । সম্প্রতি, ভারত সরকার কর চুরির ঘটনায় একাধিক চিনা স্মার্টফোন প্রস্ততকারী সংস্থাকে নোটিশ পাঠিয়েছে।

  • জানিয়ে রাখি যে, বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেট হিসেবে বিবেচিত হয় এবং শীঘ্রই এই ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম মার্কেট হিসেবে বিবেচিত হবে ভারত।
  • কিন্তু  বর্তমানে ভারতের শীর্ষ ৫ টি স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে ৪ টিই চিনের।
  • এমতাবস্থায়, বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ভারতে সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি লঞ্চ করার পর থেকে ভারতীয় মোবাইল উৎপাদনের ক্ষেত্র গতিহীন হয়ে পড়েছে Xiaomi এবং Oppo-র মতো স্মার্টফোন নির্মাতারা।

China Decreased Exporting Smart Phones 

এই প্রসঙ্গে মার্কিন গবেষণা সংস্থা IDC-র প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে,

  • এক বছর আগের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে চিনে স্মার্টফোনের চালান ১৪.৭ শতাংশ কমে ৬.৭২ কোটি ইউনিটে পোঁছেছে।

Read More:- Kotak Mahindra Recruitment 2022 | Notification Out For Assistant Acquisition Manager Vacancies | Apply Online

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles