Tomato Flu In India | ভারতে শতাধিক আক্রান্ত, কীভাবে ছড়ায় এই রোগ? | জেনে নিন এই রোগের সমস্ত খুঁটিনাটি

Tomato Flu In India

Tomato Flu In India | ভারতে শতাধিক আক্রান্ত, কীভাবে ছড়ায় এই রোগ? | জেনে নিন এই রোগের সমস্ত খুঁটিনাটি: ভারতের কেরালার কল্লাম জেলায়, কেরালার পর উড়িষ্যা, তামিলনাড়ু এবং হরিয়ানাতেও অসুখটি শনাক্ত হয়েছে এবং বুধবার পর্যন্ত একশ’র বেশি রোগী পাওয়া গেছে যাদের সিংহভাগই শিশু। আক্রান্ত শিশুদের বয়স এক থেকে নয় বছর। ত্বকে টমেটোর মত লাল রঙের এক ধরনের ফুসকুড়ি দেখা দেয় এই রোগে। নামটির উৎপত্তি সেখান থেকেই । নামটি প্রথম ব্যবহার করেছে ভারতের কেরালার মানুষজন তাদের নিজেদের ভাষায়।

Tomato Flu In India: ভারতে আক্রান্ত শতাধিক , কীভাবে ছড়ায় এই রোগ

As Tomato Flu Cases in India Cross 100, Here's All You Need to Know About Its Symptoms, Treatment, Precautions and More | The Weather Channel

  • নামটি টমেটো ফ্লু হলেও এই ফলটির নাম এর সাথে এই রোগটির কোন সম্পর্ক নেই।
  • ত্বকে টমেটোর মত লাল রঙের এক ধরনের ফুসকুড়ি দেখা দেয় এই রোগে । নামটির উৎপত্তি সেখান থেকেই।
  • তাদের নিজেদের ভাষায় প্রথম নামটি ব্যবহার করেছে ভারতের কেরালার মানুষজন ।
  • এখনো পরিষ্কার নয় এটি নতুন কোন ভাইরাস নাকি অন্য কোন ভাইরাসের নতুন ধরন।

What is Tomato Flu?

Tomato fever in kids: Symptoms that tend to confuse parents - Times of India

  • এখনো পরিষ্কার নয়, এটি নতুন কোন ভাইরাস নাকি অন্য কোন ভাইরাসের নতুন ধরন।
  • এটি হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজের একটি ধরন হতে পারে বুচিকিৎসা বিষয়ক জার্নাল দ্যা ল্যানসেট লিখছে।
  • কোভিড, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার কিছু লক্ষণের সাথে এর মিল রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে টমেটো ফ্লুতে আক্রান্ত একজন শনাক্ত হন।
  • ৮২ টি শিশু পাওয়া গেছে , যারা এই রোগে আক্রান্ত হয়েছে জুলাই মাসের শেষের দিক পর্যন্ত।

What are the Symptoms?

  • Tomato Flu হলেও এই ফলটির সাথে রোগটির কোন সম্পর্ক নেই।
  • একটি চিকিৎসা বিষয়ক জার্নালে এ কথা লেখা হয়েছে যে, এই ব্যক্তির হাত, পায়ের তলা এবং মুখের কোন রোগের একটি ধরন হতেই পারে। তবে Covid 19 বা করোনাভাইরাস বা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নামক কিছু রোগের সাথে বেশ কিছু লক্ষণের মিল পাওয়া গেছে ।
  • এই রোগটির সনাক্তকরণের কোন নির্দিষ্ট পদ্ধতি নেই তৎক্ষণাৎ কোন লক্ষণ দেখা দিলেই চিকিৎসকেরা ডেঙ্গু জাতীয় বা চিকুনগুনিয়া বা জিকা প্রবৃত্তির রোগের বা অসুখের পরীক্ষা দিচ্ছেন প্রথমেই।
  • সেগুলি যখন এটিকে শনাক্ত করা যাচ্ছে টমেটো ফ্লু নামক রোগ হিসেবে।

Major Symptoms

  • এই রোগে আক্রান্ত হলে জ্বর, সাথে গলায় ব্যথা, ক্লান্তি ও খাবারে অরুচি দেখা দেয়,
  • 2-3 days পর শরীরের বিভিন্ন অংশে বিশেষত হাত, পা, মুখের ভেতরে, জিহ্বা, এবং দাঁতের মাড়িতে লাল রঙের র‍্যাশ দেখা দেয়।
  • ফুসকুড়িগুলো এক পর্যায়ে বেশ বড় হয়ে ওঠে এবং ফেটে গিয়ে ফুসকুড়ি থেকে তরল পদার্থ ঝরতে থাকে।
  • হাত এবং পায়ে ফুসকুড়িগুলো বেশি হয়ে থাকে। টমেটো ফ্লু’র র‍্যাশে ব্যথা হয়ে থাকে। ডেঙ্গুর র‍্যাশের সাথে এই পার্থক্যটি রয়েছে।

How is it Spreading?

  • একটি ছোঁয়াচে রোগ, টমেটো ফ্লু ।
  • এই রোগটি বেশি ছড়ায় আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘন ঘন সংস্পর্শে এলে অথবা তাদের ব্যবহৃত কোন বস্তু ব্যবহার করলে অথবা তাদের ব্যবহৃত পোশাক নিজে ব্যবহার করলে
  • রোগটি বেশি ছোঁয়াচে হয়ে ওঠে ফুসকুড়িগুলো ফেটে গেলে।

What are the Remedies?

  • সবচেয়ে প্রথম কাজ হবে পাঁচ থেকে সাতদিন আইসোলেশনে মানে আলাদা রেখে চিকিৎসা করতে হবে কারোর রোগটি শনাক্ত হলে ।
  • যে ব্যক্তি রোগীর সেবা করবেন, যেমন শিশুর মা কে শিশুকে স্পর্শ করতে হবে হাতে গ্লাভস পরে ।
  • রোগীর ব্যবহৃত থালা-বাটি, রোগীর কাপড়চোপড় পরিষ্কার করার সময়, খেলনা সবকিছু গ্লাভস পরে ধরা উচিৎ।
  • নিজেকে সাবান জল দিয়ে ভাল করে পরিষ্কার করতে হবে, যদি মনে হয় যে সংস্পর্শে এসেছেন।
  • কোন লক্ষণ থাকলে শিশুকে স্কুলে পাঠানো এবং অন্য শিশুদের সাথে খেলাধুলা বন্ধ করতে হবে। যেহেতু শিশুদের এটি বেশি হচ্ছে
  • একই প্লেট থেকে খাবার খাওয়া যাবে না, আক্রান্ত ব্যক্তির সাথে।

The Immediate Steps for Treatment

নির্দিষ্ট কোন ঔষধ নেই টমেটো ফ্লুর চিকিৎসায়, তবে রোগটি নিজে থেকেই সেরে যায়।

  • রোগটি প্রাণঘাতী নয় কিন্তু, শারীরিক কষ্ট অবশ্য রয়েছে। এই রোগটি বেশি কষ্ট দেয় শিশুদের।
  • প্রবীণদের এই রোগটি হতে পারে এবং প্রাপ্ত বয়স্কদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই রোগটি হতে পারে।
  • চিকিৎসকেরা, যে লক্ষণ বেশি দেখা যাচ্ছে সেটি প্রশমনে ঔষধ দিচ্ছেন ।
  • যেমন ফুসকুড়ির জন্য মলম, জ্বর ও ব্যথায় প্যারাসিটামল বা কোন অ্যান্টিবায়োটিক দিচ্ছেন।
  • সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. আলমগির বলছিলেন খালি চোখে বোঝা যায় এমন একটা অসুখ। কোন দোষ নেই সাবধান হতে।

Read More:- SSC Stenographer Recruitment 2022 | Notification Out For Grade C and D Exams | Eligibility, Age Limit, Salary

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles