Daily Latest Current Affairs (5th August) | Most Important and Selective Information For Upcoming Exams: Current Affairs plays an important role in our everyday life. Today in this topic Smart Knowledge is presenting a huge number of Current Affairs. Nowadays, cracking the exam is not easy. To think about the interesting Aspirants and to make the preparation easier we have posted some selective latest updates which will help you to be ready for the exams.
Daily Latest Current Affairs
Hello Participants, welcome back to our Channel “Smart Knowledge”. Today in this post We are presenting Some 37 Top & Latest Current Affairs For the Upcoming Competitive Exams.
1. মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে ঘিরে চীন ও তাইওয়ানের মাঝে উত্তেজনা বাড়ছে।
- তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে চীন। এরই জেরে ফ্লাইট চলাচল বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স।
- কোরিয়ান, এশিয়ানা ও সিঙ্গাপুরের মতো এয়ারলাইন্স তাদের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। ফেলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
- গত মঙ্গলবার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের কারণে দ্বীপটিকে ঘিরে সামরিক মহড়া শুরু করে বেইজিং।
- সেকারণে ঝুঁকি এড়াতে ফ্লাইট বাতিলসহ রুট পরিবর্তন করছে বিমান সংস্থাগুলো।
2. বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এসময়ে ১ হাজার ৭৯৫ জনের মৃত্যুর পাশাপাশি ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯৯ হাজার ৮ জন।
- এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৪ লাখ ২৯ হাজার ৮০৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার ২০৩ জনে।
- একদিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে আর দৈনিক মৃত্যুর তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র।
- প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিল, ইতালি, জাপান মেক্সিকোর মতো দেশগুলোর অবস্থান।
3. প্রতিবেশীদের আশপাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে চীন উত্তর কোরিয়ার মতো আচরণ করছে বলে অভিযোগ করেছে তাইওয়ান।
- বৃহস্পতিবার (৪ জুলাই) চীনের সামরিক মহড়ার অংশ হিসেবে দ্বীপটির চারপাশে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিক্রিয়ায় এসব কথা বলেছে তাইওয়ানিজ সরকার।
- তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফর শেষ হওয়ার পরের দিনই ‘অভূতপূর্ব’ মাত্রায় সামরিক মহড়া শুরু করেছে চীন।
- তাইপেই বলেছে, দ্বীপটির উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূলে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বেইজিং।
4. মাঙ্কিপক্সের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে আমেরিকায়। তার জেরে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বাইডেন সরকার।
- প্রায় ৬,৬০০ জন ইতিমধ্যেই আমেরিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। মাঙ্কিপক্স যে ভয়াবহ হতে পারে তা িনয়ে আগেই সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা।
- মাঙ্কি পক্সের সংক্রমণ যে ভয়াবহ আকার িনতে পারে গোটা বিশ্বে তা িনয়ে আগেই সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা।
- সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছিল। আমেরিকায় সেটা ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে।
- একেবাের ৬৬০০ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আর ঝুঁকি নেয়নি বাইডেন সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
- যাকে বলে হেল্থ এমার্জেন্সি জারি করা হয়েছে। মার্কিন স্বাস্থ্যসচিব সতর্কতা জারি করে জািনয়েছেন, মাঙ্কিপক্সকে যেন কেউ হাল্কা ভাবে না নেন।
- পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে সরকার।
5. মধ্যরাতে প্যারিসের ঝলমলে শহর ডুবে যাচ্ছে অতল অন্ধকারে। এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার আলো।
- বাড়ির সামনের আলোও নিভে যাচ্ছে। এমন পরিস্থিতি প্যারিসের মানুষ আগে কখনও প্রত্যক্ষ করেনি। তবে কি কোনও বিপদ সঙ্কেত! বিপদ সঙ্কেত বটে।
- শুধু প্যারিস নয়, ফ্রান্সের একাধিক শহরের পাশাপাশি ইউরোপের একাধিক দেশে এখনও এই দৃশ্য দেখতে পাওয়া যাবে
6. যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেলেও বাংলাদেশের অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা দূতাবাস থেকে ভিসা পেতে গিয়ে জটিলতায় পড়ছেন।
- ফলে অনেক শিক্ষার্থীরই ভিসা আবেদন আটকা পড়েছে।
- তবে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, তারা স্টুডেন্ট ভিসা সমস্যার সমাধানের জন্য কাজ করছে।
- প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৯ লাখ ১৪ হাজারের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে যায় বলে মার্কিন দূতাবাস জানিয়েছে।
- গত বছর বাংলাদেশ থেকে ৮ হাজার ৫৯৮ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
7. বিশ্বের প্রথম ‘কৃত্রিম ভ্রূণ’ তৈরি করেছেন ইসরাইলের একদল বিজ্ঞানী। কৃত্রিম এই ভ্রূণের জন্য শুক্রাণু ও ডিম্বাণুর নিষিক্তকরণের প্রয়োজন হবে না।
- ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
- ইসরাইলের ওয়েইজম্যান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, ইঁদুরের স্টেম সেল একত্রিত করে ভ্রণের প্রাথমিক আকৃতির মতো কাঠামো দেওয়া যেতে পারে।
- ওই ভ্রুণে অন্ত্রের নালী থেকে শুরু করে মস্তিষ্কের প্রাথমিক গঠন ও হৃদস্পন্দনও থাকবে।
- গবেষণায় কিছু কোষকে রাসায়নিক দিয়ে প্রক্রিয়াজাত করা হয়, যা জেনেটিক প্রোগ্রাম চালু করে প্লাসেন্টা বা কুসুমের থলিতে পরিণত হয়।
- অন্য অঙ্গ ও টিস্যু ছাড়াই এই ভ্রুণ বিকাশ লাভ করে বলে গবেষণায় দেখা গেছে।
- গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ স্টেম সেল ভ্রূণের মতো গঠন তৈরি করতে ব্যর্থ হয়েছে।
- তবে প্রায় শূণ্য দশমিক পাঁচ শতাংশ স্টেম সেল মিলিত হয়ে ছোট বলের কারণ ধারণ করে।
- ওই বল থেকেই স্বতন্ত্র টিস্যু এবং অঙ্গের বিকাশ ঘটে বলে জানিয়েছেন গবেষকরা।
8. ইলশেগুঁড়ি বৃষ্টি আছে, সঙ্গে আছে পুবালী বাতাস। কিন্তু দেখা নেই ইলিশের।
- গভীর সাগরে সব ধরনের মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা আশায় বুক বেঁধেছিলেন।
- ভেবেছিলেন নিষেধাজ্ঞা শেষে ইলিশের দেখা মিলবে। কিন্তু ইলিশের ভরা মৌসুমেও উপকূলীয় চরফ্যাশন উপজেলার জেলেদের জালে ধরা পড়ছে না রুপালি ইলিশ।
- তবে মৎস্য বিশেষজ্ঞরা আশাবাদী, শিগগিরই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। জ্যৈষ্ঠ থেকে ভরা মৌসুম চলছে ইলিশের।
- কিন্তু জ্যৈষ্ঠ-আষাঢ় পেরিয়ে শ্রাবণেও আশানুরূপ দেখা মিলছে না। নিষেধাজ্ঞার পর গত শনিবার মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হয়। কিন্তু নদনদীতে দেখা মিলছে না তেমন ইলিশের।
9. জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সিনিয়র কূটনীতিক রুচিরা কম্বোজ।
- এই প্রথম কোনো নারী জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।
- দায়িত্ব গ্রহণের পর রুচিরা টুইটারে জানান, প্রথম ভারতীয় নারী হিসেবে এই দায়িত্ব পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়।
- এ সময় মেয়ে সন্তানদের প্রতি তিনি বলেন, মেয়েদেরকে বলতে চাই, আমরাও করতে পারি।
মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেসের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন রুচিরা। - জাতিসংঘের অন্যান্য নারী রাষ্ট্রদূতদের মধ্যে রয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড,
- যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি (পিআর) রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড, নরওয়ের রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মোনা জুল প্রমুখ।
10. সৌদি আরবে (Saudi Arabia) ৮ হাজার বছর প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষে সন্ধান মিলল মন্দির (Temple) ও বেদির সন্ধান।
- প্রাচীন কিন্দা রাজ্যের রাজধানী আল-ফাওতে মিলেছে এই সভ্যতার চিহ্ন। ধ্বংসাবশেষে যা যা মিলেছে তার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মন্দিরই।
- মনে করা হচ্ছে, আল-ফাওয়ের বাসিন্দারা এখানে নিয়মিত উপাসনা করতে আসতেন।
- সৌদি প্রশাসনের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি বহুদেশীয় প্রতিনিধি দল আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখানে জরিপ করছিল।
- তখনই সন্ধান মেলে মন্দির ও বেদিটির।
11. টাকার দাম পড়লেও জিডিপি বৃদ্ধি ধাক্কা খাবে না।
- রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস অনন্ত সেদিকেই ইঙ্গিত করছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপোরেট বৃদ্ধির কথা ঘোষণা করে ২০২৩ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন।
- তিনি জানিয়েছেন দেশের জিডিপি বৃদ্ধি ৭.২ শতাংশই থাকবে।
- সেটা বজায় রাখতেই যে রেপোরেট পর পর ৩ বার বাড়ানো হয়েছে তার ইঙ্গিত দিয়েছেন তিনি।
12. শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে কেরলে আরও একবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
- এর সঙ্গে আবার রবিবার থেকে যোগ হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, যা এই বৃষ্টিপাতকে আরও বাড়িয়ে তুলবে।
- রাজ্যের পরিস্থিতি বেশ বিপজ্জনক, বিশেষ করে মধ্য কেরলে, যেখানে নদীগুলির জল স্ফীত হয়ে বেশ কয়েকটি নীচু এলাকা পলাবিত করতে শুরু করে দিয়েছে।
13. ছত্তিশগড়ের রায়পুরে আরবিআই-এর প্রাক্তন গভর্নর একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন,
- শ্রীলঙ্কা ও পাকিস্তানের অর্থনীতি দেখে ভারতীয়দের আতঙ্কের কোনও কারণ নেই। কারণ ভারতে অর্থনীতি স্থিতিশীল।
- বিজেপি রঘুরাম রাজনের এই মন্তব্যকে হাতিয়ার করে মোদী সরকারের প্রশংসা করে প্রচার করে।
- এই পরিস্থিতিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর সতর্ক করে বলেন, দেশের বেকারত্বের হার দ্রুত গতিতে বেড়ে চলেছে।
- এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
14. ২৬ অগাস্ট প্রধান বিচাপতি পদে অবসর নিচ্ছেন এনভি রমন্না।
- তাঁর জায়গায় কে হবেন নতুন দেশের প্রধান বিচারপতি তাই নিয়ে এখনই তোরজোর শুরু হয়ে গিয়েছে।
- ইতিমধ্যেই নাম প্রস্তাব করে ফেলেছেন তিিন। জানা যাচ্ছে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ইউইউ ললিতের নাম প্রস্তাব করেছেন সিজেআই।
- যদি তিনি মাত্র ৭৪ দিনই এই পদে থাকতে পারবেন। কারণ নভেম্বরেই চাকরি জীবন থেকে অবসর নেবেন বিচারপতি ইউইউ ললিত।
- মাত্র ৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি হতে চলেছেন ইউইউ ললিত।
- দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁর নামই কেন্দ্রীয় আইন মন্ত্রীর কাছে সুপারিশ করেছেন বর্তমান প্রধান বিচারপতি এনভি রমান্না।
- ২৬ অগাস্ট তিনি অবসর নিচ্ছেন নিচ্ছেন তিনি। তাই পরবর্তী প্রধানবিচারপতির মনোনয়ন তাঁকেই করে যেতে হবে।
- গতকালই দেশের পরবর্তী প্রধানবিচারপতি পদের জন্য বিচারপতি ইউইউ ললিতের নাম কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে সুপারিশ করেছেন তিনি।
15. কমনওয়েলথ গেমসের অষ্টম দিন একাধিক ইভেন্টে সাফল্য পেলেন ভারতীয় অ্যাথলিটরা। এদিন কুস্তিতে একাধিক পদক নিশ্চিত করে ফেলে ভারত।
- একটুর জন্য সোনা হাতছাড়া হল কুস্তিগির অংশু মালিক। প্রথমবার কমনওয়েলথের মঞ্চে নেমেই মহিলাদের ৫৭ কেজি বিভাগে রুপো ঘরে তোলেন তিনি।
- নাইজেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি। তবে ফাইনাল বাউট শেষ হয় ৪-৮-এ।
- আর তাতেই এবারের মতো সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় তাঁর।
16. পোলিও কেড়ে নিয়েছিল চলার ক্ষমতা। কিন্তু তাতে কী? ইচ্ছাশক্তিটাই যে সব, কমনওয়েলথের মঞ্চে সেটাই প্রমাণ করলেন সুধীর।
- প্যারা পাওয়ারলিফ্টিংয়ে দেশকে সোনার পদক এনে দিলেন এই অ্যাথলিট।
- বৃহস্পতিবার গেমসের (Commonwealth Games) সপ্তম দিনে প্যারা পাওয়ারলিফ্টিংয়ে শুধু সোনাই জিতলেন না সুধীর, রচনা করলেন নয়া ইতিহাস।
- প্রথম প্রচেষ্টায় ২০৮ কেজি ওজন তুলেছিলেন তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় তা বাড়িয়ে সফলভাবে তোলেন ২১২ কেজি ওজন।
- পেয়ে যান ১৩৪.৫ পয়েন্ট। এই বিভাগে প্রথমবার কোনও অ্যাথলিট এত ওজন তোলার রেকর্ড গড়লেন। আর তাতেই এল সোনা।
- তাঁর এই লড়াইকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লেখেন,
- “কমনওয়েলথের প্যারা স্পোর্টসে দারুণ শুরু করেছে ভারত। কঠোর পরিশ্রম, একাগ্রতা ও আত্মত্যাগের মধ্যে দিয়ে সুধীর সোনা জিতে নিয়েছেন।
- মাঠে ওর ধারাবাহিকতা দেখার মতো। ওকে অনেক অভিনন্দন এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা।”
17. আগামী কয়েকদিন বাংলার উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। যার জেরে মৎস্যজীবীদের জন্য জারি করা হল লাল সতর্কতা।
- আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে।
- যা ওড়িশা উপকূল সংলগ্ন এলাকাতে সোমবারের পর আরও শক্তি বাড়াতে পারে।
- শক্তি বাড়িয়ে নিম্নচাপটি ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে স্থলভাগে প্রবেশ করতে পারে।
- আর তার জেরেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
18. কোচবিহার MJN মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৈরি হচ্ছে আই ব্যাঙ্ক।
- এই আই ব্যাঙ্ক গড়ে তোলার জন্য মেডিক্যাল কলেজে ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই পরিকাঠামো গড়ে তুলে আই ব্যাঙ্ক চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
- এর ফলে মৃত ব্যক্তির পরিবার মৃতের চক্ষু দান করতে চাইলে সেই আই ব্যাঙ্ক কর্মীরা সংরক্ষণ করতে পারবেন।
- এ প্রসঙ্গে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার ডাঃ রাজীব প্রসাদ বলেন, “হাসপাতাল ক্যাম্পাসে আই ব্যাঙ্ক গড়ে তোলা হবে।
- ইতিমধ্যেই আমরা জায়গা চিহ্নিত করেছি। আই ব্যাঙ্ক থাকলে সেখানে চোখের কর্নিয়া সংরক্ষণ করে রাখা যাবে।
- পরবর্তীতে প্রয়োজন অনুসারে তা অন্য মানুষের চোখে প্রতিস্থাপন করা হবে।”
19. পানীয় জল, নিকাশি, সাফাই এবং বিদ্যুৎ দফতরের সমস্যার জন্য টেলিফোনের মাধ্যমে যোগাযোগ এবং অভিযোগ জানানোর পরিষেবা চালু করল আরামবাগ পুরসভা (Arambag Municipality)।
- প্রতিটি দফতরের জন্য থাকবে আলাদা ফোন নম্বর। দ্রুত সমস্যা সমাধানে এই নতুন উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূ হবে বলেই মনে করছেন পুরসভার আধিকারিকরা।
20. দুয়ারে সরকারে পর ‘ঘরে ঘরে প্রশাসন’৷
- সকলকে সরকারি পরিষেবা দিতে দুয়ারের পর এবার ঘরে পৌঁছে গেল আলিপুরদুয়ার জেলা প্রশাসন৷ রাজ্য সরকারের তরফে ‘দুয়ারে সরকার’ প্রকল্প আগেই চালু হয়েছে৷
- এবার সেই দুয়ারে সরকারের ক্যাম্পে যাঁরা যেতে পারছেন না, সেই সব পরিবারের ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন।
- বাসিন্দাদের কাছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে৷
- এই কর্মসূচির নাম ‘ঘরে ঘরে প্রশাসন’।
21. শ্রাবণেও পর্যাপ্ত বৃষ্টি নেই। ফলে নদী-পুকুরে এবার জলের ঘাটতি দেখা দিয়েছে। আর তার প্রভাব পড়ছে মাছ চাষে।
- জলের অভাবে মরে যাচ্ছে পুকুরের মাছ। শ্রাবণের শেষে এমনই দৃশ্য দেখা যাচ্ছে মালদার (Malda) ইংরেজবাজারের সাগরদীঘিতে।
- জলের অভাবে পুকুরের একের পর এক মাছ ভেসে ওঠায় মাথায় হাত পড়েছে মাছ চাষিদের।
- এবার কী ভাবে সংসার চলবে এবং কী ভাবে মহাজনের টাকা পরিশোধ করবেন, তা নিয়ে চিন্তিত মৎস্য চাষিরা।
- আর জলের অভাবে মাছ চাষে সমস্যা দেখা দেওয়ায় বাজারেও মাছের দাম বেড়েছে। যার ফলে মাছপ্রেমী বাঙালিদের হেঁসেলেও আগুন ধরেছে
22. রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
- শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়,
- আগামী ১১ অগস্ট, বৃহস্পতিবার ‘রাখি বন্ধন’ উৎসবের দিন শিক্ষা প্রতিষ্ঠান-সহ রাজ্য সরকারের সমস্ত প্রতিষ্ঠানে সরকারি ছুটি থাকবে।
- শুক্রবার অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ বিজ্ঞপ্তি দিয়ে জানায়,
- আগামী বৃহস্পতিবার রাখির দিন রাজ্য সরকারের সব অফিস, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ ছাড়া ওই দিন ছুটি রাখা হবে সরকার পোষিত অফিসেও।
23. বর্ষাকাল। ভরা শ্রাবণ। মুষলধারে বৃষ্টি চলছে। চরাচর দেখা যাচ্ছে না। গত কয়েক বছর দক্ষিণবঙ্গে এ দৃশ্য কমই দেখা গিয়েছে।
- আর এ বছর তো প্রকৃতির খামখেয়ালিপনায় এখন শ্রাবণ নাকি শরত্কাল, তা বোঝা দায়। মৌসম ভবনের হিসাব বলছে,
- ১ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৩৯ শতাংশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও পর্যম্ত বৃষ্টির ৪৬ শতাংশ ঘাটতি রয়েছে।
- আবহাওয়ার এ হেন আচরণে ক্ষতির মুখে রাজ্যের চাষবাস। এই কম বর্ষণ মূলত প্রভাব ফেলছে ধান চাষে।
- গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বর্ধমান, হুগলি, দুই মেদিনীপুরে এখন আমন ধান চাষের সময়।
- এ ছাড়াও নদিয়া, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই খরিফ চাষের মরসুম এই বর্ষাকাল। অপর্যাপ্ত বৃষ্টির কারণে আমন চাষে এবং খরিফ ফসল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
- রাজ্য কৃযি দফতর সূত্রের খবর, চলতি মরসুমে আমন চাষের লক্ষ্যমাত্রার ৪৫ শতাংশও এখনও পূরণ হয়নি।
- এই পরিস্থিতিতে কৃষি দফতরের আধিকারিকদের আশঙ্কা, ১৫ অগাস্টের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি না হলে এবছর আমন ধান চাষের লক্ষ্য পূরণ সম্ভব হবে না।
- সেক্ষেত্রে চরম বিপাকে পড়বেন ধানচাষিরা। প্রভাব পড়বে চালের খুচরো বাজারেও।
24. উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
- আদালতের নির্দেশ মেনে ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে।
- মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক না পাওয়া ১,১০০ চাকরিপ্রার্থীর নিয়োগ সংক্রান্ত নোটিস দিল এসএসসি। শুক্রবার বিকেলে নোটিসে বলা হয়েছে, মোট ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের দরকারি নথিপত্র ‘আপলোড’ করতে হবে।
- ডকুমেন্ট জমা দেওয়ার সময় শুরু হচ্ছে ৫ অগস্ট, অর্থাৎ শুক্রবারই। জমা দেওয়ার শেষ তারিখ ১৩ অগস্ট। নোটিসে এ-ও বলা হয়েছে, শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক বাদে উচ্চ প্রাথমিকে মোট ১,১০০ শিক্ষক করা হবে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে।
25. গত মঙ্গলবার এশিয়া কাপের সূচি প্রকাশিত হল। ২৭ আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। পরের দিনই মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান।
- এশিয়া কাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যে। দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
- গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে যোগ্যতা অর্জনকারী দল। সেই দলের সঙ্গে ভারতের ম্যাচ ৩১ আগস্ট।
- ফাইনাল ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপের সব ম্যাচই দুবাই এবং শারজাতে হবে। ভারত খেলবে দুবাইয়ে। ফাইনালও সেখানেই।
- প্রথমে শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু রাজনৈতিক সঙ্কটের জেরে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।
26. আইপিএলে (IPL 2022) প্রথমবার নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন হার্দিক। তিনি যে দায়িত্ব নিতে সক্ষম, তা বুঝিয়ে দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
- আর এবার তারই পুরস্কার পেতে চলেছেন তিনি। সব ঠিকঠাক থাকলে আসন্ন এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে হার্দিককেই।
- আইপিএলে সফলভাবে নেতৃত্ব দেওয়ার সুবাদে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছিলেন হার্দিক।
- আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলকে টি-২০ সিরিজ জেতান তিনি।
- তবে ভারতীয় দলে অধিনায়ক রোহিত শর্মার পাশে ডেপুটি হিসেবে কেএল রাহুল কিংবা ঋষভ পন্থকেই এতদিন বেশি পছন্দ ছিল নির্বাচকদের।
- তবে এবার নাকি বদলে যেতে পারে সেই পছন্দের তালিকা। অলরাউন্ডার হিসেবে হার্দিকের ধারাবাহিকতায় মুগ্ধ তাঁরা। সেই কারণেই তাঁকে সহ-অধিনায়ক করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
27. ভারতের কুস্তিগীর দীপক পুনিয়া সোনা জিতলেন কমনওয়েলথ গেমসে। তাও আবার ফাইনালে হারালেন দুবারের সোনাজয়ী পাকিস্তানের মহম্মদ ইনামকে।
- খেলার ফল ৩-০। এটি এবারের গেমসের কুস্তিতে ভারতের তৃতীয় সোনা, কেরিয়ারের প্রথম পদক দীপকের। কিছুক্ষণ আগেই ভারতের বজরং পুনিয়া ও সাক্ষী মালিক সোনা জেতেন। অংশু মালিক জিতেছেন রুপো। চার ভারতীয় কুস্তিগীর আজ ফাইনালে ওঠেন।
- পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের ফাইনালে ভারতের দীপক পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন মহম্মদ ইনাম ২০১০ সালের দিল্লি ও ২০১৮ সালের গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন পাকিস্তানের এই কুস্তিগীর।
- দীপক তাঁর চেয়ে ১০ বছরের ছোট, এদিন তিনি জিতলেন কেরিয়ারের প্রথম কমনওয়েলথ গেমস পদক। হেভিওয়েট প্রতিপক্ষকে অবশ্য শুরু থেকে ভালোই চ্যালেঞ্জ ছুড়ে দেন দীপক।
- প্রথম পিরিয়ডের শেষে তিনি এগিয়ে ছিলেন ২-০ ব্যবধানে। শেষ অবধি ৩-০ ব্যবধানে জিততেই ভারতের ঝুলিতে আসে সোনা। এই নিয়ে ভারত এখনও অবধি ৯টি সোনা জিতল।
28. কমনওয়েলথ গেমসের কুস্তিতে একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। ইতিমধ্যেই দুটি সোনা ও রুপো জিতেছেন ভারতের কুস্তিগীররা।
- টানা তৃতীয় পদক তথা টানা দ্বিতীয় সোনা জিতলেন বজরং পুনিয়া। মহিলাদের ফ্রিস্টাইল কুস্তিতে কমনওয়েলথ গেমসে নিজের তৃতীয় তথা প্রথম সোনা জিতলেন সাক্ষী মালিক।
29. চেন্নাইয়ের কাছে মামল্লপুরম বা মহাবলীপুরমে চলছে ৪৪তম চেস অলিম্পিয়াড। টানা ৬ দিন খেলা চলার পর আজ ছিল রেস্ট ডে।
পরের রাউন্ড থেকে নিজেদের রণকৌশল চূড়ান্ত করে নেওয়ার দারুণ সুযোগ পেলেন দাবাড়ুরা। আগামীকাল ওপেন সেকশনে ভারতের যে কোনও একটি দলের কাছে পদকের দৌড় কঠিন হয়ে যাবে।
কিন্তু সামগ্রিকভাবে এবারের চেস অলিম্পিয়াডে দারুণ খেলছেন ভারতের দাবাড়ুরা।
30. ক্রিকেটের সময়সূচী দিনে দিনে আরও ব্যস্ত হয়ে উঠেছে। খেলোয়াড়দের পরিবার থেকে দূরে থাকতে হয় বেশিরভাগ সময়ে।
- আন্তর্জাতিক ক্রিকেট খেললে তো কথাই নেই। একের পর এক সিরিজ। তাই তো এখন প্লেয়ারদের ফিট রাখতে রোটেশন পদ্ধতি চালু করা হয়েছে।
- বিশেষ করে কোভিড ১৯ এবং বায়ো-বাবল যেদিন থেকে এসেছে পরিবারের সঙ্গে বিছিন্ন থাকার সময়কাল বেড়ে গিয়েছে। কিন্তু তা বলেন পরিবারের সঙ্গে ৯ বছর পর দেখা হওয়া কী সম্ভব?
31. আজ, শুক্রবার মুম্বইয়ে শুরু হল প্রো কবাডি ২০২২-র নিলাম (Pro Kabaddi 2022 Player Auction)। আগামীকাল ৬ অগাস্ট পর্যন্ত চলবে নিলাম।
- নিলামের জৌলুস বাড়িয়ে হাজির ছিলেন অভিষেক বচ্চন। যিনি প্রো কবাডি লিগের দল জয়পুর পিঙ্ক প্যান্থার্সের অন্যতম মালিকও।
- নিলামে ৫০০ জনেরও বেশি খেলোয়াড়কে দলে পেতে ঝাঁপাবে দলগুলি
- প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গঠনের জন্য ৪ কোটি ৪০ লাখ পর্যন্ত ব্যয় করতে পারবে। যদিও একটি দল ইতিমধ্যে কতজন খেলোয়াড় ধরে রেখেছে তার উপর নির্ভর করবে ব্যায়ের অর্থ।
32. অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা কল্পনা শোনা যাচ্ছে।
- ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেই (Los Angeles 2028) ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে আইসিসি (ICC)।
- তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপও নেওয়া হচ্ছে। এরই মাঝে নিজেদের পরিকল্পনার বাস্তবায়িত করার ক্ষেত্রে এক বড় ইতিবাচক ইঙ্গিত পেল আইসিসি।
33. কেন্দ্রীয় মন্ত্রী ফিট @50 মহিলা ট্রান্স হিমালয়ান এক্সপিডিশন 2022 টিমকে অভিনন্দন জানিয়েছেন – অনুরাগ সিং ঠাকুর
34. ভারত এখন পর্যন্ত স্বীকৃত 75,000 স্টার্টআপগুলির সাথে ল্যান্ডমার্ক মাইলফলক অর্জন করেছে
35. উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি ও তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেরকম ভাবে কোনও বর্ষণের সর্তকতা জারি করা হয়নি।
- আগামী 7 আগস্ট উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী তিন-চার দিনের তাপমাত্রা সেরকম কিছু পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
36. সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কাঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।
- একই সঙ্গে আগামী তিন দিনে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় তৈরি হতে পারে লঘুচাপ।শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
- মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
- এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
37. দুর্গতিনাশিনী শুধু পুজোর থিম বানিয়ে বার্তা দিয়ে নয়। হাতেকলমে দুর্গতিনাশিনী গড়বেন তাঁরা। নিজের হাতে দুষ্টের দমন করতে শিখবেন মহিলারা।
- আত্মরক্ষার এই পাঠ দেবে ৬৬ পল্লী দুর্গোৎসব কমিটি। দুর্গা পুজোকে সামনে রেখে এই কাজ করছেন তাঁরা। শুধু পুজো নয়, পুজোর পরেও চলবে এই দুর্গতিনাশিনী গড়ার কাজ।
- এই বছর ৬৬ পল্লী তাদের পুজো থিম বানাচ্ছে দুর্গতিনাশিনীকে সামনে রেখে। তাই আগামী ৬ মাসে কমপক্ষে ৫০০০ মহিলার জীবন পরিবর্তন করার লক্ষ্য নিয়েছেন তাঁরা।
- এক দিনের আত্মরক্ষা কর্মশালা অনলাইন এবং অফলাইন শিবির উভয়ই পরিচালিত হবে, যা মহিলাদের অভ্যন্তরীণ শক্তিকে বাইরে নিয়ে আসবে।
Read More:- WBP Constable Mains Result 2022| Download Written Exam Merit List Cut-Off Marks