Current Affairs: 11th September 2022 | Daily Current Affairs Updates| Most Important For Competitive Exam Syllabus

Current Affairs: 11th September 2022 | Daily Current Affairs Updates| Most Important For Competitive Exam Syllabus: Current Affairs plays an important role in our everyday life. Today on this topic Smart Knowledge is presenting Current Affairs: 11th September 2022. Nowadays, cracking the exam is not easy. To think about the interesting Aspirants and to make the preparation easier we have posted some selective latest updates which will help you to be ready for the exams.

Current Affairs: 11th September 2022:

Hello Participants, welcome back to our Channel “Smart Knowledge”. Today in this post We are presenting Some 50 Top & Latest Current Affairs: 11th September 2022 For the Upcoming Competitive Exams.


 

1. চলতি অর্থবর্ষের ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

  • কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ ৩৫.৪৬ শতাংশ বেড়েছে। যার জেরে ৬.৩৮ লক্ষ কোটি টাকা কর সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই রেকর্ড পরিমাণ কর সংগ্রহ ভারতের অর্থিক বৃদ্ধির একটি প্রতিফলন বলে অর্থনীতিবিদরা জানিয়েছেন।

2. আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

  • একদিন আগেই সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়েছিল একে অপরের। সেই ম্যাচে অবশ্য বেশ দাপট দেখিয়ে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তার মানে এটা ভাবা একেবারেই ঠিক হবে না যে ফাইনালে পাকিস্তান এতো সহজে হার মেনে যাবে।

3. ক্রমাগত শক্তিশালী হয়ে চলেছে নিম্নচাপ আর তার জেরেই আগামী কয়েক দিন শহর কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকতে চলেছে মানুষ।

  • স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেশ খানিকটা নিয়ন্ত্রণে থাকবে। ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ঘাটতি দেখা গিয়েছিল, তা বেশ খানিকটা অংশে মিটবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে, উত্তরবঙ্গের (North Bengal), জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

4. পুজো যত এগিয়ে আসছে তত আকাশে কালো মেঘের ঘনঘটা বাড়ছে। নিম্নচাপের জেরে আগামী তিনদিন বৃষ্টিতে ভিজবে শহর।

  • এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাজেই রবিবারের দুর্গাপুজোর বাজার যে মাটি হবে তাতে কোনও সন্দেহ নেই। বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট চলবে। কাজেই রবিবার বিকেলে যদি ভাবেন গড়িয়াহাট কিম্বা হাতিবাগােন যাবেন পুজোর কেনাকাটা করতে তাহলে সঙ্গে রাখুন ছাতা-রেনকোট।

5. রাজস্থান সরকার চাকরির জন্য কোন প্রকল্প চালু করেছে?

উত্তর: 100 দিনের শহুরে কর্মসংস্থান গ্যারান্টি স্কিম

6. আইপিইএফ-এর কয়টি পিলার হবে ভারত যোগদান করা হবে?

উত্তর: তিন: স্থিতিস্থাপক অর্থনীতি, ক্লিন ইকোনমি এবং ফেয়ার ইকোনমি

7. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কখন তার দল চালু করবেন বলে আশা করা হচ্ছে? উত্তরঃ ৫ই অক্টোবর সিঙ্গাপুর সরকার থেকে মেধাবী সেবা পদক কে পেয়েছেন?

Answer: Retd. Admiral Sunil Lanba

8. প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি কোন দেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন?

উত্তরঃ নরওয়ে

9. জার্মান ভাষা দিবস কবে পর্যবেক্ষণ করা হয়েছে?

উত্তরঃ ১০ সেপ্টেম্বর

10. বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ১০ সেপ্টেম্বর

11. গুগল তার ফোল্ডেবল ফোন কবে লঞ্চ করবে?

উত্তর: 2023

12. NITI Aayog কোন বৈদ্যুতিক মালবাহী প্ল্যাটফর্ম চালু করেছে?

উত্তর: ই-ফাস্ট ইন্ডিয়া

13. জাতিসংঘের পরবর্তী মানবাধিকার প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হবে?

উত্তরঃ ভলকার তুর্ক

14. ভারত কখন রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে শোক পালন করবে?

উত্তরঃ ১১ সেপ্টেম্বর

15. বুরুন্ডির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ Gervais Ndirakobuca

16. মার্কিন সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী সপ্তাহে অর্থনৈতিক আলোচনার জন্য কোন দেশ সফর করবেন?

উত্তরঃ মেক্সিকো

17. কৃষি অর্থায়নের জন্য Agribazaar কোন কার্ড চালু করেছে? উত্তরঃ কিষাণ নিরাপদ কার্ড ওগ্লিভির নতুন গ্লোবাল সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ দেবিকা বুলচন্দনী

18. PVR কখন INOX একীভূতকরণ নিয়ে শেয়ারহোল্ডারদের সাথে একটি সভা পরিচালনা করবে?

উত্তরঃ ১১ই অক্টোবর

19. যিনি ভারত ইলেকট্রনিক্সের নতুন সিএমডি নিযুক্ত হয়েছেন সীমিত?

উত্তরঃ দীনেশ কুমার বাত্রা

20. SEBI দ্বারা মিউচুয়াল ফান্ড ব্যবসা চালু করার জন্য কোন কোম্পানি অনুমোদন পেয়েছে?

উত্তরঃ হেলিওস ক্যাপিটাল খেলাধুলা

21. কোন ক্রিকেটারকে WT20-এর জন্য ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে?

উত্তরঃ রবীন্দ্র জাদেজা

Read More:- ECIL Recruitment 2022 | Notification Out For 284 Vacancies | Age Limit, Eligibility, Salary, Selection Process, Fees

22. নীরজ চোপড়া প্রথম ভারতে কোন শিরোনাম জিতেছেন?

উত্তর: ডায়মন্ড লিগ ফাইনাল টাইটেল 2022

23. কোন দল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের উদ্বোধনী ম্যাচ খেলবে?

উত্তরঃ ইন্ডিয়া লিজেন্ডস এবং সাউথ আফ্রিকা লিজেন্ডস

24. এশিয়া কাপ 2022 এর ফাইনাল ম্যাচ কোন দল খেলবে?

উত্তরঃ শ্রীলঙ্কা ও পাকিস্তান

25. অমিত শাহ রাজস্থানে সীমান্ত পর্যটন বিকাশের ভিত্তি স্থাপন করেছেন

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্তের কাছে সীমান্ত পর্যটন বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। জয়সলমের থেকে 120 কিলোমিটার দূরে তানোট মন্দির কমপ্লেক্সে পাথরটি স্থাপন করা হয়েছে। প্রকল্পটি পর্যটন মন্ত্রণালয় করবে।

26. ট্রান্সলোকেশন এক্সচেঞ্জের অংশ হিসেবে, দক্ষিণ আফ্রিকা থেকে চিতার ১ম ব্যাচ অক্টোবরে ভারতে পৌঁছাবে।

  • ১ম ব্যাচে ১২টি চিতা থাকবে। 1950-এর দশকে বিলুপ্ত হওয়া ভারতে চিতার জনসংখ্যা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

27. রাজা তৃতীয় চার্লস এক অনুষ্ঠানে ব্রিটেনের নতুন রাজা হিসেবে ঘোষণা করেন।

  • তিনি উইলিয়াম এবং কেটকে প্রিন্স এবং প্রিন্সেস অফ ওয়েলস হিসাবে ঘোষণা করেছিলেন, যে খেতাবগুলি তাঁর এবং প্রয়াত রাজকুমারী ডায়ানার হাতে ছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন। যদিও শেষকৃত্যের আনুষ্ঠানিক কোনো তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

28. চলমান সংকটের সময় ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থন দেখানোর জন্য জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক কিয়েভে আকস্মিক সফরে যান৷

29. অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল –

2022 সেল 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে।

30. মেটা –

11ই অক্টোবর একটি Connect ইভেন্ট করবে৷

31. উচ্চ শিক্ষা 10 সেপ্টেম্বর অফিসিয়াল সাইট –

ecet-sche.aptonline.in-এ AP ECET 2022 ওয়েব বিকল্প এন্ট্রি শুরু করেছে।

32. দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) –

আগামী সপ্তাহের মধ্যে icmai.in-এ CMA ইন্টারমিডিয়েট এবং ফাইনাল ফলাফল 2022 প্রকাশ করতে পারে।

33. বিহার পাবলিক সার্ভিস কমিশন, BPSC –

প্রাথমিক বিদ্যালয়ে 40,506 প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে।

34. জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কাউন্সিল, উত্তরপ্রদেশ, JEECUP 2022

কাউন্সেলিং রাউন্ড 1 আসন বরাদ্দের ফলাফল শীঘ্রই ঘোষণা করতে পারে। এটি অফিসিয়াল সাইট, jeecup.nic.in-এ পাওয়া যাবে।

35. ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)

পোস্ট গ্র্যাজুয়েট টিচার প্রোগ্রাম 2022-এর জন্য অনলাইন আবেদন শুরু করেছে৷ আগ্রহী প্রার্থীরা jssc.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারেন৷

36. গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড কেস:-

গত 24 ঘন্টায় ভারতে 5,554 টি নতুন COVID কেস রেকর্ড করা হয়েছে।

37. ভারতের আবহাওয়ার পূর্বাভাস আজ:-

দেশের বিভিন্ন স্থানে মোটামুটি ব্যাপক এবং বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

38. ভারতীয় মহিলা ক্রিকেট দল

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি২০১ ম্যাচ খেলবে।

39. 11ই সেপ্টেম্বর এশিয়া কাপ 2022

ফাইনালে শ্রীলঙ্কা এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে।

40. ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

আসন্ন ফিফা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপের জন্য রাজ্যের লোগো উদ্বোধন করেছেন।

Read More:- BDL Recruitment 2022 | Notification Out For Various Posts | Age Limit, Eligibility, Salary, Selection Process

41. অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

42.নিয়ম বদল হল স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card)। সম্প্রতি নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর।

  • জানানো হয়, সমস্ত হাইড্রোসিল সার্জারির ক্ষেত্রে সরকারি হাসপাতালের জন্য সংরক্ষিত থাকবে৷ কোনও বেসরকারি হাসপাতালে কোনও ধরনের হার্নিয়ার সার্জারি করা যাবে না কয়েকটি ক্ষেত্র বাদ দিয়ে৷ এছাড়াও, বেসরকারি হাসপাতালে দাঁতের এই চিকিৎসাগুলি যেমন, স্কেলিং, সব ধরনের ডেন্টাল ফিলিং, পাল্প ক্যাপিং, ক্যাপ পরানো এবং ব্রিজেস এবং কোন প্রসাধনী দাঁতের পদ্ধতি হবে না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার সরকারি হাসপাতালে করালেই শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে৷

43. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) পলিয়েস্টার চিপ এবং সুতা প্রস্তুতকারক শুভলক্ষ্মী পলিয়েস্টার লিমিটেডকে (Subhalakshmi Polyester Ltd) ১,৫৯৬ কোটি টাকায় অধিগ্রহণ করেছে।

  • RIL শনিবার একটি স্টক এক্সচেঞ্জ বিজ্ঞপ্তিতে বলেছে যে, তার সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা রিলায়েন্স পেট্রোলিয়াম রিটেইল লিমিটেড (সংস্থার নাম পরিবর্তন করে Reliance Polyester Ltd করা হয়েছে) শুভলক্ষ্মী পলিয়েস্টার লিমিটেড এবং শুভলক্ষ্মী পলিটেক্স লিমিটেডের পলিয়েস্টার ব্যবসা অধিগ্রহণের জন্য একটি চুক্তি হয়েছে।

44. আসন্ন টি-২০ বিশ্বকাপের দল নির্বাচনের সপ্তাহখানেক বাকি।

  • জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিমানে কারা উঠবেন তা ঠিক করে ফেলবেন নির্বাচকরা। এশিয়া কাপে ভারতের শোচনীয় ফলের পর দল নির্বাচন রীতিমতো কঠিন হয়ে উঠেছে। নানা নাম নিয়ে চলছে আলোচনা।

45. প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের বা জেইই-অ্যাডভান্সডের ফলাফল।

  • আইআইটি বম্বে এই ফলাফল প্রকাশ করেছে আজ সকাল ১০টা নাগাদ। প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের (জেইই-অ্যাডভান্সড) অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-তে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

46. আজকে, ১১ সেপ্টেম্বর বাংলার বেশ কিছু জেলায় কমেছে জ্বালানি তেলের দাম। তবে আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বেড়েছে পেট্রল, ডিজেলের দর। একনজরে দেখে নিন রবিবার বাংলার জেলায় জেলায় কততে বিকোচ্ছে পেট্রল, ডিজেল:

  • রবিবার মুর্শিদাবাদে সর্বোচ্চ ৮৬ পয়সা দাম কমেছে পেট্রলের। এছাড়া নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে আজ পেট্রল-ডিজেলের দাম কমেছে। এদিকে আজ জ্বালানির দাম বেড়েছে বাঁকুড়া, জলপাইগুড়ি, কোচবিহার, হুগলি এবং পূর্ব বর্ধমানে আজ জ্বালানির দাম বেড়েছে।
  • আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৮২ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৯ টকায়। বাঁকুড়ায় পেট্রলের দাম ১০৬.৯৪ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.৬১ টাকা। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৬৮ টাকা, ডিজেল ৯৩.৩৮ টাকা। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৭.১৩ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৭৮ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.৪৬ এবং ১০৬.১০ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.১৬ এবং ৯২.৮৩ টাকায়।

47. অগ্নিপথ নিয়োগ সংক্রান্ত স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করল প্রতিরক্ষামন্ত্রক।

  • তথ্য জানার অধিকার আইনের মাধ্যমেও এব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তবে মন্ত্রকের তরফে জানানো হয়েছে এটা সিক্রেট ফাইলের মধ্যে পড়ে।

48. দুর্গা পুজোর মণ্ডপ সজ্জার অন্যতম কাঁচামাল হল থার্মোকল। এদিকে পুজোর ঠিক ৩ মাস আগেই থার্মোকল(পলিস্টাইরিন) নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার।

  • তার যুক্তিযত কারণও আছে। পরিবেশ দূষণ রোধ করতেই এই পদক্ষেপ। এদিকে থার্মোকলের বিকল্প খুঁজতে গিয়ে নাকাল পুজো উদ্যোক্তারা। চিন্তায় শিল্পী-কারিগররাও। এতদিন তো প্যান্ডেল সাজাতে এগুলিরই ব্যবহার করেছেন। প্রতিমার অলঙ্কারেও থার্মোকলের অবাধ ব্যবহার হত। কিন্তু থার্মোকল তো এখন ‘ব্যান’ হয়ে গিয়েছে।

49. iPhone উৎপাদনে শুরু করতে পারে Tata Group। তাইওয়ানের টেক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতে আইফোন উৎপাদন করবে টাটারা।

  • সম্প্রতি চিনের বাইরে আইফোন উৎপাদনে জোর দিয়েছে Apple। চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক সংস্থাটি। এছাড়াও চিনের বিভিন্ন শহরে ঘন ঘন লকডাউনের কারণেই ব্যাহত হচ্ছে উৎপাদন। এই পরিস্থিতিতে ভারতে iPhone উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Apple। আর সেই কাজেই টিম কুকের সংস্থাকে সাহায্য করবে টাটারা।

50. ভারতে যেকটি সংস্থ্র বাইক বিক্রি হয়, তাঁদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় Royal Enfield-এর বাইক।

  • এই সংস্থার বাইকের চাহিদা এতটাই বেশি যে বাইক হাতে পেয়ে বেশ কয়েক মাস সময় লেগে যায় গ্রাহকদের। সম্প্রতি ভারতীয় বাজারে বেশ কয়েকটি নতুন মডেল লঞ্চ করেছে এই সংস্থা। এর মধ্যে একদিকে যেমন রয়েছে Royal Enfield Hunter 350-র মতো বাইক, তেমনই অন্যদিকে রয়েছে Scram 411-এর মতো বাইক। আগামী কিছু দিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে Royal Enfield Himalayan 450 ও Royal Enfield Super Meteor 650।

Read More:- WB Police Result 2022 | Download Result and the Personality Test Admit Card | View Details Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles