Mukesh Ambani News Today | টানা দুই বছর বেতনহীন মুকেশ আম্বানি | View More Details Here

Mukesh Ambani News Today

Mukesh Ambani News Today | টানা দুই বছর বেতনহীন মুকেশ আম্বানি | View More Details Here: Ambani was one of four children of Dhirubhai Ambani, who first worked as a gas station attendant. Because of the increasingly unstable political climate in Aden, where Mukesh was born, the family relocated in 1958 to the Bhuleshwar neighborhood of Bombay (now Mumbai), where they lived in a Chawl (a communal building that commonly features low-rent two-room apartments). In the same year, Dhirubhai and a cousin founded the Reliance Commercial Corporation, which grew into RIL from a commodities-trading business that they initially operated out of a one-room rental space.

Mukesh Ambani News Today: টানা দুই বছর বেতনহীন মুকেশ আম্বানি

Business - Digit News

দেশজুড়ে এমন এক বিপর্যয় পরিস্থিতিতে দেশবাসীর কথা ভেবে তাদের দুঃখে সামিল হয়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, যিনি হলেন রিলায়েন্সের কর্ণধর এক নিঃস্বার্থ প্রচেষ্টার জন্য তিনি আজীবন অমর হয়ে থাকবেন দেশবাসীর কাছে।

A Great Decision

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি নিজের প্রতিষ্ঠান থেকে টানা দুই বছর বেতন নিচ্ছেন না। সারা বিশ্বে চলমান মহামারি ব্যবসা ও অর্থনীতিকে আঘাত করায় এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তারতার এই সিদ্ধান্ত সত্যি এক উদাহরণ প্রতিষ্ঠা করেছে। দেশজুড়ে বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে বিশ্ববাসীর আর্থিক মন্দা ভাব দিন দিন বেড়েই চলেছে এমত অবস্থায় তারে সিদ্ধান্ত সত্যিই অনস্বীকার্য। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২০-২১ অর্থবছরের বার্ষিক রিপোর্টে এ তথ্য জানায়। বহুজাতিক সংস্থাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি। আরও জানা যায়, রিলায়েন্সের নির্বাহী পরিচালকদের বেতন কমেছে এই সময়ে।

His Contribution

তিনি তার এই পরিচালকদের কথা ভেবেই কোনরকম লাভ বা প্রফিট গ্রহণ করেননি টানা দু’বছর ধরে।
দেশের অর্থনীতির মন্দাবস্থা যতদিন না কাটছে মানুষের এই দুরবস্থার থেকে রেহায় ও অনিশ্চিত হয়ে রয়েছে। কিন্তু তার এই উদ্যোগ তার এই আত্মত্যাগ নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে গেছে।

এক প্রতিবেদনে জানায়, করোনা পরিস্থিতি প্রকট হলে ২০২০ সালের জুনে মুকেশ আম্বানি ওই অর্থবছরের জন্য কোনো বেতন না নেওয়ার ঘোষণা দেন। পরবর্তী অর্থবছরেও এ সিদ্ধান্ত বলবত্ থাকে। অর্থাত্ টানা দুই বছর ধরে তিনি কোম্পানিটি থেকে কোনোরূপ অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন না।

Neeta Ambani

একটা সময় ছিল যখন মুকেশ আম্বানির স্ত্রী ৮০০ টাকা মাইনের কাজ করতেন, আজ তিনি  বিলিয়নের মালকিন | pictures of nita and mukesh ambani - Oneindia Bengali

২০০৮-০৯ অর্থবছর থেকে আম্বানি ১৫ কোটি রুপি বেতন নিতেন যা পরের ১১ বছরে একই ছিল। অবশ্য এর আগে তিনি বছরে ২৪ কোটি রুপি বেতন নিতেন। মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানিও রিলায়েন্সে একজন পরিচালক হিসেবে আছেন। স্বামীর সাথে নিজেও এই সহযোগিতায় অংশগ্রহণ করে তিনিও একটি নজির রেখে গেলেন সত্যিই অনস্বীকার্য তাদের এই দান।

Below Rate Of Salary

আরো জানানো হয়, কভিড-পূর্ববর্তী সময়ে রিলায়েন্সের অন্য নির্বাহী পরিচালকদের বেতন কমে গেছে। নির্বাহী পরিচালক পিএমএস প্রাসাদ ২০২০-২১ অর্থবছরে বেতন নিতেন ১১.৯৯ কোটি, যা কমে দাঁড়িয়েছে ১১.৮৯ কোটি রুপি। পবন কুমার কপিলের বেতন ৪.২৪ কোটি রুপি থেকে কমে ৪.২২ কোটি রুপি হয়েছে।

Read More: Natural Resources Questions | Resources and Its Classification | Important For WB Primary Tet, Upper, SLST

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles