India is fifth largest economy in the world | যুক্তরাজ্যকে ফেলে বিশ্বের অর্থনৈতিক শক্তিধর দেশের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত

India is fifth largest economy

India is fifth largest economy in the world | যুক্তরাজ্যকে ফেলে বিশ্বের অর্থনৈতিক শক্তিধর দেশের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত: করোনাসহ নানা সংকট কাটিয়ে যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের অর্থনৈতিক শক্তিধর দেশের তালিকায় এখন পঞ্চম স্থানে উঠে এসেছে ভারতের নাম। ফলে ব্রিটিশরা নেমে গেছে ষষ্ঠ অবস্থানে, যা দেশটির সরকারকে আরও চাপের মধ্যে ফেলতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জিডিপি পরিসংখ্যান বলছে, ভারত ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশে পরিণত হয়েছে এবং ২০২২ সালের প্রথম প্রান্তিকে ব্যবধান আরও বাড়িয়েছে।

India is fifth largest economy: যুক্তরাজ্যকে ফেলে বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে এল ভারত

বিশ্বের ১০ বৃহৎ অর্থনীতি কারা | প্রথম আলো

গত কয়েক মাস ধরেই যুক্তরাজ্যের রাজনৈতিক টানাপড়েন চলছে।

  • প্রধানমন্ত্রী পদে বরিস জনসনের উত্তরসূরি কে হবেন, লিজ ট্রাস না কি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
  • তার আগে বিশ্বের সব চেয়ে বড় অর্থনীতির তালিকা প্রকাশ করল আইএমএফ।
  • আগামী সোমবার (৫ সেপ্টেম্বর) বরিস জনসনের উত্তরসূরি বেছে নেবেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।
  • অনেকের বক্তব্য, প্রধানমন্ত্রী পদে যেই নির্বাচিত হবেন, তাকেই এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
  • শুধু তাই নয়, চার দশকের মধ্যে দ্রুততম মূল্যস্ফীতির মুখোমুখি এবং মন্দার ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন একটি দেশ পরিচালনার ভার নিতে হবে তাকে।

অর্থনীতির প্রবৃদ্ধি সাত শতাংশ

অন্যদিকে, গত অর্থবছরের শেষ প্রান্তিকে বড় লাফ দিয়ে ব্রিটেনকে ছাপিয়ে গেছে ভারত।

  • শেষ তিন মাসে ভারতীয় শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে দেখা গেছে।
  • শুধু তাই নয়, পূর্বাভাস কোভিড-ধাক্কায় কাটিয়ে চলতি অর্থবছরেও ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি সাত শতাংশ হারে বাড়তে পারে।
  • এ বছরের জানুয়ারি থেকে মার্চ, অর্থাৎ প্রথম প্রান্তিকে ‘ন্যূনতম’ নগদ অর্থে ভারতীয় অর্থনীতির আকার ছিল ৮৫ হাজার ৪৭০ কোটি ডলার।
  • একই সময় যুক্তরাজ্যের অর্থনীতির আকার ছিল ৮১ হাজার ৬০০ কোটি ডলার। (India is fifth largest economy)

জিডিপির হার ১৩.৫ শতাংশ বেড়েছে

বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্টেও বলা হয়েছে, চীনকে টপকে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির শিরোপা ভারত পেতে চলেছে।

  • প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এপ্রিল-জুন প্রান্তিকে আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩.৫ শতাংশ।
  • অর্থাৎ, গত বছর এপ্রিল-জুনের তুলনায় এ বছরের এপ্রিল-জুনে জিডিপির হার ১৩.৫ শতাংশ বেড়েছে।
  • প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের ধাক্কা কাটিয়ে ভারতে আবার গতি পেয়েছে অর্থনীতির চাকা।

এশিয়ার পাওয়ারহাউস ভারত

আইএমএফের পূর্বাভাস বলছে, ডলারের শর্তে বার্ষিক হিসাবে এ বছর যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাচ্ছে এশিয়ার পাওয়ারহাউস ভারত।

  • তাদের সামনে থাকছে কেবল যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি। এক দশক আগে ভারত ছিল বিশ্বের বৃহত্তম অর্থনীতির মধ্যে ১১তম, আর যুক্তরাজ্য ছিল পঞ্চম।
  • ব্রিটেনকে ছাপিয়ে পঞ্চম অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে এল ভারত। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বড় লাফ দিয়ে ব্রিটেনকে ছাপিয়ে গিয়েছে ভারত।
  • শুধু তাই নয়, পূর্বাভাস কোভিড-ধাক্কায় কাটিয়ে চলতি অর্থবর্ষেও ভারতের অর্থনীতির বহর ৭ শতাংশ হারে বাড়তে পারে। (India is fifth largest economy)

ব্রিটেনের ঠাঁই ষষ্ঠ স্থানে

অর্থনীতির বহরের বিচারের ব্রিটেনকে ছাপিয়ে গেল ভারত। বিশ্বের সব চেয়ে বড় অর্থনীতির তালিকায় ভারত পঞ্চম স্থানে উঠে এল।

  • আন্তর্জাতিক অর্থ ভান্ডার বিভিন্ন দেশের গড় জাতীয় উৎপাদনের পরিসংখ্যান-সহ যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় ব্রিটেনের ঠাঁই ষষ্ঠ স্থানে।
  • ওই তালিকা তৈরির সময় গোটা হিসাবনিকাশ করা হয়েছে আমেরিকান ডলারে।  (India is fifth largest economy)

অর্থনীতির তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার

 

গত কয়েক মাস ধরেই রাজনৈতিক টানাপড়েন চলছে ব্রিটেনে। প্রধানমন্ত্রী পদে বরিস জনসনের উত্তরসূরি কে হবেন, লিজ ট্রাস না কি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

  • তার আগে বিশ্বের সব চেয়ে বড় অর্থনীতির তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার।
  • অনেকের বক্তব্য, মসনদে যিনিই বসুন, তাঁকেই এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। শুধু তাই নয়, উত্তীর্ণও হতে হবে।
  • অন্য দিকে, গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ব়ড় লাফ দিয়ে ব্রিটেনকে ছাপিয়ে গিয়েছে ভারত।
  • শুধু তাই নয়, পূর্বাভাস কোভিড-ধাক্কায় কাটিয়ে চলতি অর্থবর্ষেও ভারতের অর্থনীতির বহর সাত শতাংশ হারে বাড়তে পারে।  (India is fifth largest economy)

বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির শিরোপা ভারত

India is fifth largest economy

বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টেও বলা হয়েছে, চিনকে টপকে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির শিরোপা ভারত পেতে চলেছে।

  • প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩.৫ শতাংশ।
  • অর্থাৎ, গত বছর এপ্রিল-জুনের তুলনায় এ বছরের এপ্রিল-জুনে জিডিপি-র বহর ১৩.৫ শতাংশ বেড়েছে।
  • রিপোর্টে স্পষ্ট, কোভিডের ধাক্কা কাটিয়ে ভারতে ফের গতি পেয়েছে আর্থিক বৃদ্ধির হার।

লগ্নির ক্ষেত্রেও হাল ফেরা

২০২০ সালের মার্চ মাসে দেশে কোভিড হানার জেরে ধ্বস্ত আর্থিক পরিস্থিতির হাল ফেরাতে নরেন্দ্র মোদী সরকার যে পদক্ষেপগুলি করেছিল, তার সুফল মেলার বার্তাও রয়েছে ওই রিপোর্টে।

  • রয়েছে, লগ্নির ক্ষেত্রেও হাল ফেরার বার্তা।
  • হোটেল, পরিবহণ ব্যবসা, যোগাযোগ এবং পরিষেবার মতো যে সব ক্ষেত্র অতিমারির জেরে সব চেয়ে বেশি ধাক্কা খেয়েছিল এবং
  • লকডাউন উঠে যাওয়ার পরেও ধুঁকছিল, সেখানেও পরিস্থিতির ইতিবাচক বদল ঘটেছে।

Read More:- ONGC Recruitment 2022 | Notification Out For Various Vacancies | Age Limit, Salary, Eligibility, Fees, Selection process All Details Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles