WBCS 2022 Chemistry MCQ | Selective & Suggestive Study Material for Upcoming Other Exams

WBCS 2022 Chemistry MCQ

WBCS 2022 Chemistry MCQ | Selective & Suggestive Study Material for Upcoming Other Exams: 

WBCS Preliminary exam is coming soon. To crack the Exam is due to the hard labor of each aspirant. And we are here to support you. Our Channel Smart Knowledge is ready every day with a huge quantity of qualitative Science Questions.

Dear friends today we are providing suggestive notes from WBCS 2022 Chemistry MCQ. We know very well that WBCS PRELIMINARY Exam contains 200 marks from 8 Subjects (each subject carries 25 marks ). Among these 8 Subjects, there is one subject topic from Physical science containing 25 marks.

WBCS 2022 Chemistry MCQ

To think about my dear WBCS Aspirants we are posting important Top 100 Chemistry Questions so that all of you can proceed with your preparation. We do have not much time as our Exam is coming soon. Today’s topic contains about 100 most important Physical Science Questions – Answers.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Study stuff from Physical Science.

 


 

1. রসায়নের বিস্তৃতি?

ক) খুবই সামান্য
খ) সামান্য
গ) নগণ্য
ঘ) ব্যাপক

সঠিক উত্তর: (ঘ)

2. কোনটি রক্তের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে?

ক) কয়েলের ধোঁয়া
খ) কীটনাশক
গ) অ্যারোসল
ঘ) কসমেটিকস্

সঠিক উত্তর: (ঘ)

3. নিচের কোনটি থেকে ‘আল-কেমী’ শব্দের উৎপত্তি?

ক) আল-কিমিয়া
খ) অল-কিমিয়া
গ) অল-কেমী
ঘ) আল-ক্যামিস্ট্রি

সঠিক উত্তর: (খ)  (WBCS 2022 Chemistry MCQ)

4. HNO3 গাঢ় এর বর্ণ বাদামি হওয়ার কারণ-

ক) HNO3 এর বর্ণ বাদামি
খ) জলের উপস্থিতি
গ) NO এর উপস্থিতি
ঘ) NO2 এর উপস্থিতি

সঠিক উত্তর: (ঘ)

 


 

5. কোন জলে তাপ দিলে কোন তলানি জমে না?

ক) মৃদু জল
খ) খর জল
গ) লবণাক্ত জল
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ক)

6. BOD এর পূর্ণরূপ কী?

ক) Biological Oxygen Duty
খ) Biochemical Oxygen Demand
গ) Bangladesh Organization Development
ঘ) Bangladesh Organic Development

সঠিক উত্তর: (খ)

7. ‘রাসায়নিক পদার্থ মানেই ক্ষতিকারক’- ধারণাটি-

ক) সঠিক
খ) যুক্তিযুক্ত
গ) ভ্রান্ত
ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর: (গ)

8. ক্লোরিনেশন হলো-

ক) জলকে জীবাণুযুক্ত করার সহজ উপায়
খ) জলকে জীবাণুমুক্ত করার সহজ উপায়
গ) জলকে ফটানোর সহজ উপায়
ঘ) জল ছাঁকনের সহজ উপায়

সঠিক উত্তর: (খ)

9. গ্যাস্টিক দূর করার জন্য ক্ষার হিসেবে ব্যবহৃত হয়-

ক) সোডিয়াম হাইড্রোক্সাইড
খ) পটাসিয়াম হাইড্রোক্সাইড
গ) পটাসিয়াম কার্বনেট
ঘ) সোডিয়াম বাই কার্বনেট

সঠিক উত্তর: (ঘ)

10. সালফিউরিক এসিডের সংকেত কোনটি?

ক) H2SO4
খ) HCI
গ) HNO3
ঘ) CH3COOH

সঠিক উত্তর: (ক)

 


 

11. বৃষ্টির জলের ক্ষেত্রে-

i. কিছুটা এসিডিক
ii. pH মান 5.6
iii. খুব ভালো মৃদু জল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)  (WBCS 2022 Chemistry MCQ)

12. NO2 গ্যাস জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন হয়?

ক) HNO2
খ) HNO3
গ) HNO2 ও HNO3
ঘ) NO

সঠিক উত্তর: (গ)

13. মানব দেহের পাকস্থলীতে কোনটি তৈরি হয়?

ক) HCI
খ) HNO3
গ) H2SO4
ঘ) CH3COOH

সঠিক উত্তর: (ক)

14. লঘু সালফিউরিক এসিড দ্রবণে আয়রন গুড়া যোগ করলে-

ক) বাদামি বর্ণের তৈরি হয়
খ) বাদামি বর্ণের অধঃক্ষেপ পড়ে
গ) SO2 গ্যাস তৈরি হয়
ঘ) H2 গ্যাস তৈরি হয়

সঠিক উত্তর: (ঘ)

15. lg ম্যানেসিয়াম হাইড্রক্সাইড লঘু এসিডে যোগ করে কত মিনিট মৃদু আঁচে গরম করবে?

ক) ৩০ মিনিট
খ) ৩৫ মিনিট
গ) ১০ মিনিট
ঘ) ৪৫ মিনিট

সঠিক উত্তর: (ক)

16. বেকিং পাউডার গঠনের একক হল-

ক) সোডিয়াম বাই কার্বনেট ও টারটারিক এসিড
খ) সোডিয়াম ক্লোরাইড ও HCI
গ) ম্যাগনেসিমা সালফেট ও H2SO4
ঘ) HCI3 জিংক পাউডার

সঠিক উত্তর: (ক)

17. এসিডিটি কমিয়ে উর্বরতা ফিরিয়ে আনতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক) ZnCO3
খ) NaOH
গ) Na2O
ঘ) CaCO3

সঠিক উত্তর: (ঘ)

18. টারটারিক এসিড, সাইট্রিক এসিডের স্বাদ কেমন?

ক) টক
খ) ঝাল
গ) মিষ্টি
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ক)

19. এসিডের ক্ষেত্রে নিম্নের বিয়য়গুলো লক্ষ কর-

i. এসিড টক স্বাদ যুক্ত
ii. এসিড নীল লিটমাসকে লাল করে
iii.ভিনেগারে টারটারিক এসিড পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

20. ধাতুর হাইড্রোক্সাইড ও অক্সাইড কি জাতীয় পদার্থ?

ক) লভন
খ) এসিডীয়
গ) ক্ষারক
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (গ)

21. ইউনিভার্সাল ইন্ডিকেটর কী?

ক) বিভিন্ন এসিড ক্ষার ইন্ডিকেটর বা নির্দেশকের মিশ্রণ
খ) বিভিন্ন এসিড
গ) বিভিন্ন ক্ষার
ঘ) বিভিন্ন লবণের দ্রবণ

সঠিক উত্তর: (ক)  (WBCS 2022 Chemistry MCQ)

22. সালোকসংশ্লেষণ বিক্রিয়াটির জন্য কোনটি অপরিহার্য?

ক) তাপমাত্র
খ) সূর্যালোক
গ) উদ্ভিদের পাতা
ঘ) প্রভাবক

সঠিক উত্তর: (খ)

23. বিষয়বস্তু নির্ধারণের সময় কী বিবেচনা করা হয়?

ক) পরিবেশ
খ) সামাজিক আচার
গ) ধর্মীয় অনুভূতি
ঘ) সবগুলো

সঠিক উত্তর: (ঘ)

24. H+ এর অপর নাম কী?

ক) হাইয্রোনিয়অম আয়ন
খ) জায়মান হাইড্রোজেন
গ) বিজারক হাইড্রোজেন
ঘ) প্রোটন

সঠিক উত্তর: (ঘ)

25. অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বর্ণ-

ক) সাদা
খ) গোলাপি
গ) সবুজ
ঘ) বাদামি

সঠিক উত্তর: (ক)

26. অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়

i. ভিনেগারে
ii. লেবুতে
iii.কাঁচা আমে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

27. জলের স্থায়ী খরতা দূর করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

ক) স্পর্শ পদ্ধতি
খ) বলয় পদ্ধতি
গ) সোডা পদ্ধতি
ঘ) ক্ষার পদ্ধতি

সঠিক উত্তর: (গ)

28. ভবিষ্যতের কথা চিন্তা করে বিকল্প জ্বালানির জন্য কী করা গুরুত্বপূর্ণ?

ক) অনুসন্ধান ও ব্যবহার
খ) গবেষণা ও ব্যবহার
গ) অনুসন্ধান ও গবেষণা
ঘ) গবেষণা ও পরীক্ষণ

সঠিক উত্তর: (গ)

29. রসায়নের আলোচিত বিষয়গুলো হলো-

(i) সৃষ্টি ও ধ্বংস
(ii) বৃদ্ধি ও রূপান্তর
(iii) উৎপাদন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

30. লোহায় মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে?

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) হাইড্রোক্সাইড
ঘ) জলীয়বাষ্প

সঠিক উত্তর: (ক)

31. খনিজ পদার্থ তৈরিতে ভূমিকা রাখে-

(i) অণুজীব
(ii) ভূ-গর্ভস্থ তাপ
(iii) অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

32. অনুসন্ধান ও গবেষণার দ্বিতীয় ধাপ কোনটি?

ক) পরিকল্পনা প্রণয়ন
খ) বিষয়বস্তু নির্ধারণ
গ) সমস্যা চিহ্নিতকরণ
ঘ) বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন

সঠিক উত্তর: (ঘ)

33. তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে কোন শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়?

ক) আলোক শক্তি
খ) যান্ত্রিক শক্তি
গ) তাপ শক্তি
ঘ) শব্দ শক্তি

সঠিক উত্তর: (গ)  (WBCS 2022 Chemistry MCQ)

34. দধিতে কি ধরনের এসিড থাকে?

ক) এসিটিক এসিড
খ) ল্যাকটিক এসিড
গ) সাইট্রিক এসিড
ঘ) নাইট্রিক এসিড

সঠিক উত্তর: (খ)

35. ক্যালসিয়াম H2SO4 কার্বনেট ও লঘু এর বিক্রিয়া শেষ পর্যন্ত অগ্রসর হয় না কেন?

ক) ক্যালসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয় না
খ) ক্যালসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয়
গ) ম্যাগনেসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয় না
ঘ) ম্যাগনেসিয়াম সালফেটের আস্তরণ সৃষ্টি হয়

সঠিক উত্তর: (খ)

36. মরিচার রাসায়নিক সংকেত কী?

ক) Fe3O4.nH2O
খ) FeO3.nH2O
গ) Fe2O2.nH2O
ঘ) 2O3.nH2O

সঠিক উত্তর: (ঘ)

37. রংধনু পরীক্ষায় কোন বিক্রিয়ায় সংঘঠিত হয়?

ক) জলযোজন বিক্রিয়া
খ) প্রশমন বিক্রিয়া
গ) পলিমারকরণ বিক্রিয়া
ঘ) জারণ-বিজারণ বিক্রিয়া

সঠিক উত্তর: (খ)

38. দহন কী ধরনের প্রক্রিয়া?

ক) জৈব রাসায়নিক
খ) জৈবিক
গ) ভৌত
ঘ) রাসায়নিক

সঠিক উত্তর: (ঘ)

39. সক্রিয় ধাতুর সাথে লঘু এসিডের বিক্রিয়ার পরীক্ষায় লঘু এসিডের সাথে কি যোগ করতে হয়?

ক) ক্যালসিয়াম
খ) অ্যালুমিনিয়াম
গ) ম্যাগনেসিয়াম রিবন
ঘ) পটাসিয়াম

সঠিক উত্তর: (গ)

40. অ্যামেনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?

ক) NH4+
খ) NH42+
গ) NH43+
ঘ) NH4-

সঠিক উত্তর: (ক)

41. বৃষ্টির জলের pH এর মান-

ক) 6.5
খ) 7
গ) 5.5
ঘ) 5.6

সঠিক উত্তর: (ঘ)

42. কাপড়কে আকর্ষণীয় করে তুলতে ভারতবর্ষে রংয়ের ব্যবহার শুরু হয়েছিল।

ক) ২৬০০বছর পূর্বে
খ) ৫০০০ বছর পূর্বে
গ) ২৬০ বছর পূর্বে
ঘ) ৫০০ বছর পূর্বে

সঠিক উত্তর: (খ)

43. জলকে জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ উপায় কোনটি?

ক) ফুটানো
খ) থিতানো
গ) ছাঁকন
ঘ) ক্লোরিনেশন

সঠিক উত্তর: (ঘ)

 

Read More:- Environmental Science Pedagogy | WB Primary Tet MCQ 2022 | Most Important Questions

 

44. কপার গাঢ় H2SO4 বিক্রিয়া করে কারণ-

ক) সক্রিয়তা সিরিজে কপার হাইড্রোজেনের উপরে অবস্থিত
খ) সক্রিয়তা সিরিজে কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত
গ) গাঢ় H2SO4 অধিক হয়
ঘ) গাঢ় H2SO4 এর জারণ ধর্ম বিদ্যমান

সঠিক উত্তর: (ঘ)

45. কোনটি জৈব যৌগ?

ক) শ্বেতসার
খ) আমিষ
গ) খাবার লবণ
ঘ) চর্বি

সঠিক উত্তর: (গ)

46. কোন দ্রবণের pH মান 7 এর কম হলে লিটমাস পেপারের বর্ণ কেমন?

ক) নীল
খ) সবুজ
গ) সাদা
ঘ) লাল

সঠিক উত্তর: (ঘ)

47. গাঢ় H2SO4 এ শতকরা কতভাগ সালফিউরিক এসিড থাকে?

ক) 80%
খ) 98%
গ) 88%
ঘ) 78%

সঠিক উত্তর: (খ)

48. লঘু এসিড ও ধাতব হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?

ক) CO2
খ) NO2
গ) NO
ঘ) CI2

সঠিক উত্তর: (ক)

49. কোন দ্রবণে pH এর মান ৭ এর বেশি হলে লিটমাস পেপার কি বর্ণ ধারণ করে?

ক) নীল
খ) লাল
গ) হলুদ
ঘ) বর্ণহীন

সঠিক উত্তর: (ক)

50. জুস নষ্ট হওয়ার কারণ কী?

ক) প্রিজারভেটিভস দেওয়া হয়েছিল
খ) প্রিজারভেটিভস্ দেওয়া হয়নি
গ) ফরমালিন মিশানো ছিল
ঘ) রঙ মিশানো ছিল

সঠিক উত্তর: (খ)

51. খর জলের উপাদান নিচের কোনটি?

ক) সোডিয়াম আয়ন
খ) জিঙ্ক আয়ন
গ) কার্বনেট আয়ন
ঘ) আয়রন আয়ন

সঠিক উত্তর: (ঘ)  (WBCS 2022 Chemistry MCQ)

52. বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব অনুসন্ধান ও গবেষণার কোন ধাপ?

ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) সর্বশেষ

সঠিক উত্তর: (ঘ)

53. রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারে-

(i) পরিবেশ দূষিত হয়
(ii) গাছ মরে যায়
(iii) নিঃশ্বাস নিতে কষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

54. বৃষ্টির জলে থাকে-

i. H2SO3
ii. H2SO4
iii. HNO3

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

55. নিচের কোনটি জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়?

ক) ইথানয়িক এসিড
খ) হাইড্রোক্লোরিক এসিড
গ) সালফিউরিক এসিড
ঘ) HNO3

সঠিক উত্তর: (ক)

56. পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী-

ক) CO2
খ) N2
গ) O2
ঘ) NH3

সঠিক উত্তর: (ক)

57. লোহা শক্ত, কিন্তু মরিচা?

ক) নরম
খ) ঝুরঝুরা
গ) অনেকশক্ত
ঘ) ভঙ্গুর

সঠিক উত্তর: (ঘ)

58. যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় তাকে কি বলে?

ক) শক্তিশালী এসিড
খ) শক্তিশালী ক্ষার
গ) দুর্বল এসিড
ঘ) দুর্বল ক্ষার

সঠিক উত্তর: (খ)

59. সক্রিয় ধাতুর ক্ষেত্রে-

i. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে
ii. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে না
iii. ধাতুর হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

60. জীবগজতের সকল সদস্য শ্বাসক্রিয়ার সময় বায়ুমন্ডলে কোন গ্যাস নিঃসরণ করে?

ক) CO2
খ) NO
গ) CI2
ঘ) F2

সঠিক উত্তর: (ক)

61. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে-

ক) দ্রবণীয়
খ) অত্যন্ত দ্রবণীয়
গ) অদ্রবণীয়
ঘ) আংশিক দ্রবণীয়

সঠিক উত্তর: (খ)

62 pH এর প্রাণঘাতকতার মান-

i. 4.5 এর নিচে
ii.4.5 এর উপরে
iii. 9.5 এর উপরে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)  (WBCS 2022 Chemistry MCQ)

63. মাটির এসিডিটি দূর করতে কোনটি ব্যবহার করা হয়?

ক) CaO
খ) ZnCO3
গ) NaOH
ঘ) HCI

সঠিক উত্তর: (ক)

64. অতিরিক্ত এসিড উৎপন্ন হলে কি সমস্যা হয়?

ক) গলায় প্রদাহ
খ) হাত-পা-ফোলা
গ) পা ব্যথা করা
ঘ) জ্বর হয়

সঠিক উত্তর: (ক)

65. BOD এর মান কেমন হলে জল দূষিত হয়?

ক) বেশি হলে
খ) কম হলে
গ) ঠিক থাকলে
ঘ) খুব কম হলে

সঠিক উত্তর: (ক)

66. এসিড বৃষ্টির ক্ষেত্রে নিম্নের তথ্যগুলো লক্ষ কর-

i. এসিড বৃষ্টির ক্ষেত্রে pH মান 5.6
ii. বৃষ্টির জলে CO2 ও NO2 মিশ্রিত থাকে
iii. পরিবেশের উপর এসিড বৃষ্টির ব্যাপক ভূমিকা রয়েছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

67. বিদ্যুৎ সরবরাহ করা হয়?

ক) তামার তারের ইলেকট্রন প্রবাহের মাধ্যমে
খ) দস্তার তারের ইলেকট্রন প্রবাহের মাধ্যমে
গ) তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে
ঘ) সুইচ চালু করে

সঠিক উত্তর: (ক)

68. আল-কেমী দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বুঝানো হয়েছে?

ক) প্রাচীন যুগ
খ) আধুনিক যুগ
গ) মধ্যযুগ
ঘ) প্রাচীন ও মধ্যযুগ

সঠিক উত্তর: (ঘ)

69. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ধাপ-

(i) সমস্যা চিহ্নিতকরণ
(ii) প্রত্যাশিত ফলাফল সম্পর্কে আগাম ধারণা
(iii) পরিকল্পনা প্রণয়ন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

70. এনামেলের মূল গাঠনিক উপাদান-

ক) ক্যালসিয়াম কার্বনেট
খ) ক্যালসিয়াম নাইট্রেট
গ) ক্যালসিয়াম বাই কার্বনেট
ঘ) হাইড্রোক্সি অ্যাপাটাইট

সঠিক উত্তর: (ঘ)

71. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের দ্রবণকে কী বলে?

ক) কার্বোনিক এসিড
খ) নাইট্রিক এসিড
গ) সালফিউরিক এসিড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড

সঠিক উত্তর: (ঘ)

72. নিচের কোনটিতে রসায়ন চর্চা অনুপস্থিত?

ক) কাঠ পুড়িয়ে তাপ উৎপন্ন
খ) আখ থেকে চিনি তৈরি
গ) পাহাড় ভেঙ্গে সমতল ভূমিতে পরিণত হওয়া
ঘ) উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার

সঠিক উত্তর: (গ)

73. জৈব পার অক্সাইড-

(i) দাহ্য পদার্থ
(ii) বিস্ফোরক পদার্থ
(iii) সাবধানে নড়াচড়া করতে হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)  (WBCS 2022 Chemistry MCQ)

74. HNO3 এর গন্ধ কীরূপ?

ক) মিষ্টি
খ) দুর্গন্ধ যুক্ত
গ) ঝাঁঝালো
ঘ) তীব্র ঝাঁঝালো

সঠিক উত্তর: (ঘ)

75. সবল ও দর্বল এসিডের পরীক্ষা কীভাবে করা যায়?

ক) প্রশমন বিক্রিয়ার মাধ্যমে
খ) প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে
গ) বিদ্যুৎ পরিবহন পরীক্ষার মাধ্যমে
ঘ) নির্দেশক দ্বারা

সঠিক উত্তর: (গ)

76. অগ্নিকান্ডের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাস নিঃসরণ করে?

ক) NO2
খ) H2
গ) O2
ঘ) CO2

সঠিক উত্তর: (ঘ)

77. বিশুদ্ধ জলে সামান্য পরিমাণ কি থাকে?

ক) এসিড
খ) ক্ষার
গ) লবণ
ঘ) বর্জ্য

সঠিক উত্তর: (গ)

78. পেট্রোলিয়ামের দহন একটি –

ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) জৈবিক প্রক্রিয়া
ঘ) বিপাক প্রক্রিয়া

সঠিক উত্তর: (খ)

79. এসিড জাতীয় পদার্থগুলো-

i. পরিপাকে সাহায্য করে
ii. মুখে রুচি আনে
iii. ভিটামিন সি-এর চাহিদা মেটায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

80. চুন প্রয়োগে মাটির pH মান-

ক) হ্রাস পায়
খ) বৃদ্ধি পায়
গ) ঠিক থাকে
ঘ) অনেক বেশি হ্রাস পায়

সঠিক উত্তর: (খ)

81. ত্বকে লাগলে ক্ষতের সৃষ্টি করে কোনটি?

ক) ক্লোরিন
খ) অক্সিজেন
গ) আয়োডিন
ঘ) পেট্রোলিয়াম

সঠিক উত্তর: (ক)

82. রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা জরুরি হওয়ার কারণ হল-

ক) রাসায়নিক দ্রব্যের বাণিজ্য কমে যাওয়া
খ) রাসায়নিক দ্রব্যের বাণিজ্য বেড়ে যাওয়া
গ) রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমে যাওয়া
ঘ) এটি সামান্য ক্ষতিকর

সঠিক উত্তর: (খ)

83. অম্লীয় মাধ্যমে লিটমাসের বর্ণ-

ক) বেগুনি
খ) কমলা
গ) লাল
ঘ) নীল

সঠিক উত্তর: (গ)

84. চুন কি জাতীয় পদার্থ?

ক) এসিড জাতীয়
খ) লবণ জাতীয়
গ) ক্ষার জাতীয়
ঘ) তরল জাতীয়

সঠিক উত্তর: (গ)

85. রংধনু পরীক্ষায় ব্যবহৃত হয়-

i. NaHCO3
ii. HCI
iii. ইউনিভার্সাল ইন্ডিকেটর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)  (WBCS 2022 Chemistry MCQ)

86. ইউনিভার্সাল ইন্ডিকেটরে নীল বর্ণের ক্ষারের pH সীমা কত?

ক) 0-3
খ) 3-7
গ) 11-14
ঘ) 7-11

সঠিক উত্তর: (ঘ)

87. H2SO4 গাঢ় ও চিনির বিক্রিয়ায় তৈরি হয়-

ক) কার্বন
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) কার্বন মনোক্সাইড
ঘ) কার্বনেট

সঠিক উত্তর: (ক)

88. তাপ দূষণ কাকে বলা যায়?

ক) তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেলে
খ) তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি হলে
গ) তাপমাত্রা স্বাভাবিক থাকলে
ঘ) তাপমাত্রা অনেক কমলে

সঠিক উত্তর: (খ)

89. নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?

ক) H2
খ) He
গ) CO2
ঘ) CI2

সঠিক উত্তর: (ঘ)

90. জুস, সস, কেক ও বিস্কুট বেশি সময় ধরে সংরক্ষণের জন্য নিচের কোনটি দেয়া হয়?

ক) ফরমালিন
খ) ম্যালামাইন
গ) প্রিজারভেটিভস
ঘ) এসিটিলিন

সঠিক উত্তর: (গ)

91. উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহ মাটির সাথে মিশে যায় কিসের প্রভাবে?

ক) ভূ-পৃষ্ঠর আলোর
খ) ভূ-গর্ভের চাপ
গ) ভূ-গর্ভের তাপ
ঘ) ভূ-গর্ভের তাপ ও চাপ

সঠিক উত্তর: (ঘ)

92. উক্ত বিক্রিয়ায় কাঠ (C) অল্প পরিমাণ বায়ুতে (O2) পোড়ালে কী উৎপন্ন হবে?

ক) CO
খ) CO3
গ) HCO3
ঘ) CO2

সঠিক উত্তর: (ক)

93. ধাতুর সক্রিয়তা সিরিজে H এর উপরের ধাতু কোনটি?

ক) K
খ) Pb
গ) Cu
ঘ) Ag

সঠিক উত্তর: (খ)

94. কার্বনকণা এর অপর নাম কী?

ক) কার্বন ডাই অক্সাইড
খ) ক্ষতিকর কণা
গ) কালি
ঘ) কালোকণা

সঠিক উত্তর: (গ)  (WBCS 2022 Chemistry MCQ)

95. কোন দ্রবণে pH এর মান 4.pH -এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে-

i. অ্যামোনিয়া দ্রবণ
ii.ঘন হাইড্রোক্লোরিক এসিড
iii. কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

96. নিচের কোনটি জৈব এসিড?

ক) N3H
খ) H2SO4
গ) CH3COOH
ঘ) H2CO3

সঠিক উত্তর: (গ)

97. পরিকল্পনা প্রণয়ন করা বাঞ্ছনীয়-

ক) ক্রমানুসারে
খ) এলোমেলোভাবে
গ) দ্রুত
ঘ) ধীরে ধীরে

সঠিক উত্তর: (ক)

98. ক্ষারসমূহ কেমন স্বাদযুক্ত?

ক) টক
খ) ঝাল
গ) কটু
ঘ) মিষ্টি

সঠিক উত্তর: (গ)

99. দূষিত জলের-

i. BOD কম
ii. COD বেশি
iii. তাপমাত্রা 400C এর অধিক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)  (WBCS 2022 Chemistry MCQ)

100. ট্রিফয়েল চিহ্নিত রাসায়নিক পদার্থ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পার?

ক) শ্বাসকষ্ট
খ) তন্ত্রের প্রদাহ
গ) ক্যান্সার
ঘ) যক্ষ্মা

সঠিক উত্তর: (গ)

 

Read More:- Latest 50 Current Affairs 2022 | Daily Current Affairs of 25th & 26th May | For WBCS and Other Exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles