Central Government Award Portal | কেন্দ্রীয় সরকারের পুরস্কারের জন্য মনোনীত করতে পারবেন দেশের সাধারণ নাগরিক

Central Govt. Award Portal

Central Government Award Portal | কেন্দ্রীয় সরকারের পুরস্কারের জন্য মনোনীত করতে পারবেন দেশের সাধারণ নাগরিক: ১৫ নভেম্বরের মধ্যে পদ্ম সম্মান, জাতীয় গোপাল রত্ন পুরস্কার ২০২২, জাতীয় জল পুরস্কার ২০২২-এর মনোনয়ন গ্রহণ করা হবে। ২৮ অগস্টের মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইন্ডিভিজুয়্যাল এক্সেলেন্স ২০২১ ও ২২ এর পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে হবে। মদ্যাসক্তি ও অন্যান্য মাদকাসক্তি দূর করতে অসাধারণ ভূমিকার জন্য জাতীয় পুরস্কারের মনোনয়ন ২৮ অগস্টের মধ্যে গ্রহণ করা হবে।

Central Government Award Portal: রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের উদ্বোধন

Central govt develops Rashtriya Puruskar Portal to ensure transparency in  awards

মাস খানেক আগেই কেন্দ্রীয় সরকারের তরফে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের উদ্বোধন করা হয়েছিল।

  • নেপথ্যে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বা সংস্থার অধীনে সব ধরনের পুরস্কারে যে কোনও ব্যক্তি বা সংস্থাকে মনোনীত করা যাবে।
  • মনোনয়নের ক্ষমতা থাকছে সাধারণ মানুষের হাতে।
  • এই মনোনয়ন ও পুরস্কারের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে এবং জনগণের উপস্থিতি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • বর্তমানে পোর্টালের তরফে এক বিবৃতি  তালিকা প্রকাশ করা হয়েছে যে পুরস্কারগুলির মনোয়ন গ্রহণ করা হচ্ছে।  (Central Government Award Portal)

ন্যাশনাল সিএসআর পুরস্কার ২০২২

Government eProcurement System of NIC-GePNIC

৩১ অগস্টের মধ্যে ন্যাশনাল সিএসআর পুরস্কার ২০২২ ও সুভাষচন্দ্র বসু বিপর্যয় ব্যবস্থাপনা পুরস্কার ২০২২ এর জন্য মনোনয়ন জমা দিতে হবে।

  • ৩০ সেপ্টেম্বরের মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ফরেস্ট্রি এবং জীবন রক্ষক পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে হবে।
  • ৩১ অক্টোবরের মধ্যে নারী শক্তি পুরস্কার ২০২৩ এর জন্য মনোনয়ন জমা দিতে হবে।
  • রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই এই ঘোষণা করা হয়েছে।

পোর্টাল তৈরির উদ্দেশ্য

এই পোর্টালটি মূলত কেন্দ্র সরকারের বিভিন্ন পুরস্কারের মনোনয়নের আমন্ত্রণ জানানোর জন্য করা হয়েছে।

  • এরফলে কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগের পুরস্কারের মনোনয়নের ক্ষেত্রে দেশের প্রতিটি সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে।  (Central Government Award Portal)
  • বিভিন্ন পুরস্কারের মধ্যে রয়েছে পদ্ম পুরস্কার, সর্দার প্যাটেল জাতীয় ঐক্য পুরস্কার, তেনজিন নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার্স পুরস্কার,
  • জীবন রক্ষা পদক সিরিজ ও অ্যাওয়ার্ড, পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় টেলিকম স্কিল এক্সিলেন্স পুরস্কার।

পুরস্কার বিতরণে স্বচ্ছতা

ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক বা দফতর বা সংস্থার অধীনে যে পুরস্কারগুলো রয়েছে, সব এক ছাদের তলায় আনতেই এই পোর্টালটি তৈরি করছে।

  • দেশের জনগণ পোর্টালের মাধ্যমে মনোয়ন দিলে, পুরস্কার বিতরণে স্বচ্ছতা অনেক বেশি হবে বলে কেন্দ্র মনে করছে।  (Central Government Award Portal)
  • এই পোর্টালের সাহায্যে দেশের যে কোনও নাগরিক কোনও পুরস্কারের জন্য নিজের পছন্দের যোগ্য কোনও ব্যক্তি বা সংস্থাকে মনোনীত করতে পারবে।

Read More:- Indian Bank Recruitment 2022 | Notification Out Interview Based Appointment | Apply Online Now

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles