Covid 19 In China | চিনে ফের করোনা আতঙ্ক, ভয়ে ফের লকডাউনের পথে এই শহর | চিন পড়ে রয়েছে জিরো কোভিড নীতিতে

Covid 19 In China

Covid 19 In China | চিনে ফের করোনা আতঙ্ক, ভয়ে ফের লকডাউনের পথে এই শহর | চিন পড়ে রয়েছে জিরো কোভিড নীতিতে: অর্থনীতিতে প্রভাব পড়লেও চিন সেই পড়ে রয়েছে জিরো কোভিড নীতিতে। বিশ্বে আর কোথাও কোনও দেশ এই করোনা নিয়ে লকডাউন ঘোষণা না করলেও চিনে তা করা হচ্ছে। এবার ফের তেমন খবর মিলছে। চিনের একটি বড় শহরে ফের ঘোষণা হয়েছে লকডাউন।

Covid 19 In China: চিনে ফের করোনা আতঙ্ক, ভয়ে ফের লকডাউনের পথে এই শহর

China Places 17 Million Residents Of Shenzhen Under Covid Lockdown: Govt | Covid Lockdown In China: বাড়ছে করোনা, চিনের নতুন লকডাউন ঘোষণায় শেনজেনে ঘরবন্দি ১৭ মিলিয়ন মানুষ

এই শহরের জনসংখ্যা ২১ মিলিয়নেরও। এটি চিনের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি।

  • সেই চেংডুতে বৃহস্পতিবার থেকে লকডাউনে ঘোষণা করা হয়েছে।
  • কারণ শহর কর্তৃপক্ষ কার্যত চার দিনের নিউক্লিক অ্যাসিড পরীক্ষার ঘোষণা করেছে যাতে ক্রমবর্ধমান ওমিক্রন-চালিত কোভিড -১৯ কেস রয়েছে বলে জানা গিয়েছে।
  • মাত্র কয়েক মাস আগে সাংহাইয়ে লকডাউন হয়েছিল। এবার তা শুরু হল এই শহরে।

গণপরিবহন কমিয়ে দেওয়া হয়েছে

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের বাড়ি থেকে বের বারণ করে দেওয়া হয়েছে।

  • স্থানীয় কর্তৃপক্ষ দোকান ও ব্যবসা বন্ধ করে দিয়েছে এবং প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গণপরিবহন কমিয়ে দিয়েছে।
  • মনে করা হচ্ছে একটি জিম এবং একটি ওয়াটার পার্কের একটি সুইমিং পুল থেকে তা ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

উপসর্গবিহীন সংক্রমণের খোঁজ

দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতে বুধবার ১০৬টি নতুন নিশ্চিত কোভিড -১৯ স্থানীয় কেস এবং

  • ৫১টি উপসর্গবিহীন সংক্রমণের খোঁজ মিলেছে এবং শহরে ৩৮১টি উচ্চ এবং মাঝারি-ঝুঁকিপূর্ণ এলাকাকে এই সংক্রমণের জন্য চিহ্নিত করা হয়েছে।

লকডাউন করা বৃহত্তম শহর

চেংডু হল সাংহাইয়ের পর থেকে চিনে লকডাউন করা বৃহত্তম শহর এবং চার দফা কোভিড -১৯ পরীক্ষা চালানোর পরে রবিবার নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করা হবে কিনা তা স্পষ্ট ছিল না।

  • পরিস্থিতি খুবই গুরুতর এবং মহামারীর ফের এখানে দ্রুত ছড়াচ্ছে।

বন্ধ বিমান

ফ্লাইট মাস্টারের তথ্য অনুযায়ী, ‘চেংডু থেকে আসা এবং যাওয়ার ফ্লাইটগুলি বন্ধ করে দেওয়া হয় ৷

  • বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায়, চেংডুর শুয়াংলিউ বিমানবন্দরে ৩৯৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলের হার ৬২%।
  • চেংডুর তিয়ানফু বিমানবন্দরে ৭৯% বা ৭২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে,’ দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের শেনজেন এবং গুয়াংঝুর মতো বড় শহর এবং উত্তরের বন্দর শহর দালিয়ান সহ চিন জুড়ে লক্ষ লক্ষ  কোভিড -১৯ নিয়ন্ত্রণ বিধিনিষেধের মুখোমুখি হচ্ছে।
  • সবমিলিয়ে বলা যেতে পারে যে আবার বিপদের ঘণ্টা বাজছে চিনে।
  • তবে তাঁরা ওই লকডাউন নীতি থেকে কিছুতেই বেরোতে পারছে না। সমস্যায় পড়ছে মানুষ।

Read More:- Axis Finance Recruitment 2022 | Notification Out For Various Vacancies | Age Limit, Salary, Eligibility, Fees, Selection Process

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles