PM Narendra Modi: Kartavya Path | ঐতিহাসিক রাজপথের নাম বদলে হবে ‘কর্তব্যপথ’! বড় সিদ্ধান্ত মোদী সরকারের

PM Narendra Modi: Kartavya Path

PM Narendra Modi: Kartavya Path | ঐতিহাসিক রাজপথের নাম বদলে হবে ‘কর্তব্যপথ’! বড় সিদ্ধান্ত মোদী সরকারের: রাজপথের নাম বদল করতে চলেছে মোদী সরকার। আর তা বদলে ‘কর্তব্যপথ’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে নেতাজির মূর্তি থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত রাস্তাটি ‘কর্তব্যপথ’ নামে পরিচিত হবে। রাজপথের পাশাপাশি কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ভিস্তা লনের নামও বদলানোর প্রস্তুতি নিচ্ছে।

PM Narendra Modi: Kartavya Path: ঐতিহাসিক রাজপথের নাম বদলে হবে ‘কর্তব্যপথ’

জানা যাচ্ছে, আগামী সাত সেপ্টেম্বর এনডিএমসির একটি উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে।

  • আরত সেই বৈঠকেই মোদী সরকার এই সিদ্ধান্তকে কার্যকর করবে।
  • বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী মোদী 8 সেপ্টেম্বর সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ উদ্বোধন করবেন।
  • আর এর আগেই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর।

লালকেল্লা থেকে এমনটা বলেন পিএম মোদী

স্বাধীনতা দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়ে ছিলেন।

  • বলেন, দেশে উপনেবেশিক মানসিকতার সঙ্গে জুড়ে থাকা চিহ্নগুলির মুছে ফেলার সময় এসেছে।
  • দাসত্বের মানসিকতা থেকে শতভাগ মুক্তির সংকল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলেও মন্তবগ্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • শুধু তাই নয়, ভারত প্রতি ক্ষেত্রে বিশ্বের তাবড় তাবড় দেশগুলির একেবারে চোখে চোখ রেখে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী

লোক কল্যাণ মার্গ রাখা হয়েছে রেড কোর্স রোডের নাম পরিবর্তন করে 

২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসে । আর এরপপরেই রেড কোর্স রোডের নাম বদল করা হয়।

  • আর লোক কল্যাণ মার্গ রাখা হয়। এরপর একাধিক রেল স্টেশনের নাম বদল করা হয়। গত চার বছরে একাধিক শহরের নাম বদলে দেওয়া হয়েছে।
  • গত কয়েকদিন আগেই ভারতীয় নৌবাহিনীর চিহ্ন বদল করা হয়। নয়া পতাকা পায় ইন্ডিয়ান নেভি।
  • লাল কেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ ভারত বিশ্বের বিদেশী শক্তিগুলির সঙ্গে পা মিলিয়ে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
  • নৌবাহিণীর পতাকাতে এখনও সেই দাসত্বের চিহ্ন রয়েছে। আর এরপরেই এহেন বড় সিদ্ধান্ত।

ইতিহাস বদলে দেওয়ার কাজ করছে

অন্যদিকে বিজেপি সরকারের নাম বদলের নীতির তালিকায় এবার নয়া সংজজন রাজপথ। যা একটা ইতিহাস বহণ করে থাকে।

  • এবার সেই রাস্তারই নাম বদলের পথে মোদী সরকার। নেতাজির মূর্তি থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত রাস্তাটি ‘কর্তব্যপথ’ নামে পরিচিত হবে।
  • যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এই বিষয়ে আগামী সাত তারিখ একটি বৈঠক আছে।
  • সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর। তবে ইতিমধ্যে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
  • কড়া ভষায় মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে কংগ্রেস সহ সমস্ত বিরোধীরা। বিরোধীদের দাবি, বিজেপি দেশের ইতিহাস বদলে দেওয়ার কাজ করছে।

Read More:- ICICI Bank Recruitment 2022 | Notification Out For Walk- In Interview | Age Limit, Eligibility, Salary, Selection Processes, Fees

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles