Corona Virus Update Today | ক্রমশই কমছে অ্যাকটিভ কেস, দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল সাড়ে ৮ হাজারে

Corona Virus Update Today

Corona Virus Update Today | ক্রমশই কমছে অ্যাকটিভ কেস, দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল সাড়ে ৮ হাজারে: টিকাকরণে জোর দেওয়ার সুফল। মহামারীর প্রকোপ ক্রমশ কাটিয়ে উঠছে দেশ। করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে গড়ে উঠছে জোরদার প্রতিরোধ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা সংক্রমণ নেমে এল সাড়ে আট হাজারে। সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৯ হাজারের বেশি। ক্রমশ কমছে অ্যাকটিভ কেস। সবমিলিয়ে দেশের কোভিড (COVID-19) গ্রাফ এই মুহূর্তে যথেষ্ট আশাদায়ক।

Corona Virus Update Today: করোনামুক্তির পথে আরও কয়েকধাপ এগিয়ে গেল ভারত (India)

Coronavirus Cases Today: India Reports 4575 New Cases And 145 Deaths In  Last 24 Hours | Coronavirus Cases Today: 4575 Corona Cases Reported In The  Country In The Last 24 Hours, 145 Deaths

সপ্তাহের প্রথম দিন দেশের কোভিড (COVID-19) গ্রাফে বড়সড় পতন তারই ইঙ্গিত। দীর্ঘদিন পর দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ১০ হাজারের নিচে।

  • লাখের নিচে অ্যাকটিভ কেস নেমে এসেছিল রবিবারই।
  • সোমবার তা আরও কমেছে দাঁড়িয়েছে সাড়ে ৯৭ হাজারের সামান্য বেশি।

পজিটিভিটি রেট এই মুহূর্তে ২.১৯ শতাংশ

COVID-19

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৮৫৮৬ জন।

  • সুস্থ হয়েছেন ৯৬৮০ জন। শতকরা হিসেবে যা ৯৮.৫৯ শতাংশ। সোমবারও এই হার ছিল একই।
  • অ্য়াকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৫০৬-এ। সোমবারও যা ছিল ৯৭ হাজারের বেশি।
  • পজিটিভিটি রেট এই মুহূর্তে ২.১৯ শতাংশ।

জোরকদমে চলছে টিকাকরণ

India's Covid cases soar to 46,164 in 24 hrs; Kerala logs 31,445 new  infections | Mint

মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জোরকদমে চলছে টিকাকরণ (Corona vaccination)।

  • স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ৩১ লক্ষের বেশি।
  • এর মধ্যে ১৪.০৭ কোটি শুধু প্রিকশন ডোজই দেওয়া হয়েছে।
  • গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে টিকার ২৯,২৫, ৩৪২ লক্ষ ডোজ, যা সোমবারের তুলনায় কিছুটা কম।
  • পুজোর আগে সমস্ত নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

নমুনা পরীক্ষা

টিকাকরণের পাশাপাশি করোনা রোগীদের চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে নমুনা পরীক্ষায়।

  • গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৯১ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা হয়েছে, যা রবিবারের তুলনায় কম।
  • পজিটিভিটি রেট ২.১৯ শতাংশ, যা সোমবারের তুলনায় বেশ খানিকটা কম। সাপ্তাহিক পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৩.৩১ শতাংশে।

অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৭ হাজার ৬৪৮

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৯৫৩১ জন, ১০ হাজারের চেয়ে কম।

  • একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১১,৭২৬ জন। সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ।
  • এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা মোট ৪৩,৭২,৩,৯৪৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৭ হাজার ৬৪৮।
  • যা মোট আক্রান্তের তুলনায় ০.২২ শতাংশ। রবিবারও তা ছিল ৯৯ হাজারের বেশি।

Read More:- UGC Recruitment Notification 2022 | For The Posts Of Financial Advisor & Secretary | Age Limit, Eligibility, Salary, Selection Process

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles