Latest Daily Current Affairs | 29th April CA ,2022 | Competitive Exam Based (WBCS)

Latest Daily Current Affairs

Latest Daily Current Affairs On 29th April CA,2022 for Competitive Exam Based (WBCS): Today Smart Knowledge is here to provide you with the most recent CA. Most of the highly ambitious participants who are looking for secure Govt. jobs such as WBCS, RAIL, BANKING, LIC, CGL, CHSL, MTS, CORPORATE SECTOR JOBS have to attain their PRELIMINARY MCQ Examination – Current Affairs along with General Knowledge or English or Mathematics, and the minimum number of such types of current affairs is 10-15 marks out of 100 overall. (Latest Daily Current Affairs)

So, if you start a little and read and collect CA questions then you can attain all CA without any negative marks. To think about those near and dear participants we are providing Latest Daily Current Affairs you make a glance every day and you also can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Current Affairs on the 29th of April.

 Latest Daily Current Affairs

World News (বিশ্বের খবর)

1. কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরিতে দীপিকা পাড়ুকোন

2. ABPMJAY- SEHAT স্কিম: 100% পরিবারকে কভার করার জন্য সাম্বা প্রথম জেলা হয়ে উঠেছে।

3. IndiGo দেশীয় নেভিগেশন সিস্টেম GAGAN ব্যবহার করার দিক থেকে প্রথম এয়ারলাইন হয়ে উঠেছে

4. বিনোদ রাইয়ের “ Not Just A Nightwatchman: My Innings in the BCCI ” শিরোনামের একটি নতুন বই প্রকাশিত হয়েছে  (Latest Daily Current Affairs)

5. IAF ‘LOGISEM VAYU – 2022’ নামক জাতীয় স্তরের লজিস্টিক সেমিনারের আয়োজন করেছে

6. 29শে এপ্রিল 2022 তারিখে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়

7. ইন্ডিয়া ফার্মা এবং ইন্ডিয়া মেডিকেল ডিভাইস অ্যাওয়ার্ডস 2022

8. এস্তোনিয়া বিশ্বের সবচেয়ে বড় সাইবার মহড়ার আয়োজন করেছে।

9. ডিজিটাল ইন্ডিয়া RISC-V (DIR-V) প্রোগ্রাম ।

  • 27শে এপ্রিল 2022 তারিখে ভারত সরকার দেশের এবং বিশ্বের ভবিষ্যতের জন্য মাইক্রোপ্রসেসর তৈরি করার উদ্দেশ্যে  (Latest Daily Current Affairs)
  • এবং শিল্প-গ্রেডের বাণিজ্যিক সিলিকন এবং ডিজাইন অর্জনের জন্য Digital India RISC-V (DIR-V) প্রোগ্রামের সূচনা ঘোষণা করেছিল ।

10. বিজয় সাম্পলা দ্বিতীয়বারের জন্য NCSC এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন।

11. ব্রুস ডি ব্রোজ ফিউচার জেনারেল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন।

12. গ্রীন হাইড্রোজেন প্রযুক্তি বিকাশের জন্য L&T আইআইটি বম্বে-এর সাথে চুক্তি করেছে।

13. পেনসিল্টন কীচেইনের আকারে যোগাযোগহীন RuPay কার্ড চালু করেছে

14. UP-এর আগ্রা শহর ভ্যাকুয়াম-ভিত্তিক নিষ্কাশনকারী ব্যবস্থার প্রথম শহর হয়ে উঠেছে।

15. জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসাবে পুনরায় নিযুক্ত হলেন কে?
উত্তর: -বিজয় সামপ্লা    (Latest Daily Current Affairs)

16. সম্প্রতি প্রয়াত Elvera Britto ভারতের জাতীয় কোন মহিলা টিমের প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন?

উত্তর:- হকি ।“ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৬৫ সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ।

17.e- Proposal System-এর জন্য জাতি সংঘের থেকে পুরস্কার পেল কোন রাজ্য?

উত্তর:-মেঘালয়। রাজধানী শিলং।

Chinese Spies: From Chairman Mao to Xi Jinping’ বই লিখলেন Roger Faligot, তিনি কোন দেশের সাংবাদিক?

উত্তর:: ফ্রান্স ।“ এই বইটি অনুবাদ এবং এডিট করেছেন নাতাশা লেহেরার

18. ভারতের প্রথম “দুধ বাণী” নামে ডেয়ারী কমিউনিটি রেডিও লঞ্চ করলেন কে?

উত্তর:- নরেন্দ্র মোদী । এটি গুজরাট সফরে গিয়ে লঞ্চ করলেন

19. Menorca Open Chess Tournament 2022 জিতলো কোন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার?
উত্তর:- ডি. গুকেশ

20.Women Change Makers’ ভিডিও সিরিজের জন্য কোন প্ল্যাটফর্মের সাথে চুক্তি করলো কেন্দ্র?

উত্তর:- Netflix    (Latest Daily Current Affairs)

21. ভারতের প্রথম কোম্পানি হিসাবে ১৯ লক্ষ কোটি টাকা মার্কেট ভ্যালুয়েশন স্পর্শ করলো কে?

উত্তর:: Reliance Industries । হেড কোয়ার্টার-মুম্বাই ।“ প্রতিষ্ঠা সাল- ১৯৭৩ সালের ৮ই মে। বর্তমান CEO- মুকেশ আম্বানি

22. International Dance Day পালন করা হয় কবে?

উত্তর:- ২৯শে এপ্রিল

23. National Association of Software and Services Companies (Nasscom)-এর চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তর:- কৃষ্ণন রামানুজম। হেড কোয়ার্টার-নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল- ১৯৮৮ সালের ১লা মার্চ। প্রেসিডেন্ট- দেবযানী ঘোষ                           

24. দেশ জুড়ে কয়লার জোগানে ব্যাপক ঘাটতি। কেন্দ্রের দিকে বল একের পর এক মুখ্যমন্ত্রীর।

  • দিল্লিতে হাসপাতালগুলিকে আগাম সতর্ক করল সরকার। দেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড়সড় প্রশ্ন।
  • কয়লার জোগান জারি রাখতে দেশে বাতিল একাধিক প্যাসেঞ্জার ট্রেন। কয়লাবাহী মালগাড়ি চলাচলে জোর কেন্দ্রের।    (Latest Daily Current Affairs)

25. বাংলায় ফের ৩৫৬-র দাবি, এবার সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত বিজেপি প্রভাবিত আইনজীবীদের।

  • ইন্ডিয়া গেটে মিছিল। সাক্ষাত অমিত শাহের সঙ্গে।

26. মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে খাদ্য দপ্তরের চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা।

  • গরমে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন বিক্ষোভকারী।
  • পিএসসি নাম পাঠালেই নিয়োগ আশ্বাস খাদ্য মন্ত্রীর। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল এসএসসি চাকরিপ্রার্থীদের।

27. WhatsApp-এর নয়া আপডেট, একাধিক স্মার্ট ফোনে ব্যবহার করা যাবে একটিই অ্যাকাউন্ট।

  • আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ গত মাসে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচার সামনে এনেছে
  • যা ইউজারদের তাদের ফোনে সক্রিয় ইন্টারনেট সংযোগের প্রয়োজন ছাড়াই চারটি পিসি
  • এবং একটি স্মার্টফোন থেকে তাদের WhatsApp অ্যাকাউন্টে লগ ইন করার সুযোগ দেয়।

28. ‘রাতারাতি সংস্কার সম্ভব না’, আদালতে স্থানীয় ভাষা ব্যবহার ইস্যুতে মোদীকে পাল্টা প্রধান বিচারপতির।

29. সংসারের হাল ধরতে নামেন কৃষিকাজে, ধানের বীজ আবিষ্কার করে শিরোনামে মুর্শিদাবাদের মৌসুমী ।

  • পরিবারের স্বার্থেই সেদিন খাতা-কলম ছেড়ে কাস্তে-কোদাল তুলে নিয়েছিল মুর্শিদাবাদের মৌসুমী বিশ্বাস।
  • প্রায় বছর ২৪ আগের কথা, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। জীবন যেন রাতারাতিই পাল্টে গেল।
  • দাদার মৃত্যুর খবর পেয়েই তড়িঘড়ি নিজের গ্রামে ফিরে আসেন। (Latest Daily Current Affairs)
  • একটাই চিন্তা, পরের দিন কে খাওয়াবে? সংসার কীভাবে চলবে? তার পরেই লড়াই শুরু।

30. কয়লার জোগান দিতে দেশজুড়ে ট্রেন বাতিল, ভোগান্তি বাড়বে এই রাজ্যগুলির যাত্রীদের ।

  • তীব্র গরমে দেশজুড়ে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।
  • গোদের উপর বিষফোঁড়ার মতো দেশের বিদ্যুত্‍‍কেন্দ্রগুলিতেও কয়লার ভাঁড়ারে টান পড়েছে।
  • অগ্রাধিকারের ভিত্তিতে তাই দেশের কোনায়-কোনায় থাকা বিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লা পৌঁছে দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ভারতীয় রেল।
  • আর এই কাজের জেরে কোপ পড়ছে স্বাভাবিক রেল পরিষেবায়।
  • সারা দেশে রেলে কয়লা পরিবহণকে অগ্রাধিকার দিতে গিয়ে ৪২টি ট্রেনের ৭৫৩টি ট্রিপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।  (Latest Daily Current Affairs)

31. রান্নার গ্যাসের দাম বিগত কয়েক মাস ধরেই হাজার টাকা ছুঁইছুঁই।

  • দু’হাজার টাকা পেরিয়ে গিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার। মূল্যবৃদ্ধির ধাক্কায় স্বাভাবিক নিয়মেই নিম্নমুখী বিক্রির হার।
  • এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে মরিয়া নরেন্দ্র মোদি সরকার। বাজার ধরে রাখতে এবার দু’কেজির সিলিন্ডারকে গুরুত্ব দিতে চাইছে তারা।
  • ইন্ডিয়ান অয়েলের হাত ধরে বাজারে আসছে সেই ক্ষুদ্র সংস্করণ, নাম ‘মুন্না’।
  • কয়েকটি ডিলারশিপ এজেন্সির কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এমন এলপিজি সিলিন্ডার।
  • খুব তাড়াতাড়ি চলে আসবে অধিকাংশ ডিলারের কাছে।
  • চলছে খোলা বাজারে বিক্রিরও তোড়জোড়। কলকাতায় আপাতত ২৮৩ টাকায় মিলবে ‘মুন্না’।

32. কলকাতা: ভারতীয় জীবন বিমা নিগম মাত্র ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করার উদ্যোগ নিচ্ছে।

  • এতে কোনও পলিসি গ্রাহকের স্বার্থ বিঘ্নিত হবে না। সরকার তাঁদের যে আর্থিক নিরাপত্তা দেয়, তা বজায় থাকবে।      (Latest Daily Current Affairs)
  • এলআইসি আইনের ৩৭ নম্বর ধারা অনুযায়ী সেই নিরাপত্তা (সভেরিন কভার) পাবেন গ্রাহক।
  • শুক্রবার কলকাতায় এসে একথা জানান এলআইসিআই-র ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ মহান্তি।
  • তিনি বলেন, বিগত দু’বছরে কেন্দ্রীয় সরকার তাদের ডিভিডেন্ড বাবদ প্রাপ্য ৫ হাজার ৬০০ কোটি টাকা নেয়নি।
  • তা তারা পলিসি গ্রাহকদের ফিরিয়ে দিয়েছে।

33. তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

  • শীঘ্র গরম থেকে মুক্তি মিলবে, এমন আশার কথা শোনাতে পারেনি হওয়া অফিস।
  • বরং সামনে আরও কয়েকদিন চলবে তাপপ্রবাহ। এই অবস্থায় নামছে জলস্তর।
  • ইতিমধ্যে রাজ্যের ৪২টি ব্লকে লাল সতর্কতা জারি হয়েছে। আরও ৩২টি ব্লককে ‘সেমি ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করেছে রাজ্য।
  • এরপরও হুঁশ ফিরছে না অনেকের। বনগাঁয় অবাধে চলছে জল অপচয়। ভ্রুক্ষেপ নেই প্রশাসনেরও।

Read More:- Daily Current Affairs In Bengali | 27th & 28th April | Competitive Exam Based

34. দক্ষিণবঙ্গে যখন গরমে যখন নাভিশ্বাস অবস্থা, তখন পাহাড়ে একেবারে মনোরম পরিবেশ।

  • দার্জিলিংয়ে প্রায় কোনও হোটেল, হোমস্টে ফাঁকা নেই। পর্যটন ব্যবসায়ীদের একেবারে পৌষ মাস অবস্থা।

35.ঝড়ে তার ছিড়ে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত।

  • আটকে হাওড়া-মালদা ইন্টারসিটি, তিস্তা-তোর্সা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। বন্ধ লোকাল ট্রেন পরিষেবা।

36.হাওড়ার সাঁতরাগাছির সুলতানপুরে বচসা ও গন্ডগোলের জেরে এক যুবকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ।

  • আজ সকাল ১০টা নাগাদ ওই ঘটনা ঘটেছে। একটি বাড়ির সামনে পাড়ারই বাসিন্দা, অভিযুক্ত যুবক প্রস্রাব করছিলেন বলে অভিযোগ।    (Latest Daily Current Affairs)
  • সেই সময় ওই বাড়ির বাসিন্দারা প্রতিবাদ জানালে যুবকের সঙ্গে বচসা বেধে যায়। তা গড়ায় হাতাহাতিতে।
  • অভিযোগ, সেই সময় যুবক আগ্নেয়াস্ত্র বের করে হুমকি দেয়।
  • ঘটনায় অভিযুক্ত সহ ২ জনকে আটক করেছে সাঁতরাগাছি থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

37. জুট মিলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি অর্জুনের।

  • মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের।
  • পাটের ক্রয় মূল্যের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবিতে চিঠি অর্জুন সিংহের।
  • বাংলা-বিহার-ওড়িশা-অসমের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি অর্জুনের।
  • ৪ মে জুট কমিশনারের অফিসের সামনে অবস্থান তৃণমূলের।
  • পাট শিল্পের স্বার্থে ডাকলে তৃণমূলের আন্দোলনেও যাব, ফের বললেন অর্জুন।

38. অসহ্য গরমের অস্বস্তি কাটিয়ে বৃষ্টিতে ভিজল কলকাতা! মরশুমের প্রথম বৃষ্টি!

  • ৫৯ দিন পরে ভিজল তিলোত্তমা! বৃষ্টির আমেজ বাঁকুড়া, বীরভূম, বর্ধমানেও।
  • এরই মধ্যে কালবৈশাখী প্রাণ কেড়েছে নদিয়ার কৃষ্ণনগরে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বজ্রপাতে প্রাণ গেছে এক পড়ুয়ার।
  • বীরভূমের কীর্ণাহার ও লোকপুরে ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত।

39. প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতার।  (Latest Daily Current Affairs)

  • সূর্য যখন হিট-মিটার বাড়িয়েই চলেছে, তখন একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় শহরবাসী।
  • এরই মধ্যে বাঁকুড়ায় স্বস্তির বৃষ্টি। দুপুরে নেমে আসে স্বস্তির বারিধারা।
  • বীরভূমের দুবরাজপুরেও আকাশ ঢাকে মেঘে, তবে সেখানে বৃষ্টি হয়নি।
  • হয় প্রবল ঝড়। তবে, সিউড়ি-কীর্ণাহার-শান্তিনিকেতনে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

40. ক্লাস রুমের তালা বন্ধ। তাই পশ্চিম মেদিনীপুরের এক স্কুলে বারান্দায় বসে মিড টার্ম পরীক্ষা দিতে হল প্রাথমিকের ক্ষুদে পড়ুয়াদের।

  • আজ সকালে এই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের একটি হাইস্কুলে। এই হাইস্কুল চত্বরেই রয়েছে প্রাথমিক স্কুল।    (Latest Daily Current Affairs)

41. বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতির ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

  • কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি লাগানো গাড়িতে পুলিশের নজর এড়িয়ে বীরভূম থেকে কলকাতায় আসেন,
  • সেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
  • সিবিআই তলবের পর গত ৬ এপ্রিল বীরভুম থেকে লালবাতি লাগানো গাড়িতে কলকাতায় এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল।
  • তাঁর লালবাতি লাগানো গাড়ি ব্যবহার নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

42. ১৪ দিন পর বিদ্যুত্‍ ফিরল পূর্ব বর্ধমানে পূর্বস্থলীর কাদাপাড়া গ্রামে।

  • ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ১৪ দিন ধরে বিদ্যুত্‍হীন ছিল এই গ্রাম।
  • এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর গ্রামে পৌঁছন বিদ্যুত্‍ দফতরের কর্মীরা।
  • খারাপ হয়ে যাওয়া ট্রান্সফর্মার পাল্টে চালু করেন বিদ্যুত্‍ সরবরাহ।
  • বিদ্যুত্‍ আসতে এত দেরি কেন, প্রশ্ন তুলে বিদ্যুত্‍ দফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ।

43. হুগলির কোন্নগরে অনুমতি ছাড়াই ডিপ টিউবওয়েল থেকে জল তুলে তা পরিশোধন করে বিক্রি করছিলেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী।

  • এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বেআইনি কারবার বন্ধ করে দিল চন্দননগর কমিশনারেট ও কানাইপুর পঞ্চায়েত।  (Latest Daily Current Affairs)
  • অনুমতি ছাড়াই ব্যবসা করছিলেন বলে স্বীকার করেছেন কয়েকজন ব্যবসায়ী।

44. সায়েন্স সিটির এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষার পরিবেশ নিয়ে কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

  • তিনি ওই অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, রাজ্যের শিক্ষার পরিবেশ দেখে তাঁর রাতে ঘুম আসে না।
  • রাজ্যপালের অভিযোগ, তাঁকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কম আমন্ত্রণ জানানো হয়।
  • তাঁকে উপাচার্যরা এড়িয়ে চলেন বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল।

45. বেলেঘাটা বরফ কলের কাছে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে আগুন লেগে আতঙ্ক ছড়াল।

  • যেহেতু পাশেই একটি পেট্রোল পাম্প রয়েছে, তাই আগুন যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে,
  • তার জন্য দমকলের ৩টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে।
  • ওই লরির কাছাকাছি রয়েছে আরও কয়েকটি লরি। তাই সেগুলি নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হয়।

46. আগামীকাল থেকেই আবহাওয়ার (Weather Update) পরিবর্তন হতে চলেছে।

  • রবিবার থেকে রাজ্যে তৈরি হবে কালবৈশাখীর পরিস্থিতি।
  • আলিপুর আবহাওয়া দফতরের (Metrological Department) পূর্বাভাস, আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ।  (Latest Daily Current Affairs)
  • বিক্ষিপ্তভাবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা।
  • কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি
  • ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

47. পাটের দাম নিয়ে আরও বিদ্রোহী অর্জুন! প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে লেখা চিঠি।

  • জানতে চাইলেন সমস্যার সমাধান করতে পারবেন কিনা।

48. দূর্ঘটনায় বাদ গেছে ডান পা,মেলেনি সরকারি কোনও সাহায্য। দাবদাহে ছাতা তৈরি করে সংসার চালাচ্ছেন চন্দ্রকোনার গণেশ। (Latest Daily Current Affairs)

  • রাজ্যজুড় চলছে তীব্র দাবদাহ। এই সময় গরমের হাত থেকে বাঁচতে মানুষ নানা পন্থা অবলম্বন করছে।
  • ফলত এই মরসুমে ছাতার চাহিদাও তুঙ্গে।
  • তাই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের দরবস্তি বালা
  • গ্রামের ২৭ বছরের যুবক গণেশ শাল ব্যস্ত একচিলতে বাড়িতে ছাতা তৈরিতে।

49. ভয়ঙ্কর জল কষ্ট। আর এই কষ্টের মাঝেই মানুষকে খেতে হচ্ছে পুকুরের জল।

  • গ্রামে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। নেই কোনও ডিপ টিউবওয়েল। সারাবছর গ্রামবাসীদের ভরসা একমাত্র কুয়োর জল।  (Latest Daily Current Affairs)
  • বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে সেই কুয়োর জলের স্তর নেমে যায়। জল দিয়ে উঠতে থাকে কাদা।
  • এই পরিস্থিতিতে পুকুরের জল খেতে হচ্ছে গ্রামবাসীদের। যে পুকুরে স্নান করে গবাদিপশুরা।
  • জামা কাপড় কাচা হয়।
  • একদিকে কুয়োর জল অন্যদিকে পুকুরের জল দীর্ঘদিন খেয়ে গ্রামের মানুষদের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ।
  • এই ছবি উঠে এসেছে মালদা গাজোল ব্লকের পানডুয়া গ্রাম পঞ্চায়েতের কানোট, বেতা শাড়ি, ধুমাদিঘীর মতন গ্রামে।

50. রবিবার, ১ মে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব পালন হচ্ছে বেলুড় মঠে।

  • এই উপলক্ষে বেলুড়মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
  • আগামী এক বছর বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হবে বলে মঠ সূত্রে জানানো হয়েছে।

 

Read More:- Physical Science Study Material | WBCS PRELIMINARY EXAM 2022

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles