WB Primary TET 2022:Syllabus,Question Pattern শিক্ষকতা পেশায় নিয়োগের ক্ষেত্রে কেবল বিষয় জ্ঞান বা পাণ্ডিত্য যথেষ্ট নয় ।
শিশু মনস্তত্ত্ব এবং বিকাশের মনোবিজ্ঞান বিশেষ করে ছয় বৎসর থেকে চৌদ্দ বৎসর পর্যন্ত (প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত শিশুর বয়সসীমা) বিশেষ তাৎপর্যপূর্ণ।
শিক্ষার অধিকার আইন গৃহীত হওয়ার পর কেন্দ্র সরকার এই বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ।কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করেছেন ।
সম্প্রতি বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যে চালু করে দিয়েছেন বা চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ সরকার এই দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত ।
পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক নিয়োগে (প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিকে) পরীক্ষা থাকবে একটিই।ত বে সে পরীক্ষায় বিষয় জ্ঞানের সঙ্গে থাকবে TET ।
বিগত প্রাইমারি টেট পরীক্ষার অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর তুলনায় পরীক্ষায় সফল প্রার্থীর সংখ্যা খুবই নগণ্য |
2022 সালের 10 ই জানুয়ারি প্রাইমারি টেট পরীক্ষার ফল প্রকাশিত হয় সেখানেও পাসের হার 5% বলে জানা গেছে|
সেখানে 189000 পরীক্ষার্থীর মধ্যে 9896 জন পরীক্ষার্থী পাস করেছে তাছাড়া অংকের প্রশ্ন উত্তর দিক কঠিন হয়েছে এবং অংক গুলি এই পরীক্ষায় প্রশ্নের মানে হচ্ছে অত্যন্ত উচ্চ মানের করা হয়েছে বলেও জানা গেছে | যাই হোক আগামীর পরীক্ষার বিজ্ঞপ্তি খুব WB Primary TET 2022 শীঘ্রই প্রকাশিত হতে চলেছে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর অনুশাসন বজায় রেখে সম্পূর্ণ সিলেবাসে নেই প্রাইমারি সিলেবাস প্রকাশ করছি|
সরকারি নির্দেশ অনুযায়ী বর্তমানে মোট পাঁচটি বিষয়ে 100 নম্বরের বদলে 150 নম্বর করা হয়েছে আমাদের এই বইয়ের বর্তমান সংস্করণে।
WB Primary TET 2022 এর Syllabus Pattern :-
Section | Total Question | Total Marks |
Language-II Bengali | 30 | 30 |
Language-II English | 30 | 30 |
Child Development
and Pedagogy |
30 | 30 |
Mathematics | 30 | 30 |
Environmental Studies | 30 | 30 |
Total | 150 | 150 |
শিক্ষার অধিকার আইন (RTE ACT 2009 ) অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষক শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রে টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার ব্যবস্থা হয়েছে ।
এই পরীক্ষায় পাঁচটি বিষয় রয়েছে সেগুলি হল , শিশু বিকাশ ও শিক্ষণ , প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা , গণিত ও পরিবেশবিদ্যা । প্রতিটি বিষয়ে 30 নম্বর করে মোট 150 নম্বরের পরীক্ষা নেওয়া হবে প্রতি বিষয়েই 30 টি করে MCQ থাকবে ।
সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের সাফল্য লাভের জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা করবো ।
Eligibility Criteria for WB Primary TET 2022:
1. যেসব ব্যক্তি 2010 সালের 23 আগস্ট প্রকাশিত এনসিটিই এর নোটিফিকেশন অনুযায়ী শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতাবলীর অধিকারী হবেন ।
2. যেসব ব্যক্তি 2010 খ্রিস্টাব্দের 23 আগস্ট প্রকাশিত NCTE নোটিফিকেশন অনুযায়ী NCTE বা RCE অনুমোদিত শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক- শিক্ষা কোর্সে পাঠরত ।
How to pass TET exam:
টেট-এ উত্তীর্ণ হতে হলে ব্যক্তিকে 60 শতাংশ নম্বর পেতে হবে তবে সরকার স্থানীয় স্বায়ত্তশাসন সরকারি সাহায্যপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত নয় এমন প্রতিষ্ঠান পরিচালন সমিতি প্রয়োজনবোধে
1. SC/ ST/ OBC এবং প্রতিবন্ধী ইত্যাদির ক্ষেত্রে সংরক্ষণের নীতি অনুযায়ী নম্বর হ্রাস করতে হবে।
2. শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট-এ প্রাপ্ত নম্বর কে গুরুত্ব দিতে হবে ।
তবে মনে রাখতে হবে টেট উত্তীর্ণ হলেই শিক্ষকতা পদে নিযুক্ত হওয়ার অধিকার জন্মায় না , এটা হল যোগ্যতার পরীক্ষা। এরপর আসে সাক্ষাৎকার বা ইন্টারভিউ।
সেখানে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পারদর্শিতা এবং সমস্ত বিষয়ে খুটিনাটি পর্যবেক্ষণের মধ্য দিয়ে তাকে যোগ্য হিসেবে নির্বাচিত করার পর সেই প্রার্থী শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে।
In terms of the order of the Department of School Education no. 343- SE/EE/10M-6/2009 (PT – 1) (TET) dated 2017 and in partial modification of the eligibility criteria in our earlier notification dated 12.05.2017. Online applications will be invited from eligible candidates for appearing at TET 2022 to be conducted by the West Bengal Board Of Primary Education.
The applicants must fulfill the following eligibility conditions, prescribed by NOTE from time to time:-
Educational Criteria:
1. Higher Secondary / Senior Secondary ( Or it’s equivalent 10+ 2) with at least 50% marks and 2 years of Diploma In Elementary Education ( D. EL. ED).
OR
2. Higher Secondary / Senior Secondary ( or it’s equivalent 10+2) with at least 50 % marks and 4 years of Bachelor of Elementary Education ( B. Ed).
OR
3. Higher Secondary / Senior Secondary (or it’s equivalent 10+2) with at least 50% marks and having a Diploma In Education ( Special Education), recognized by the Rehabilitation Council of India ( RCI).
OR,
4. Graduation and two-year Diploma in Elementary Education ( D. El. Ed).
Note: 5% relaxation of marks in Higher Secondary / Senior Secondary or its equivalent examination 10+2 (I.e. 45%) will be allowed for the SC, ST, OBC- A, OBC – B, PH, Exempted Category, Ex-Serviceman, and DH ( Death in Harness) category candidates.
Details will be available on the following websites :
1. www.wbbpe.org
2. www.wbsed.gov.in
Read More: Current Affairs2022| Aspirants WBCS (Preliminary)Examination 2022
[…] Read more: WB Primary TET 2022 |Syllabus, Question Pattern […]