WB GOVT.JOB ALART| NEW POSTS|২,৩৪৪ পদে নতুন চাকরি

WB GOVT.JOB ALART |২,৩৪৪ পদে নতুন চাকরি| বনকর্মী প্রধান বনরক্ষী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার:

একসঙ্গে ২,৩৪৪ পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা (Government Of West Bengal) লোকসভা ভোটের পরই একাধিক দফতরে নিয়োগ নিয়ে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি দফতরে নিয়োগে সিলমোহর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মন্ত্রিসভায় তা পাশও হয়েছে।

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৫৫২টি নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। ওদিকে একজোটে ১,৬০০ বনকর্মী ও ১৯২ প্রধান বনরক্ষী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর মাধ্যমে বনকর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ সব মিলিয়ে নিয়োগের সংখ্যা দাঁড়াচ্ছে ২,৩৪৪। WB GOVT.JOB ALART

নবান্ন সূত্রে খবর, স্বাস্থ্য, প্রাণিসম্পদ বিকাশ দফতর, শিক্ষা দফতর সব মিলিয়ে মোট ৫৫২টি নতুন পদ তৈরী হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র দফতরে ১০৫টি, প্রাণিসম্পদ বিকাশ দফতরে ২৭০টি পদে নিয়োগ করা হবে। পাশাপাশি শিক্ষা দফতরের তরফে বিদ্যালয়ে ৩৫ জনকে নিয়োগ করা হবে জানা গিয়েছে।


পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর মাধ্যমে বনকর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ সব মিলিয়ে নিয়োগের সংখ্যা দাঁড়াচ্ছে ২,৩৪৪।খুব শীঘ্রই এই সমস্ত পদ গুলি পূরণের জন্য নোটিফিকেশন বা সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেই খবর|
All the aspirant candidates are prepare yourself and grab the new golden opportunity.

Please follow our website for get job update. our website

4 July What Happened| History of the day

Leave a Comment