Swasthya Sathi Card Update | বড় বদল স্বাস্থ্যসাথী পরিষেবায়, আর করা যাবে না ৩ অপারেশন এই কার্ডে 

Swasthya Sathi Card Update

Swasthya Sathi Card Update | বড় বদল স্বাস্থ্যসাথী পরিষেবায়, আর করা যাবে না ৩ অপারেশন এই কার্ডে: স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম বদল হল৷ সম্প্রতি নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর৷ জানানো হয়, সমস্ত হাইড্রোসিল সার্জারির ক্ষেত্রে সরকারি হাসপাতালের জন্য সংরক্ষিত থাকবে৷ কোনও বেসরকারি হাসপাতালে কয়েকটি ক্ষেত্র বাদ দিয়ে কোনও ধরনের হার্নিয়ার সার্জারি করা যাবে না ৷

Swasthya Sathi Card Update:

স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card) নিয়ম বদল হল। সম্প্রতি নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। জানানো হয়, সমস্ত হাইড্রোসিল সার্জারির ক্ষেত্রে সরকারি হাসপাতালের জন্য সংরক্ষিত থাকবে ৷ কোনও বেসরকারি হাসপাতালে কোনও ধরনের হার্নিয়ার সার্জারি করা যাবে না ৷

Here is all the details about Swasthya Sathi Health Scheme of West Bengal Government | Sangbad Pratidin

কোন কোন ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড প্রযোজ্য হবে না?

বেসরকারি হাসপাতালে দাঁতের এই চিকিৎসাগুলি যেমন, স্কেলিং, সব ধরনের ডেন্টাল ফিলিং, পাল্প ক্যাপিং, ক্যাপ পরানো এবং ব্রিজেস এবং কোন প্রসাধনী দাঁতের পদ্ধতি হবে না।

  • বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার সরকারি হাসপাতালে করালেই শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে৷
  • বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে – স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় হাইড্রোসিল অপারেশন করাতে গেলে সরকারি হাসপাতালেই করতে হবে।
  •  স্বাস্থ্যসাথীর আওতায় বেসরকারি হাসপাতালে হার্নিয়া অপারেশন করা যাবে না। কেবল মাত্র অবস্ট্রাকটিভ হার্নিয়া, ইনকারসিরেটেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বা হার্নিয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এগুলি, বেসরকারি হাসপাতালের পরিষেবা নেওয়া যাবে৷

কোন কোন চিকিৎসায় এই কার্ড প্রযোজ্য নয়?

স্বাস্থ্যসাথীর আওতায় দাঁতের স্কেলিং, ফিলিং, পাল্প ক্যাপিং বা দাঁত তোলা, পূর্ণ বা আংশিক ডেঞ্চারও করা যাবে না বেসরকারি হাসপাতালে৷

  • এছাড়াও,ক্যান্সার সার্জারি, পথ দুর্ঘটনার শিকার রোগীদের প্রস্থেসিস ছাড়া দাঁতের যাবতীয় চিকিৎসার ক্ষেত্রেও স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে করালে পরিষেবা মিলবে না। শুধু সরকারিতে মিলবে৷

এই নতুন নিয়মের কারণ কি?

এই নতুন নিয়ম করার কারণ হিসাবে ওয়াকিবহাল মহল মনে করছে, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ গুলির মান বাড়ানো হয়েছে।

  • এগুলিতে না গিয়ে সাধারণ রজার চিকিৎসাতেও বেসরকারি হাসপাতালে যাচ্ছে অনেকেই। সেজন্যই রাশ টানা হয়েছে নিয়মে।

Read More:- Whatsapp Scam: হোয়াটসঅ্যাপের যে মেসেজ ভুলেও দেখবেন না | অনেক বড়ো ক্ষতির সম্মুখীন হতে পারেন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles