Vehicles Tracking Devices | রাজ্যে বাধ্যতামূলক হচ্ছে ভেহিক্যালস ট্র্যাকিং লোকেশন ডিভাইস, বিপদ থেকে তাড়াতাড়ি মিলবে মুক্তি

Vehicles Tracking Devices

Vehicles Tracking Devices | রাজ্যে বাধ্যতামূলক হচ্ছে ভেহিক্যালস ট্র্যাকিং লোকেশন ডিভাইস, বিপদ থেকে তাড়াতাড়ি মিলবে মুক্তি: অবশেষে রাজ্যে বাধ্যতামূলক করা হচ্ছে ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস দীর্ঘ কয়েক বছরের আলোচনার শেষে। এর ফলে কোন গাড়ি, কোথায় আছে, কোন রাস্তা ধরে সেই গাড়ি এগোচ্ছে, সেই গাড়ির অবস্থান নির্দিষ্ট এলাকায় কতক্ষণ দাঁড়িয়ে আছে, গাড়ির গতিসীমা কত রয়েছে সবটাই জানা যাবে।

Vehicles Tracking Devices:

এই গোটা প্রক্রিয়াটাই এবার নজরদারি করা যাবে রাজ্যের চারটি নির্দিষ্ট পয়েন্টে বসেই। অবশেষে এই ব্যবস্থা চালু হচ্ছে এই রাজ্যেও।

  • গাড়িতে ভেহিক্যালস লোকেশন ট্র্যাকশন ডিভাইস লাগানো থাকলে কোনও দুর্ঘটনা বা কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটলে তা পরিবহণ দফতরের কন্ট্রোল রুম জানতে পারবে চটজলদি।
  • কারণ, নতুন এই যন্ত্রটিতে থাকছে ‘প্যানিক বাটন’।
  • সেই ‘প্যানিক বাটন’ মারফত পরিবহণ দফতরের কন্ট্রোল রুমের পাশাপাশি দুর্ঘটনার খবর পৌঁছে যাবে পুলিশের কাছে।
  • ফলে সহজেই প্রশাসন উদ্ধারকার্য চালাতে পারবে।
  • অপরাধমূলক ঘটনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই এই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে

কোন কোন জায়গায় এর কন্ট্রোল রুম হওয়ার সম্ভাবনা রয়েছে?

বহু অপহরণের ঘটনায় গাড়ির লোকেশন দেখেই পুলিশ অপরাধীদের ধরতে পারে। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ জুড়ে চারটি কন্ট্রোল রুম তৈরি করছে পরিবহণ দফতর।

  • কলকাতার পোদ্দার কোর্ট, শিলিগুড়ি, দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের আরও একটি জায়গায় এই কন্ট্রোল রুম হবে।
  • এর ফলে কোন গাড়ি, কোথায় আছে, কোন রাস্তা ধরে সেই গাড়ি এগোচ্ছে, সেই গাড়ির অবস্থান নির্দিষ্ট এলাকায় কতক্ষণ দাঁড়িয়ে আছে, গাড়ির গতিসীমা কত রয়েছে জানা যাবে।
  • গাড়িতে দুর্ঘটনা বা অবাঞ্ছিত কোনও কিছু ঘটলেই জানতে পারবে পরিবহণ দফতর।
  • এমনকি, জানতে পারবে পুলিশও। এমনই প্রযুক্তির ব্যবহার শুরু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।

এই প্রযুক্তি লাগানোর ফলে অতিরিক্ত কি সুবিধা পাওয়া যাবে?

স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এ বার থেকে প্রতিটি বাণিজ্যিক গাড়িতে ‘ভেহিকলস লোকেশন ট্র্যাকিং ডিভাইস’ (ভিএলটিডি) লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে।

  • ২০২০ সালের ১ এপ্রিলের পর থেকে যে সমস্ত বাণিজ্যিক গাড়ি রাজ্যের রাস্তায় নেমেছে, সেখানে এই প্রযুক্তি লাগানো হয়েছে।
  • কিন্তু তার আগে রাস্তায় নামা গাড়িগুলির ক্ষেত্রে এই প্রযুক্তি বাধ্যতামূলক করা হচ্ছে।
  • এই ব্যবস্থায় যাত্রী সুরক্ষার পাশাপাশি, পুলিশের পক্ষে নজরদারি করা সম্ভব হবে অতি দ্রুত।

Read More:- SSC CGL Recruitment 2023 | Notification Out For 20,000 Vacancies in Group ‘B’ and Group ‘C’ posts | Bachelor Degree Required

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles