Indian History MCQ 2022 | Indian National Movement For WBCS Preliminary Exam

Indian History MCQ 2022

Indian History MCQ 2022: Today in this Article Smart Knowledge is here to provide you with a bunch of History Questions – Answers which are the best selective for the upcoming WBCS Preliminary Exam and other Competitive Exams. This section is selected from Indian History MCQ 2022

Indian History MCQ 2022: 

WBCS PRELIMINARY Exam contains 200 marks from 8 Subjects ( each subject carries 25 marks ). Among these 8 Subjects, there is 2 subject topic from History. One is Ancient History (25 marks) and Modern History (25 marks).To think about my dear WBCS Aspirants we are posting Modern Historical Study stuff so that all of you can proceed with your preparation.


১৮১৫–১৮৪৮ সালের বিপ্লব

1848 - The Year of (Failed) Revolutions I GLORY & DEFEAT - YouTube

1. ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উঃ ১৮১৪ খ্রীষ্টাব্দের ১লা মার্চ।

2. ‘ইউট্রেক্টের সন্ধি’ কবে সাক্ষরিত হয়?

উঃ ১৭১৩ খ্রীষ্টাব্দে।

3. ইউরোপের ইতিহাসে কোন সময়কাল মেটারনিখের যুগ নামে পরিচিত?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে থেকে ১৮৪৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত।

4. কে কবে ‘কার্লসবার্গ ডিগ্রি’ জারি করেন?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে মেটারনিখ।

5. কবে ‘কনসার্ট অব ইউরোপ’ গঠিত হয়?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে।

6. কবে মেটারনিখতন্ত্রের অবসান ঘটে?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে।

7. কবে গ্রেট কলম্বিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে।  (Indian History MCQ 2022)

8. মনরো নীতি কবে ঘোষিত হয়?

উঃ ১৮২৩ খ্রীষ্টাব্দের ২রা ডিসেম্বর।

9. কে, কবে ‘হেটাইরিয়া ফিলিকে’ বা ‘বান্ধবসভা’ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৪ খ্রীষ্টাব্দে স্কুপাস নামে জনৈক গ্রীক ব্যবসায়ী।

10. ‘আড্রিয়ানোপলের সন্ধি’ কবে স্বাক্ষরিত হয়?

উঃ ১৮২৯ খ্রীষ্টাব্দে।

11. আড্রিয়ানোপলের সন্ধির গুরুত্ব কী?

উঃ রাশিয়া পরাজিত তুরস্কের উপর এই সন্ধি চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা রুশ রক্ষণাধীনে গ্রীস স্বাধীনতা পায়, ওয়ালেশিয়া ও মোলডাভিয়া রাশিয়ার নিয়ন্ত্রাধীনে স্বায়ত্তশাসন লাভ করে। রাশিয়া বেশ কিছু বাণিজ্যিক সুবিধা পায় এবং সমগ্র দানিয়ুব উপত্যকা রুশ আশ্রিত রাজ্যে পরিণত হয়।

12. ‘লন্ডনের সন্ধি’ কবে স্বাক্ষরিত হয়?

উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে।

13. অষ্টাদশ লুই কবে মারা যান?

উঃ ১৮২৪ খ্রীষ্টাব্দে।

14. অষ্টাদশ লুই-এর পরে কে সিংহাসনে বসেন?

উঃ ডিউক অব আর্টয়েস তথা উগ্র-রাজতন্ত্রী দলের নেতা দশম চার্লস।

15. জুলাই বিপ্লব কবে হয়?

উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের জুলাই মাসে।

16. ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে।

17. ‘সেডানের যুদ্ধ’ কবে হয়?

উঃ ১৮৭০ খ্রীষ্টাব্দে।

18. ‘স্যাডোয়ার যুদ্ধ’ কবে হয়?

উঃ ১৮৬৬ খ্রীষ্টাব্দে।

19. ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান চারটি শক্তির নাম লেখ।

উঃ অষ্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যাণ্ড।  (Indian History MCQ 2022)

20. ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান চার ব্যক্তির নাম লেখ।

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজাণ্ডার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসাল্‌রি এবং ফ্রান্সের প্রতিনিধি ত্যালিরাঁ।

21. ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রক কে ছিলেন?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ।

22. ভিয়েনা কংগ্রেসের তিনটি নীতির উল্লেখ কর।

উঃ ১। ন্যায্য অধিকার নীতি, ২। শক্তিসাম্য নীতি ৩। ক্ষতিপূরণ নীতি।

23. ভিয়েনা কংগ্রেসে অস্ট্রিয়া ও ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, ফ্রান্সের প্রতিনিধি ত্যালিরাঁ।

24. মেটারনিখ কে?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ

25. ‘কূটনীতির জাদুকর’ কাকে বলা হয়?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখকে।

26. কে, কবে ‘কার্লস্‌বাড ডিক্রি’ জারি করেছিলেন?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে মেটারনিখ।

27. ‘কার্লস্‌বাড ডিক্রি’ কেন জারি করা হয়েছিল?

উঃ রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধি করার জন্য এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার জন্য।

28. ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র ও দ্বিতীয় সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দের ২৬ শে ফেব্রুয়ারি।

29. কবে ও কার দ্বারা ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ ১৮৫২ খ্রীষ্টাব্দে লুই নেপোলিয়নের দ্বারা।

30. চতুঃশক্তি চুক্তির সদস্য কারা ছিলেন?

উঃ অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজাণ্ডার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসাল্‌রি এবং ফ্রান্সের প্রতিনিধি ত্যালিরাঁ।

31. কনসার্ট অব ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্যোক্তা কে ছিলেন? এই সমবায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ উদ্যোক্তা ছিলেন অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। এই সমবায় ১৮১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

32. সাইমন বলিভার কে ছিলেন?

উঃ ল্যাটিন আমেরিকার স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।  (Indian History MCQ 2022)

33. জোস সানমার্টিন কে ছিলেন?

উঃ ল্যাটিন আমেরিকার লা প্লাটা-য় স্বাধীনতা সংগ্রামীদের অন্যতম নেতা।

34. কে কবে গ্রেট কলম্বিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে।

35. নোভারিনোর যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়?

উঃ ১৮২৭ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ড ফ্রান্স রাশিয়ার সঙ্গে তুরস্কের।

36. ১৮৩০-এর বিপ্লবের পর ফরাসীদের রাজা কে হন? তিনি কত বছর শাসন করেন?

উঃ অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ। তিনি ১৮ বছর শাসন করেন।

37. ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দে

38. ‘অর্গানাইজেশন অব লেবার’ কী?

উঃ লুই ব্ল্যাঙ্কের লেখা বিখ্যাত গ্রন্থ।

39. থিয়ার্স কে?

উঃ ফেব্রুয়ারি বিপ্লবের নেতা।

40. লা মার্টিন কে?

উঃ ফেব্রুয়ারি বিপ্লবের নেতা।

41. গিজো কে?

উঃ ফেব্রুয়ারি বিপ্লবের নেতা।

42. ‘ট্রপোর ঘোষণাপত্র’ কবে ঘোষিত হয়?

উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে।

ফরাসী বিপ্লব

43. ফরাসী বিপ্লবের সময় ফ্রান্সের সমাজ কটি ভাগে বিভক্ত ছিল? কী কী?

উঃ তিনটি শ্রেণিতে। যাজক, অভিজাত ও সাধারণ মানুষ।

44. কে বলেছেন ‘অহমিকাই ছিল বিপ্লবের মূল কারণ, স্বাধীনতা ছিল অজুহাত মাত্র’।

উঃ নেপোলিয়ান।

45. ফ্রান্সের শ্রমকরের নাম কী ছিল?

উঃ করভি।

46. ‘দি স্পিরিট অব লজ’ গ্রন্থের লেখক কে?

উঃ মন্তেষ্কু।  (Indian History MCQ 2022)

47. ‘দি পার্সিয়ান লেটার্স’ গ্রন্থের লেখক কে?

উঃ মন্তেষ্কু।

48. ভলতেয়ারের লেখা গ্রন্থগুলির নাম কী?

উঃ কাঁদিদ এবং লেতর ফিলজফিক।

49. কাকে ফরাসী বিপ্লবের জনক বলা হয়?

উঃ রুশোকে।

50. ‘অসাম্যের সূত্রপাত’ গ্রন্থটির লেখক কে?

উঃ রুশো।

51. ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ রুশো।

52. বিশ্বকোষের রচয়িতা কে?

উঃ দিদেরো।

53. কবে বাস্তিল দূর্গের পতন ঘটে?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দের ১৪ ই জুলাই।

54. ‘টেনিস কোর্টের শপথ’ কবে গৃহীত হয়?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দের ২০ শে জুন।   (Indian History MCQ 2022)

55. ‘জাতীয় মহাসভা’ বা ‘ন্যাশানাল কনভেনশন’ গঠিত হয়?

উঃ ১৭৯২ খ্রীষ্টাব্দের ২১ শে সেপ্টেম্বর।

56. রাজা ষোড়শ লুইকে কবে হত্যা করা হয়?

উঃ ১৭৯৩ খ্রীষ্টাব্দে ২১ শে জানুয়ারি।

57. ‘রাষ্ট্রকে বাঁচতে হলে রাজাকে মরতে হবে’ উক্তিটি কার?

উঃ রোবস্‌পিয়ারের।

58. কবে নেপোলিয়ানের জন্ম হয়?

উঃ ১৭৬৯ খ্রীষ্টাব্দের ১৫ ই আগস্ট।

59. নেপলিয়ানের মা ও বাবার নাম কী?

উঃ মায়ের নাম লেটিজিয়া এবং পিতার নাম চালর্স বোনাপার্ট।

60. ‘ক্যাম্পো-ফর্মিওর’ সন্ধি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৭৯৭ খ্রীষ্টাব্দের ১৭ই অক্টোবর।

61. কে কবে ‘ব্যাঙ্ক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে নেপোলিয়ান।

62. ‘ইউনিভার্সিটি অব ফান্স’ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮০৮ খ্রীষ্টাব্দে নেপোলিয়ান।

63. ‘ধর্ম-মীমাংসা চুক্তি’ কবে কার মধ্যে সাক্ষরিত হয়?

উঃ.১৮০১ খ্রীষ্টাব্দে পোপ নবম পায়াসের সঙ্গে নেপোলিয়ানের।

64. ‘লুনভিলেন সন্ধি’ কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮০১ খ্রীষ্টাব্দে।

Read More:- CTET 2022 NOTIFICATION (RELEASED)| APPLICATION FROM, EXAM DATE|SYLLABUS,CRITERIA

65. ‘অ্যামিয়েন্সের সন্ধি’ কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮০২ খ্রীষ্টাব্দে।  (Indian History MCQ 2022)

66. ‘প্রেসবার্গের সন্ধি’ কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮০৫ খ্রীষ্টাব্দের ২৬ শে ডিসেম্বর।

67. কোন যুদ্ধে নেপোলিয়ানের পতন হয়?

উঃ ওয়াটারলুর যুদ্ধে।

68. ওয়াটারলুর যুদ্ধ কবে হয়?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।

69. রুশো কে ছিলেন?

উঃ দার্শনিক ও ফরাসী বিপ্লবের নেতা।

70. ভলতেয়ার কে ছিলেন?

উঃ দার্শনিক ও ফরাসী বিপ্লবের নেতা।

71. ফরাসী বিপ্লবকে প্রভাবিত করেছিল এমন দুজন দার্শনিকের নাম লেখ।

উঃ রুশো, মন্তেষ্কু, ভলতেয়ার।

72. ১৭৮৯ সালের ফরাসী বিপ্লবের সময় কোন রাজবংশের কোন রাজা ফ্রান্সে রাজত্ব করছিলেন?

উঃ বুরবোঁ রাজবংশের ষোড়শ লুই।

73. কোন রাজার রাজত্বকালে ফরাসী বিপ্লব ঘটেছিল? সেই রাজার রাজবংশের নাম কী?

উঃ ষোড়শ লুইয়ের রাজত্বকালে। রাজবংশের নাম বুরবোঁ।

74. স্টেটস জেনারেল সভা কবে আহূত হয়?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দের জানুয়ারি মাসে।

75. কয়টি শ্রেণি নিয়ে এস্টেট জেনারেল গঠিত ছিল? এরা কিভাবে ভোট দিত?

উঃ তিনটি শ্রেনি নিয়ে। যাজকদের প্রতিনিধি ছিল ৩০৮ জন, অভিজাতদের ২৮৫ জন এবং সাধারণ মানুষদের সদস্য ছিল ৬২১ জন, মোট ১২১৪ জন। ভোট হত সম্প্রদায় পিছু।

76. কারা কবে ‘টেনিস কোর্টে শপথ’ গ্রহণ করে?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দের ২০ শে জুন।

77. ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণায় কী বলা হয়েছিল?

উঃ ১। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।

২। আইনের চোখে সবাই সমান।

৩। বাক্‌-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মবিশ্বাসের স্বাধীনতা, সম্পত্তি ক্রয়-বিক্রয় ও ভোগের অধিকার প্রভৃতি হল মানুষের সার্বজনীন অধিকার।

৪। জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী।  (Indian History MCQ 2022)

78. অ্যাসাইনেট কী?

উঃ ফরাসী বিপ্লবের প্রচলিত একধরণের কাগজের নোট।

79. সন্ত্রাসের রাজত্বকালে দুজন নেতার নাম লেখ।

উঃ রোবস্পিয়ার, হির্বাট, ডান্টন প্রভৃতি।

80. গিলোটিন যন্ত্রের আবিষ্কারক কে?

উঃ ডঃ গিলোটিন নামক ব্যাক্তি।

81. ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সঙ্গে কোন বিশেষ নেতা জড়িত ছিলেন? তাঁর শেষ পরিণতি কি হয়?

উঃ রোবসপিয়ার। শেষে গিলোটিনে তার মৃত্যু হয়।

82. কে কাকে ‘ট্রাফালগারের যুদ্ধে’ পরাজিত করেন?

উঃ ইংরেজ সেনাপতি নেলসন নেপোলিয়ানকে পরাজিত করেন।

83. ‘ট্রাফালগারের যুদ্ধ’ কবে কাদের মধ্যে হয়?

উঃ ১৮০৫ খ্রীষ্টাব্দে নেপোলিয়ান ও ইংল্যাণ্ডের মধ্যে।

84. ‘টিলসিটের সন্ধি’ কবে কাদের মধ্যে সাক্ষরিত হয়?

উঃ ১৮০৭ খ্রীষ্টাব্দে নেপোলিয়ান ও রাশিয়ার জার প্রথম আলেকজাণ্ডারের মধ্যে।

85. উপদ্বীপের যুদ্ধ বলতে কী বোঝায়?

উঃ খ্রিস্টান জগতের ধর্মগুরু রোমের পোপ নেপলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকৃত হলে নেপোলিয়ান তাঁকে বন্দী করেন। পোপের প্রতি এই আচরণে সমগ্র ক্যাথলিক সম্প্রদায়ের মনে তীব্র ক্ষোভের সঙচার হয়। ইংল্যাণ্ডের মিত্রদেশ পর্তুগাল এই ব্যাবস্থা মানতে অস্বীকার করলে নেপ্লিয়ান স্পেনের বিনা অনুমতিতে স্পেনের ভিতর দিয়ে সেনাবাহিনী নিয়ে যান এবং পর্তুগাল জয় করেন। পর্তুগাল থেকে ফেরার পথে স্পেনের রাজপরিবারের গৃহবিবাদের সুযগে নেপোলিয়ায়ন স্পেনের বুরবোঁ বংশীয় রাজা চতুর্থ চালর্স-কে অপসারিত করে নিজ ভ্রাতা যোসেফ-কে স্পেনের সিংহাসনে অধিষ্ঠিত করেন। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ স্পেনবাসীর পক্ষে এই অপমান সহ্য করা সম্ভব ছিল না। সবরকম বিবাদ-বিসম্বাদ ভুলে ঐক্যবদ্ধভাবে তারা নেপোলিয়ানের বিরুদ্ধে মরণ-পণ সংগ্রামে অবতীর্ণ হয়। স্পেনবাসীর আবেদনক্রমে ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী স্পেনে উপস্থিত হয়। পর্তুগালও স্পেনের সাহায্যে অগ্রসর হয়। ফ্রান্সের বিরুদ্ধে স্পেন ও পর্তুগালের এই মিলিত যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলার যুদ্ধ নামে খ্যাত।

86. জাতিসমূহের যুদ্ধ কোথায় এবং কার বিরুদ্ধে হয়?

উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যাণ্ড সুইডেন,অস্ট্রিয়ার সঙ্গে নেপোলিয়ানের।

87. ‘ওয়াটারলুর যুদ্ধ’ কবে কাদের মধ্যে হয়?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ ই জুন নেপোলিয়ান ও ইংরেজদের মধ্যে। ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অব ওয়েলিংটন।  (Indian History MCQ 2022)

88. ‘ওয়াটারলুর যুদ্ধ’ কোন সালে হয়? ইংরেজ সেনাপতি কে ছিলেন?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন। ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অব ওয়েলিংটন।

89. ‘ওয়াটারলুর যুদ্ধ’ কবে ঘটেছিল? এই যুদ্ধের বিজয়ীপক্ষের সেনানায়ক কে ছিলেন?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন। ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অব ওয়েলিংটন।

90. ‘লিপজিগের যুদ্ধ’ কবে কাদের মধ্যে হয়?

উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দের ১৯ শে অক্টোবর।

91. কবে নেপোলিয়ানের মৃত্যু হয়?

উঃ ১৮২১ খ্রীষ্টাব্দের ৫ই মে।

সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ও সমসাময়িক ইউরোপ

92. সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কতদিন ধরে চলেছিল?

উঃ ১৭৫৬-১৭৬৩ খ্রীষ্টাব্দ পর্যন্ত মোট সাত বছর।

93. সপ্তবর্ষব্যাপী যুদ্ধে দুই প্রতিপক্ষ দল কে কে ছিল?

উঃ একপক্ষে ছিল ফ্রান্স, অস্ট্রিয়া ও তাদের মিত্রবর্গ। আর অপরপক্ষে ছিল প্রাশিয়া, ব্রিটেন ও তাদের মিত্ররা।

94. প্যারিসের শান্তি চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১০ ই ফেব্রুয়ারি।

95. হিউবাটসবার্গের শান্তিচুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৫ই ফেব্রুয়ারি ১৭৬৩।  (Indian History MCQ 2022)

96. কোন কোন সন্ধির মাধ্যমে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয়?

উঃ প্যারিসের শান্তিচুক্তি ও হিউবাটর্সবার্গের শান্তিচুক্তির মাধ্যমে।

97. কোন সন্ধি দ্বারা অস্ট্রিয়া চিরদিনের মতো প্রাশিয়াকে সাইলেশিয়া ছেড়ে দিতে বাধ্য হয়?

উঃ হিউবার্টসবার্গের সন্ধি দ্বারা।

98. কোন সন্ধির দ্বারা ফ্রান্স ইংল্যাণ্ডকে কানাডা, কেপ ব্রিটেন, নোভোস্কোশিয়া, টোবাগো প্রভৃতি অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হয়?

উঃ প্যারিসের সন্ধির দ্বারা।

99. কত খ্রীষ্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?

উঃ ১৭৬৩ খ্রীষ্টাব্দে।

100. সপ্তবর্ষব্যাপী যুদ্ধের ফলাফল কী?

উঃ ১। ঔপনিবেশিক প্রতিযোগিতায় ফ্রান্স ও স্পেনের চেয়ে ইংল্যাণ্ড অনেক বেশি অগ্রসর হয়।

২। ইউরোপীয় শক্তি হিসাবে ফ্রান্স ও অস্ট্রিয়ার প্রাধান্য হ্রাস পায়।

৩। প্রাশিয়া ও রাশিয়া বৃহৎ শক্তিরূপে আত্মপ্রকাশ করে।

৪। পোল্যাণ্ড ও তুরস্ক বৃহৎ শক্তিবর্গের শিকারে পরিণত হয়।

৫। যুদ্ধান্তে ইংল্যাণ্ড-ফ্রান্স, অস্ট্রিয়া-প্রাশিয়া, রাশিয়া-অস্ট্রিয়া, ফ্রান্স-প্রাশিয়া দ্বন্দ্ব।

৬। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ও ফরাসী বিপ্লব ইউরোপীয় রাজনীতিকে জটিলতর করে তোলে।

101. কোন সময়কে ইউরোপের ইতিহাসে জ্ঞানদীপ্তি বা মানসিক উৎকর্ষের যুগ বলা হয়?

উঃ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধকে।

102. অষ্টাদশ শতাব্দীর কয়েকজন জ্ঞানদীপ্ত শাসকের নাম উল্লেখ কর।

উঃ প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক, অস্ত্রিয়ার সম্রাট দ্বিতীয় যোসেফ এবং রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথারিন। এছাড়া সুইডেনের তৃতীয় গুস্তাভাস, স্পেনের তৃতীয় চার্লস, টাস্কেনির লিওপোল্ড, পর্তুগালের প্রথম চার্লস।

103. কে নিজেকে ‘রাষ্ট্রের প্রধান ভৃত্য’ বলে মনে করতেন?

উঃ দ্বিতীয় ফ্রেডারিক।  (Indian History MCQ 2022)

104. কে কত খ্রীষ্টাব্দে ‘ধর্মসহিষ্ণুতার আইন’ জারি করে?

উঃ ১৭৮১ খ্রীষ্টাব্দে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় যোসেফ।

105. কে কত খ্রীষ্টাব্দে সার্ফ বা ভূমিদাস প্রথা বাতিল করেন?

উঃ ১৭৮১ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় যোসেফ।

106. কে কবে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন?

উঃ ১৪৯৩ খ্রীষ্টাব্দে কলম্বাস।

107. কবে কার রাজত্বকালে নেভিগেশান আইন পাস হয়?

উঃ ১৬৬০ খ্রীষ্টাব্দে স্টুয়ার্ট বংশীয় রাজা দ্বিতীয় চালর্সের রাজত্বকালে।

108. কে কবে চিনি কর প্রবর্তন করেন?

উঃ ১৭৬৪ খ্রীষ্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রেনভিল।

109. কে কবে স্ট্যাম্প অ্যাক্ট প্রবর্তন করেন?

উঃ ১৭৬৫ খ্রীষ্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রেনভিল।

110. কে স্ট্যাম্প অ্যাক্ট প্রত্যাহার করেন?

উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী রকিংহ্যাম।

111. বোস্টন টি পার্টি কবে ঘটে?

উঃ ১৭৭৩ খ্রীষ্টাব্দে ১৬ই ডিসেম্বর।

112. ভার্সাই সন্ধি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৭৮৩ খ্রীষ্টাব্দের ৩রা সেপ্টেম্বর।

113. কে আমেরিকার জনক নামে পরিচিত?

উঃ জর্জ ওয়াশিংটন।

114. কে কবে প্রথম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন?

উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দে জর্জ ওয়াশিংটন।

115. দ্বিতীয় জোসেফ কে ছিলেন?

উঃ অস্ট্রিয়ার জ্ঞানদীপ্ত শাসক।  (Indian History MCQ 2022)

116. টমাস জেফারসন কে ছিলেন?

উঃ মার্কিন চিন্তাবিদ।

117. কবে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে?

উঃ ১৭৭৬ খ্রীষ্টাব্দের ৪ঠা জুলাই।

118. আমেরিকা স্বাধীনতা যুদ্ধের দুজন নেতা নাম কর।

উঃ জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, অ্যাডামস প্রভৃতি।

 

Read More: WBTC Recruitment 2022 | 10th & 12th Pass Vacancy | Apply Online, Last Date, Age Limit, Salary

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles