IRCTC Ticket Booking Rules | ৫ বছরের কম শিশুদেরও লাগবে পুরো ভাড়া! IRCTC-র টিকিট কাটার নিয়মে বড় বদল

IRCTC Ticket Booking Rules

IRCTC Ticket Booking Rules | ৫ বছরের কম শিশুদেরও লাগবে পুরো ভাড়া! IRCTC-র টিকিট কাটার নিয়মে বড় বদল: ৫ বছরের কম শিশুদেরও লাগবে পুরো ভাড়া। এক থেকে পাঁচ বছরের শিশুদের টিকিট কাটার নিয়মে পরিবর্তন আনল IRCTC। এমন খবরই শোনা যাচ্ছে। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এটি নাকি IRCTC-র সাইটে আপডেট করে দেওয়া হয়েছে। যেখানে এবার থেকে এক থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যের যাত্রার পরিষেবা পেতে গেলে ‘বেবি বার্থ’-সহ আসন নির্বাচন করতে হবে।

IRCTC Ticket Booking Rules: IRCTC-র টিকিট কাটার নিয়মে বড় বদল

IRCTC Rule Update: Rules changed for online booking, email and mobile  verification now mandatory

রিজার্ভেশন কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার দিন অতীত। সময় বাঁচাতে বর্তমানে অনেকেই অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করে থাকেন।

  • দিন দিন বাড়ছে সেই সংখ্যা। আর তাই IRCTC আগামী দিনে আরও নতুন ফিচারস যুক্ত করতে চলেছে নিজেদের ওয়েবসাইটে।
  • এর আগে ৫ থেকে ১১ বছরের নাবালক-নাবালিকাদের টিকিট লাগত। আর এক্ষেত্রে ফুল বার্থ বুক করলে পুরনো টাকা দিতে হয়।
  • তা না লাগলে হাফ টিকিটও কাটা যায়।

ভারতীয় রেলের জারি করা ১২ নম্বর সার্কুলার

IRCTC releases new train ticket booking rules: All you need to know | India  News | Zee News

৫ বছরের কম বয়সের বাচ্চাদের ট্রেনে যাওয়ার জন্য রিজার্ভেশনের প্রয়োজন নেই এবং বিনামূল্যে টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করতে পারবে,

  • ৬ মার্চ ২০২০ সালে ভারতীয় রেলের জারি করা ১২ নম্বর সার্কুলার অনুযায়ী।
  • এতদিন ভারতীয় রেলে শিশুদের জন্য আলাদা আসনের বন্দোবস্ত ছিল না।
  • কিন্তু সম্প্রতি তা শুরু হয় লখনউ মেলে। নাম দেওয়া হয় ‘বেবি বার্থ’।

IRCTC-র যাত্রী সংরক্ষণ ব্যবস্থা

Indian Railways Introduces New Rules for Booking Train Tickets Online: All  You Need to Know

ফলে এবার নাকি IRCTC-র যাত্রী সংরক্ষণ ব্যবস্থায় এক থেকে চার বছরের শিশুদের নাম পূরণ করার পরে শিশু বার্থ না নেওয়ার কোনও বিকল্প রাখা হচ্ছে না।

  • তাই যে যাত্রীরা টিকিট বুক করতে ইচ্ছুক, তাঁদের ট্রেনের টিকিটে সম্পূর্ণ ছাড় পেতে শিশুর আসন-সহ ট্রেনের বার্থ বুক করতে হবে।

এক বছর বয়স পর্যন্ত শিশুদের যাত্রা বিনামূল্যে

এক থেকে চার বছরের শিশুদের জন্য হয় ‘বেবি বার্থ’ বুক করতে হবে, তাহলে পুরো খরচ দিতে হবে।

  • পাঁচ থেকে এগারো বছরের নাবালক-নাবালিকাদের পুরো বার্থ লাগলে পুরো টাকা দিতে হবে। নাহলে হাফ টিকিটের বন্দোবস্ত থাকছে।
  • ১২ বছরের বেশিদের পুরো টাকা দিয়েই টিকিট কাটতে হবে।

Read More:- Hooghly District Details Description | Know Your District Completely | Daily GK Update For Competitive Exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles