Latest Current Affairs 2022: Aspirants of WBCS (Preliminary)Examination 2022|In this article smart knowledge is providing you with Daily Current Affairs Questions for the upcoming WBCS (Preliminary) Exam or any other competitive exam. We are hopeful that our efforts are helping you to achieve your dreams.
Latest Current Affairs 2022 Question Answer:
1.টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে মনোনীত হলেন—- রাজেশ গোপীনাথন
2. World Happiness Index 2022-এ ভারতের ১৩৬ তম
- প্রথমস্থানে ফিনল্যান্ড,
- দ্বিতীয় স্থানে ডেনমার্ক এবং
- তৃতীয় স্থানে সুইজারল্যান্ড|
3. সম্প্রতি রয়াল নাইটহুড দ্বারা সম্মানিত হলেন অস্কার প্রাপ্ত ব্রিটিশ ফিল্ম মেকার: Steve McQueen
4. 2022 M3M Hurun Global Rich List-এ প্রথম স্থানে আছেন- এলােন মাস্ক; মুকেশ আম্বানির স্থান ৯
5. “More Than Just Surgery: Life Lessons Beyond The O.T.” শিরােনামে বই লিখলেন ড. তেহেমটন উরবাড়িয়া
6. “Mahatma Gandhi Green Triangle”-এর উন্মােচন করা হলাে মাদাগাস্কারে
7. তামিলনাড়তে নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরির জন্য ১৫৮৮ কোটি টাকা বিনিয়ােগ করছে Samsung কোম্পানি
8. Asia One Magazine-47 U5ZPCR/CP Covid-19 Commitment Award পেলেন হরিয়ানার: মুখ্যমন্ত্রী মনােহর লাল খট্টার
9. এবছর ‘Sankara Award’ পেলেন : দাবা গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্ধ
10. হায়দ্রাবাদ Innovation, Incubation, and Acceleration Centre (IIAC) তৈরি করবে :ভারতীয় স্টেট ব্যাংক
11. ২০২২-২৩ সালের জন্য CII Southern Region-এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন: সুচিত্রা কে, ইল্লা
12. ভারতের 23 তম মহিলা গ্র্যান্ডমাস্টার কে ? অন্ধ্র প্রদেশের বাসিন্দা 19 বছর বয়সী প্রিয়াঙ্কা নুটাক্কি
13. লুকিয়ে চলে যাব মনিপুরের মুখ্যমন্ত্রী বর্তমানে কে? এন. বীরেন সিং
14. “পরম গঙ্গা” —- নামে সুপার কম্পিউটার টি সম্প্রতি কোন প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে? আই আই টি রুরুকি ।
15. দেশের প্রথম ড্রোন স্কুল কোথায় চালু হয়েছে? মধ্যপ্রদেশের গোয়ালিয়র
16.মাছের উৎপাদন বাড়াতে ওড়িশা সরকার সম্প্রতি কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ল : নাবার্ড
17. 2021-22 সালে “হিরো ISL এ কোন্ দল চ্যাম্পিয়ন হল — হায়দরাবাদ এফ সি ( কেরালা ব্লাস্টার্স দলকে 1-1 (3-1 পেনাল্টি শ্যুট – আউটে) ব্যবধানে হারিয়ে।
18. সাহিত্য একাডেমী সম্প্রতি কোন শহরে সাহিত্য উৎসব এর আয়োজন করেছে ? দিল্লি
19. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি চা শ্রমিকদের জন্য ” মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প ” এর ঘোষণা করল? ত্রিপুরা সরকার
20. 2041 ক্লাইমেট ফোর্স আন্টার্কটিকা অভিযানে , ভারতের প্রতিনিধি হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?
জাতীয় স্তরের শ্যুটার ও দিল্লির পরিবেশবিদ আরুশি ভার্মা
21. সম্প্রতি অবসর ঘোষণাকারী শান্তাকুমারন নায়ার শ্রীসন্ত কোন খেলার সঙ্গে যুক্ত ? ক্রিকেট
22. বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে কে সম্প্রতি 6টি যথা – 2000 2005 2009 2013 2017 ও 2022 বিভিন্ন বিশ্বকাপ খেলার নজির গড়লেন? ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ
23. কোভিড-১৯ টিকা খাতে ২০২১-২২ বাজেট বরাদ্দের পরিমাণ ৩৫,০০০ কোটি টাকা।
24.স্বাস্থ্য ও কল্যাণ খাতে ২০২১-২২ বাজেট বরাদ্দ—- ২,২৩,৮৪৬ কোটি টাকা যা ২০২০-২১ বাজেট বরাদ্দের পরিমাণ ৯৪,৪৫২ কোটি টাকার তুলনায় ১৩৭ শতাংশ বেশি।
করোনা – পশ্চিমবঙ্গ Latest Current Affairs 2022
25. এক সপ্তাহ করোনায় মৃত্যুহীন বাংলা, দৈনিক সংক্রমণ হার আরও কমে ফিরল স্বস্তি।
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৪৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ২৭৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৭। এদিন বাংলায় করোনা এদিন কোনও প্রাণ কাড়েনি। করোনায় এর আগে টানা কয়েকদিন মৃত্যুহীন ছিল। মাঝে প্রতিদিনই একজন-দুজন করে মৃত্যু হচ্ছিল। আবার স্বস্তি ফিরেছে। টানা ৭দিন করোনায় মৃত্যুহীন থেকেছে বাংলা|
26.নতুন কোচ নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ল্যান্স ক্লুজনারের জায়গায় নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থোরপে। খবর ক্রিকেটবিষয়ক সাইট ক্রিকবাজের।
27.এক টিকিটেই রেলের লোকসান ৪১২ টাকা!
একটি টিকিট বিক্রি করে সরকারের লোকসান হলো ৪১২ টাকা। রেলের টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া নতুন প্রতিষ্ঠান সহজ ডটকমের টিকিট বিক্রির তৃতীয় দিন সোমবার (২৮ মার্চ) এমন অনিয়ম দেখা গেছে।
31. সম্প্রতি প্রয়াত মোহাম্মদ রফিক তারার( 92 বছর) কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? পাকিস্তান
32. ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে :তামিলনাড়ু
33. ” More than just Surgery : Life Lessons Beyond the OT ” বইটির লেখক কে ? ভারতীয় ক্রিকেট অধিনায়ক গুন্ডাপ্পা রঙ্গনাথ বিশ্বনাথ
34. ভারতের বৃহত্তম ভগবান বুদ্ধের মূর্তি কোথায় তৈরি হতে চলেছে ? বোধগয়ায়।
35. “International Tennis Hall of Fame Open ” — এর অফিশিয়াল স্পনসর হল কোন কোম্পানি ইনফোসিস
36. বিশ্বের সর্বকনিষ্ঠ ও দ্রুততম মহিলা সাঁতারু হিসাবে পক প্রণালী অতিক্রম করে নজির গড়লেন মুম্বাইয়ের প্রতিবন্ধী সাঁতারু জিয়া রাই মাত্র 13 বছর 10 মাস বয়সে তালাইমান্নার (শ্রীলঙ্কা) থেকে ধনুষ্কোডি( তামিলনাডু )পর্যন্ত 29 কিলোমিটার দূরত্ব 13 ঘন্টা 10 মিনিটে অতিক্রম করেছেন তিনি । এর আগের নজির ছিল ভুলা চৌধুরী , 2004 সালে 13 ঘন্টা 52 মিনিট দূরত্ব অতিক্রম করেছিলেন।
37. আইসিসি মহিলাদের বিশ্বকাপের মঞ্চে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে অনবদ্য মাইলফলক স্থাপন করলেন বাংলার ঝুলন গোস্বামী এদিন চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে আউট করে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে প্রথম ও একমাত্র বোলার হিসেবে 250 উইকেটের মাইলফলক ফেললেন তিনি । সার্বিকভাবে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি উইকেট রয়েছে ঝুলনের ঝুলিতেই বিশ্বের আর কোন বোলার 200 এর ঘরে ঢুকতে পারেননি ।
38. পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন :ভগবন্ত মান Latest Current Affairs 2022
39. 2022 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা ঘোষিত হল পুরস্কারের ইতিহাসে প্রথমবার এই তালিকায় স্থান পেল লেখিকা গীতাঞ্জলিগীতাঞ্জলি শ্রীর অনুবাদিত উপন্যাস “Tomb of Sand ” । যা 13 টি বইয়ের দীর্ঘ তালিকায় রয়েছে। বইটি মূলত ” Ret Samadhi ” নামে প্রকাশিত হয়েছিল, যা ইংরেজি ভাষায় অনুবাদ করেন ডেইজি রকওয়েল
40. 2022 সালে 31 তম ” ডিজি বিড়লা আওয়ার্ড অফ সাইন্টিফিক রিসার্চ ” এর জন্য মনোনীত হলেন অধ্যাপক নারায়ন প্রধান ম্যাটেরিয়াল সায়েন্স এর ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি ।
Read More: WB Health Requirement 2022| Various posts of NHU and NUHM