Jagdeep Dhankhar Elected Vice President | ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনকড়

Jagdeep Dhankhar Elected Vice President

Jagdeep Dhankhar Elected Vice President | ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনকড়: Jagdeep Dhankhar, The NDA candidate was declared vice-president of India on Saturday after he won by 346 votes in the elections against opposition candidate Margaret Alva. He scored 528 votes out of a total of 725 votes cast while 15 were termed invalid. Alva secured 182 votes in the election. Lok Sabha general secretary Utpal K Singh made the announcement, saying, “Out of 780 electors comprising elected and nominated members of the Rajya Sabha and elected members of Lok Sabha, 725 electors cast their vote. The total voter turnout was 92.94 percent.” Prime Minister Narendra Modi is on his way to congratulate Dhankhar on his win in the elections.

 

Jagdeep Dhankhar Elected Vice President: ভারতের উপ-রাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়:

Jagdeep Dhankhar elected 14th Vice President of India - Rediff.com India  News

ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) মনোনীত প্রার্থী জগদীপ ধনকড়।

  • এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে দিলেন তিনি।
  • আগামী ১১ আগস্ট উপ-রাষ্ট্রপতি পদে শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল।

Elected Vice President

Jagdeep Dhankhar Elected India's 14th Vice President; Defeats Margaret Alva  By Landslide

প্রার্থী হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল এনডিএ।

  • জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে ও শিব সেনার শিণ্ডে শিবির সমর্থন করেছিল তাকে।
  • সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
  • অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ২৬ শতাংশ ভোট।
  • আগের উপ-রাষ্ট্রপতি ভোটে তৎকালীন বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট।
  • সে তুলনায় এবার বিরোধী শিবিরের প্রাপ্ত ভোট অনেকটাই কমেছে।

Two Opponent Candidates

সংসদের দুই কক্ষের মোট ৭২৫ জন সদস্য গোপন ব্যালটে ভোট দিয়েছেন। জগদীপ ধনকড়ের পক্ষে গিয়েছে ৫২৮ ভোট। অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছেন মাত্র ১৮২ ভোট। ধনকড়ের এই জয় অবশ্য প্রত্যাশিতই ছিল। বিজেপি একার জোরেই ধনকড়কে জিতিয়ে আনার মতো পরিস্থিতিতে ছিল। তার সঙ্গে অনেকগুলি দলের সমর্থন তিনি পেয়েছেন।

  • কংগ্রেস, এনসিপি, ডিএমকে আরজেডি, আপ, মিম, টিআরএস ও জেএমএমকে পাশে পেয়েছেন রাজস্থানের সাবেক রাজ্যপাল আলভা।
  • তৃণমূল কংগ্রেস শেষপর্যন্ত ভোটদান থেকে বিরতই থেকেছে। লোকসভার ২১ ও রাজ্যসভার ১৬ সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনও ভূমিকা নেননি।
  • যদিও দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোট দিয়েছেন অধিকারী পরিবারের দুই সদস্য।

বিপুল ভোটে জয়ী হয়ে ভারতে উপরাষ্ট্রপতি হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়

ভারতের উপরাষ্ট্রপতি হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড় । বিপুল ভোটে জয়ী হয়ে ভারতে উপরাষ্ট্রপতি হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়।

  • যদিও এটা ছিল নিয়মরক্ষা নির্বাচন। এবারে ভারতে উপ-রাষ্ট্রপতি পদে বিজেপি জোটের প্রার্থী ছিলেন জগদীপ ধনকড় এবং কংগ্রেসসহ বিরোধীদের প্রার্থী ছিলেন মার্গারেট আলভা। তাকেই ৩৪৬ ভোটে হারিয়ে দিলেন ধনকড়।
  • ২০১৯ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন জগদীপ ধনকড়। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে থাকাকালীন মমতা দলের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন একাধিকবার।
  • চলতি বছরের ১৬ জুলাই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন জগদীপ ধনকড়। সেদিনই উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
  • এরপরই বিরোধীরা মুম্বাইয়ে শরদ পাওয়ার বাড়িতে বৈঠক বসে। সেই বৈঠকেই ঐক্যমতের ভিত্তিতে বিরোধী প্রার্থী হিসেবে প্রবীণ কংগ্রেস নেত্রী মার্গারেট আলভার নাম চূড়ান্ত করে।
  • কিন্তু ২১ জুলাইয় কলকাতায় কালীঘাটে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সেই বৈঠকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা না করেই বিরোধীরা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করেছে। তাই বিরোধী প্রার্থী হিসেবে মার্গারেট আলভাকে ভোট দেবেনা।
  • পাশাপাশি ধনকড়কে ভোট দেওয়ার কোনও প্রশ্নই নেই। ফলে ভোট বয়কট করছেন তারা।
  • ফলে ভারতের উপরাষ্ট্রপতি ভোট ঘিরে প্রথম থেকেই বিরোধীদের মধ্যে ছন্নছাড়া অবস্থান লক্ষ্য করা গিয়েছিল।

Read More:- Daily Latest Current Affairs (5th August) | Most Important and Selective Information For Upcoming Exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles