Langya Henipa Virus News | নিপা ভাইরাসের মতোই এই হেনিপাভাইরাস (Langya Henipa virus) বাদুরের থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে

Langya Henipa Virus News

Langya Henipa Virus News | নিপা ভাইরাসের মতোই এই হেনিপাভাইরাস (Langya Henipa virus) বাদুরের থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে: Langya Henipa virus is now dragging the attention of the experts as 35 people are found to be infected with this Virus in China. Authorities said the patients did not have close contact with each other or common exposure history, suggesting that human infections might be sporadic.  Taiwan’s Centers for Disease Control (CDC) are currently establishing a nucleic acid testing method to identify and check the spread of the virus.

Langya Henipa Virus News:

Langya Henipavirus: What Is This New Zoonotic Virus Outbreak That Has  Infected 35 People in China So Far?

বিশ্বজুড়ে এখনও কমেনি করোনা ভাইরাসের দাপট।

  • তারই মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। এবার দোসর হিসেবে মাথাচাড়া দিল আরও এক নয়া ভাইরাস।
  • যা সর্বপ্রথম থাবা বসিয়েছে চিনে বলে খবর। এই ল্যাঙ্গিয়া হেনিপাভাইরাসে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ জন।

Source Of this Virus

চিনের হেনান এবং শানডং প্রদেশের বাসিন্দাদের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। পশুর দেহ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় ভাইরাসটি।

  • তাইওয়ান সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (CDC) তরফে জানানো হয়েছে,
  • চিনের দুই প্রদেশে মোট ৩৫ জন ল্যাঙ্গিয়া হেনিপাভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।
  • যাঁদের মধ্যে ২৬ জনই শুধুমাত্র ল্যাঙ্গিয়ায় সংক্রমিত। অর্থাৎ তাঁদের শরীরে এই ভাইরাসের উপসর্গও লক্ষ্য করা গিয়েছে।

Which Animal Is Spreading?

Explained What Is Langya Henipavirus Symptoms Causes Precautions All About  Zoonotic Virus Outbreak China

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিপা ভাইরাসের মতোই এই হেনিপাভাইরাস (Langya Henipa virus) বাদুরের থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

  • এশিয়া এবং অস্ট্রেলিয়ায় এর প্রভাব বেশি পড়তে পারে।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, খাবার, পানীয় জল কিংবা পরিবেশের মাধ্যমে অন্য প্রাণীর থেকে মানুষের দেহে ছড়াতে পারে এই হেনিপাভাইরাস।  (Langya Henipa Virus News)

What are the Symptoms?

এর উপসর্গ কী?

  • গবেষকরা জানাচ্ছেন, এই সংক্রমণের ক্ষেত্রে রোগীর শরীরে জ্বর, ক্লান্তি, সর্দি-কাশি, খিদে না পাওয়া, পেশীতে ব্যথা এবং বমি বমি ভাব দেখা দিতে পারে।  (Langya Henipa Virus News)
  • আরও চিন্তার বিষয় হল, এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও ভ্যাকসিন তৈরি হয়নি। এই রোগের কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিও নেই।
  • শারীরিক সমস্যা দূর করতে স্বাভাবিক যে চিকিৎসা করা হয়, সেভাবেই আপাতত রোগীদের শুশ্রুষা করা হচ্ছে।

Consolation Message From The Doctors

তবে এখনই আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

  • কারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কার্যত নেই বললেই চলে। আসলে ক্রমাগত একের পর এক ভাইরাসের দাপটে উদ্বিগ্ন হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
  • সেই কারণেই প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Read More:- Asia Cup 2022 Big Changes | এশিয়া কাপে বিরাট প্রত্যাবর্তন! কোহলি প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তান ম্যাচেই গড়তে চলেছেন অনন্য নজির

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles