Royal Enfield Bullet 350 | নতুন বুলেট আনতে চলেছে রয়্যাল এনফিল্ড, এখন জেনে নিন কত টাকা হতে পারে এর দাম এবং এর ফিচারস্

New Royal Enfield Bullet 350

Royal Enfield Bullet 350 | নতুন বুলেট আনতে চলেছে রয়্যাল এনফিল্ড, এখন জেনে নিন কত টাকা হতে পারে এর দাম এবং এর ফিচারস্: Royal Enfield is actively expanding and updating its line-up in the country and is soon expected to launch the next-gen Bullet 350 in the market. The Royal Enfield Bullet 350 is currently the most affordable bike in the brand’s line-up.

The Bullet 350 is also the only bike, powered by the old 346cc UCE engine. While the bike is expected to soon make its Indian debut this year, here is everything that we know so far. The next-gen Royal Enfield Bullet 350 will now feature the new 349cc J-Platform engine that is utilized in other Royal Enfield bikes like the Classic 350 and the Meteor 350.

Royal Enfield Bullet 350: নতুন বুলেট আনতে চলেছে রয়্যাল এনফিল্ড Bullet 350

Royal Enfield Classic 350 Price, Images, Reviews and Specs | Autocar India

নতুন বুলেট আনতে চলেছে রয়্যাল এনফিল্ড Bullet 350, এখন জেনে নিন কত টাকা হতে পারে এর দাম এবং এর ফিচারস্:

  • হান্টারের পর এবার পুরনো বুলেট নতুনভাবে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে রয়্যাল এনফিল্ড।
  • নতুন বুলেটে কোম্পানি ক্লাসিক ৩৫০ ও মিটিওর ৩৫০-র মতো একই জে-সিরিজ প্ল্যাটফর্মের বাইক আনতে চলেছে।

Possible Launch Date to Introduce this new Model Bullet 350

Royal Enfield Trials 350 Price in India, Trials 350 Mileage, Images,  Specifications | AutoPortal.com

সম্প্রতি স্ক্র্যাম্বলার লুক-সহ এই বাইকের দাম কোম্পানির অন্য বাইক Bullet 350-র প্রায় কাছাকাছি (১.৫ লক্ষ টাকা) রাখা হয়েছে।

  • একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Royal Enfield শীঘ্রই ২০২২ সালের শেষের দিকে নতুন Bullet 350 বাইক লঞ্চ করতে চলেছে।
  • চলুন দেখে নেওয়া যাক, কী কী দেখা যাবে আসন্ন বুলেটে।

Which Are The Renewed Features Of New Royal Enfield Bullet 350?

 

শোনা যাচ্ছে, নতুন প্রজন্মের এই বুলেটে Classic 350 ও Meteor 350-র মতো ফিচার ও স্পেকস দেওয়া হবে।

  • পরবর্তী প্রজন্মের বুলেট 350 একটি রেট্রো ডিজাইন পেতে পারে। বর্তমান মডেলের সঙ্গে কিছুটা মিল থাকবে নতুন প্রজন্মের বুলেটের।
  • সবচেয়ে বড় পরিবর্তনটি টেল লাইটে দেখা যাবে। শোনা যাচ্ছে, এবার পিছনের লাইটে একটি হোল্ডার থাকবে।
  • পাশাপাশি নতুন ফেন্ডারও থাকবে বাইকে। বাইকে দেখা যাবে নতুন হ্যান্ডেলবার ইউনিট।
  • এছাড়াও ডুয়েল সিটের পরিবর্তে পাবেন সিঙ্গল সিট।

Features to Add In this Edition

Royal Enfield Bullet 350 BS6 Price 2022 | Mileage, Specs, Images of Bullet  350 - carandbike

নতুন বুলেটে সামনের দিকে ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক থাকবে। এছাড়াও বাইকে থাকবে একটি সিঙ্গল ABS চ্যানেল।

  • গিয়ার স্যুইচ করার অপশন পাওয়া যাবে বর্তমান মডেলের মতোই। আপনি নতুন বুলেট 350-তে কম অ্যাকসেসরিজ দেখতে পারবেন।
  • যা বাইক কোম্পানিকে দাম কম রাখতে সাহায্য করবে।

How Strong and Capable Will It Be?

2022 Royal Enfield Bullet 350 to launch tomorrow: All you need to know |  Auto News | Zee News

রয়্যাল এনফিল্ড বুলেট 350 পরবর্তী প্রজন্মের বাইকেরে মতো একটি 349 সিসি, এয়ার/অয়েল কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন থাকবে।

  • যা ক্লাসিক 350-এর মতোই হবে। এতে ৫ স্পিড গিয়ারবক্স থাকতে পারে।

How Will be The New Model?

নতুন যে মডেলটি লঞ্চ হতে চলেছে, তাতে রাইডিং ও হ্যান্ডলিং উন্নত করা হয়েছে।

  • এতে একটি ডাউনটিউব ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা ডুয়েল ক্রেডেল ফ্রেমে যুক্ত থাকবে।
  • এই ফ্রেম যথেষ্ট শক্তিশালী করবে বাইককে। নতুন বাইকে কোম্পানি সাসপেনশন আরও ভাল দিতে পারে।

Read More:- RRB Group D Admit Card | Download Link To Check Level 1 Exam Date & Hall Ticket | View Details Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles