Duare Ration Big Announcement | দুয়ারে রেশন প্রকল্প রাজ্যে সফল। রেশন ডিলারদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

Duare Ration Big Announcement

Duare Ration Big Announcement | দুয়ারে রেশন প্রকল্প রাজ্যে সফল। রেশন ডিলারদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের: দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প খুব ভালোভাবে সাড়া ফেলেছে রাজ্য। এর জন্য অবশ্যই রেশন ডিলারদের কৃতিত্ব রয়েছে। তাই এবার রেশন ডিলারদের (Ration Dealer) পুরস্কৃত করতে চলেছে রাজ্য সরকার। প্রতিটি রেশন ডিলারকে কমিশন হিসাবে অতিরিক্ত অর্থ দেওয়া হবে। এছাড়া রেশন বিলির সময় যে পরিমাণ শস্য নষ্ট হয়, তারও ক্ষতিপূরণ দেওয়া হবে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Duare Ration Big Announcement: রেশন ডিলারদের (Ration Dealer) জন্য বড় ঘোষণা

During Puja Duare Ration pilot project will be continued for eight days,  said the food department Dgtl - Anandabazar

দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প রাজ্যে সফল হয়েছে। তাই এবার রেশন ডিলারদের (Ration Dealer) জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।

  • প্রতিটি রেশন ডিলারকে কমিশন হিসাবে অতিরিক্ত ৫ হাজার টাকা ফিক্সড কমিশন দেওয়া হবে।
  • বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
  • এছাড়া রেশন বিলির সময় যে পরিমাণ শস্য নষ্ট হয়, তারও ০.২ শতাংশ হারে ক্ষতিপূরণ দেওয়া হবে।

২১ হাজার রেশন ডিলারই এই সুবিধা পাবেন

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগে রেশন ডিলাররা (Ration Dealer) প্রতি কুইন্টাল রেশনের জন্য ৯৫ টাকা কমিশন পেতেন।

  • দুয়ারে রেশন চালু হওয়ার পর অতিরিক্ত আরও কুইন্টাল প্রতি ৭৫ টাকা করে কমিশন দেওয়া হত।
  • এবার তার সঙ্গে আরও ৫ হাজার টাকা ফিক্সড কমিশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
  • এছাড়া এর সঙ্গে ০.২ শতাংশ হারে হ্যান্ডলিং কস্ট অর্থাৎ রেশন বিলি করার সময় যে শস্য নষ্ট হয়,
  • তার কিছুটা ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে বলে রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে।
  • রাজ্যের ২১ হাজার রেশন ডিলারই এই সুবিধা পাবেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

পুরস্কার বাবদ অতিরিক্ত কমিশন

একুশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রতিটি বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • রাজ্যের প্রতিটি কোণায় এই প্রকল্প চালু হয়। মূলত এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের রেশনের প্রয়োজন কিন্তু রেশন আনতে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই।
  • তাঁদের কথা বিবেচনা করেই দুয়ারে রেশন প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
  • রেশন ডিলারদের সাহায্য ও সহযোগিতা ছাড়া এই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হত না।
  • তাই এবার রেশন ডিলারদের পুরস্কার বাবদ অতিরিক্ত কমিশনের ঘোষণা করল রাজ্য সরকার।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি নন রেশন ডিলাররা

যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি নন রেশন ডিলাররা।

  • রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের (Ration Dealers Association) তরফে জানানো হয়েছে,
  • গত ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্প চালু করার সময় রেশন ডিলারদের মাসে এককালীন ১০ হাজার টাকা করে বিশেষ কমিশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
  • কেননা দুয়ারে রেশন প্রকল্প সফল করার জন্য অন্তত দুজন অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হয়। সরকারের ওই টাকা থেকেই তাঁদের বেতন দেওয়ার কথা।
  • তাহলে এখন কেন সেই টাকার অঙ্ক কমিয়ে অর্ধেক করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রেশন ডিলাররা।

সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশেষ কর্মসূচি

সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা বিশেষ কর্মসূচি নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন (Ration Dealers Association)।

  • পরবর্তী পদক্ষেপ স্থির করতে শীঘ্রই রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন।

Read More:- Russian President’s Announcement | ১০ সন্তানের জন্ম দিলেই সম্মান আর ১৩ লক্ষ টাকা, দেশের জনসংখ্যা বাড়াতে বড় ঘোষণা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles