Top 100 Latest Current Affairs | Daily Current Affairs 2022 ( 11 to 14th May)| Most Important

Top 100 Latest Current Affairs

Top 100 Latest Current Affairs | Daily Current Affairs 2022 ( 11 to 14th May)| Most Important:- Today Smart Knowledge is here for you to provide you all the ambitious Aspirants Top 100 Latest Current Affairs. As your exams are not so far, it’s high time to make ready properly and you can crack the exam very smartly. Smart Knowledge is always with you in your Successful life journey.

Top 100 Latest Current Affairs

So, if you start a little and read and collect CA questions then you can attain all CA without any negative marks. But you must have to be more serious. To think about those near and dear participants we are providing Top 100 Latest Current Affairs you make a glance every day and you also can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Top 100 Latest Current Affairs from the 11th to 14th Of May.

 

1. ৪৯ ডিগ্রি সেন্টিগ্রেডে গলে গেল হিমবাহ, জলের তোড়ে ভেসে গেল ঐতিহাসিক সেতু।

 • নদীর জলের তোড়ে ভেসে গেল পাকিস্তানের ঐতিহাসিক হাসনাবাদ সেতু।
 • প্রবল তাপপ্রবাহের কারণে একটি হিমবাহ হ্রদের বরফ গলে যায়। স্থানীয় প্রশাসন বাধ্য হয় জল ছাড়তে।
 • সেই জলেরই স্রোতেই ভেঙে যায় বহু পুরনো একটি ব্রিজ।

2. ঘূর্ণীঝড় অশনির জেরে কেলেঙ্কারি কাণ্ড অন্ধ্র উপকূলে।

 • অশনীর জেরে, সমুদ্রে ভেসে আসে আচমকাই রথের চূড়ার মতো একটি বিশালাকার অংশ।
 • অনুমান, সমুদ্রে ভেসে আসা রথের চূড়ার মতো একটি বিশালাকার অংশটি মায়ানমার, থাইল্যান্ড বা মালয়েশিয়ার হতে পারে।

 


 

3. অবশেষে হল রহস্যের সমাধান, কেন বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায় বিমান-জাহাজ জানালেন বৈজ্ঞানিক।

 • গত ১০০ বছরের ইতিহাসে এখানে প্রায় ৭৫টি বিমান হারিয়ে গিয়েছে এবং বিমানে থাকা ১ হাজারেরও বেশি মানুষ নিঁখোজ।
 • কয়েক দশক ধরে এক অজানা রহস্যময় স্থান হিসেবে শীর্ষ স্থানে ছিল বিশ্বের এই বিতর্কিত অঞ্চল বারমুডা ট্রায়েঙ্গেল।

4. অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টিবেট এয়ারলাইন্সের যাত্রীরা।

 • চিনের চিংকিং বিমানবন্দরে েটক অফের সময় ঘটেছে এই দুর্ঘটনা।
 • নির্ধারিত সময়েই ছাড়ার কথা ছিল বিমানটি। মোট ১১৩ জন যাত্রী ছিলেন বিমানে।
 • ছিলেন ৯ জন ক্রু। টেক অফের ঠিক সময়েই সামনের রানওয়েেত মুখ থুবরে পড়ে বিমানটি।
 • সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও।

 


 

5. টানা আড়াই বছর ধরে কোভিডের বাড়বাড়ন্ত সহ্য করছে বিশ্ব৷ প্রায় প্রতিটি দেশেই হানা দিয়েছে এই মারণ ভাইরাস।  (Top 100 Latest Current Affairs)

 • কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছেন, মারাও গিয়েছেন। ব্যতিক্রম ছিল উত্তর কোরিয়া।
 • মহামারি শুরু হওয়ার পর এতদিনে একজনও আক্রান্ত হননি সেদেশে।
 • তবে এই রেকর্ড এবার ভাঙল।
 • কিম জং উনের দেশে এই প্রথম কোভিডে আক্রান্ত হল মানুষ।

6. এলন মাস্ক, যিনি বিশ্বের ধনীতম ব্যক্তি সম্প্রতি তিনি টুইটার কিনে নিয়েছেন।

 • এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট কেনার পর তিনি ঘোষণা করেছেন যে তিনি টেকওভার শেষ করার পরে তিনি প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্পের উপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন।
 • মাস্কের এই মন্তব্যটি নেতিজেনদের মধ্যে বিশাল ক্ষোভের জন্ম দিয়েছে ,
 • যেখানে অনেকই বলছেন “আমরা যে ভয়টা সবচেয়ে বেশি পাচ্ছিলাম ঠিক সেটাই সত্যি হতে চলেছে”।

7. করোনা আক্রান্ত মাইক্রোসফট’এর অন্যতম কর্ণধার বিল গেটস, টুইট করে জানালেন সংক্রমণের কথা।

 • দুই বছরেরও বেশি সময় ধরে গোটা বিশ্ব জুড়ে নিজের করাল থাবা বিস্তার করে রেখেছে করোনা।
 • একে একে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে পৃথিবীর একাধিক দেশে।
 • আর এই মারণ ভাইরাসের প্রভাব থেকে রেহাই পাননি কয়েক কোটি সাধারণ মানুষ থেকে শুরু করে দুনিয়ার তাবড় বিশিষ্ট ব্যক্তিরাও।
 • আবার করোনা আক্রান্ত হয়ে গত দুই বছরে মৃত্যু বরণ করেছেন বহু বিশিষ্ট।
 • আর এবার এই মারণ ভাইরাস বাসা বাঁধল স্বয়ং বিল গেটসের দেহে।

 


 

8. অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দেশটির ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে।

 • বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শপথ নেবেন তিনি।
 • রনিলের দল বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

9. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যুক্তরাজ্যের লক্ষাধিক মানুষ প্রতিদিন তিন বেলা খেতে পারছেন না।

 • গত মাসে পুরো একদিন কিছু না খেয়ে কেটেছে ২০ লক্ষাধিক ব্রিটিশের।
 • জরিপে এসব উঠে এসেছে,
 • চলতি বছরের প্রথম তিন মাসে প্রতি সাত জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোনো না কোনো বেলা খাবার খেতে পারেননি অথবা তাদের খাবার কেনার সামর্থ্য ছিল না।

10. সম্প্রতি আমেরিকা থেকে এম-৭৭৭ হাউইৎজার পেয়েছে ইউক্রেন সেনা।

 • ৪০ কিলোমিটার পাল্লার এই কামান সীমান্তে রুশ বাহিনীর মোকাবিলায় মোতায়েনও করেছে।

11. রানওয়েতে পিছলে গেল যাত্রিবোঝাই চিনা বিমান, দাউদাউ করে জ্বলতে শুরু করল মুহূর্তেই।

 • বৃহস্পতিবার চিনের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে আকাশে ওড়ার মুহূর্তেই ঘটে দুর্ঘটনাটি।
 • চাকা পিছলে রানওয়ে ছেড়ে এগিয়ে যায় বিমানটি। (Top 100 Latest Current Affairs)

12. গত কয়েক সপ্তাহ ধরেই কৃষ্ণসাগর উপকূলে ভেসে আসছে মৃত ডলফিনের দেহ।

 • প্রাথমিক পর্যবেক্ষণে বিজ্ঞানীরা ভেবেছিলেন রুশ এবং ইউক্রেন নৌবাহিনীর সঙ্ঘাতে সমুদ্রের জলে ধারাবাহিক বিস্ফোরণ এবং দূষণের কারণেই তারা মারা যাচ্ছে।
 • কিন্তু ডলফিনের গণমৃত্যুর কারণ হিসেবে সামনে আসছে অন্য তত্ত্বও।
 • কৃষ্ণসাগরের রুশ নৌঘাঁটিগুলির পাহারাদার প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিনগুলিকে ইউক্রেন বাহিনী পরিকল্পিত ভাবে খুন করছে কি না,
 • সে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই  (Top 100 Latest Current Affairs)

13. যুদ্ধের মধ্যে সমুদ্রপথে বাণিজ্য বন্ধ থাকায় ইউক্রেনের প্রতিদিন ১৭ কোটি ডলার ক্ষতি হচ্ছে বলে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন।

 • সোমবার দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় প্রধানমন্ত্রী দেনিশ শিমাইহাইল বলেন,
 • ইউক্রেনের জাতীয় রপ্তানি মোট ক্ষমতার অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

14. এ বছর নিউ ইয়র্ক টাইমস তিনটি পুলিৎজার পুরস্কার জিতেছে এবং প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন পোস্ট পাবলিক সার্ভিস পুরস্কার জিতে নিয়েছে।

 • এছাড়া ফিচার ফটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছে রয়টার্স।
 • রুশ হামলার খবর তুলে ধরার জন্য বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকরা।
 • একইসঙ্গে এ বছর ইউক্রেন যুদ্ধ কভার করতে গিয়ে নিহত ১২ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুলিৎজার বোর্ড।
 • পুলিৎজার হলো মার্কিন সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, যেখানে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের প্রতি বিশেষ নজর থাকে।  (Top 100 Latest Current Affairs)

15. খালি চোখে হোক কিংবা দূরবীনে মানুষ আকাশের দিকে তাকিয়ে মাঝেমাঝেই এমন কিছু খুঁজে পেয়েছে যা প্রাথমিকভাবে ব্যাখ্যা করা যায়নি!

 • যদিও পরে তার যুক্তিযুক্ত ব্যাখ্যা সাজানোর চেষ্টা করেছেন বিজ্ঞানীরা।
 • সম্প্রতি এরকমই একটি ঘটনায় তোলপাড় হয়েছে সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া৷ ৭ মে নাসা মার্স রোভার কিউরিওসিটি যানের মাস্টক্যাম দিয়ে মঙ্গলের একটি অংশের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে ৷
 • সেই ছবিটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

16. প্রয়াত সংযুক্ত আরব আমীরশাহির প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহইয়ান।

 • শুক্রবার আমীরশাহির সংবাদসংস্থা WAM -এ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আবু ধাবি এমিরেটের শাসকও ছিলেন তিনি।
 • সংবাদ সংস্থা WAM জানিয়েছে, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে স্থানীয় মানুষ,
 • গোটা আরব, ইসলামিক জনজাতির মানুষ সমবেদনা জানিয়েছে।

17. আপাতত টুইটার কিনছেন না এলন মাস্ক। এই বিষয়ে নিজেই জানিয়েছেন তিনি।

 • ইতিমধ্যে টুইটারের দুই শীর্ষ আধিকারিককে ছাঁটাই করা হয়েছে। যা নিয়ে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে।
 • আর এর মধ্যেই হঠাত করেই টেসলা কর্তার টুইট! যেখানে তিনি জানিয়েছেন, ডিল আপাতত ভাবে স্থগিত রাখা হচ্ছে।  (Top 100 Latest Current Affairs)

18. বিশ্বে করোনা মহামারির প্রকোপ শুরু হওয়ার পরে দু’‌বছর পেরিয়ে গেলেও উত্তর কোরিয়া প্রথমবার তাদের দেশে করোনা সংক্রমণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।

 • উত্তর কোরিয়ায় এই মারাত্মক করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে।

19. অসংখ্যা নক্ষত্রের মাঝে এক অন্ধকার! প্রকাশ্যে এল সেই মহাজাগতিক ছবি।

20. চরম সংকটে দেশ। দিশেহারা েদশবাসী। পথ দেখাবেন কে? এই নিয়ে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে।

 • এরই মধ্যে আবার নতুন নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে।
 • সূত্রের খবর প্রাক্তন প্রধানমন্ত্রী রণিল বিক্রমসিংহে নাকি ফিরতে চলেছেন রাজাপাক্ষের জায়গায়।
 • এদিকে রাজাপাক্ষের দেশ ছেড়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
 • তাঁর দাদা রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে এখনও পদ ছাড়তে নারাজ।
 • তিনি ইউনাইডেট সরকার গড়ার দাবি জানিয়েছেন।

21. অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টিবেট এয়ারলাইন্সের যাত্রীরা।

 • চিনের চিংকিং বিমানবন্দরে েটক অফের সময় ঘটেছে এই দুর্ঘটনা। নির্ধারিত সময়েই ছাড়ার কথা ছিল বিমানটি।
 • মোট ১১৩ জন যাত্রী ছিলেন বিমানে। ছিলেন ৯ জন ক্রু।
 • টেক অফের ঠিক সময়েই সামনের রানওয়েেত মুখ থুবরে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে।
 • সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও।

22. ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১১ মে পর্যন্ত সর্বমোট ৬ লাখ ২৯ হাজার ৭৫০ জন শরণার্থী প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে

 • এবং তা এখনো অব্যাহত আছে।
 • পোল্যান্ড বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

23. ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল ভবনে আগুনে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

 • এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

24. বছরভর ভাল কাজের জন্য কর্মীদের খুশি করতে বিপুল টাকা বোনাস দিল এক ক্যাসিনো।

 • এবিসি৭-এর প্রতিবেদন অনুযায়ী, গত দু’বছর ধরে কোভিড সংক্রমণের জেরে বিশ্ব জুড়ে ব্যবসার বিপুল ক্ষতি হয়েছে।
 • সেই পরিস্থিতির মধ্যেও ওই ক্যাসিনোর কর্মীরা ক্যাসিনোকে বাঁচিয়ে রাখার জন্য যে ভাবে কাজ করে গিয়েছেন,
 • তারই পুরস্কার হিসেবে মোটা অঙ্কের বোনাস দিয়েছেন ক্যাসিনোর কর্ণধার।

25. আমেরিকার এক হাসপাতালের একই বিভাগে কর্মরত ১১ জন নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন!

 • কাকতালীয় হলেও এমনই কাণ্ড ঘটেছে সে দেশের মিসৌরিতে।
 • ওই ১১ জনের মধ্যে এক চিকিৎসক বাদে সকলেই নার্সের কাজ করেন।

26. অতিমারির শুরুতেই নগদ লেনদেনে রাশ টানা হয়েছিল। স্পর্শ এড়াতে জোর দেওয়া হয়েছিল নগদহীন কেনাকাটায়।   (Top 100 Latest Current Affairs)

 • কিন্তু সেই সিদ্ধান্ত বড় ভুল ছিল বলে সম্প্রতি দাবি করেছে একটি গবেষণা।
 • ওই গবেষণাটি জানিয়ছে, করোনা সংক্রমণের ক্ষেত্রে নগদ অর্থ অর্থাৎ ব্যাঙ্কের নোট বরং নিরাপদ।
 • তুলনায় নগদহীন বিকল্প ক্রেডিট কিংবা ডেবিট কার্ডে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি।

27. সম্প্রতি প্রশান্ত মহাসাগরের তলায় হলুদ রঙা ইট দিয়ে বাঁধানো একটি রাস্তার সন্ধান পেয়েছেন সমুদ্র গবেষণার সঙ্গে যুক্ত এক দল বিজ্ঞানী।

28. আংশিক সূর্যগ্রহণের পর এ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব।

 • এ সপ্তাহের শেষেই সেই দৃশ্য চাক্ষুষ করার সুযোগ মিলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
 • এক ঘণ্টা ২৫ মিনিট ধরে চলবে এই গ্রহণ। দক্ষিণ গোলার্ধের বেশির ভাগ জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে।
 • এই সময় চাঁদের রং লালাভ হবে। যাকে বিজ্ঞানের পরিভাষায় ‘ব্লাড মুন’ বলা হয়।
 • ভারতে এই গ্রহণ এবং ‘ব্লাড মুন’ দেখা না গেলেও, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে এক ঝলক দেখা মিলবে ‘ব্লাড মুন’-এর।
 • ১৫ এবং ১৬ মে এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে ওই দেশগুলি।

29. খুব শীঘ্রই পৃথিবীর দিকে ধেয়ে আসছে বড় আকারের গ্রহাণু ৩৮৮৯৪৫ । সতর্কবার্তা দিয়ে এমনটাই জানাল নাসা।

 • নাসা-র তরফে জানানো হয়েছে, ১৬ মে রাত ২টো ৪৮ নাগাদ এই গ্রহাণু পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে।
 • এই গ্রহাণু পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে।
 • প্যারিসের আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অব লিবার্টির থেকেও বড় ১,৬০৮ ফুটের এই গ্রহাণু ।

30. মহাকাশের আকাশগঙ্গা ছায়াপথের (মিল্কি ওয়ে গ্যালাক্সি) ঠিক মাঝখানে থাকা সেই ‘দানবাকৃতি রাক্ষসের’ সন্ধান মিলেছিল বেশ কয়েক বছর আগেই।

 • প্রথম বার সেই ‘স্যাজিটেরিয়াস এ’-র ছবি তুলতে সক্ষম হলেন ইন্টারন্যাশনাল কনসর্টিয়ামের জ্যোতির্বিজ্ঞানীরা।
 • আমেরিকায় মহাকাশ গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠান ‘এজেন্সি ন্যাশানাল সায়েন্স ফাউন্ডেশন’ (এনএসএফ)-এর সহায়তায় আটটি রেডিয়ো টেলিস্কোপের সম্মিলিত ছবিকে একত্র করে বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

31. যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যানডিয়াগোর বিজ্ঞানীরা একটি স্মার্টফোন অ্যাপ তৈরি করেছেন

 • যেটি ব্যবহার করে আলঝাইমার্স এবং অন্যান্য স্নায়ু রোগের লক্ষণ শনাক্ত করা সম্ভব হবে।

32. মাদ্রাসার পড়ুয়া এবং শিক্ষকদেরও এবার থেকে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক।

 • বৃহস্পতিবারই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার।
 • তার ২৪ ঘণ্টার মধ্যেই একই পথে হাঁটার ইঙ্গিত দিল মধ্যপ্রদেশও। (Top 100 Latest Current Affairs)

33. ঢিমেতালে কাজ করছিলেন তাঁরা। সেই অপরাধে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল উনিশ জন রেল অফিসারকে।

 • কিছুদিন আগেই একটি বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Rail Minister Ashwini Vaishnaw) জানিয়েছিলেন,
 • রেলের বেশ কয়েকটি কাজ খুবই ধীরগতিতে চলছে। এরকম উদাসীন আচরণ মোটেও বরদাস্ত করা হবে না।
 • এক দিনে একসঙ্গে এতজনকে ছেঁটে ফেলা হয়েছে সরকারি চাকরি থেকে, এমনটা সম্ভবত প্রথমবার ঘটল।
 • অবসর নিতে বলা অফিসারদের মধ্যে দশজনই জয়েন্ট সেক্রেটারি পদের সমকক্ষ।

34.ঘুরে দাঁড়াতে হলে দলে ঘুঘুর বাসা ভাঙতে হবে। সেই লক্ষ্যে এবার কড়া পদক্ষেপের পথে কংগ্রেস (Congress)।

 • বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে যুবসমাজকে সামনের সারিতে তুলে আনতে একসঙ্গে দলীয় কাঠামোয় একাধিক সংস্কারের পথে হাঁটছে এআইসিসি (AICC)।

35. হিসেব মতো দেশে বর্ষার প্রবেশে আরও কয়েকটা দিন বাকি।

 • কিন্তু আবহাওয়াবিদরা বলেছে অন্য কথা। হাওয়া অফিস সূত্রে খবর, এবছর কিছুটা আগেই দেশে প্রবেশ করবে বর্ষা (Monsoon)।
 • পরিস্থিতি অনুকূল থাকায় ১৫ মে রবিবারই আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
 • যা স্বাভাবিকভাবে ২২ মে প্রবেশ করে। তবে অশনির প্রভাবেই কি তবে আগাম বর্ষা?

36. ২০২৪ সালেও প্রধানমন্ত্রী হিসেবে তিনিই দেশকে নেতৃত্ব দিতে চান। এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

 • বৃহস্পতিবার তিনি জানান, এক ‘সিনিয়র’ বিরোধী নেতা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি দু’বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
 • এরপর আর তাঁর কীই বা অর্জন করার থাকতে পারে। আর এপ্রসঙ্গ তুলেই মোদির মন্তব্য, তিনি ততদিন বিশ্রাম নেবেন না,
 • যতদিন সরকারি প্রকল্পগুলির একশো শতাংশ রূপায়ণ করা যাচ্ছে।
 • যা থেকে পরিষ্কার, ২০২৪ সালেও বিজেপির ‘প্রধানমন্ত্রীর মুখ’ তিনিই হতে চান।

37. দেশে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা এবার দূর হচ্ছে।

 • মাঝখানে দিল্লি-সহ দেশের কয়েকটি রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছিল, তা আবার নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে।
 • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ৯ জনের। কমছে অ্যাকটিভ কেস।

38. বঙ্গোপসাগরে ওঠা আসানি গুর্নিঝরের নামকরণ কোন দেশ করেন ?
:-  শ্রীলঙ্কা ।

39. বর্তমানে ইউটিউব ইন্ডিয়া লঘু মুভি বানানোর জন্য কোন খেলুয়ার এর সাথে কথা বলেছেন ?
:- নিরাজ চোপড়া ।

40. কৌশল বিকাশ মন্ত্রালয় তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার জন্য কার সাথে কথা বলেছেন ?
:- ISRO .

41. চীনে হওয়া এশিয়ান গেমস্ 2022 কে কত সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে ?
:- 2023 পর্যন্ত ।

42. CRS এর রিপোর্ট 2020 অনুসারে ভারতের মৃত্যু গড় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ?
:- 6.2 % ।

43. World Lupus Day 2022 কবে পালন করা হয় ?
:- 10 May.  (Top 100 Latest Current Affairs)

44. কোন রাজ্য সরকার মহিলা নাগরিক এর জন্য উন্নত শিক্ষা ও স্বাস্থ্য প্রদান এর জন্য (Ladli Laxmi Yojana 2.0) শুরু করলো ? :- মধ্যপ্রদেশ ।

45. ব্রিটেন এর সর্ব্বোচ সন্মান (Honorary Member of the British Empire 2022 – MBE 2022) কাকে প্রদান করা হয়েছে ? :- গুরুস্বামী কৃষ্ণমূর্তি ।

46. দ্বিতীয় পুর্বার্তন খাদ্য কার্যক্রম 2022 কোথায় শুরু হয়েছে ?
:- শিলং ।

47. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন স্থানে রামগুণ্ডম ফর্টিলাইজার অ্যান্ড ক্যামিকাল লিমিটেড (RFCL) ইউরিয়া নির্মান সংযুক্ত রাষ্ট্রকে সমর্পিত করবে ? :- রামগুণ্ডম (তেলেঙ্গানা) ।

48. ব্রাজিলে 24 তম Deaflympics কে পুরুষদের 10 মি. এয়ার রাইফেলে সোনা জিতেছেন ?
:- ধানুশ শ্রীকান্ত ।

49. কোন সরকার ছাত্র ছাত্রীদের বিতরণের জন্য e-Adhigam স্কিম লঞ্চ করলো ?
:- হরিয়ানা ।

50. 12 তম Hockey India Championship কোথায় অনুষ্ঠিত হচ্ছে ?
:- ভোপাল ।  (Top 100 Latest Current Affairs)

Read More:- SSC Recruitment 2022 Notification | For Assistant Teachers and Headmaster Post | Check Details Here

51. Hindustan petroleum corporation লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং পদে কে নিযুক্ত হলেন ?
:- পুষ্প কুমার যোশী ।

52. দক্ষিণ কোরিয়া এর নতুন রাষ্ট্রপতি কে হলেন ?
:- Yoon Suk-yeol .

53. এক দশক ধরে বিশ্বের সেরা খেলোয়াড় থাকা রাশিয়ান দাবা গ্র্যান্ডমাস্টার ইউরি আভারবাখ প্রয়াত হয়েছেন|

 • তিনি বিশ্ব চ্যাম্পিয়নদের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং ইতিহাসের অন্যতম সেরা প্রতিযোগিতায় শেষ জীবিত অংশগ্রহণকারী ছিলেন |
 • মস্কোতে 100 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন ।
 • তিনি 1949 সালে মস্কো চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং 1952 সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন।
 • 1954 সালে তিনি USSR-এর চ্যাম্পিয়ন হন।
 • তিনি 1972 থেকে 1977 সাল পর্যন্ত USSR দাবা ফেডারেশনের সভাপতিত্ব করেছিলেন।

54. প্রবীণ হিমাচল প্রদেশ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, পন্ডিত সুখ রাম 94 বছর বয়সে প্রয়াত হয়েছেন ।

 • তিনি 1993 সাল থেকে 1996 সাল পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে মান্ডি নির্বাচনী এলাকা(হিমাচল প্রদেশ) থেকে লোকসভার সদস্য ছিলেন |

55. 12তম IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ইস্তাম্বুলে শুরু হয়েছে

56. নার্সদের সেবাকে সম্মান জানাতে 12ই মে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়।

 • এবারের নার্স দিবসের থিম হল “Nurses: A Voice to Lead – Invest in Nursing and respect rights to secure global health”.  (Top 100 Latest Current Affairs)

57. প্রসার ভারতী এবং ORTM সম্প্রচারের উদ্দেশ্যে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক(MoU) স্বাক্ষর করেছে

58. কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, পাঞ্জাব, আসাম এবং কেরালা সহ 14টি রাজ্যে রাজস্ব ঘাটতি অনুদান হিসাবে 7,183.42 কোটি টাকা বরাদ্দ করেছে ।

 • এটি রাজ্যগুলিকে দেওয়া Post Devolution Revenue Deficit (PDRD) অনুদানের দ্বিতীয় মাসিক কিস্তি ৷
 • পনেরোতম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এই অনুদানটি দেওয়া হয়েছে।

59. বিশ্বের বৃহত্তম সাদা হীরা ‘দ্য রক’ 18.6 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক ($18.8 মিলিয়ন)-এ নিলাম করা হয়েছে, যা এই জাতীয় রত্নটির আগের রেকর্ডের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম ।

 • জেনেভায় ক্রিস্টির নিলাম ঘরে একটি গল্ফ বলের চেয়েও বড় 228.31-ক্যারেট পাথরটি বিক্রি হয় ।

60. দক্ষিণ কোরিয়া NATO সাইবার ডিফেন্স গ্রুপে যোগদানকারী প্রথম এশিয়ান দেশ হয়ে উঠেছে

61. বর্তমানে রাষ্ট্রীয় ফটোগ্রাফি দিবস কবে পালিত হয় ?
Ans: 11 মে ।

62. কবে বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় ?
Ans: 8 মে ।  (Top 100 Latest Current Affairs)

63. বর্তমানে প্রথম খাদী উৎকৃষ্ট কেন্দ্র এর উদঘাটন কোথায় হল ?
Ans: নিউ দিল্লিতে ।

64. বর্তমানে কোন ব্যাংক এক্সপ্রেস কার লোন শুরু করেছেন ?
Ans: HDFC Bank.

65. বর্তমানে কাকে এশিয়ার ভোট প্রধিকরণ সংস্থার অধ্যক্ষ নিযুক্ত করেন ?
Ans: ভারত কে ।
66. সম্প্রতি প্রয়াত শিবকুমার শর্মা কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন ?
Ans: সন্তক বাদক ।

67. 2022 সালে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হলেন কোন লেখক ?
Ans: শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিকাশ সিংহ, ফ্রাস ভট্টাচার্য ।

68. 2022 সালে কে the most excellent order of the British Empire (Civil Division) Award পেলেন?
Ans: গুরুস্বামী কৃষ্ণমূর্তি ।

69.T-20 ক্রিকেটের সবথেকে বেশি 50 রানকারী ক্রিকেটার হলেন কে ?
Ans: ডেভিড ওয়ার্নার ।

70. উজ্জ্বলা দিবস প্রতিবছর কোন দিনে পালিত হয় ?
Ans: 1 মে ।  (Top 100 Latest Current Affairs)

71. Bharti AXA Life Insurance দ্বারা ‘InspiHE₹’ নামক একটি আর্থিক সাক্ষরতা প্রচারাভিযান চালু হয়েছে

72. স্বাধীন ইউক্রেনের প্রথম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করা লিওনিড ক্রাভচুক 88 বছর বয়সে প্রয়াত হয়েছেন ।

 • কমিউনিস্ট পার্টি থেকে উঠে আসায় এবং 1990 সালে পার্লামেন্টের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ক্রাভচুককে “উইলি ফক্স” নামে ডাকা হত ।
 • তিনি 1991 সালের ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিন এবং বেলারুশিয়ান নেতা স্ট্যানিস্লাভ শুশকেভিচের সাথে বেলোভেজা চুক্তিতে স্বাক্ষর করেন,
 • যা কার্যকরভাবে সোভিয়েত ইউনিয়নের পতনের সূত্রপাত করে ।

73. ভারতীয় তীরন্দাজরা ইরাকের সুলায়মানিয়াহতে এশিয়া কাপ 2022 এর দ্বিতীয় পর্যায়ে আটটি স্বর্ণ, চারটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জের সাথে মোট 14টি পদক দিয়ে একটি অত্যন্ত সফল অভিযান শেষ করেছে ।

 • মহিলা তীরন্দাজ পরনীত কৌর, অদিতি স্বামী এবং সাক্ষী চৌধুরীর ভারতীয় দল ইরাকে আয়োজিত এই টুর্নামেন্ট-এ কাজাখস্তানকে হারিয়ে মহাদেশীয় সম্মেলনে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছে।

74. নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ফ্র্যাঙ্ক উইলকজেক এই বছর মর্যাদাপূর্ণ টেম্পলটন পুরস্কারে ভূষিত হয়েছেন

 • আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং লেখক, ডঃ ফ্রাঙ্ক উইলকজেক 2004 সালে (পদার্থবিজ্ঞানে) নোবেল পুরস্কার জিতেছিলেন
 • এটি world’s largest individual lifetime achievement award, যার পুরস্কারমূল্য USD 1.3 মিলিয়নেরও বেশি ।
 • 1972 সালে টেম্পলটন পুরস্কার চালু হবার পর থেকে এটি 6 তম নোবেল পুরস্কার ।
 • 2022 টেম্পলটন পুরস্কার বিজয়ী হিসাবে তিনি 2022 সালের টেম্পলটন পুরস্কার ইভেন্ট সহ বেশ কয়েকটি ভার্চুয়াল এবং ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণ করবেন।

75. ভারতীয় স্থপতি বি ভি দোশি রয়্যাল গোল্ড মেডেল 2022-এ সম্মানিত হয়েছেন

76. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্স মাধ্যমে গুজরাটের ভারুচে ‘উৎকর্ষ সমারোহে’ বক্তৃতা দিয়েছেন ।  (Top 100 Latest Current Affairs)

 • ইভেন্টটি রাজ্য সরকারের চারটি প্রধান উদ্যোগের 100 শতাংশ স্যাচুরেশনকে স্মরণ করে যা প্রয়োজনে বিভিন্ন ব্যক্তিদের দ্রুত আর্থিক সহায়তা দিতে সাহায্য করবে ।
 • গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেলও উপস্থিত ছিলেন।

77. অভিনেত্রী দীপিকা পাড়ুকোন লাক্সারি ব্র্যান্ড লুই ভিটনের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত হয়েছেন ।

 • খবরটির ঘোষণা করেছে এই ফরাসি ব্র্যান্ড ।
 • ব্র্যান্ডটি তাদের নতুন হ্যান্ডব্যাগ প্রচারের সময় 36 বছর বয়সী এই বলিউড অভিনেত্রীর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেছে ।
 • এই প্রচারমূলক শটগুলির জন্য দীপিকা পাড়ুকোন অভিনেত্রী এমা স্টোন এবং ঝো ডংইউ-এর সাথে যোগ দিতে দেখেছিল৷

78. নির্বাচন কমিশনার রাজীব কুমারকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে ।

 • বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র 14ই মে পদত্যাগ করার পর তিনি 15ই মে দায়িত্ব গ্রহণ করবেন
 • দেশের রাষ্ট্রপতি সংবিধানের 324 অনুচ্ছেদের ধারা(2) অনুসারে, শ্রী রাজীব কুমারকে 15ই মে 2022 থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছেন ।

79. ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সুবিধার জন্য ICICI ব্যাঙ্ক এবং স্যানটান্ডার ইউকে পার্টনারশিপ করেছে  (Top 100 Latest Current Affairs)

80. সৌদি আরামকো অ্যাপল ইনকর্পোরেটেডকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে

 • Aramco-র বর্তমান বাজার মূলধন প্রায় $2.43 ট্রিলিয়ন, যারফলস্বরূপ 2020 সালের পর প্রথমবারের জন্য এই কোম্পানিটি Apple-কে ছাড়িয়ে গেছে ৷ iPhone নির্মাতা প্রতিষ্ঠানটির 5.2% হ্রাস পেয়ে শেয়ার প্রতি $146.50 হয়েছে
 • কোম্পানিটির বর্তমান মূল্যায়ণ $2.37 ট্রিলিয়ন

81. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি এবং উৎক্ষেপণে প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হয়েছিল,

 • যা উৎক্ষেপণের সময় বলা হয়েছিল, পরবর্তী সাত বছরের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মধ্যে তুলে আনা সম্ভব হবে।
 • কিন্তু স্যাটেলাইটটি উৎক্ষেপনের চার বছর পূর্তিতে এসে পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বিবিসিকে বলেছেন,
 • “চার বছরের মধ্যে প্রথম তিন বছরে আমরা নানা কারণে কোন আয় করতে পারিনি। কিন্তু আস্তে আস্তে আমরা আয় করতে শুরু করছি।”

82.হোয়াইটহ্যাট জুনিয়র (Whitehat Jr) নামক এক বেসরকারি সংস্থা নিজের কর্মীদের অফিসে এসে কাজ করার জন্য ইমেল পাঠিয়েছিল।

 • ১৮ মার্চ পাঠানো ইমেলে নির্দেশ দেওয়া হয়, কর্মীদের এক মাসের মধ্যে মুম্বই, বেঙ্গালুরু এবং গুরুগ্রামের অফিসে যোগ দিতে হবে।
 • তবে কিছুতেই অফিসে আসতে রাজি ছিলেন না সংস্থার কর্মচারীরা।
 • শুধুমাত্র অফিসে এসে কাজ করতে রাজি না হওয়ায় দু’মাসের ব্যবধানে এই সংস্থা থেকে ৮০০ জন কর্মী ইস্তফা দিলেন।  (Top 100 Latest Current Affairs)

83. রক্তের সম্পর্কের মধ্যে বিয়েতে প্রথম তামিলনাড়ু, দ্বিতীয় কর্নাটক, বলছে সমীক্ষা।

 • রক্তের সম্পর্কের মধ্যে বিয়েতে দেশে প্রথম স্থানে আছে তামিলনাড়ু।
 • দ্বিতীয় স্থানে কর্নাটক। দেশব্যাপী একটি সমীক্ষায় এমনই তথ্য দিল জাতীয় পরিবার কল্যাণ মন্ত্রক।
 • ২০১৯-’২০ আর্থিক বছরের মধ্যে করা এই সমীক্ষা অনুযায়ী, তামিলনাড়ুর ২৮ শতাংশ বিয়েই হয় রক্তের সম্পর্কের মধ্যে।
 • এর মাত্র এক শতাংশ দূরে রয়েছে দক্ষিণের আর এক রাজ্য কর্নাটক।
 • সংশ্লিষ্ট সমীক্ষায় দেখা যাচ্ছে, দেশে মোট ১১ শতাংশ বিয়ে হয় পরিবারের মধ্যে। তবে রাজ্য হিসেবে দেখলে এই প্রবণতা বেশি দক্ষিণের রাজ্যগুলিতে।

84. মধ্যপ্রদেশের সিধি জেলার সদর থেকে ১০ কিলোমিটার দূরে জামোদি থানা এলাকায় ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ‘কালো জাদু রহস্যে’র কথা জেনেছে।

 • গ্রামের পথ দিয়ে স্বাভাবিক ভাবে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। এক হাতে নিজের মামার কাটা মাথা! অন্যটিতে, রক্তে মাখামাখি কুড়ুল!
 • মধ্যপ্রদেশের সিধি জেলায় ওই ঘটনার জেরে শুক্রবার বিকেলে আতঙ্ক তৈরি হয়। ধৃত ব্যক্তির নাম লালবাহাদুর গৌড় (২৬)।
 • পুলিশের কাছে লালবাহাদুর দাবি করেছেন, তাঁর মামা মকসুদান গৌড় তন্ত্রসাধনার মাধ্যমে শয়তানকে ডেকে এনেছিলেন!
 • আর তার সাহায্যে তাঁদের ক্ষতি করার চেষ্টা করছিলেন। তাই মামাকে খুন করেছেন তিনি।

85. টিকা-গবেষণায় বড় সাফল্য ভারতের, প্রস্তুত প্রথম ‘বার্তাবাহক আরএনএ’ প্রযুক্তি

86. নিরাপত্তা পরিষদ, সাধারণ সভার পরে এ বার মানবাধিকার পরিষদে।  (Top 100 Latest Current Affairs)

 • ইউক্রেনে রুশ ফৌজের নিন্দা করে আনা প্রস্তাব ঘিরে রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটিতে ফের অংশ নিল না ভারত।
 • ভোটদানে বিরত থাকলেও আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধানের জন্য সওয়াল করেছেন ভারতের প্রতিনিধি ইন্দ্রমনি পাণ্ডে।

87. মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নয়া পন্থা, গম রফতানি বন্ধ করার নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার।

 • ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল আমজনতা। এই প্রেক্ষিতে বিদেশে আপাতত গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নিল মোদী সরকার।
 • শুক্রবার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

88. আমরা জামাকাপড় কাচার সময় বা গায়ে সাবান দেওয়ার সময় কোনও দিনও কি খেয়াল করেছি সাবানের ফেনা কত রঙিন হয়!

 • বোধ হয় না। কিন্তু সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে তুলে ধরা হয়েছে সাবানের ফেনার রঙিন ‘জীবন’।
 • সাধারণত আলোর প্রতিসরণের কারণে সাবানের ফেনায় রামধনু রং দেখা যায়। তবে খুব কাছ থেকে খেয়াল করলেই চোখে পড়ে সেই রং।
 • ভাইরাল হগ সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেছে, যা দেখে মোহিত নেটাগরিকরা।

89. অন্যত্র বসবাসেও মহিলারা অধিকার পাবেন শ্বশুরবাড়ির

 • শ্বশুরবাড়ির অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা যাবে না। এমনকি তিনি বিবাহসূত্রে শ্বশুরবাড়িতে এলেই ‘এক সঙ্গে বসবাস’-এর শর্তে পড়বেন।
 • কোনও মহিলা তাঁর শ্বশুরবাড়ির বদলে স্বামীর সঙ্গে অন্যত্র ভাড়া বাড়িতে থাকলেও শ্বশুরবাড়ির অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা যাবে না।
 • বৃহস্পতিবার একটি মামলায় এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
 • সর্বোচ্চ আদালত ঘোষণা করেছে, শ্বশুরবাড়িতে মহিলাদের আর সকলের সঙ্গে বসবাসের অধিকার কোনও ভাবেই লঙ্ঘন করা যাবে না।
 • কোনও যুক্তিতেই তাঁকে এই অধিকার থেকে বঞ্চিত করে শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া যাবে না।
 • বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি বি ভি নাগরত্ন এই নির্দেশ দিয়েছেন।
 • এক মহিলার স্বামীর মৃত্যুর পরে শ্বশুর ও শাশুড়ি তাঁকে শ্বশুরবাড়ির অংশিদারি থেকে বঞ্চিত করেন।
 • নিম্ন আদালত মহিলার পাশে দাঁড়ালেও উত্তরাখণ্ড হাই কোর্ট শ্বশুর-শাশুড়ির পক্ষে রায় দিয়ে জানায়, মহিলা কখনও শ্বশুরবাড়িতে বসবাস করেননি।
 • তিনি তাঁর স্বামীর কর্মস্থলে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।
 • দ্বিতীয়ত তিনি শ্বশুর-শাশুড়ির সঙ্গে কখনও এক বাড়িতে থাকেননি, ফলে তাঁকে ‘একসঙ্গে বসবাস’-এর শর্তে ফেলা যায় না।
 • সুপ্রিম কোর্ট এ দিন সাফ জানিয়েছে, কোনও মহিলা শ্বশুরবাড়িতে থাকুক বা অন্যত্র ভাড়া বাড়িতে থাকুক— শ্বশুরবাড়ির অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা যাবে না।
 • এমনকি তিনি বিবাহসূত্রে শ্বশুরবাড়িতে এলেই ‘এক সঙ্গে বসবাস’-এর শর্তে পড়বেন।
 • কোনও মহিলাকে কোনও যুক্তি দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে আশ্রয়চ্যুত করা যাবে না।
 • পরিবারের কারও বিরুদ্ধে হিংসার অভিযোগ আনলে মহিলা নিজে অন্যত্র থাকার জন্য সাহায্য চাইতে পারেন।

90. রাস্তায় ফুল ফুল বিক্রি করতেন, বস্তির সেই মেয়ে সরিতা পড়তে চললেন আমেরিকা।

 • মুম্বইয়ের ঘাটকোপার অঞ্চল বাসিন্দা ২৮ বছরের সরিতা ছোটবেলায় রাস্তায় ফুল বিক্রি করতেন। তখন তিনি ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
 • ক্রেতার হাতে ফুল তুলে দিতে দিতে স্বপ্ন দেখতেন পড়াশুনা করতে বিদেশ যাওয়ার।
 • সব প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে গিয়েছেন তিনি, সূর্যমুখী হয়ে আলোর দিকে।

91. এ বছর আগেই আসবে বর্ষা, ১৫ মে ঢুকে পড়ার সম্ভাবনা আন্দামানে, জানাল মৌসম ভবন

92. মহাকাশ থেকে ভারতের মাটিতে রহস্যময় তিন ধাতব গোলক! ধ্বংস-হওয়া উপগ্রহ না কি অন্য কিছু।

 • বিকেল ৫টা নাগাদ ভালেজ গ্রামে একটি বড় কালো ধাতব গোলক আকাশ থেকে এসে মাটিতে পড়ে।
 • এই ধাতব গোলকের আনুমানিক ওজন প্রায় পাঁচ কেজি।
 • এর কিছু পর পরই কাছের খাম্ভোলজ ও রামপুরা গ্রামেও একই ধরনের ঘটনা ঘটে।
 • তিনটি গ্রামই একে অপরের থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এর পরই প্রত্যক্ষদর্শীরা পুরো বিষয়টি পুলিশকে জানান।

93. খাবার নিয়ে শিক্ষকদের কাড়াকাড়ি!  (Top 100 Latest Current Affairs)

 • পঞ্জাবের মুখ্যমন্ত্রী মানের বৈঠকে মান নিয়েই টানাটানি।
 • পঞ্জাবের একটি সরকারি বৈঠকে ঘটনাটি ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজে ওই বৈঠক ডেকেছিলেন।
 • তাঁর ইচ্ছে ছিল, রাজ্যে শিক্ষার উন্নতির জন্য কোনও বদল আনা দরকার কি না, তা শিক্ষকদের কাছ থেকেই শুনবেন।
 • বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন পঞ্জাবের নতুন শিক্ষামন্ত্রী গুরমীত সিংহ মীত হায়ার।
 • এ ছাড়া ৫৭টি বাসে রাজ্যের সমস্ত সরকারি এবং আধা সরকারি স্কুল থেকে ২৬০০ শিক্ষককে আমন্ত্রণ করে আনা হয়েছিল লুধিয়ানার একটি রিসর্টে।
 • সেখানেই এই কাণ্ড!

94. একদিনে ১১ ডিগ্রি কমল তাপমাত্রা, এখন শিমলার চেয়েও বেশি শীতল বেঙ্গালুরু।

 • রাতারাতি বদলে গেল বেঙ্গালুরু আবহাওয়া।
 • ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ১১ ডিগ্রি তাপমাত্রা কমে এখন দক্ষিণ ভারতের শহর বেঙ্গালুরু উত্তরের শিমলার চেয়েও বেশি শীতল।

95. দুবাই থেকে আসা তিন বিমান যাত্রীর কাছে পাওয়া যায় ওই সোনা। শারজা থেকে বুধবার তাঁরা ফিরেছিলেন ভারতে।

 • পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে।

96. প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটেছিল।

 • তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি উদয়নারায়ণপুরের আসন্ডা গ্রামের বছর সতেরোর কর্ণ বাগকে।
 • সম্প্রতি সল্টলেকের সাই ক্যাম্পাসে রাজ্য মিটের ৪০০ মিটার হার্ডলসে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে অংশ নিয়ে রেকর্ড গড়ল হাওড়া জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা কর্ণ।
 • ৫৩.২ সেকেন্ডে ৪০০ মিটার হার্ডলস শেষ করে আগের রেকর্ড (৫৫.৩ সেকেন্ড) ভেঙে দিয়ে স্বর্ণপদক লাভ করেছে সে।
 • এখানেই শেষ নয়, ৪০০ মিটার দৌড় ও ৪০০ মিটার মিক্স ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে কর্ণ।
 • ৪০০ মিটার রিলেতে অবশ্য দ্বিতীয় স্থান পেয়েছে তার টিম।

97. ফের প্রকাশ্যে হাসপাতালের বড়সড় আর্থিক কেলেঙ্কারি। এবারের ঘটনাস্থল কাটোয়া (Katwa) মহকুমা হাসপাতাল।

 • সেখানে বিরিয়ানি (Biriyani) বাবদ বিল এল ৩ লক্ষ টাকা! শুধু তাইই নয়, ফার্মেসি থেকে কেনা হয়েছে আসবাব!  (Top 100 Latest Current Affairs)
 • হাসপাতালের তরফে প্রায় কোটি টাকার বিল বকেয়া।
 • আর সেই বিল খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে হাসপাতাল সুপারের।
 • তিনি তড়িঘড়ি রোগী কল্যাণ সমিতির বৈঠক ডেকে বিষয়টি স্পষ্ট করতে চাইলে তা আরও জটিল হয়ে যায়।
 • দ্রুত সেই জট খোলার চেষ্টাতেই রয়েছে কর্তৃপক্ষ।

98. চাল তেলের দাম তো বেড়েি আছে। ডালের দামও বেড়েই চলেছে।

 • আর বাকি রইল আলু।
 • মানুষ যে দু মুঠো চাল , ডাল আলু খেয়ে দিনগুজরান করবে সেই পথও জেন বন্ধ হচ্ছে, কারণ বাজারে আলুর দামে লেগেছে আগুন।  (Top 100 Latest Current Affairs)
 • সমস্ত খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম ৫০ ছুঁই ছুঁই। জ্যোতি আলুও খুব একটা কম যাচ্ছে না।
 • সেটাও ৩০ এর কমে বড় সাইজের আলু মিলছে না।

99. ভুয়ো কল সেন্টার থেকে সিআইডির জালে ২০ জন

 • প্রতারণার পর্দাফাঁস! কলকাতায় তিনটি ভুয়ো কল সেন্টার থেকে সিআইডির জালে ২০ জন

100. আইপিএলে দুরন্ত জয় পাঞ্জাব কিংসের।

 • আরসিবিকে ৫৪ রানে হারিয়ে দিল ময়ঙ্ক আগরওয়ালের দল। প্লে অফের আরও কাছে তারা।
 • কলকাতা নাইট রাইডার্স শিবিরে বড় ধাক্কা।  (Top 100 Latest Current Affairs)
 • চেন্নাইয়ের এই তারকার পারফরম্য়ান্সে হতাশ সেহওয়াগ।

Read More:- Indian Geography WBCS 2022 | Landform Processes and Earth’s Landform | Best Selected

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles