Political Science | WBCS Preliminary Exam 2022

WBCS Preliminary Exam 2022

Political Science | WBCS Preliminary Exam 2022:Today’s Topic is based on WBCS Preliminary Preparation Guide. We think that All of You’ve completed the online Application form up to the 5th of April. Now it’s high time to get ready for the exam. So, we are here to help you to enhance your preparation much better so that you can crack the prelims and secure them above the cut-off marks.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, smart knowledge is presented with a huge bunch of Study stuff from the Political Science Portion. This is the general knowledge questions and answers section on “General Science” with an explanation for various interviews, competitive examinations and Daily Uses for Higher Class & Lower classes.

Political Science| WBCS Preliminary Exam 2022 Question Answer:

1. কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?
গ্রীক দার্শনিক অ্যারিস্টটলকে

2.”মানুষ সামাজিক জীব” উক্তিটি কার?
অ্যারিস্টটলের।

3. রাষ্ট্রবিজ্ঞান কি ধরণের বিজ্ঞান?
গতিশীল সামাজিক বিজ্ঞান

4. “রাষ্ট্রবিজ্ঞান শ্রেণি সম্পর্কের বিজ্ঞান” এ কথা কে বলেছেন?
লেনিন।

5. রাষ্ট্রবিজ্ঞানকে একটি “প্রগতিশীল বিজ্ঞান” কে বলেছেন?
লর্ড ব্রাইস।

6. “পলিটিক্‌স” গ্রন্থটির লেখক কে?
অ্যারিস্টটল

7. “দ্য রিপাবলিক” গ্রন্থটির লেখক কে?
প্লেটো।

8. বহুত্ববাদী তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো?
ল্যাস্কি।

9. কত সালে প্যারিসে ‘আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছিল?
 ১৯৪৮ সালে।

10. কে রাজনীতিকে ‘অর্থনীতির ঘনীভূত প্রকাশ’ বলেছেন?
লেনিন।

11. “মর্ডান পলিটিক্‌স অ্যান্ড গভর্নমেণ্ট” গ্রন্থটি কার লেখ?
অ্যালান বল-এর।

12. রাজনীতি হল ‘মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন’ – কে বলেছেন?
ডেভিড ইস্টন।

13. “দ্য পলিটিকাল ম্যান” কার লেখা?
লিপসেটের।

14. ‘রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই’ উক্তিটি কার?
 গার্নার।

15. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।
কোঁৎ।

16. কে রাষ্ট্র বিজ্ঞানকে “শ্রেষ্ঠ বিজ্ঞান” বলেছেন?
অ্যারিস্টটল

17. ‘পলিটিক্‌স’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
গ্রীক শব্দ ‘পোলিস’ থেকে

18. কোথায় রাষ্ট্রবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম আধুনিক অর্থে ব্যবহৃত হয়?
১৮৯০ সালে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ তালিকায়।

19. ‘পলিটিক্‌সঃ হু গেটস্‌ দ্যাট হোয়াট, হোয়েন, হাউ’ গ্রন্থের লেখক কে?
 হ্যারল্ড ল্যাসওয়ে।

20. ডেভিড ট্রুম্যানের লেখা গ্রন্থের নাম কী?
 দ্য গভর্নমেন্টাল প্রসেস।

21. কে প্রথম ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি প্রয়োগ করেন?
লিবনিজ।

22. একজন ঐতিহ্যবাহী উদারনীতিবাদী চিন্তাবিদের নাম লেখো।
জন স্টুয়ার্ট মিল।

23. রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি কী?
উদার নীতিবাদী দৃষ্টিভঙ্গি ও মার্কসীয় দৃষ্টিভঙ্গি।

24. রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত যে-কোন দুটি সমাজবিজ্ঞানের নাম লেখো।
ইতিহাস ও সমাজতত্ত্ব।

25. “রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই অংশ, যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে।” – কার উক্তি?
 পল জেনেট-এর উক্তি।

26. শ্রেণিহীন ও রাষ্ট্রহীন সমাজব্যবস্থাকে মার্কস কী নামে অভিহিত করেন?
সাম্যবাদী সমাজব্যবস্থা।

27. মিলার রাষ্ট্রবিজ্ঞানকে কী বলে অভিহিত করেছেন?
 মূলত বিরোধজনিত পরিস্থিতির মীমাংসা।

28. “যাঁরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চান না, তাঁরা বিজ্ঞান কাকে বলে, তা জানেন না।” – উক্তিটি কার?
ফ্রেডারিক পোলক-এর উক্তি।

29. “মানুষের রাজনৈতিক জীবন বিশ্লেষণ করাই হল রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়।” – কে বলেছেন?
ল্যাস্কি।

30. “যখন আমি কোন পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনামে রাষ্ট্রবিজ্ঞান কথাটি লেখা থাকতে দেখি, তখন আমি ওইরূপ শিরোনামের জন্য বিশেষ দুঃখবোধ করি, প্রশ্নগুলির জন্য নয়।” – কার উক্তি?
 মেটল্যাণ্ডের।

31. “বর্তমান অবস্থায় রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে অভিহিত করা তো যায়ই না, এমনকি এটি কলা বিষয়ের মধ্যেও অত্যন্ত অনুন্নত।” – বক্তব্যটি কার?
 বাক্‌ল-এর।

32. “যে মানুষ সমাজে বাস করে না, সে হয় দেবতা, না হয় পশু।” – কে বলেছেন?
 অ্যারিস্টটল।

33. “সৌন্দর্যতত্ত্বের বিজ্ঞান বলে যেমন কোনো বিজ্ঞান নেই, তেমনি রাষ্ট্রতত্ত্বের বিজ্ঞান বলেও কিছু নেই।” কার উক্তি?
বার্ক-এর।

34. ‘মার্কসিজম অ্যান্ড পলিটিক্‌স’ গ্রন্থের প্রণেতা কে?
র‍্যাল্‌ফ মিলিব্যাণ্ড।

35. ‘দ্য আইডিয়া অফ পলিটিক্‌স’ গ্রন্থের প্রণেতা কে?
মরিস দ্যুভারজার।

36. “মূল্যবোধ ছাড়া সামাজিক ঘটনার আলোচনা আসবে।” – কার উক্তি?
লিও স্ট্রস-এর উক্তি।

37. ‘দ্য নেচার অফ পলিটিক্‌স’ গ্রন্থের লেখক কে?
জে. ডি. বি. মিলার।

38. “রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতেই নিষ্পন্ন হয়।” – কার উক্তি?
 ল্যারল্ড ল্যাসওয়েল

39. রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি দৃষ্টিভঙ্গি কী কী?
সাবেকী ও আধুনিক।

40. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।
কোঁৎ ও মেইটল্যান্ড

41. সিস্টেম্যাটিক পলিটিক্‌স বইটির লেখক কে?
ক্যাটলিন।

42. নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তা কে?
জে. এম. বুকানন।

43. উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা কে?
 লক।

44. “রাজনীতি সমাজের প্রতিরূপ” – কার উক্তি?
 মিলার-এর।

45. ‘দ্য পলিটিক্যাল সিস্টেম’ গ্রন্থের রচয়িতা কে?
 ডেভিড ইস্টন।

46. রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী আন্দোলন কোন শতকের আন্দোলন?
 বিশ শতকের আন্দোলন।

47. ‘সর্বাপ্রেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্র’ তত্ত্বের প্রচারক কে?
রবার্ট নজিক।

48. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান মনে করেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।
 অ্যারিস্টটল এবং লর্ড ব্রাইস।

49. “মানুষ রাজনৈতিক প্রাণী” – এ কথা কে বলেছেন?
অ্যারিস্টটল।

50. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন?
ডেভিড ইস্টন।

51. রাষ্ট্রবিজ্ঞানকে একটি “প্রগতিশীল বিজ্ঞান” কে বলেছেন?
 লর্ড ব্রাইস।

52. ‘দ্য প্রসেস অফ গভর্নমেণ্ট’ গ্রন্থটির লেখক কে?
আর্থার বেন্টলি।

53. ‘হিউম্যান নেচার ইন পলিটিক্‌স’ গ্রন্থটির রচয়িতা কে?
 গ্রাহাম ওয়ালস।

54. রাজনীতির তত্ত্বগত ধারণা সর্বপ্রথম কে শুরু করেন?
 অ্যারিস্টটল।

55. সামাজিক রাজনীতির সপক্ষে তাত্ত্বিক আলোচনা কে শুরু করেন?
বেনফিল্ড।

56. “সমাজে যে কোন বিরোধ ও তার নিষ্পত্তিই হল রাজনীতি”- এই অভিমত কার?
অ্যালান বল।

57. ‘ল অফ কনস্টিটিউশন’ গ্রন্থটির রচয়িতা কে?
 এ. ভি. ডাইসি।

58. “রাজনীতি হয় যৌথ কার্যকলাপের প্রকাশ” – এটি কার মন্তব্য?
 এ. আন্ডারসন।

59. রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাদী সংজ্ঞা দিয়েছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।
 ব্লুন্টস্‌লি এবং গার্নার। Political Science

60. দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।
রবার্ট ডাল ও ডেভিড ইস্টন।

Read more: science & technology | আমরা কোথা থেকে এসেছি? 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles