Daily Current Affairs Updates | The Latest CA On 29th July 2022| Also Important For Competitive Exams: Current Affairs plays an important role in our everyday life. Today in this topic Smart Knowledge is presenting a huge number of Current Affairs. Nowadays, cracking the exam is not easy. To think about the interesting Aspirants and to make the preparation easier we have posted some selective latest updates which will help you to be ready for the exams.
Daily Current Affairs Updates:
Hello Aspirants, today in this topic we are discussing 35 recent Current Affairs.
1. মুদ্রাস্ফীতি থেকে রক্ষা পেল না আমেরিকাও। এই মুদ্রাস্ফীতি রোধ করতে ফেডারেল রিজার্ভ দু’দিনের বৈঠক করে। সেখানে ০.৭৫ শতাংশ ফেডারেল তহবিলের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- পাশাপাশি চলতি বছর স্বল্প ঋণের হার ১.৫ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। মুদ্রাস্ফীতি মার্কিন নাগরিকদের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে।
- তাঁদের আয়ের তুলনায় ব্যয় বাড়তে শুরু করেছে। তার সঙ্গে সুদের হার ক্রমাগত বৃদ্ধি সাধারণ মানুষের ওপর প্রভাব পড়তে শুরু করেছে।
- ফেডরেল তহবিলের হার মার্চ মাস থেকে চার বার বাড়ানো হল। এরমাধ্যমে গৃহঋণ, গাড়িঋণ ও ক্রেডিটকার্ডের খরচ বাড়ানো হল।
2. এবার ভারতকেও ন্যাটোর (NATO) সঙ্গে যুক্ত করতে চাইছে আমেরিকা
- জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই নতুন কয়েকটি দেশের কাছে ন্যাটোর সঙ্গে প্রতিরক্ষামূলক পার্টনারশিপ করার জন্য প্রস্তাব দিতে চলেছে এই সামরিক জোট।
- তার মধ্যে অন্যতম দেশ ভারত (India)। একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংসদ রো খান্না।
- প্রসঙ্গত, কিছুদিন আগেই আমেরিকার নিষেধাজ্ঞামূলক ক্যাটসা আইন থেকে ভারতকে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এই রো খান্না।
3. চরম খাদ্য সঙ্কট চলছে পশ্চিম এশিয়ার দেশ লেবাননে। ফলে গতকাল বুধবার দেশটির বেকারি ও পেস্ট্রি দোকানে হামলে পড়েছে বিক্ষোভকারীরা।
- দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকেই রুটি পাচ্ছেন না। কারণ, অনেক জায়গাতেই চলছে তীব্র রুটি সঙ্কট।
- দেশটিতে মজুদ নেই পর্যাপ্ত আটাও।মাত্র চিকন ১০ টুকরো রুটি কিনতে লেবাননে গুনতে হয় ৪০ হাজার লেবানিজ পাউন্ড।
- এই অবস্থার জন্য দেশটির রাজনীতিবিদ ও বেকারিগুলো দুষছে জনগণ। তাদের দাবি, এরা ময়দা কালোবাজারে বিক্রি ও সিরিয়ায় পাচার করে এই সঙ্কট তৈরি করেছে।
- মাত্র চিকন ১০ টুকরো রুটি কিনতে লেবাননে গুনতে হয় ৪০ হাজার লেবানিজ পাউন্ড।
এই অবস্থার জন্য দেশটির রাজনীতিবিদ ও বেকারিগুলো দুষছে জনগণ। - তাদের দাবি, এরা ময়দা কালোবাজারে বিক্রি ও সিরিয়ায় পাচার করে এই সঙ্কট তৈরি করেছে।
4. প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থানের কারণে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প নতুন কিছু নয়।
- বুধবারও (২৭ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সাত মাত্রার প্রবল ভূকম্পন। তবে এরপর থেকে সেখানে যেভাবে আফটারশক দেখা যাচ্ছে, তা অপ্রত্যাশিত।
- সাধারণত শক্তিশালী কোনো ভূমিকম্পের পর ওই এলাকায় আরও ছোটখাটো ভূকম্পন ঘটে। এটিকেই আফটারশক বলে।
- জানা গেছে, বুধবারের ভূমিকম্পের পর ফিলিপাইনের উত্তরাঞ্চলে এ পর্যন্ত ৮৮৭টি আফটারশক হয়েছে। এর মধ্যে অন্তত দুই ডজন কম্পন অনুভব করেছেন বাসিন্দারা।
5. শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা বাড়ানো হয়েছে এক মাস। দেশটির পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটির পর আসে এই ঘোষণা।
- স্থানীয় সময় বুধবার পার্লামেন্টে জরুরি অবস্থা বাড়ানোর পক্ষে ভোট দেন ১২০ জন এমপি। বিপক্ষে অবস্থান নেন ৬৩ এমপি।
- এর আগে তীব্র বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন তখনকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ১৮ জুলাই থেকে কার্যকর হয় জরুরি অবস্থা।
6. যুবক-যুবতীদের আর ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এবার থেকে বয়স ১৭ বছর হলেই ভোটার কার্ডের (Voter Card) জন্য আগাম আবেদন করতে পারবে একজন ভারতীয় নাগরিক।
- বৃহস্পতিবার এই ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।
- ইতিমধ্যে নয়া নির্দেশিকা অনুযায়ী ভোটার তালিকায় যুবক-যুবতীদের নাম নথিভুক্তকরণে রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে।
7. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন।
- এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। সেই সঙ্গে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেটও। যা কিনা ৫.৮১ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।
- স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ।
- দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ২১১।
8. সম্প্রতি কেন্দ্রীয় সরকার ২০১৭-১৯ সালের স্যাম্পল রেজিস্ট্রেশন সার্ভের (এসআরএস) রিপোর্ট প্রকাশ করেছে।
- তাতে দেখা গিয়েছে, ২০১৬-১৮ সালের তুলনায় সাম্প্রতিকতম এই রিপোর্টে সারা দেশই প্রসূতি মৃত্যুর হার বা ম্যাটারনাল মর্টালিটি রেশিও (এমএমআর) কমানোর ব্যাপারে প্রভূত উন্নতি করেছে।
- প্রতি লাখে প্রসূতি মৃত্যুর হার বা এমএমআর দেশের ক্ষেত্রে ১১৩ থেকে কমে হয়েছে ১০৩। কমেছে সিংহভাগ রাজ্যেরই প্রসূতি মৃত্যুর হার।
- কিন্তু হরিয়ানা, ছত্তিশগড় ও উত্তরাখণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গে বেড়ে গিয়েছে এমএমআর। রাজ্যে ২০১৬-১৮ সালে এমএমআর ছিল ৯৮।
- কিন্তু তা ২০১৭-১৯ সালে বেড়ে ১০৯ হয়ে গিয়েছে। তবে সেই সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে পরিবার পরিকল্পনার জাতীয় সম্মেলনে দ্বিতীয় স্থান দখল করল বাংলা।
9. দেশে মাঙ্কিপক্স (Monkeypox) আতঙ্ক বাড়তেই এই ছোঁয়াচে রোগের টিকা তৈরিতে প্রথম উদ্যোগ নিয়ে ফেলল কেন্দ্র।
- বুধবারই বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থার কাছে মাঙ্কিপক্সের টিকা তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে কেন্দ্র।
- একই সঙ্গে এই ভাইরাসের শনাক্তকরণ কিট তৈরির জন্যও দরপত্র আহ্বান করা হয়েছে।
10. দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
- বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। তাতে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ জুন, জুলাই দুই মাসেই তেমন বর্ষার দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গ।
- উত্তরবঙ্গেও রয়েছে বর্ষার ঘাটতি।
11. বুধবারের পর বৃহস্পতিবার আবার রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল।
- এদিন ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯৫, যা বুধবার ছিল ১২৭৩। তবে দীর্ঘদিন পর ১৫০০ এরও নীচে নেমেছে বাংলায় সংক্রমণের হার।
- করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়লেও রাজ্যে মিটিং-মিছিল, সমাবেশ মাস্ক ছাড়াই হচ্ছে, মানা হচ্ছে না সামাজিক দুরত্বও।
12. বৃহস্পতিবার সন্ধ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটির সাংবাদিক বৈঠকে অভিষেক নিজেই আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের কথা নিশ্চিত করেছেন।
- এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে তিনি যে দেখা করবেন এবং তাঁদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তা স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- কিন্তু শুক্রবার সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে চাকরিপ্রার্থীদের মুখোমুখি সাক্ষাৎ কোথায় হবে, তা নিয়ে কৌতূহল ছিল।
- নিজের ক্যামাক স্ট্রিটের দফতরেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ।
13. ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আদিবাসী যুবক তালা মুর্মু দুটি ময়ূরের ডিম নিয়ে এসেছিলেন গ্রামের বাড়িতে।
- তার পর পোষা মুরগির ডিমের সঙ্গে রেখে দিয়েছিলেন সেই ময়ূরের ডিম দু’টিকে। মুরগি নিজের ডিমের সাথে ময়ূরের ডিমেও তা দিয়ে বাচ্চা ফোটায়।
- বাচ্চাগুলো খুব ছোট ছিল তখন মুরগির বাচ্চার সঙ্গেই ঘুরে বেড়াত। প্রথমে গ্রামের লোক কিছুই বুঝতে পারেননি।
- কিন্তু তারা বড় হতেই গ্রাম এবং আশপাশের এলাকায় খবর ছড়িয়ে পড়ে।
- গাজোলের ১৪ কিলোমিটার দূরে পুরাতন মালদহ ব্লকের বিনতারা পরিচিত হয়ে ওঠে ‘ময়ূরের গ্রাম’ নামে।
14. বাংলার হয়ে দীর্ঘদিন খেলেছেন। অধিনায়কত্ব করেছেন। এবার নতুন ভূমিকায় আসতে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goshwami)।
- এবার বাংলা টিমে মেন্টর কাম ক্রিকেটারের ভূমিকায় তাঁকে দেখা যাবে। ঝুলনের মতো বড় মাপের ক্রিকেটারকে কাজে লাগাতে চান কর্তারা।
- বাংলার মহিলা ক্রিকেটারদের খেলোয়াড়ি মানসিকভাবে তৈরি করার পাশাপাশি ক্রিকেটের মান উন্নয়নের জন্য সাহায্য করবেন ঝুলন।
- আর শুধু সিনিয়র দল নয়। সমস্ত বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়েও কাজ করবেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি।
- তবে একই সঙ্গে নিজেও খেলা চালিয়ে যাবেন তিনি। নতুন ভূমিকায় এলেও এখনই অবসর নিয়ে ভাবছেন না চাকদহ এক্সপ্রেস (Chakdah Express)।
15. বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের অভিযান শুরু হচ্ছে শুক্রবার। পদকের আশায় মাঠে নামতে চলেছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), পিভি সিন্ধুরা (PV Sindhu)।
- ১৯৯৮ সালের পরে এই প্রথমবার কমনওয়েলথ গেমসের অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে নামতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল।
- কিন্তু তা নিয়ে খুব বেশি রোম্যান্টিক হওয়ার জায়গা নেই। কারণ– ভারতের স্বর্ণপদক জয়ে সবচেয়ে বড় বাধা যারা,
- সেই মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ দিয়েই শুক্রবার কমনওয়েলথ গেমসে অভিযান শুরু করছে হরমনপ্রীতের ভারত।
16. অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায় (Samar Banerjee)। কলকাতা ময়দানে বদ্রু নামে পরিচিত এই তারকা বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
- জানা গিয়েছে, ৯২ বছরের বদ্রু বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছেন। তাঁর অ্যালঝাইমার্সও রয়েছে।
- বুধবার অবস্থার অবনতি হওয়ায় পরিবারের তরফে বিষয়টি মোহনবাগান ক্লাবকে জানানো হয়।
- ক্লাবের উদ্যোগে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Banerjee) সঙ্গে যোগাযোগ করে বদ্রু বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করা হয়।
17. শুক্রবার মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। বৃহস্পতিবার সকালেই স্পেন থেকে কলকাতা এসে পৌঁছলেন সবুজ-মেরুনের কোচ জুয়ান ফেরান্দো।
- আর এদিনই দুপুরের দিকে এটিকে মোহনবাগান ফুটবল ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানিয়ে দেওয়া হল, দীর্ঘ চেহারার ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) ক্লাব ছাড়ছেন।
- এটিকে মোহনবাগান ফুটবল ক্লাবের ফেসবুক পেজে সন্দেশের ছবি দিয়ে লেখা হয়েছে, ”থ্যাঙ্ক ইউ সন্দেশ ঝিঙ্গান ফর ইওর টাইম অ্যাট দ্য ক্লাব অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার।”
18. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিন বোলিং কোচ অস্ট্রেলিয়া ক্রিকেট দলেরও স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন।
- দ্বিতীয় চাকরিটি ছেড়ে দিলেন শ্রীধরণ শ্রীরাম। কারণ তাঁর মনে হচ্ছে, প্রথম কাজটা সঠিক ভাবে করতে পারছেন না।
- তাই অস্ট্রেলিয়ার জাতীয় দলের স্পিন বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিলেন শ্রীরাম।
19. লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। লাল-হলুদ ক্লাবের তরফে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে অলিম্পিক্স পদকজয়ী টেনিস তারকাকে।
- এর আগে জানানো হয়েছিল ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে ঝুলন গোস্বামীকে। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পাশাপাশি লিয়েন্ডারকেও সম্মান জানাবে ইস্টবেঙ্গল।
20. টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী লাভলিনা বরগোঁহাই কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান মাঝ পথেই ছেড়ে বেরিয়ে যান।
- এর পর রাস্তায় দীর্ঘ সময়ে আটকে থাকতে হয় তাঁকে এমনটাই খবর বিভিন্ন রিপোর্ট মারফত সামনে আসছে।
- বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোনী অনুষ্ঠান চলে প্রায় দুই ঘণ্টা ধরে। মঙ্গলবার রাতে অন্যান্য বহু ভারতীয় প্রতিযোগীর মতো এই ইভেন্টে অংশ নেন লাভলিনা বরগোঁহাই।
- কিন্তু পুরো সময়টা অপেক্ষা না করে মাঝ পথেই অনুষ্ঠান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন টোকিও অলিম্পিক ২০২০-তে ব্রোঞ্জ জয়ী বক্সার।
- ভারতীয় বক্সিং কন্টিজেন্টে এক সদস্য মহম্মদ হুসামুদ্দিন তাঁর সঙ্গে চলে আসে। মহম্মদ হুসামুদ্দিন ২০১৮ গোল্ট কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন।
21. কমনওয়েলথ গেমস প্রথম দিনেই জমজমাট। বার্মিংহ্যাম গেমসে প্রথম সোনাটির দখল নিয়েছে ইংল্যান্ডে।
- ট্রায়াথলনে সোনা জিতে ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন অ্যালেক্স ই (Alex Yee)।
- মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সামনে ১৫৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছে হরমনপ্রীত কৌরের ভারত। সাঁতারে ফাইনালে উঠেছেন শ্রীহরি নটরাজ।
22. কমনওয়েলথ গেমস ২০২২-এর প্রথম দিনের প্রতিযোগীতায় মুখোমুখি হবে ভারতীয় মহিলা এবং অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।
- এক নজরে দেখে নিন কোথায় এই ঐতিহাসিক ম্যাচ দেখতে পাবেন। এই বারই কমনওয়েলথ গেমসের সঙ্গে যুক্ত হয়েছে মহিলা ক্রিকেট।
- পুরুষদের ক্রিকেট দীর্ঘ সময় কমনওয়েলথ গেমসে বন্ধ থাকলেও মহিলা ক্রিকেটের আবির্ভাবে সেই অভাব কিছুটা মিটবে এমনটাই আশা করেন বাইশ গজের এই খেলার প্রেমীরা।
23. ২০২১ সালে BGMI চালু হয়। BGMI গেমপ্লের ক্ষেত্রে PUBG-র মতোই ছিল। এটি চালু হওয়ার এক বছরের মধ্যে, আইফোন এবং অ্যান্ড্রয়েডে বিজিএমআইয়ের ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যায়।
- সরিয়ে দেওয়া হল ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI)। বৃহস্পতিবার জনপ্রিয় মাল্টিপ্লেয়ার গেমটি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
- PUBG ব্যান হওয়ার পর, মালিকং সংস্থা ক্রাফটন, শুধুমাত্র ভারতের জন্য নতুন করে BGMI এনেছিল। এবার সেটাও বন্ধ করে দিল কেন্দ্র।
24. নবম-দশম শ্রেণিতে ১৩ হাজার ৫১২টি শূন্যপদ রয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৩২৭টি।
- এবং প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ২ হাজার ৩২৫টি। অর্থাৎ সব মিলিয়ে ২১ হাজার ১৬৪ টি পদ শূন্য রয়েছে।
- তবে আদালতের নির্দেশে ঠিক কত নিয়োগ আটকে রয়েছে তা বলতে পারেনি স্কুল শিক্ষা দফতর।
25. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চুরির ঘটনা! এ বার পড়ুয়াদের মার্কশিট চুরি হয়ে গেল দুই দফতর থেকে। এই ঘটনায় প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা।
- বিশ্বভারতীর বিনয় ভবনের এমএ, এমএড, বিএড-এর মার্কশিট চুরি হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের মার্কশিট বিতরণ প্রক্রিয়া শুরুর মধ্যেই মার্কশিট উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
26. উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি (rain) হলেও বাকি রাজ্যে অতিরিক্ত আর্দ্রতার কারণে বেশ অস্বস্তিকর পরিস্থিতি।
- তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আজ দুপুরের পর থেকে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮১%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%
27. সম্প্রতি বিদায়ী রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং তার পূর্বসূরিদের কিছু দুর্লভ ছবি প্রদর্শন করে তিনটি বই কে প্রকাশ করেছেন?
উত্তর:- অনুরাগ ঠাকুর
28. বব রাফেলসন সম্প্রতি মারা গেছেন। তার টিভি সিরিজ ‘দ্য মঙ্কিজ’ তাকে __ এ অসাধারণ কমেডি সিরিজের জন্য একটি এমি অ্যাওয়ার্ড জিতেছে।
উত্তর:- 1967
29. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের উপস্থিতি এবং কর্মীদের দ্বারা টহলের বাস্তব-সময় পর্যবেক্ষণের জন্য ‘স্মার্ট ই-বিট’ সিস্টেম চালু করেছেন?
উত্তর:- হরিয়ানা
30. তেলেঙ্গানার স্ত্রী নিধি মডেলের আদলে সমবায় খাতে তার প্রথম সমস্ত মহিলা-চালিত আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের জন্য তেলেঙ্গানার সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে – রাজস্থান
31. কমনওয়েলথ গেমস 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতীয় দলের পতাকাবাহী হিসাবে কাকে বেছে নেওয়া হয়েছে?
উত্তর:- পি. ভি. সিন্ধু
32. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তিনটি দেশকে সদস্যপদ মর্যাদা দিয়েছে। নিচের কোন দেশটি এই তিনটির অন্তর্ভুক্ত নয়?
উত্তর:- রাশিয়া
33. আরবিআই অ-আর্থিক প্রতিষ্ঠান এবং অনিয়ন্ত্রিত সংস্থাগুলিকে IDBI ব্যাঙ্কের ___ শতাংশের বেশি মালিকানার অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রের অনুরোধ গ্রহণ করেছে৷
উত্তর:- 40
34. সম্প্রতি, ভারতের প্রতিযোগিতা কমিশন __ মূল্যের Axis Bank-Citi চুক্তিটি সাফ করেছে।
উত্তর:- 12,325 কোটি টাকা
35. প্রবীণ অসমীয়া সাহিত্যিক এবং সাহিত্য আকাদেমি পুরস্কার বিজয়ী, ___, সম্প্রতি মারা গেছেন।
উত্তর:- অতুলানন্দ গোস্বামী।
Read More:- Indian Post Office Recruitment | 2 Days Left, Apply Soon | Qualifications, Age Limit, Salary, Latest Updates