Life Science General Knowledge 2022 & Scientific Names |For WBCS (Prelims) Exam.

General Knowledge question answer

Life Science General Knowledge 2022 & Scientific Names |For WBCS (Prelims) Exam. Smart Knowledge is providing almost 180 life science questions (Scientific Names) with an answer from the General knowledge portion.

Today’s Topic is based on WBCS Preliminary Preparation Guide. We think that All of You’ve completed the online Application form up to the 5th of April. Now it’s high time to get ready for the exam. So, we are here to help you to enhance your preparation much better so that you can crack the prelims and secure them above the cut-off marks.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, smart knowledge is presented with a huge bunch of Study stuff from Science Portion. This is the general knowledge questions and answers section on “General Science” with an explanation for various interviews, competitive examinations and Daily Uses for Higher Class & Lower classes.

Life Science General Knowledge 2022 Question Answer:

1. পরিবেশবাদী আন্দোলনকারী সংগঠন ‘গ্রীন পিস’ কোন দেশের? → নেদারল্যান্ড

2. প্লাংকটন কোন স্তরের খাদক? → দ্বিতীয় স্তরের

3. প্রাকৃতিক গ্যাসের কূপে সামান্য কি পাওয়া যায়? → তেল

4. ম্যানগ্রোভ কি? → উপকূলীয় বন

5. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? → বৃষ্টিপাত

6. সুন্দরবনে বাঘ কি গণনায় ব্যবহৃত হয়? → পাগ-মার্ক

7. ‘শুভলং’ ঝর্ণা কোন জেলায় অবস্থিত? → রাঙামাটি

8. জলে ভাসমান জীবদের কি বলা হয়? → প্লাংকটন

9. পূর্বাশা দ্বীপের অপর নাম কি? → দক্ষিণ তালপট্টি

10. অর্থনৈতিক কর্মকান্ডের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশ কয় প্রকার? → ২ প্রকার

11. সাংস্কৃতিক ও মানবিক পরিবেশের উপাদান নয় কোনটি? → উদ্ভিদ

12. বরেন্দ্র অঞ্চলের প্রধান কৃষিজ ফসল নয় কোনটি? → গম

13. Smog – এ কি কি থাকে? → কুয়াশা ও ধোয়া

14.জীবন ধারণের জন্য একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত → উদ্ভিদ ও প্রাণী

15. অজৈব উপাদানের অন্তর্ভুক্ত কোনটি? → মাটি

16. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? → বান্দরবান

17. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? → ৯ বর্গ কিলোমিটার

18. গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী নয় কোনটি? → O2

19. গ্রিন হাউজ শব্দটি প্রথম কত সালে ব্যবহৃত হয়? → ১৮৯৬

20. এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? → সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড

21. বরেন্দ্র অঞ্চলের মাটির রং? → লাল

22. বাস্তুতন্ত্রের খাদকরা কিভাবে শক্তি লাভ করে? → খাদ্যশৃঙ্খলের মাধ্যমে

23. সব জীবের মৃত ও গলিত দেহাবশেষে কি ধরনের উপাদান থাকে? → জৈব উপাদান

24. অজীব উপাদান কয় ধরনের? → ২ ধরনের

25. সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত? → ম্যানগ্রোভ

26. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? → বঙ্গোপসাগরে

27. বাস্তুতন্ত্রে কয় ধরনের খাদক আছে? → ৩ ধরনের

28. জলজ বাস্তুতন্ত্রকে কি বলা হয়? → আবদ্ধ বাস্তুতন্ত্র

29. প্লাংকটন জাতীয় ক্ষুদ্র উদ্ভিদকে কি বলে? → ফাইটোপ্লাংকটন

30. যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কি বলে? → সর্বভুক

31. বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষনে কাজ করে কোন প্রতিষ্ঠান? → IUCN

32. ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? → সেন্টমার্টিন

33. বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে প্রধানত কোন দুই ভাগে ভাগ করা যায়? → অজীব ও জীব

34. কোনটি উৎপাদক? → শৈবাল

35. সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল অবস্থিত → খুলনায়

36. কোনটি পচনকারী? → বিয়োজক

37. বাস্তুসংস্থানের শক্তির প্রধান উৎস কি? → সৌরশক্তি

38. কোনটি তেজস্ক্রিয় বালু নয়? → লিগমাইট

39. সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? → উৎপাদক

40. বনরুই কি? → বিড়াল

41. কোনটি তৃণভোজী প্রাণী? → শিয়াল

42. বয়:সন্ধিকালের সময়কাল – ১১ হতে ১৯ বছর।

43. টেস্টটিউবের প্রথম সফলতা পায় -ড. প্যাট্রিক স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের, ইংল্যান্ড. ১৯৭৮ সালে ২৫ জুলাই ১১:৫৭ মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি।

44. শৈশবকাল বলা হয় – ৫ বছর পর্যন্ত।

45. মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী – ২টি।

46. ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী – টেস্টোস্টেরন।

47. প্রথম টেস্টিটিউব বেবি উদ্ভাবন করন – পেট্রুসি (১৯৫৯ সালে, ইটালিতে)।

48. লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা – ১ জোড়া।

49. স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা – XX.

50. মানব কোষে ক্রোমোজোম সংখ্যা – ২৩ জোড়া।

51. পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে – রাসায়নিক বিবর্তন।

52. সর্বপ্রথম জীনের উৎপত্তি – সমুদ্রের পানিতে।

53. এক জোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ।

54. বয়:সন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই – ইনসুলিন।

55. বয়:সন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী – হরমোন।

56. বয়:সন্ধিকালে পরিবর্তন প্রধানত – ৩ প্রকার।

57. সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টিটিউব বেবি বাঁচে – ২৯ দিন। (জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইটালির বিজ্ঞানী ড. পেট্রুসি, ১৯৫৯ সালে।)

58.বাংলাদেশের জন্ম নেয়া প্রথম ৩টি টেস্টিটিউব বেবির নাম – হিরা,মনি ও মুক্তা (২০০১ সালে)।

59. মানুষের অটোসোম – ৪৪ টি।

60. জীবাশ্ম আবিষ্কার করে – জেনোফেন।

61. নিউক্লিক এসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে – অতি বেগুনি রশ্মি।

62. পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিন্ড ছিল – ৪৫০ কোটি বছর।

63. সর্বপ্রথম কে “ইভোলিউশন” শব্দটি ব্যবহার করেন – হার্বাট স্পেনসার।

64. প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় – অ্যামাইনো এসিড।

65. সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে – জৈব বিবর্তন।

66. অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে – সরীসৃপের।

67 . “অনটোজেনি রিপিটস ফাইলোজেনি” কার ভাষ্য – হেকেল।

68. মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গটি – ককসিস।

69. “বায়োলজি” শব্দের প্রতিষ্ঠাতা” – ল্যামার্ক।

70. বংশগতির মতবাদ দেন – মেন্ডেল।

71. মানবদেহে নিষ্কিয় অঙ্গটি – অ্যাপেন্ডিক্স।

72. “Origin of species by meanse of natural selection” বইটির লেখক – চালর্স ডারউইন – ১৮৫৯ সালে (জন্ম -১৮০৯ সালে, ইংল্যান্ড সাসবেরি এবং মৃত্যু-১৮৮২ সালে)।

73. পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা -XY।

74. “ফিলোসোফিক জুওলজিক” বইটির লেখক – ল্যামার্ক (১৮০৯ সালে)।

75. “প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব” – গ্রন্থেরটি লেখক – চালর্স ডারউইন।

76. ভাইরাস সৃষ্টি হয় – প্রোটোজোয়া থেকে।

78 জৈব বিবর্তনের জনক – চার্লস ডারউইন।

79. মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী – ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন।

80. বংশগতির বিদ্যার জনক – গ্রেগর জোহান মেন্ডেল।

Read More: Daily Current Affairs-4th April 2022| For Upcoming competitive Exam 2022


Scientific Names

  • মানুষ — Homo sapiens
  •  গরু — Boss indica
  •  ছাগল — Capra hircus
  •  ইঁদুর — Bandicota benglalensis
  •  বিড়াল — Felis catus
  • .খরগোশ — Oryctolagus cuniculus
  •  সিংহ — Panthera leo
  •  রয়েল বেঙ্গল টাইগার — Panthera tigris
  •  মশা — Culex pipiens
  • মাছি — Musca domestica
  •  আরশোলা — Periplaneta americana
  • টিকটিকি — Hemidactylus brookii
  •  মৌমাছি — Apis indica
  • প্রজাপতি — Pieris brassicae
  •  কুনোব্যাঙ — Bufo/Duttaphrynus melanostictus
  •  গোখরা সাপ — Naja naja
  •  কচ্ছপ — Lessemys punctata
  • কুমির — Crocodylus niloticus
  •  কলেরা জীবাণু — Vibrio cholera
  •  ম্যালেরিয়া জীবাণু—Plasomod ium vivax
  •  ইলিশ — Tenualosa illisha
  •  রুই — Labeo rohita
  •  কাতলা — Catla catla
  •  কই — Anabas testudineus
  •  টাকি — Channa punctatus
  •  মহাশোল — Tor tor
  • বোয়াল — Wallago attu
  •  বাগদা চিংড়ি — penaeus monodon
  • গলদা চিংড়ি — Macrobrachium rosenbergii
  • চিংড়ি — Macrobrachium malcolmsonii
  •  দোয়েল — Copsychus saularis
  •  কবুতর — Columba livia
  •  চড়ুই — Passer dometicus
  • ময়ূর — Pavo cristatus
  • শামুক — Pila globosa
  • কেঁচো — Metaphira posthuma
  • ঝিনুক — Lamellidens marginalis
  •  ফিতাকৃমি — Taenia solium
  •  গোলকৃমি — Ascaris lumbricoides
  •  চোখ কৃমি — Loa loa
  •  কাঁকড়া — Carcinus manius
  •  ধান — Oryza sativa
  •  গম — Triticum aestivum
  •  ভুট্টা — Zea mays
  •  গোল আলু — Solanum tuberosum
  • পিঁয়াজ — Allium cepa
  •  আদা — Zingiber officinale
  •  রসুন — Allium sativum
  •  হলুদ — Curcuma domestica
  •  মসুর — Lens culinaris
  • সরিষা — Brassica napus
  • ছোলা — Cicer arietinum
  • মোটর — Pisum sativum
  • শীম — Lablab purpurius
  •  খেসারী — Lathyrus sativus
  •  সয়াবিন — Glycine max
  •  তিল — Sesamum indicum
  •  মুলা — Raphanus sativus
  •  পুঁইশাক — Basella alba
  •  শসা — Cucumis sativus
  •  লাউ — Lagenaria vulgaris
  •  বেগুন — Solanum melongena
  •  বাঁধাকপি — Brassica oleracea
  •  টমেটো — Lycopersicon esculentum
  • তেজপাতা — Cinnamomum tamala
  • আম — Mangifera indica
  • জাম — Syzygium cumini
  • কাঁঠাল — Artocarpus heterophyllus
  •  কলা — Musa sapientum
  •  লিচু — Litchi chinensis
  •  নারকেল — Cocos nucifera
  •  আনারস — Ananas comosus
  • পেয়ারা — Psidium guajava
  • বেল — Aegle marmelos
  •  কুল/বরই — Zizyphus mauritiana
  •  পেঁপে — Carica papaya
  •  কফি — Coffea arabica
  •  চা — Camellia sinensis
  •  তামাক — Nicotiana tabacum
  • পাট — Corchorus capsularis
  •  সেগুন — Tectona grandis
  •  শাল/গজারি — Shorea robusta
  •  সুন্দরী — Heritiera fomes
  •  মেহগনি — Swietenia mahagoni
  •  শিশু — Dulbergia sissoo
  • বাসক — Adhatoda vasica
  • থানকুনি — Centella asiatica
  •  তুলসী — Ocimum sanctum
  •  চাপালিশ — Artocarpus chaplasha
  •  কালমেঘ — Andrographis paniculata
  •  নিম — Melia azadirachta
  •  গাঁদা — Tagetes erecta
  •  জবা — Hibiscus rosa-sinensis
  • পদ্মফুল — Nelumbo nucifera
  •  শাপলা — Nymphaea nouchali
  •  রঙ্গন — Ixora coccinea
  •  রজনীগন্ধা — Polianthes tuberosa
  •  গন্ধরাজ — Gardenia jasminodes
  •  সূর্যমুখী — Helianthus annuus
  •  কৃষ্ণচূড়া — Delonix regia

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles