Asia Cup 2022 Big Changes | এশিয়া কাপে বিরাট প্রত্যাবর্তন! কোহলি প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তান ম্যাচেই গড়তে চলেছেন অনন্য নজির

Asia Cup 2022 Big Changes

Asia Cup 2022 Big Changes | এশিয়া কাপে বিরাট প্রত্যাবর্তন! কোহলি প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তান ম্যাচেই গড়তে চলেছেন অনন্য নজির: এশিয়া কাপে ভারতের হয়ে ফের মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলিকে। একে ফর্মে নেই, তার উপর ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম নিয়েছেন। বিরাট কোহলির কেরিয়ারের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টে চেনা ছন্দে ফিরুন কিং কোহলি, টি ২০ বিশ্বকাপের আগে স্বস্তি পেতে সেটাই প্রত্যাশা সকলের। এশিয়া কাপে পাকিস্তান ম্যাচটি বিরাটের মাইলস্টোন ম্যাচও বটে।

Asia Cup 2022 Big Changes:

এশিয়া কাপের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হলো আজ। ২৭ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপ। খেলাগুলি হবে দুবাই ও শারজায়। টি ২০ ফরম্যাটে হবে এবারের টুর্নামেন্ট। ফিট হয়ে ভারতীয় দলে সহ অধিনায়ক হয়েই ফিরলেন লোকেশ রাহুল। বিরাট কোহলিও এশিয়া কাপে খেলছেন। তবে চোটের কারণে দলে রাখা হয়নি হর্ষল প্যাটেল ও জসপ্রীত বুমরাহকে।

Virat Kohli

এশিয়া কাপ শুরু হচ্ছে ২৭ অগাস্ট। পরদিনই ভারত খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।

  • সেই ম্যাচটি হতে চলেছে বিরাট কোহলির কেরিয়ারের শততম টি ২০ আন্তর্জাতিক ম্যাচ।
  • নিউজিল্যান্ডের প্রাক্তনী রস টেলর ছাড়া বিশ্বের আর কোনও ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের প্রতিটিতেই ১০০ বা তার বেশি ম্য়াচ খেলেননি।
  • টেলরের পর বিশ্বের দ্বিতীয় তথা প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়ার মুখে বিরাট।
  • প্রাক্তন ভারত অধিনায়ক এখনও অবধি দেশের হয়ে ১০২টি টেস্ট, ২৬২টি একদিনের আন্তর্জাতিক ও ৯৯টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
  • সচিন তেন্ডুলকর রেকর্ড সংখ্যক ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও টি ২০ আন্তর্জাতিক খেলেছেন একটি।

100 Matches In Three Formats

বিরাট কোহলি ৪৬৩টি আন্তর্জাতিক ম্যাচে ২৩,৭২৬ রান করেছেন।

  • গড় ৫৩.৫৫, রয়েছে ৭০টি আন্তর্জাতিক শতরান। যদিও ৭১তম আন্তর্জাতিক শতরানের প্রতীক্ষা চলছে সেই ২০১৯ থেকে।
  • চলতি বছরেই দ্বাদশ ভারতীয় হিসেবে শততম টেস্ট ম্যাচটি খেলেছেন বিরাট। এবার শততম টি ২০ আন্তর্জাতিক খেলতে চলেছেন।
  • চলতি সপ্তাহেই তিনি এশিয়া কাপের জন্য নেট প্র্যাকটিস শুরু করে দেবেন বলে জানা যাচ্ছে।
  • শততম ম্যাচটি বিরাট নিজেও চাইবেন স্মরণীয় করে রাখতে।

As A Fourteenth Cricketer

বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে শততম টি ২০ আন্তর্জাতিক খেলবেন বিরাট।

  • সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন রোহিত শর্মা (১২৪)।
  • এ ছাড়া যাঁরা ১০০ বা শতাধিক টি ২০ খেলেছেন তাঁরা হলেন শোয়েব মালিক (১২৪), মাহমুদুল্লাহ (১১৯), মহম্মদ হাফিজ (১১৯), মার্টিন গাপটিল (১১৮), ইয়ন মর্গ্যান (১১৫), কেভিন ও ব্রায়েন (১১০), পল স্টার্লিং (১১০), ডেভিড মিলার (১০৪), রস টেলর (১০২), জর্জ ডকরেল (১০১), কায়রন পোলার্ড (১০১)।
  • শাহিদ আফ্রিদি ও সাকিব আল হাসান খেলেছেন ৯৯টি করে টি ২০ আন্তর্জাতিক। মহেন্দ্র সিং ধোনি ৯৮টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Track Record Of King Kohli

বিরাট কোহলি ৯৯টি টি ২০ আন্তর্জাতিকে ৯১টি ইনিংসে ২৫ বার অপরাজিত থেকে ৩৩০৮ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৯৪। গড় ৫০.১২, স্ট্রাইক রেট ১৩৭.৬৬। ৩০টি অর্ধশতরান রয়েছে। টি ২০ ফরম্যাটের এশিয়া কাপে বিরাট ৫ ম্যাচে ১৫৩ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৫৬। পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে বিরাটের ট্র্যাক রেকর্ড বেশ ভালো। সাতটি টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ৩১১ রান করেছেন, দুটি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক স্কোর অপরাজিত ৭৮। গড় ৭৭.৭৫, স্ট্রাইক রেট ১১৮। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট সাতটি ম্যাচে ৩৩৯ রান করেছেন, সর্বাধিক স্কোর ৮২, গড় ৮৪.৭৫, স্ট্রাইক রেট ১৪০.৬৬।

Read More:- Wipro Job Recruitment 2022 | Age limit, Eligibility, Salary, Shifts | For More Details Visit the Official Site

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles