COVID-19 Update | গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক কোভিড গ্রাফে বড়সড় পতন, একদিনে আক্রান্ত সাড়ে ৭ হাজার

COVID-19 Update | গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক কোভিড গ্রাফে বড়সড় পতন, একদিনে আক্রান্ত সাড়ে ৭ হাজার: করোনা ভাইরাস (Coronavirus) নামক মহামারীর প্রকোপ কার্যত কাটিয়ে উঠছে ভারত (India)। ক্রম হ্রাসমান কোভিড গ্রাফই তার প্রমাণ। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার কমল আরও। রবিবারের তুলনায় তা বেশ অনেকটাই নিম্ন মুখী। আর তা থেকেই স্বাস্থ্য মহলের আশা,দেশকে করোনা মুক্ত বলে ঘোষণা করে দেওয়ার দিন আর খুব একটা দূরে নেই।

COVID-19 Update: দেশের দৈনিক কোভিড গ্রাফে বড়সড় পতন, একদিনে আক্রান্ত সাড়ে ৭ হাজার

দেশের দৈনিক কোভিড গ্রাফে বড়সড় পতন, এক দিনে আক্রান্ত সাড়ে ৭ হাজার।

  • দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া সোমবার সকালের পরি সংখ্যান অনুযায়ী,
  • গত ২৪ ঘণ্টায় দেশের করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৯১ জন।
  • যা রবিবারও ছিল ৯৫০০-র বেশি। সোমবার তা নেমে এল ৭৫০০র কোঠায়।
  • এক দিনে কোভিডের (COVID-19) কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২০৬ জন। শতকরা হিসেবে ৯৮.৬২ শতাংশ।

অ্যাকটিভ করোনা (Active cases) রোগীর সংখ্যা

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা (Active cases) রোগীর সংখ্যা মোট ৮৪,৯৩১, যা শতকরা হিসেবে মাত্র ০.১৯ শতাংশ।

  • পজিটিভিটি রেট ৪.৫৮ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট আরও কম – ২.৬৯ শতাংশ। যা আগের দিন ছিল ৩.৪০ শতাংশ।
  • সেই তুলনায় কমেছে অনেকটাই। রবিবারের তুলনায় তা বেশ অনেকটাই নিম্ন মুখী।
  • আর তা থেকেই স্বাস্থ্য মহলের আশা,দেশকে করোনা মুক্ত বলে ঘোষণা করে দেওয়ার দিন আর খুব একটা দূরে নেই।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য

কোভিড কাটিয়ে উঠতে জোর কদমে চলছে টিকা করণ (Corona vaccination)।

  • সোমবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুয়ায়ী,
  • রাজ্যে এখন পর্যন্ত মোট ২১১ কোটি ৯১ লক্ষ ডোজ দেওয়া হয়েছে।
  • গত ২৪ ঘণ্টা তেই টিকার ৪,৩৮,০২,৯৯ টি ডোজ পেয়েছেন দেশ বাসী।
  • ২০২০ সালে করোনা থাবা বসানোর পর থেকে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট ৮৮.৫২ কোটি।
  • ২৪ ঘণ্টাতেই পরীক্ষা করা হয়েছে ১,৬৫,৭৫১টি, যার মধ্য়ে মাত্র ৪.৫৮ শতাংশ রিপোর্ট পজিটিভ (Report Positive)।

Read More:- WB Primary Tet | টেটে অস্বচ্ছতা? এবার সরাসরি অভিযোগ জানানো যাবে পর্ষদের ওয়েবসাইটে | নিয়োগে স্বচ্ছতা আনতে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles