Latest 50 Current Affairs | Daily Current Affairs 2022 | Upcoming Exam Syllabus Related

Latest 50 Current Affairs

Latest 50 Current Affairs | Daily Current Affairs 2022 | Upcoming Exam Syllabus Related:- In this Article Smart Knowledge is here to provide you with the most recent Latest 50 Current Affairs. Most of the highly ambitious participants are looking for secure Govt. jobs such as WBCS, RAIL, BANKING, LIC, CGL, CHSL, MTS, and CORPORATE SECTOR. they have to attain their PRELIMINARY in which Current Affairs plays an important role in the Examination.

Latest 50 Current Affairs

To think about those near and dear participants we are providing you with the Latest 50 Current Affairs. So, take a glance every day and you also can connect with us and our channel, we will assure you, You must be beneficial.

Hello Participants, welcome back to our channel Smart Knowledge. Today, Smart Knowledge is presented with a huge bunch of Latest 50 Current Affairs from the 15th Of May.

 

1. ইউক্রেনের দেখানো পথেই রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ড এবার যোগ দিতে চায় ন্যাটোতে।

  • দুমাসের বেশি সময় ধরে যুদ্ধে চালিয়েও ইউক্রেন দখল করতে পারেনি রাশিয়া৷ এবার ইউক্রেনের দেখানো পথেই রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ড এবার যোগ দিতে চায় ন্যাটোতে।
  • যদিও ন্যাটোতে যোগ দিয়ে চেয়ে এখনও অনুমতি পায়নি ইউক্রেন৷ তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করে আসছে ন্যাটো ও ন্যাটোভুক্ত দেশগুলি৷
  • এর আগেও রাশিয়ার আক্রমণের আশঙ্কার প্রকাশ করেছিল ফিনল্যান্ড।

2. ভারত গম রপ্তানি বন্ধ করায় বাংলাদেশে উদ্বেগ ,বিকল্প খুঁজছে ঢাকা।

  • ভারত গম রপ্তানি বন্ধ ঘোষণা করার পর বাংলাদেশের অর্থনীতিবিদ, আমদানিকারকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
  • এদিকে সরকার একের পর এক বৈঠক করছে বিকল্প উপায়ে কিভাবে গম আমদানি করা যায়।

 


 

3. পদত্যাগ করতে পারেন চিনের রাষ্ট্রপতি, দ্রুত ছড়াচ্ছে খবর।  (Latest 50 Current Affairs)

  • চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ‘সেরিব্রাল অ্যানিউরিজম’-এ ভুগছেন বলে দাবি করা হচ্ছে।
  • এবং দেশটির সোশ্যাল মিডিয়া গুঞ্জন ছড়িয়েছে যে এই কারণে নাকি চিনা প্রধানমন্ত্রী শীঘ্রই পদত্যাগ করতে পারেন।
  • তবে এও বলা হচ্ছে যে এসব রোগ বা কোনও অসুস্থতা নয়,
  • করোনার জেরে যে দেশে অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছিল মূলত তার জেরেই তাঁর উপর চাপ বেড়েছে,
  • তাই তিনি পদত্যাগ করতে পারেন।
  • সঙ্গে আরও অনেক আনুসঙ্গিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে।

4. ১৯৯১ সালের ভারতের অর্থনৈতিক অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কায়, মত দ্বীপরাষ্ট্রের বিরোধী সাংসদের।

  • শ্রীলঙ্কায় বিরোধী সামাগি জনা বালাওয়েগায়া (এসজেবি) দলের সাংসদ হার্শা ডি সিলভা বলেছেন যে দেশের পরিস্থিতি ভারতের ১৯৯১ সালের অর্থনৈতিক সংকটের মতো।
  • তিনি যোগ করেছেন যে, শ্রীলঙ্কা এই সঙ্কট থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে তখনই যখন কেবল এখানকার রাজনৈতিক দলগুলি একসাথে একজোট হয়ে দাঁড়াবে।
  • না এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা শক্ত।  (Latest 50 Current Affairs)

 


 

5. সংযুক্ত আরব আমিরশাহীর নয়া প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হল শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানকে।

  • শুক্রবারই প্রয়াত হন প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহয়ান।
  • আর শনিবার প্রেসিডেন্ট পদে নয়া নাম বেছে নেওয়া হল।
  • সম্পর্কে নয়া প্রেসিডেন্ট, খলিফা বিন জায়েদেক সৎ ভাই হন।

6. উত্তর কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় – বললেন কিম জং আন।

  • উত্তর কোরিয়া সেদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা স্বীকার করে নেবার দু’দিন পরই দেশটির নেতা কিম জং আন একে “দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়” হিসেবে বর্ণনা করেছেন।

7. ‘ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ পুতিন’, রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে বিস্ফোরক দাবি ইউক্রেনের
গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

  • ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি বলে জানি গিয়েছে।
  • গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
  • তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য কৌশল করা হচ্ছে বলে একটি রিপোর্ট দাবি করেছে ইউক্রেন।
  • উল্লেখ্য,রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল, যেখানে তিনি কম্বল পায়ে টেনে বসেন।
  • পাশপাশি আরও একটি ভিডিওতে দেখা যায়, এক প্রশাসনিক বৈঠকে তিনি শক্ত করে টেবিল ধরে বসে আছেন।  (Latest 50 Current Affairs)
  • স্বাভাবিকভাবেই এই খবরে উত্তাল রাজনৈতিক ক্ষেত্র।

8. মাঝ আকাশ থেকে সটান ফ্লাইওভারে নেমেই গাড়িতে ধাক্কা বিমানের, দেখুন সেই হাড়হিম করা ভিডিওটি
ব্যক্তিগত বিমানে দুর্ঘটনা ঘটেছে।

  • এয়ারক্র্যাফটে তিন জন যাত্রী ছিল।
  • কিন্তু হঠাৎই সেটি ওড়ার শক্তি হারিয়ে ফেলে।
  • শেষপর্যন্ত কোনও রকমে মিয়ামি হাইওয়ের একটি ফ্লাইওভারে অবতরণ করে।

9. বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে নেপালের লুম্বিনী যাবেন প্রধানমন্ত্রী মোদী,

  • দুই দেশের সম্পর্ক আরও শক্ত করাই লক্ষ্য
  • পবিত্র বুদ্ধজয়ন্তী উপলক্ষে মায়াদেবী মন্দিরে তিনি পূজার্চনায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী ছিলেন।
  • ভগবান বুদ্ধের পবিত্র এই জন্মস্থানে লক্ষ লক্ষ ভারতীয়ের মত শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত, বলেও জানিয়েছেন।

10. ৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি রেখে চির বিদায়ে অ্যান্ড্রিউ সাইমন্ডস,

  • গাড়ি দুর্ঘটনা কাড়ল জীবন
  • ৪৬ বছর বয়সী অ্যান্ড্রিউ সাইমন্ডসের মৃত্যুর পর তার ভক্তরা একেবারে ভেঙ্গে পড়েছেন,
  • একইসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট একটি টুইটের মাধ্যমে নিজের দুঃখ শেয়ার করেছেন

11. ক্রিকেট বেটিং-এ পাকিস্তান যোগ,

  • IPL 2019- নিয়ে দুটি অভিযোগ দায়ের করল সিবিআই
  • কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিযোগ করেছে,
  • যে অভিযুক্তরা এই উদ্দেশ্যে অজানা ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে যোগসাজেশে জাল পরিচয় ও জাল কেওয়াইসি নথি দিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিল।
  • অ্যাকাউন্টগুলিতেও জাল বিবরণ দেওয়া হয়েছিল।  (Latest 50 Current Affairs)

12. বাঁচিয়ে তুলেছিলেন গর্ভে মৃত শিশুকে! ভারতীয় নাগরিককে ‘সন্ত’ ঘোষণা ভ্যাটিক্যানের ।

  • এই প্রথম কোনও সাধারণ ভারতীয় নাগরিককে ‘সন্ত’ (Saint) হিসেবে ঘোষণা করল ভ্যাটিক্যান (Vatican)।
  • অষ্টাদশ শতকে দেবসহায়ম ওরফে লাজারাস খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন।
  • বাকি জীবন কাটিয়েছিলেন জাতপাতের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে।
  • অবশেষে রবিবার পোপ ফ্রান্সিস তাঁকেই ‘সন্ত’ ঘোষণা করলেন।

13. আরও চাপে পুতিন, খারকিভেও ইউক্রেনের জয়, সেনা সরাল রাশিয়া।

  • গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা (Russia-Ukraine War) শুরু করে রাশিয়া (Russia)।
  • পালটা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে প্রত্যাঘাত হানে ইউক্রেনীয় ফৌজ।
  • তখনই খবর ছড়িয়ে পড়ে যে যুদ্ধের প্রথমদিনই রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছেন এক ইউক্রেনীয় পাইলট।
  • শুরু থেকেই এভাবে টানা প্রত্যাঘাত চালিয়ে গিয়েছে কিয়েভের সেনা। এহেন পরিস্থিতিতে পুতিন যে চাপের মুখে রয়েছেন তা স্পষ্ট।
  • এই চাপ নিঃসন্দেহে আরও বাড়ল খারকিভের (Kharkiv) যুদ্ধেও ইউক্রেন জিতে যাওয়ায়।
  • ইতিমধ্যেই সেদেশের দ্বিতীয় বৃহত্তম শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া।

14. রুবল অ্যাকউন্ট খুলল আরও ১০টি ইউরোপীয় সংস্থা, তেলই তুরুপের তাস পুতিনেরপুতিনের।

  • রাশিয়ার (Russia) বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরু করেছে আমেরিকা ও ইউরোপ।
  • ইউক্রেন যুদ্ধে মস্কোকে বেকায়দায় ফেলতে জেলেনস্কি সরকারকে অস্ত্র দিচ্ছে ওয়াশিংটন ও ব্রাসেলস।
  • পালটা জীবাশ্ম জ্বালানিকে হাতিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এতে ফলও মিলতে শুরু করেছে।
  • এবার পুতিনের দাবি মেনে রুশ তেল কেনার জন্য একপ্রকার বাধ্য হয়ে গ্যাজপ্রম ব্যাংকে রুবল অ্যাকউন্ট খুলেছে দশটি ইউরোপীয় সংস্থা।  (Latest 50 Current Affairs)

15. চিনে (China) প্রবল নির্যাতিত সংখ্যালঘু উইঘুর মুসলিমরা। প্রতিবাদে দীর্ঘদিন ধরেই সরব আন্তর্জাতিক মহল।

  • যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে চিন। কিন্তু বারবারই বেজিংয়ের নানা আপত্তি উড়িয়ে প্রকাশ্যে এসেছে উইঘুরদের দুরবস্থার ছবি।
  • এবার ফের সংখ্যালঘুদের নির্যাতন সংক্রান্ত চিনের কিছু গোপন নথি ফাঁস হয়েছে।
  • সেই নথি থেকে জানা গিয়েছে, কীভাবে হাজার হাজার উইঘুরদের বন্দি করে রেখেছে চিন

16. দায়িত্ব নিয়েই মোদিকে ধন্যবাদ বিক্রমসিংহের, দিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার ডাক।

  • বৃহস্পতিবার শ্রীলঙ্কার (Sri Lanka) নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe)।
  • আর শপথ নিয়েই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ডাক দিলেন তিনি।
  • সেই সঙ্গে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)।

17. মহিলাদের ঋতুকালীন ছুটি (Menstrual leave) পাওয়া উচিত? উত্তর এখনও স্পষ্ট নয়।

  • এই নিয়ে বিতর্ক তোলেন মহিলারাই। পুরুষ-মহিলা বৈষম্যের প্রশ্ন ওঠে।
  • এখনও পর্যন্ত পৃথিবীর অল্প কয়েকটি দেশ এই ছুটি মঞ্জুর করেছে। এবার সেই পথে হাঁটতে চলেছে স্পেন (Spain)।
  • স্পেনের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিন দিনের ঋতুকালীন ছুটি মঞ্জুর করতে চলেছে স্পেন সরকার।  (Latest 50 Current Affairs)
  • আগামী সপ্তাহেই দেশটির কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ঐতিহাসিক ছুটি মঞ্জুর করতে পারে।
  • ঐতিহাসিক কারণ, এই প্রথম ইউরোপের কোনও দেশ ঋতুকালীন ছুটি মঞ্জুর করতে চলেছে।

18. সংসদের সূচনায় যুবরাজ চার্লস, তবে কি সিংহাসন ছাড়ছেন রানি এলিজাবেথ?

  • দীর্ঘ সত্তর বছর ধরে ব্রিটেনের রানির দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
  • কিন্তু চলতি বছরের পার্লামেন্টের অধিবেশনের সূচনায় অনুপস্থিত রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)।
  • রাজ প্রতিনিধি হিসাবে অধিবেশন শুরু করার ভাষণ দিলেন সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ চার্লস।
  • বাকিংহাম প্যালেস সূত্রে জানান হয়েছে, চলাফেরা করতে অসুবিধা থাকার কারণে এই অনুষ্ঠানটি এড়িয়ে গিয়েছেন রানি এলিজাবেথ।
  • তবে ঠিক কী সমস্যা হয়েছে রানির, তা নিয়ে কিছু বলেনি রাজপরিবার।
  • এই ঘটনার ফলেই এবার জল্পনা শুরু হয়েছে, তবে কি শারীরিক অসুস্থতার কারণে এবার সিংহাসনের দায়িত্ব ছেড়ে দেবেন এলিজাবেথ?
  • বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা রাজপরিবারের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

19. ইরানে হঠাৎ রুটির গায়ে আগুন।  (Latest 50 Current Affairs)

  • বাজারে রুটির দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে দোকানে আগুন লাগিয়ে দিয়েছেন খদ্দেররা।
  • এ ঘটনায় ২২ জনকে আটক করেছে পুলিশ।
  • গম আমদানিতে ভর্তুকি কমিয়ে দিয়েছে সরকার। এ কারণেই আটার দাম বেড়ে গেছে। আগের থেকে ৩০০ শতাংশ বেশি।
  • ইরানিদের প্রধান খাদ্য আটার রুটি। সেই আটাতেই মূল্যবৃদ্ধি!
  • রুখে দাঁড়িয়েছে জনগণও।
  • সরকারের এই হঠাৎ ‘পেটে লাথির’ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শুক্রবার তেহরানসহ বেশ কয়েকটি শহরের দোকানে দোকানে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।
  • খবর ইরানি বার্তা সংস্থা ইরনার।

20. ফিলিস্তিনের সাধারণ জনগণ ১৫ মে পালন করছে ৭৪তম নাকবা দিবস।

  • ১৯৪৮ সালের পর থেকে প্রতিবছর এদিনটিকে স্মরণ করেন ফিলিস্তিনিরা।

21. ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং এর সরকার রোববার ঘোষণা দিয়েছে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চায়।

  • এর মাধ্যমে ইউক্রেন উত্তেজনার মধ্যে ৩০ সদস্যের সামরিক জোট ন্যাটোর পরিধি বাড়ার পথ খুলে গেল।

22. চলতি বছরের শেষ দিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটতে পারে বলে জানিয়েছে ইউক্রেন।

  • একইসঙ্গে আগামী অক্টোবরে মাঝামাঝি সময়ে এই যুদ্ধ একটি একটি টার্নিং পয়েন্টে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ

23. ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, ৬০ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার টাকার ব্যয়ে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করবে বাংলাদেশ সরকার।

  • এ লক্ষ্যে সরকার একটি ডিপিপি প্রস্তুত করেছে।
  • রোববার (১৫ মে) মেরুল বাড্ডায় বুদ্ধ পূর্ণিমা ২০২২ উপলক্ষে ‘বুদ্ধ পূর্ণিমার আলোকে শান্তি, সম্প্রীতি ও মানবতা’ শীর্ষক আলোচনা সভা এ কথা জানান তিনি।
  • বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ আলোচনা সভার আয়োজন করে।

24. কাজ চলবে খড়্গপুরে – বাতিল পুরী, চেন্নাই, যশবন্তপুর, হায়দরাবাদের ২৪ টি ট্রেন

  • Trains Cancelled in West Bengal: হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস,  (Latest 50 Current Affairs)
  • হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস,
  • শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেসের মতো একাধিক এক্সপ্রেস এবং মেমু ট্রেন বাতিল থাকবে।

25.  কষা শুরু হল নয়া অঙ্ক, কোন পথে কোন দল যেতে পারে প্লে অফে?

  •  IPL 2022-এ এখনও পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলা হয়েছে এবং এখনও শুধুমাত্র একটি দল (গুজারট টাইনান্স) এর পাশে Q (প্লে অফে যোগ্যতা অর্জন করেছে) লেখা আছে।
  • গতকাল সুপার সানডে-র দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে।
  • এর ফলে গুজরাট টাইটান্সের পরে দ্বিতীয় দল হিসেবে এখনও প্লে অফে পাকাপাকি ভাবে নাম লেখাতে পারেনি লখনউ।

26. পরীক্ষার্থীদের দাবি মেনে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি ২ বিশ্ববিদ্যালয়ের।

  • স্নাতকের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইনে হবে।
  • কল্যাণীর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিজ্ঞপ্তি জারি করে কলেজের স্নাতকের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা ঘোষণা করেছে।

27. ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে প্রথমবার থমাস কাপ জিতেছে ভারত।

  • পরে পোডিয়ামে ভারতীয় দলের হাতে পদক, স্মারক এবং থমাস কাপ তুলে দেওয়া হয়।
  • কিছুক্ষণ পর আসে সেই বিশেষ মুহূর্ত।
  • শুরু হয় ‘জন গণ মন’।  (Latest 50 Current Affairs)

28. চন্দ্রমুখী বলে যাকে ঘরে তুললেন তা কি হেমাঙ্গিনী? আলু চিনবেন কীভাবে?

  • তারকেশ্বরের মির্জাপুরে এই আলুর চাষ বেশি হচ্ছে। এটির বীজ পঞ্জাবের জলন্ধর থেকে আসে।
  • এটি মিশ্র প্রজাতির আলু। বর্ধমানেও এই আলুর চাষ হচ্ছে।
  • মূলত ফলন ভালো হওয়ার জন্য অনেকেই এই আলুর দিতে ঝুঁকছেন।
  • এদিকে বিঘা প্রতি ৯০ থেকে ১০০ প্যাকেট পর্যন্ত ফলন হয় এই আলুর।

29. এপ্রিলে দেশে কর্মসংস্থানে রেকর্ড বৃদ্ধি, কাজ পেয়েছেন ৮৮ লক্ষ মানুষ।

  • খারাপ সময়ে কিছুটা হলেও ভাল খবর দিল মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (Centre for Monitoring Indian Economy) সাম্প্রতিক পরিসংখ্যান।
  • তাদের রিপোর্ট বলছে, এপ্রিল মাসে সারা দেশে কাজ পেয়েছেন প্রায় ৮৮ লক্ষ মানুষ।
  • যদিও চাহিদার তুলনায় তা কম বলেই উল্লেখ করা হয়েছে সিএমআইই-র (CMIE) রিপোর্ট।

30. এবার ডিগ্রি কোর্সে বেদও! জাতীয় শিক্ষা নীতির আওতায় বৈদিক বোর্ড গঠনে উদ্যোগী কেন্দ্র।

  • বেশ কিছুদিন ধরেই বিরোধীরা অভিযোগ তুলছেন, সিলেবাস বদলে শিক্ষার গৈরিকীকরণ শুরু করছে মোদি সরকার।
  • এবার সরাসরি বৈদিক শিক্ষার প্রচার ও প্রসারে উদ্যোগী হল কেন্দ্র। জাতীয় শিক্ষা নীতির আওতাতেই এই উদ্যোগ।
  • এর জন্য বেদ-ভিত্তিক শিক্ষা বোর্ড (Veda-based Education Board) গঠন করতে চলেছে শিক্ষা মন্ত্রক।

31. মূল্যবৃদ্ধির জের, উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস ভরতে পারেননি ৯০ লক্ষ গ্রাহকই।

  • ফ্যাকাশে মোদি সরকারের উজ্জ্বলা যোজনা!
  • ঢাকঢোল পিটিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাসের (LPG Connection) সংযোগ দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার।
  • অথচ গত আর্থিক বর্ষে এই প্রকল্পের বহু গ্রাহকই গ্যাস সিলিন্ডার (Gas cylinder) রিফিল করতে পারেননি।
  • অনেকে আবার গত বছরে মাত্র একবার সিলিন্ডার রিফিল করতে পেরেছিলেন।
  • কারণ, ক্রমশ ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম।  (Latest 50 Current Affairs)

32. সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস ছিলই। সেই আশঙ্কা সত্যি করে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত অসম (Assam)।

  • প্রবল বৃষ্টিতে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ তিন জনের।
  • ডিমা হাসাও জেলায় বৃষ্টির কারণে ধস নেমে এই বিপত্তি হয়েছে।
  • ছয়টি জেলার প্রায় পঁচিশ হাজার মানুষ আটকে পড়েছেন।
  • ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দু’ হাজার হেক্টর চাষজমি। সেনা এবং আধা সামরিক বাহিনীর সাহায্যে আটকে থাকা মানুষকে উদ্ধারের কাজ চলছে।
  • আধিকারিকদের মতে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে।

33. দক্ষিণ কোরিয়া, চিনের মতো দেশগুলি যেখানে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে,

  • সেখানে ভারতের দৈনিক পরিসংখ্যান ফের নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে।
  • গত কয়েকদিন ধরেই দেশের সার্বিক করোনা গ্রাফ নিম্নমুখী।
  • ব্যতিক্রম হয়নি রবিবারও। তবে, এরাজ্যের কোভিডগ্রাফ সামান্য উদ্বেগ বাড়িয়েছে।
  • শনিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী বাংলায় একদিনে করোনার কবলে পড়েছেন ৫৭ জন।
  • যা আগের দিনের থেকে খানিকটা হলেও বেশি।
  • বাংলায় পজিটিভিটি রেট বেড়ে ০.৬৯ শতাংশে দাঁড়িয়েছে।
  • তবে মৃতের সংখ্যা গতকালও ছিল শূন্য।  (Latest 50 Current Affairs)

34. তীব্র দাবদহে পুড়ছে দিল্লি (Delhi)। শুক্রবার নজফগড়ের তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস।

  • আবহাওয়া দপ্তরের বক্তব্য, আপাতত এই পরিস্থতির পরিবর্তন হবে না।
  • মৌসম ভবন জানিয়েছে, রাজধানীর তাপমাত্রার পারদ এখন ৪৬, এমনকী ৪৭ ডিগ্রিও ছুঁতে পারে।
  • অন্যদিকে গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশপাশে থাকবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
  • এই পরিস্থিতিতে বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে। রাজধানীতে জারি হয়েছে কমলা সতর্কতা।

35. ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা, নাম ঘোষণার পরই প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল।

  • নিঃশব্দ বিপ্লব ঘটে গেল ত্রিপুরায় (Tripura)!
  • বিপ্লব দেবের (Biplab Dev) ইস্তফার পর সে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন ডা. মানিক সাহা।
  • শনিবার বিকেলের পরিষদীয় বৈঠকে সমস্ত জল্পনা উড়িয়ে ত্রিপুরার রাজ্যসভার সাংসদের নামেই সিলমোহর দিল বিজেপি নেতৃত্ব।

36. স্ত্রীর বানানো খাবারের স্বাদ ভাল লাগেনি স্বামীর।

  • তরকারিতে নাকি অতিরিক্ত নুন (Salt) হয়ে গিয়েছিল।
  • রান্না খারাপ করার শাস্তি হিসেবে স্ত্রীর উপর নারকীয় অত্যাচার চালাল স্বামী।
  • স্ত্রীর মাথা মুড়িয়ে দেয় সে। এমনকী, লাঠি দিয়ে ওই মহিলাকে বেধরক মারধরও করা হয়।
  • গুজরাটে (Gujarat) আহমেদাবাদে ঘটনাটি ঘটেছিল ৮ মে।
  • কিন্তু স্বামীর অত্যাচারের ভয়ে মুখে কুলুপ এঁটেছিলেন স্ত্রী।
  • অবশেষে ভয় কাটিয়ে বুধবার পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

37. ক্রমবর্ধমান জ্বালানি খরচ এবং বৈশ্বিক উপাদানের ঘাটতির মতো একাধিক কারণের দ্বারা প্রভাবিত হচ্ছে ভারতীয় এসি মার্কেট।

  • ফলে দাম বাড়ছে হু হু করে।
  • নির্মাতারাবলেছে যে গ্রাহকদের ন্যূনতম তিন থেকে চার শতাংশ বেশি টাকা দিয়ে এবার এসি কিনতে হবে।
  • মানুষের এই বোঝা বহন করা ছাড়া আর কোনও বিকল্প নেই।
  • পরের মাসে এসি-তে দাম বাড়বে বলে জানা গিয়েছে।  (Latest 50 Current Affairs)

38. ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দুটি জেলায় লাল সতর্কতা

  • এবং অন্য ছয়টি জেলায় কমলা সতর্কতা জারি করার পরেও কেরালাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে
  • কারণ রবিবার রাজ্যের অনেক এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে।

39. দেশে গমের রেকর্ড ফলন হওয়া সত্ত্বেও আচমকাই বিদেশে গম রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার।  (Latest 50 Current Affairs)

  • ওই সিদ্ধান্তে আখেরে গম চাষিদের ক্ষতি হল বলে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

40. থমাস কাপ জয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা গাভাসকরের, বসালেন নিজেদের আসনে
ইতিহাস তৈরি করল ভারতীয় ব্য়াডমিন্টন দল (Indian badminton team)।

  • থমাস কাপে (Thomas cup 2022) ইতিহাসে প্রথমবার সোনা জিতল ভারত।
  • শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় দল।
  • ভারতীয় দলের জয়ের ভূয়সী প্রশংসা করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

41. নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ (SLST) প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

  • শিক্ষক নিয়োগের নম্বর বিভাজন প্রকাশ করার নির্দেশ।
  • প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা, নম্বর-সহ প্রকাশ করতে হবে।
  • ২১ শে মের মধ্যে নম্বর বিভাজন প্রকাশের নির্দেশ।
  • বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Judge Abhijit Ganguly)।

42. ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে ১৫ মে ২০২২ দিনটি।

  • রবিবার থাইল্যান্ডে ইতিহাস তৈরি করল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল।
  • ঐতিহ্যশালী থমাস কাপে জয়ের ধ্বজা ওড়ালেন কিদামি শ্রীকান্থ-লক্ষ্য সেন’রা।
  • টুর্নামেন্টের সফলতম দল ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৭৩ বছরের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বার থমাস কাপে সোনা জিতল ভারত।

43. টসে জিতে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারল না চেন্নাই সুপার কিংস।

  • নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয় মাত্র ১৩৩ রান স্কোর কার্ডে তুলতে সক্ষম হল চেন্নাই।
  • সিএসকের হয়ে ঋতুরাজ গায়োকোয়াড়
  • এবং এন জগদীশন ছাড়া কোনও ব্যাটসম্যান ভাল পারফর্ম করতে পারেননি।

44. শনিবার হঠাৎ করেই আইপিএল থেকে অবসর ঘোষণা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আলোড়ন তৈরি করেন চেন্নাই সুপার কিংসের অন্যতম সদস্য অম্বতি রায়ডু।

  • তাঁর অবসর ঘোষণা ততটাও আলোড়িত করেনি যতটা করেছে তাঁর ১৫ মিনিটের মধ্যে সেই অবসরের টুইট ডিলিট করে দেওয়া।
  • পরে পরিস্থিতি সামাল দিতে সিএসকে-র মুখ্য আধিকারিক কাশী বিশ্বনাথন জানান, রায়ডু অবসর নিচ্ছেন না এবং তাঁদের সঙ্গেই থাকছে।
  • এই বিষয় নিয়ে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।

45. ঘোষণা হয়ে গেল পরবর্তী ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর (Academy Awards) দিন ও তারিখ।

  • ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার (95th Oscars)।

46. দেশে গমের চাহিদা থাকলেও উৎপাদন নেই। এই কারণেই রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছিল।

  • রুশ ইউক্রেন যুদ্ধের পরেই বিদেশের বাজারে ভারতীয় গমের চাহিদা প্রচন্ড বেড়েছে।
  • এপ্রিলের তুলনায় গমের দামের সঙ্গে পাল্লা দিয়েই বেড়েছিল আটার দাম।
  • দেশে মজুত গমের পরিমাণ ক্রমশ কমে আসছে বলেই জানা গিয়েছিল।
  • এদিকে রবিবার পাঞ্জাব এবং হরিয়ানা সরকার মিশ্র ভাবে জানিয়েছে গম উৎপাদন এবং সংগ্রহ এই দুই রাজ্যেই অব্যাহত থাকবে।
  • এবং গমের বাজার খোলা থাকবে ৩১শে মে পর্যন্ত।

47. তামিলনাড়ুর খনি ধসে আটক কমপক্ষে ৪, উদ্ধার ২ শ্রমিক

  • ৩০০ফুট গভীর খনি থেকে চার শ্রমিককে উদ্ধার করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে NDRF এর বিশেষ দল। (Latest 50 Current Affairs)

48. কেরালা জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা,

  • প্রশাসনের তরফে খোলা হল কন্ট্রোল রুম আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে কেরলে বর্ষা ঢুকছে এ মাসের ২৭ তারিখ।

49. কিয়েভে ফিরতে চলেছে ভারতীয় দূতাবাস,

  • জারি নির্দেশিকা ১৭ মে থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকেই দূতাবাসের সকল কাজকর্ম পরিচালনা করা হবে।

50. দহনে পুড়ছে দিল্লি। তাপপ্রবাহে নাজেহাল অবস্থা।

  • রেকর্ড গরমে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা।
  • রবিবার হরিয়ানা সীমানা লাগোয়া মুঙ্গেশপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস।
  • গুরগাঁওয়ে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
  • ১৯৬৬ সালের মে মাসের পর এই বছরই এমন রেকর্ড গরমের সাক্ষী হল দিল্লি।
  • রাজধানীতে দাবদাহের অন্যতম বড় কারণ বৃষ্টির ঘাটতি বলে মনে করা হচ্ছে।  (Latest 50 Current Affairs)
  • হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
  • হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে চলবে দহনজ্বালা।
  • বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Read More:- Mineral Resources and Fossils | WBCS Preliminary Exam 2022 and Other Competitive Exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles