China Approved Visa For Indians | দু’বছর পর ভারতীয় ছাত্রদের জন্যে ফের ভিসা দেওয়ার ঘোষণা করল চিন

China Approved Visa

China Approved Visa For Indians | দু’বছর পর ভারতীয় ছাত্রদের জন্যে ফের ভিসা দেওয়ার ঘোষণা করল চিন: ভারতীয় ছাত্রদের জন্যে ফের ভিসা দেওয়ার ঘোষণা করল চিন। সে দেশে করোনার বাড়বাড়ন্তের পরেই আটকে পরে বহু ভারতীয় ছাত্র। প্রায় দীর্ঘ দু’বছরের সময় পর ভিজা দেওয়ার ঘোষণা কমিউনিস্ট চিনের। এছাড়াও ভারতীয়দের জন্য ব্যবসায়িক ভিসা সহ বিভিন্ন বিভাগের ভিসা দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

China Approved Visa For Indians: ভারতীয় ছাত্রদের জন্যে ফের ভিসা দেওয়ার ঘোষণা করল চিন

China lifts two-year COVID visa ban on Indians; to allow return of stranded  professionals, families - The Hindu

চিনের বিদেশ মন্ত্রকের এশিয়ান বিষয়ক বিভাগের কাউন্সেলর জি রং টুইট করে এমনটাই জানিয়েছে।

  • যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এশিয়ান বিষয়ক বিভাগের কাউন্সেলর জি রং ভারতীয় ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে টুইটে লিখছেন, আপনার ধৈর্য সার্থক প্রমাণিত হয়েছে।
  • চিনে আপনাদের স্বাগত। আর এরপরেই চিনের দূতাবাসের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে।
  • ছাত্র, ব্যবসায়ী এবং চিনে কর্মরতদের পরিবারের জন্য ভিসা চালু করার জন্য নয়াদিল্লিতে চিনের দূতাবাসের তরফে বিস্তারিত জানানো হয়েছে।

X-1 Visa For Higher Education

Visa: regulations for an Au Pair in China

ঘোষণা অনুযায়ী, এক্স- ১ ভিসা ওই সমস্ত ছাত্রদের দেওয়া হবে যারা উচ্চ শিক্ষার জন্যে চিনে লম্বা সময়ের জন্যে যেতে চান।

  • এই ভিসা নতুনদের পাশাপাশি পুরানো ভারতীয় পড়ুয়াদেরও দেওয়া হবে। যারা সে দেশে ফিরে গিয়ে ফের পঠন পাঠন জারি রাখতে চায়।
  • বিশেষ করে করোনার সময়ে যে সমস্ত ছাত্র চিন থেকে ফিরে আসে তাদের জন্যে এই সিদ্ধান্ত খুবই কার্যকর হতে চলেছে।

কোভিড ভিসা বিধি

কোভিড ভিসা বিধি নিষেধের কারণে ২৩,০০০ এরও বেশি ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনা হয়।

  • যার মধ্যে বেশির ভাগই মেডিক্যালের ছাত্র। সম্প্রতি চিন বেশ কিছু নাম চেয়েছিল যারা তাদের পড়াশোনার জন্য অবিলম্বে ফিরে আসতে চায়।
  • আর এরপরেই ভারতের তরফে বেশ কিছু নাম জমা দেওয়া হয়।
  • কয়েক সপ্তাহে শ্রীলঙ্কা, পাকিস্তান, রাশিয়া এবং আরও কয়েকটি দেশ থেকে পড়ুয়ারা চিনে পৌঁছে গিয়েছে।
  • একেবারে চাটার্ড বিমান ধরে তাঁরা গিয়েছেন।

নতুন শিক্ষার্থীদের পাশাপাশি পুরানো শিক্ষার্থীদেরও স্টুডেন্ট ভিসা দেওয়া হবে

দিল্লিতে চিনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা কারণে ভিসা বিধিনিষেধ থাকায় চিনে ভ্রমণ করতে পারেনি এমন নতুন শিক্ষার্থীদের পাশাপাশি পুরানো শিক্ষার্থীদেরও স্টুডেন্ট ভিসা দেওয়া হবে।

  • আধিকারিক সুত্র অনুযায়ী জানা যাচ্ছে, এক হাজারের বেশি ছাত্র তাদের পড়াশুনা জারি রাখতে চিনে ফিরতে চেয়ে আবেদন করেছে।
  • তবে চিনের এই সিদ্ধান্ত ভারত এবং চিনকে আরও কাছাকাছি আসবে বলে মনে করা হচ্ছে।

কড়া বিধি

চিনে এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি। কয়েকটি জায়গাতে সংক্রমণ ছড়ালেও কড়া বিধি জারি করা হয়।

  • তবে পরিস্থিতি বুঝেই চিন এহেন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Read More:- Daily Current Affairs (August) | Most Recent News Of 22nd & 23rd August | Important For All Upcoming Exams

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles