50 Current Affairs 2022: Aspirants of WBCS (Preliminary)Examination 2022|In this article smart knowledge is providing you with 50 Current Affairs 2022 questions for the upcoming WBCS (Preliminary). We are hopeful that our efforts are helping you to achieve your dreams.
50 Current Affairs 2022 Question(MCQ):
1.বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় ২৩শে মার্চ; এবছরের থিম হলাে: “Early Warning and Early Action.”
2.সম্প্রতি তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন: Serdar Berdimuhamedow
3.UN Advisory Board-এর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলেন: ভারতীয় অর্থনীতিবিদ জয়তী ঘােষ
4.ভারতের সাথে ‘LAMITIYE-2022’ নামে যৌথ মিলিটারি অনুশীলনের নবম সংস্করণ অনুষ্ঠিত করছে : সেশেলস
5.Indian Well Master 2022 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন আমেরিকার :Taylor Harry Fritz এবং মহিলা বিভাগে জিতলেন পােল্যান্ডের Iga Świątek
6.ভারতের কনিষ্ঠতম মহিলা সাঁতারু হিসাবে পক প্রণালী অতিক্রম করলাে: মুম্বাইয়ের ১৩ বছর বয়সী জিয়া রাই
7.প্রথম প্যারা অ্যাথলেট হিসাবে পদ্মভূষণ পুরস্কার পেলেন :দেবেন্দ্র ঝাঝারিয়া
8.সম্প্রতি পুতুল উৎসবের আয়ােজন করা হলাে: নিউ দিল্লিতে
9.সম্প্রতি ইউক্রেনকে আরাে ৮০০ মিলিয়ন ডলারের মিলিটারি অস্ত্র দেওয়ার ঘােষণা করলাে :আমেরিকা
10.সম্প্রতি ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন :শংকর প্রসাদ শর্মা
10) ‘United Nations Military Gender Advocate of the year Award’ পেলেন কোন ভারতীয় আর্মি অফিসার?: Major Suman Gawani
11) Anti Tobacco Day কবে পালন করা হয়?: ৩১শে মে
12) কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কে?: Pinarayi Vijayan
14) ‘International Day of UN Peacekeepers’ কবে?: ২৯ শে মে
15) ‘K-FON’ নামে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করতে চলেছে কোন রাজ্য?: কেরালা
16) ‘Wipro’ এর CEO & MD হলেন: Thiery Delaporte
17) ‘Sodar’ নামে মোবাইল অ্যাপ চালু করল কে?: Google
18) BRICS এর সদর দপ্তর কোথায়? Shanghai, China
19) ‘Mukhyamanti Swarozgar Yojana’ চালু করল কোন রাজ্য?: উত্তরাখণ্ড
20) ‘Rozgar Setu’ Programme চালু করল কোন রাজ্য সরকার?: মধ্যপ্রদেশ
21)ঘূর্ণিঝড় বুলবুল নামকরণ করে :পাকিস্তান।
22)ঘূর্ণিঝড় ফণী নামকরণ করে :বাংলাদেশ।
23) জাতীয় শিক্ষা দিবস 11 ই নভেম্বর।
24) 2020 সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে: জাপানের টোকিওতে।
25) 2020 সালের অলিম্পিক গেমস হল :32 তম অলিম্পিক গেমস।
26) 33 তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে :2024 সালে প্যারিসে।
27) 2020 সালের অলিম্পিক গেমসের অ্যাম্বাসেডর :সৌরভ গাঙ্গুলি।
28) Unbreakable আত্মজীবনীটি :মেরি কমের।
29) 2023 সালে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কাপ অনুষ্ঠিত হবে: ভারতে।
30) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের: লৌ জানে।
31) ইসরোর বর্তমান চেয়ারম্যান: ডঃ কে শিবান।
32) ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই এর 100 তম জন্মবার্ষিকী পালন হয় :2019-এ।
33) চন্দ্রযান 2 প্রেরণ করা হয়: 2019 সালে।
34) 370 নম্বর ধারা ও 35 এ নম্বর অনুচ্ছেদ বাতিল হবার পর ভারতের রাজ্য সংখ্যা: 28 টি।
35) 370 নম্বর ধারা ও 35 এ নম্বর অনুচ্ছেদ বাতিল হবার পর ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সংখ্যা :নয়টি।
36) লাদাকের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর :গিরিশচন্দ্র মুর্মু।
37) লাদাখ ও জম্মু কাশ্মীর এই দুটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিচিত হয়: 31 শে অক্টোবর 2019।
38) লাদাখের জেলার সংখ্যা দুইটি এবং জম্মু-কাশ্মীরের জেলার সংখ্যা: 22 টি।
39) লালজী টেনডন মধ্যপ্রদেশের রাজ্যপাল।
40) 35 তম এশিয়ান সামিট অনুষ্ঠিত হয় :ব্যাংককে।
41) জাতীয় একতা দিবস :31 শে অক্টোবর।
42) পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল :জগদীপ ধনখড়।
43) ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের বর্তমান নাম: অরুণ জেটলি স্টেডিয়াম।
44) UAE তে ভারতের নতুন অ্যাম্বাসেডর :পবন কাপুর।
45) পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর: শাহরুখ খান।
46) অসমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর: হিমা দাস।
47) সম্প্রতি পান মশলা ব্যান করল :রাজস্থান।
48) পশ্চিমবঙ্গে গুটখা ব্যান করল: 7 নভেম্বর।
49) রেলওয়ে সততার বিচারে 2019 সবচেয়ে স্বচ্ছ: রেলওয়ে স্টেশন জয়পুর।
50) বিশ্ব সুনামি সচেতনতা দিবস: 5 নভেম্বর।
Read More: SSC Recruitment Notification 2022| Released-(MTS and Havaldar) For Several posts | Apply online
[…] Read More: 50 Current Affairs 2022| For WBCS (Preliminary) Exam. […]