DAILY GK (SET/04/FEB/2022)

📚SCIENCE – GK📚

1. বার্ধক্য বিরোধী ওষুধ কোনটি?

:- সেস্টারিন

2. কোন গ্রন্থির লোপ বাড়ে?

:- থাইমাস গ্রন্থি

3. হ্যালোজেন যে স্ট্রাইক গ্লাস

:- ব্রোমিন

4. রাসায়নিকভাবে ‘ওয়াটার গ্লাস’ কি?

:- সোডিয়াম সিলিকেট

5. অপুষ্টিতে কার ঘাটতি সবচেয়ে বেশি?

:- প্রোটিন

6. ‘ব্ল্যাক-হোল’ তত্ত্ব কে উত্থাপন করেন

:- এস চন্দ্রশেখর

7. কোবল্ট-60 কোন রশ্মি নির্গত করে?

: – গামারশ্মি

8. প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ?

:- 1836 বার

9. একজন মানুষ দিনে কতটা প্রস্রাব ত্যাগ করে

:- প্রায় 1.5 লিটার

10. আলোর তরঙ্গ তত্ত্ব কে উত্থাপন করেন

:- স্যার নিউটন

11. শব্দের তীব্রতার CGS একক

:- ডেসিবেল

12. কোষের কোন অংশকে ‘সাইট অফ কন্ট্রোল’ বলা হয়?

:- নিউক্লিয়াস

13. টিটেনাস রোগ শরীরের কোন অংশকে প্রভাবিত করে

: – স্নায়ুতন্ত্র

14. সোয়াইন ফ্লু ছড়ায় এমন ভাইরাসের নাম বল

:- H1N1

15. বার্ড ফ্লু ভাইরাসের নাম

: – H5N1

16. NTP-এ একটি গ্যাসের এক মোলের আয়তন হল

:- 22.4 লিটার

17. টমেটো সসে কোন অ্যাসিড পাওয়া যায়?

:- এসিটিক এসিড

18. গোবরে জন্মানো ছত্রাক বলা হয়

:- কপ্রোফিলাস

19. মশা তাড়ানোর সক্রিয় রাসায়নিক

:- ইলেথ্রিন

20. কোন অঙ্গ ব্রাইটস রোগে আক্রান্ত হয়?

:- কিডনি

21. ইউনিট অফ ইন্টারন্যাশনাল সিস্টেম কবে বাস্তবায়িত হয়?

:- 1971

22. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রটি কী?

:- ক্রাইসোগ্রাফ

23. কে ক্রিস্কোগ্রাফ আবিষ্কার করেন

: – জে সি বোস

24. কে নিউট্রিনো আবিষ্কার করেন

: – পাওলি

25. কে নিউট্রন আবিষ্কার করেন

:- চ্যাডউইক

26. জীবাশ্মবিদ্যার জনক কাকে বিবেচনা করা হয়

:- লিওনার্দো দা ভিঞ্চি

27. কে প্রথম জীবের বিবর্তন ব্যাখ্যা করেন

:- ল্যামার্ক

28. ইস্পাতকে কঠোরতা দিতে কী যোগ করা হয়?

:- ক্রোমিয়াম

29. কাজের CGS ইউনিট হল

:- erg

30. কোন আয়ন রক্ত ​​জমাট বাঁধতে ভূমিকা রাখে?

:- ক্যালসিয়াম আয়ন

31. রক্তচাপ মাপার যন্ত্রটি হল

:- স্ফিগমোম্যানোমিটার

32. কোন জীবে প্রথমবারের মতো রক্তচাপ মাপা হয়?

:- ঘোড়া

33. শরীরে পিত্ত কোথায় উৎপন্ন হয়?

: – যকৃত

34. ল্যাঙ্গারহ্যান্স দ্বীপ কোথায় পাওয়া যায়?

:- অগ্ন্যাশয়ে

35. পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল পুরস্কার পাওয়া প্রথম নারী

:- ম্যাডাম কুরি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles