The thinks you need to know

📝বিজ্ঞান সম্পর্কীত কিছু অজানা জ্ঞান 📚

1. একটি আধা – চেনা প্রাণীর নাম :- মাছ 🐠🐋🐟
2. একটি ছোটো পুঁটি মাছ মাঝারি ছিপের বঁড়শিতে বেঁধে পুঁটিটা জলে ফেলে নাড়ানো হলে বড়ো মাছ ছোটো মাছ ধরার জন্য আসতেই বঁড়শিতে বেঁধে যাবে। এভাবেও মাছ শিকার করা যায়।

3. চাল ধোয়া জলের মধ্যে কাঁচের ময়লা গ্লাস/ বাসন যদি 1 থেকে দেড় মিনিট ডুবিয়ে রাখা হয়, তাহলে তা আয়নার মতো ঝক্ ঝক্ করবে।

4. চাল ধোয়া জলে আছে ভিটামিন বি, যে কারণে ত্বক ও চুল হয়ে ওঠে উজ্জ্বল। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে ক্ষারজাতীয় পদার্থ থাকার কারণে এই জল ত্বক ও চুল পরিষ্কারে খুব কাজে দেয়।

5. শকুনরা আজকাল কেন হারিয়ে যাওয়ার মুখে ❓
শকুনের প্রধান খাদ্য মৃত গরুর মাংস। বর্তমানে, গরুদের ব্যাথা কমানোর ওষুধ দেওয়া হয়। তাই, তাদের মাংসেও বিষ। যা খেয়ে শকুন মারা যাচ্ছে ক্রমাগত।

6. ফার্ন গাছের চলতি নাম :- ঢেঁকি শাক।

7. বৃষ্টি হওয়ার সম্ভাবনা :- সারিবদ্ধ পিঁপড়ে যখন যায় উচুঁ জায়গায় তাদের ডিম সরাতে, তা বৃষ্টির সম্ভাবনা।

8. সব্জির খোসা নিয়ে সমস্যা ❓ আর নয় ❌
কারণ,

ক। রসুন :- রসুনের গুটির উপরের অংশ চাকু / ছুঁড়ি দিয়ে অল্প করে কেটে নিয়ে জলে 1 / 2 মিনিট ভিজিয়ে রাখুন। খোলা ছাড়াতে নখ জ্বালা থেকে অব্যাহতি।

খ। টম্যাটো 🍅 :- কুসুম কুসুম গরম জলে টম্যাটো 3/4 মিনিট ভিজিয়ে রাখলে উপরের পাতলা খোলা উঠে আসবে।

9. যেখানে ইউক্যালিপটাস গাছ জন্মায়, তার আশেপাশে ছোটো ছোটো চারাগাছ জন্মালে তা অল্প দিনেই মারা যাবে।

10. Vanishing Pen এ কিছু লেখা হলে তা মুছে যায়। সেই লেখা আবার ফুটিয়ে তুলতে লেখার জায়গায় উপরে Cold drinks অল্প spray করতে হবে। পুনরায় লেখা গুলি স্পষ্ট দেখা যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles