Samsung Galaxy Event | জেড ফোল্ড ৪ নিয়ে এল স্যামসাং, ৭.৬ ইঞ্চির ডিসপ্লে, জেনে নিন স্পেকস ও কত দাম রাখা হয়েছে

Samsung Galaxy Event

Samsung Galaxy Event | জেড ফোল্ড ৪ নিয়ে এল স্যামসাং, ৭.৬ ইঞ্চির ডিসপ্লে, জেনে নিন স্পেকস ও কত দাম রাখা হয়েছে: বহুদিন ধরেই এই ফোনের প্রতীক্ষায় ছিল গ্যাজেটপ্রেমীরা। অবশেষে বুধবার বার্ষিক গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে স্যামসাং নিয়ে এল একাধিক ফোন, গ্যাজেট। এদিন পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপ 4 ও গ্যালাক্সি জেড ফোল্ড 4 সামনে এনেছে কোম্পানি। বিশ্বের পাশাপাশি ভারতীয় বাজারেও লঞ্চ করা হয়েছে ডিভাইস। এই দুই গ্যাজেটে পাবেন আপগ্রেড স্পেকস ও উন্নত ফিচার।

Samsung Galaxy Event: জেড ফোল্ড ৪ নিয়ে এল স্যামসাং, ৭.৬ ইঞ্চির ডিসপ্লে,

Samsung Galaxy Z Fold 4 May Get a 'Super UTG' Display and an Inbuilt S Pen:  Report | Beebom

কত দাম রাখা হয়েছে Samsung Galaxy Event ফোনের ?

Galaxy Z Flip 4 ফোনের দাম রাখা হয়েছে ১০০০ ডলার ( প্রায় ৭৯,২০০ টাকা)

পাশাপাশি Galaxy Z Fold 4 এর দাম ১৮০০ ডলার (প্রায় ১,৪২,৭০০ টাকা) রেখেছে কোম্পানি।

  • উভয় ডিভাইসের আজ থেকে প্রি-অর্ডার শুরু হবে।
  • মনে রাখবেন, এই প্রি-অর্ডারে ক্রেতারা বিনামূল্যে মেমরি স্পেক আপগ্রেডের মতো সুবিধা পাবেন।
  • কেবল ভারতে ডিভাইসের ডেলিভারি করার পরে তারা ৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন।

Samsung Galaxy Z Fold 4 স্পেসিফিকেশন

Samsung Galaxy Z Fold 4 spotted on Amazon few days ahead of Samsung  Unpacked, shows S Pen support | 91mobiles.com

 

ডুয়াল-সিম (ন্যানো) Samsung Galaxy Z Fold 4 কোম্পানির প্রথম স্মার্টফোন যা Android 12L-এর উপর ভিত্তি করে One UI 4.1.1-এ চলে।

  • এটি গুগল অ্যান্ড্রয়েডের একটি বিশেষ সংস্করণ, যার মধ্যে ফোল্ডেবল বড়-স্ক্রিনের অভিজ্ঞতা পাবেন ক্রেতা৷ এই স্মার্টফোনে একটি ৭.৬-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে রয়েছে।
  • এইডিসপ্লেতে QXGA+ (2,176×1,812 পিক্সেল) রেজোলিউশন 21.6:18 অনুপাত রয়েছে।
  • এটি একটি LTPO ডিসপ্লে য়ার রিফ্রেশ রেট ১হার্টজ থেকে শুরু করে ১২০ হার্টজ পর্যন্ত হতে পারে।
  • কভার ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে একটি ৬.২-ইঞ্চি HD+ (904×2,316 পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে যার সঙ্গে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে।

কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্লাসের সুরক্ষা

Samsung Galaxy Z Fold 4 release date, price and everything you need to know  | TechRadar

স্যামসাং জানিয়েছে, ফোনে কাঠামোগত স্থায়িত্বের জন্য একটি আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম ও কব্জার কভার দেওয়া হয়েছে।

  • এতে কভার স্ক্রিন ও পিছনের প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্লাসের সুরক্ষা পাবেন ক্রেতা।
  • এর প্রধান স্ক্রিন প্যানেল স্থায়িত্বের জন্য একটি অপ্টিমাইজ করা স্তর দেওয়া হয়েছে ।
  • ফোনে Samsung Galaxy Z Fold 4 একটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর রয়েছে, যা স্ট্যান্ডার্ড হিসাবে 12GB RAM এর সাথে যুক্ত।

Read More:- Top Richest Men In World | দেশের অর্থনৈতিক সঙ্কট কিন্তু ফুলেফেঁপে উঠছেন এঁরা, চাইলে গোটা বিশ্বই কিনে নিতে পারেন এই ১০ ধনকুবের

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles