Tulshi Plant Can Predict Future | তুলসি চাষ বদলে দেয় জীবন, বছরে কয়েক লক্ষ টাকা আয় করতে পারেন আপনিও !

Tulshi Plant Can Predict Future

Tulshi Plant Can Predict Future | তুলসি চাষ বদলে দেয় জীবন, বছরে কয়েক লক্ষ টাকা আয় করতে পারেন আপনিও !: সারা দেশে ঘরে ঘরে তুলসী গাছের পুজো হয়। বিজ্ঞান ও বিশ্বাস করে যে তুলসী গাছের পাতা আমাদের শরীর সুস্থ রাখতে অনেকাংশে সাহায্য করে। ছোট বেলায় আমাদের মা ঠাকুমা রা কাশি, সর্দি ইত্যাদি রোগ সারাতে সাহায্য নিতেন তুলসী পাতার। আমাদের দেশে সর্বত্রই তুলসী গাছ প্রায় বিনা মূল্যেই পাওয়া যায়। কিন্তু, এখন তুলসী গাছও হয়ে উঠছে উপার্জনের মাধ্যম

Tulshi Plant Can Predict Future:

How to protect Tulsi plant in winter season - My Voice

কোথা থেকে এলো এই ধারণা? জেনে নিন একনজরে

দেশের অনেক কৃষক তুলসী চাষ করে ভালো লাভ করছেন। উত্তর প্রদেশের পিলিভীতে বস বাস কারী নাদিম খান এমনই একটি নাম। পুরান পুর ব্লকের শেরপুর কালান গ্রামে তুলসী চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নাদিম। এক সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে নাদিম জানিয়েছেন, জয়েন্দ্র সিং নামে এক কৃষি বিজ্ঞানের ছাত্র তাকে তুলসী চাষে অনুপ্রাণিত করে তোলেন। (Tulshi Plant Can Predict Future)

কীভাবে হলো এই চাষের গোড়াপত্তন?

এর পর নাদিম তার জমিতে তুলসীর বীজ রোপণ করেন। কয়েক সপ্তাহ সেচ দেওয়ার পরে, গাছগুলি পূর্ণাঙ্গ রূপ পায়। তুলসি চারা গুলি গাছে রূপান্তরিত হওয়ার পরে, তিনি গাছ গুলি কেটে শুকিয়ে নেন। সেগুলি বাজারে বিক্রি হয় ভালো দামে । এই কাজ এখন নিরবচ্ছিন্নভাবে চলছে বলে জানিয়েছেন এই কৃষক। (Tulshi Plant Can Predict Future)

তুলসীর গুণ শতাধিক। কীভাবে বাড়াবেন এই ব্যাবসা?

জানা গেছে, বর্তমানে নাদিম তুলসী চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করছেন। আমরা আপনা কে জানিয়ে রাখি, ডাবর, পতঞ্জলি এবং হামদর্দের মতো বড় ওষুধ কোম্পানি গুলি প্রতি কুইন্টাল 7000 টাকা দরে ​​তুলসী কেনে । সব মিলিয়ে এখন কৃষক দের আয়ের বিকল্প পথ হতে পারে এই তুলসী চাষ। আয়ুর্বেদ থেকে হোমিওপ্যাথ, এর ব্যাপক চাহিদা রয়েছে সর্বত্র ই। আমাদের দেশে সর্বত্রই তুলসী গাছ প্রায় বিনা মূল্যেই পাওয়া যায়। কিন্তু, এখন তুলসী গাছও হয়ে উঠছে উপার্জনের মাধ্যম

Read More:- Organic Cultivation In Rajasthan | অভিনব চাষ শুরু করেন ব্যাংকার স্বামী ও CA স্ত্রী চাকরি ছেড়ে ! এখন বছরে আয় এক কোটি টাকা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles