“WBCHSE HS EXAM (2022): -PRACTICAL EXAM”

পুনরায় সংক্রমনের তৃতীয় ঢেউ তোলপাড় করায়, রাজ্যের সমস্ত স্কুল কলেজ বেশ দীর্ঘদিন বন্ধ। এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE HS Exam 2022) নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে রাজ্যের শিক্ষা দপ্তর, এই বিষয়ে নানা রকম জল্পনা এখন সমস্ত পড়ুয়া এবং অবিভাবকদের মনে। তবে রাজ্যের শিক্ষা দপ্তর পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা স্পষ্ট ভাবে ঘোষণা করে।

দিনের পর দিন অনলাইন ক্লাস চলছে তবে তা শুধুমাত্র থিওরি মূলক বিষয় নিয়েই। উচ্চমাধ্যমিক পরীক্ষার (WBCHSE HS Exam 2022) কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবারে অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়। প্র্যাকটিক্যাল ভিত্তিক যে সমস্ত বিষয়গুলি যেমন বায়োলজি , ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর শুধুমাত্র থিওরি ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিষয়টা পরিস্কার হয়না

এদিকে স্কুলে গিয়ে ও ক্লাস এই মুহূর্তে কার্যত অসম্ভব। তাই এই সমস্ত বিষয় গুলির অনলাইন প্রাক্টিক্যাল ক্লাস চালু করা হবে। আপাতত অনলাইনেই শুরু হবে এই সমস্ত বিষয়গুলির প্রাক্টিক্যাল ক্লাস। যদিও প্রাক্টিক্যাল ক্লাসে হাতে কলমে শেখা আর ভিডিও দেখা বিষয়টা এক নয়, তবে কিছুটা হলেও পরীক্ষার আগে উপকার হবে বলে মনে করছেন শিক্ষা দপ্তর। WBCHSE HS Exam 2022

সূত্রে খবর জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) গুলি প্র্যাকটিকেল ক্লাসের কিছু ভিডিও সম্পন্ন করে সেগুলি আপলোড করবে তাদের নিজস্ব অনলাইন ওয়েবসাইটগুলিতে। উচ্চমাধ্যমিক পড়ুয়ারা ১লা ফেব্রুয়ারি থেকে বাংলার শিক্ষা পোর্টাল এবং শিক্ষা সংসদের ওয়েবসাইটগুলোতে প্রাকটিক্যাল ক্লাস এর ভিডিওগুলি দেখতে পারবে। WBCHSE HS Exam 2022

পূর্বনির্ধারিত তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা আরম্ভ হওয়ার কথা। অতএব পরীক্ষার আগে যদি ছাত্র-ছাত্রীরা শিক্ষা সংসদের ওয়েবসাইটে আপলোড থাকা প্র্যাকটিকাল ভিডিও গুলোতে এক নজর দেয়, প্রাকটিক্যাল পরীক্ষার আগে পড়ুয়াদের জন্য আশানুরূপ বেশ উপযোগী বিষয় হবে বলে ধারনা। অনলাইনে এ প্রাক্টিক্যাল ক্লাস এর ভিডিও গুলো আপলোড করার পুরো বিষয়টিকে ভার্চুয়াল ল্যাব (Virtual Lab) নামে আখ্যায়িত করেছে শিক্ষা সংসদ। WBCHSE HS Exam 2022

 

প্রস্নগত উল্লেখ্য সংক্রমনের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছিল ২০২১ সালের শেষের দিকে, তাই সংক্রমণের পরিমাপের উপর ভিত্তি করে ২০২১ সালের নভেম্বর মাসের স্কুল খোলা হয়েছিল, এবং অফলাইনে সমস্ত প্রাক্টিক্যাল ক্লাস গুলো আরম্ভ হয়েছিল। তবে ডিসেম্বর মাসের শেষ দিক থেকে সংক্রমনের তৃতীয় ঢেউ পুনরায় বৃদ্ধি করে সংক্রমনের গ্রাফ যার ফলে ফের স্কুল কলেজ সমস্ত শিক্ষা কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য। বেশ দীর্ঘ দিন ধরে সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের বেশ খানিকটা বিপাকে পড়তে হয়। WBCHSE HS Exam 2022

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles