Belur Math Durga Puja | শুক্রবার জন্মাষ্ঠমীর জন্মাষ্টমীর দিনেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠে

Belur Math Durga Puja

Belur Math Durga Puja | শুক্রবার জন্মাষ্ঠমীর জন্মাষ্টমীর দিনেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠে: জন্মাষ্টমীর দিন বেলুড় মঠের (Belur Math) দুর্গা পুজোর (Durga Puja) ঢাকে কাঠি পড়ে গেল। প্রথামাফিক প্রতি জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হয়। গত দু’বছর করোনার কারণে মহা পুজোর সমারোহে খামতি থাকলেও, এই বছর সব সুদে আসলে উসুল করতে উঠেপড়ে নেমে পড়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

Belur Math Durga Puja: ঢাকে কাঠি পড়ল বেলুড় মঠে

 

Belur Math Media Gallery - Celebrations : Durga Puja at Belur Math

  • শুক্রবার জন্মাষ্ঠমীর (Janmashtami) দিন সকালে বেলুড় মঠের (Belur Math) দুর্গা পুজোর (Durga Puja) ঢাকে কাঠি পড়ে গেল।
  • গত দু’বছর করোনার কারণে মহা পুজোর সমারোহে খামতি থাকলেও, এই বছর সব সুদে আসলে উসুল করতে উঠেপড়ে নেমে পড়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।
  • এই বছর বাইরে মাঠে প্যান্ডেল করে পুজো হবে৷ সেজন্য কাঠামোর পাশাপাশি খুঁটি পুজোও হয়েছে এদিন৷
  •  এই বছর বাইরে মাঠে প্যান্ডেল করে পুজো হবে৷ সেজন্য কাঠামোর পাশাপাশি খুঁটি পুজোও হয়েছে ৷
  • এবছর নতুন উদ্যমে শারদোৎসবের সমস্ত কিছুই আগের মতোই হবে বলে জানান বেলুড় মঠের এক মহারাজ৷

মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো

মূল মন্দিরে মঙ্গলারোতির পর মন্দিরের ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো শুক্রবার জন্মাষ্ঠমীর (Janmashtami) দিন সকালে।

  • ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হয়। বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো।
  • প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর এটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়।
  • বেলুড় মঠে দুর্গাপুজোর (Belur Math Durga Puja) প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকেই ৷

জন্মাষ্ঠমী তিথিতে এই কাঠামো পুজোর প্রচলন

বেলুড় মঠের স্বামী ভক্তি প্রিয়া নন্দজি মহারাজ বলেন, সাধারণত জন্মাষ্ঠমী তিথিতে এই কাঠামো পুজোর প্রচলন আছে৷ বেলুড় মঠের কাঠামো পুজো হয় জন্মাষ্ঠমীর এই তিথিতেই ৷

  • এবার শ্রীকৃষ্ণের জন্মোৎসব যেটা, সেটা গতকাল পালন করেছি ৷
  • প্যান্ডেলের খুঁটি পোঁতা এবং পুজোও হবে মাঠে৷ বিগত দু’বছর করোনার জন্য বন্ধ ছিল৷ এবার বাইরে আগের মতো পুজো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
  • সেখানেও খুঁটি পুজো হবে কাঠামো পুজোর মতোই ৷ মায়ের কাছে প্রার্থনা আমাদের সব কাজ যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়,
  • তিনি বলেন, এবার সবকিছু আগের মতো হবে৷ ২০১৯ সালে এবং তার আগেও যেভাবে দুর্গা পুজো হয়েছে, এবারও সেভাবেই হবে ৷
  • নবপত্রিকার স্নান থেকে আরম্ভ করে কুমারী পুজো, সন্ধি পুজো, নবমীর হোম বাকি সবকিছু আগের মতোই হবে বলে মনস্থ করা হয়েছে ৷

এবছর শারদোৎসবের সবই আগের মতো হবে বেলুড় মঠে

করোনা নামক অতিমারির জন্য গত বছর ধরে সেভাবে দুর্গা পুজোর আয়োজন করা হয়নি বেলুড় মঠে (Belur Math)৷

  • এখন করোনার আগের রূপ অনেকটাই স্থিমিত৷ সরকারের তরফে বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে৷
  • ফলে এবছর শারদোৎসবের সবই আগের মতো হবে বেলুড় মঠে৷
  • সেইমতোই জন্মাষ্ঠমীর দিন প্রথামাফিক কাঠামো পুজোর পাশাপাশি খুঁটি পুজোও করা হল এখানে৷

Read More:- CBI Recruitment Notification 2022 | Graduation Degree Holders Can Apply For Salary Scale Upto Rs. 40,000 | Apply Now

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles