Corona Virus Updates | গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের নিচে নামল দেশের COVID-19 সংক্রমণ, মৃত্যু ৪১ জনের

Corona Virus Updates

Corona Virus Updates | গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের নিচে নামল দেশের COVID-19 সংক্রমণ, মৃত্যু ৪১ জনের: আড়াই বছর পার। তা সত্ত্বেও করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত। টিকা করণে জোর দিয়ে সংক্রমণে অনেক টা লাগাম টানা সম্ভব হলেও এখনও বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তবে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের নিচে নামল আক্রান্তের সংখ্যা। স্বস্তি দিচ্ছে ক্রমাগত নিম্ন মুখী অ্যাকটিভ কেস।

Corona Virus Updates: ১০ হাজারের নিচে নামল দেশের COVID-19 সংক্রমণ

করোনা শনাক্তের হার নামল ৫ শতাংশের নিচে

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৯,৫২০ জন।

  • গত কাল যে সংখ্যাটা ১০ হাজার ছাপিয়ে গিয়েছিল। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও।
  • দেশের সক্রিয় রোগী বর্তমানে ৮৭ হাজার ৩১১ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার কমে হয়েছে ০.২০ শতাংশ।
  • স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন।
  • দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৭।

একদিনে রাজধানীতে সংক্রমিত সংখ্যা

Coronavirus Latest News in Bengali | Covid-19 Bangla News: Coronavirus  latest update in Kolkata, West Bengal – Sangbad Pratidin

দেশের বেশির ভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ।

  • এক দিনে সে রাজ্যে আক্রান্ত প্রায় ২০০০।
  • মারণ ভাইরাসের বলি চার জন। তবে আগের তুলনায় কমেছে দিল্লির দৈনিক সংক্রমণ।
  • এক দিনে রাজধানীতে সংক্রমিত ৬২০ জন। এদিকে রাজস্থানে এক দিনে ৪৯৫ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা।
  • ধীরে ধীরে কমছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের কোভিড গ্রাফও।

সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ

এ সবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনা জয়ীরা।

পরি সংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার ৭৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২১১ কোটি ৪০ লক্ষ। গত ২৪ ঘণ্টা তেই টিকা পেয়েছেন ২৫ লক্ষর বেশি। জোর কদমে চলছে প্রাপ্ত বয়স্ক দের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও। টিকা করণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গত কাল দেশে ৩ লক্ষ ৮১ হাজার ২০৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Read More:- Canara Bank Recruitment 2022 | Notification Out for Deputy Manager, Assistant Manager and Junior Officer Posts | Apply Online

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles