Basic Biology Questions Asking in Government Exam

Information on the circulatory system

Basic Biology Questions Asking in Government Exam: Through the article, we are provided some Basic but many times asking the question at competitive exam level on an Indian basis. Through this article, we are discussing the smallest and largest part of the human body(মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম এবং বৃহত্তম) and Information on the circulatory system (সংবহন তন্ত্র সংক্রান্ত তথ্যাবলি) Information on movement. We are hopeful that our efforts are helping you to achieve your dreams.

Basic Biology Questions Asking in Government Exam:

The smallest and largest of the human body(মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম এবং বৃহত্তম) :

  • বৃহৎ অস্থি = ফিমার
  • ক্ষুদ্রতম অস্থি = স্টেপিস
  • বৃহৎতম পেশি = সারটোরিয়াস
  • সবচেয়ে ছোট পেশি = স্টেপিডিয়াস
  • Largest গ্রন্থি = যকৃত
  • গ্রন্থি সবচেয়ে ছোট = পিট্যুইটারি
  • কোষ সবচেয়ে বড় = নিউরণ
  • আকারে সবচেয়ে বড় রক্তকণিকা = শ্বেত
    রক্তকণিকা
  • সবচেয়ে ছোট রক্তকণিকা = অণুচক্রিকা
  • সবচেয়ে বড় করোটিক স্নায়ু =
    ট্রাইজেমিনাল
  • সবচেয়ে ছোট করোটিক স্নায়ু =
    অলফ্যাক্টরি
  • সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু = ভ্যাগাস
  • ক্ষুধার্ত স্নায়ু = ভ্যাগাস
  • সিমপ্যাথেটিক স্নায়ু = থোরাসিক-
    লাম্বার নার্ভ

প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু = করোটিক
(স্নায়ু ৩, ৭, ৯, ১০)-স্যাক্রাল ২, ৩, ৪


Basic Biology Questions Asking in Government Exam:

Information on the circulatory system (সংবহন তন্ত্র সংক্রান্ত তথ্যাবলি)

1.উদ্ভিদের রসের উৎস্রোতের জন্য দায়ী

জাইলেম কলা

2.উদ্ভিদের সংবহন কলা

জাইলেম ও ফ্লোয়েম

3.ফ্লোয়েম কলার কাজ

পাতায় প্রস্তুত খাদ্যরস উদ্ভিদদেহের সমস্ত অংশে ছড়িয়ে দেওয়া

4.পরিণত অবস্থায় মানুষের লোহিতকণিকা

নিউক্লিয়াসবিহীন ও দ্বি-অবতল

5.রক্তের দুটি অজৈব উপাদান

সোডিয়াম ও পটাশিয়াম

6.রক্তের দুটি জৈব উপাদান

গ্লুকোজ ও অ্যালবুমিন

7.রক্তে অবস্থিত ফ্যাট

কোলেস্টেরল, প্রশমিত ফ্যাট

8.জেনঘটিত পদার্থ

ইউরিয়া ইউরিক অ্যাসিড

9.রক্তকণিকার উৎসস্থল

লাল অস্থিমজ্জা

10.রক্তকণিকার ধ্বংস স্থান

যকৃৎ ও প্লিহা

11.রক্তের উপাদান

রক্তকণিকা (লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা), রক্তরস

12. স্বাভাবিক রক্তচাপ

120/80 mm Hg

13. লোহিতকণিকার কাজ

প্রধানত O2 ও CO2 পরিবহণ, অন্যান্য বস্তু বহন

14.শ্বেতকণিকার কাজ

জীবাণু ধ্বংস এবং রোগ প্রতিরোধ করা

15.অণুচক্রিকার কাজ

রক্ততঞ্চনে সাহায্য করা

16.লোহিতকণিকার জীবনকাল

গড় আয়ু 120 দিন

17.শ্বেতকণিকার

গড় আয়ু 1-15 দিন

18.অণুচক্রিকার জীবনকাল

গড় আয়ু 3-10 দিন

19.স্বাভাবিক হৃৎস্পন্দন

72 বার প্রতি মিনিট

20.রক্ত রক্তবাহের ভিতরে জমাট বাঁধে না

হেপারিন-এর জন্য

21. রক্ততঞ্চনে সাহায্য করে

থ্রম্বোকাইনেজ উৎসেচক

22.অ্যালার্জি প্রতিরোধ করে

ইওসিনোফিল শ্বেতকনিকা

23.অধিক O2 যুক্ত রক্ত প্রবাহিত হয়

ফুসফুসীয় শিরায়

24.অধিক CO2 যুক্ত রত্ন প্রবাহিত হয়

ফুসফুসীয় ধমনীতে

25.থ্রম্বোসিস

রক্তবাহের ভিতরে রক্তের জমাট বাঁধার পদ্ধতি

26.রক্ততঞ্চন বা হিমোস্টেসিস

রক্তবাহের বাইরে রক্তের জমাট বাঁধার পদ্ধতি

27.সর্বজনীন দাতা রক্ত

O গ্রুপ

28.সর্বজনীন গ্রহীতা রক্ত

AB গ্রুপ

29.পলিসাইথিমিয়া

লোহিতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়া

30.অ্যানিমিয়া

লোহিতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া

31.লিউকিমিয়া

শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যধিক বৃদ্ধি পাওয়া

32.লিউকোসাইথিমিয়া

শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়া

33.থ্রম্বোসাইটোসিস

অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া

34.থ্রম্বোসাইটোপিনিয়া বা পারপিউরা

অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া

35.সিকল সেল অ্যানিমিয়া

লোহিতকণিকার অত্যধিক ধ্বংসজনিত কারণে হয়

36.নরমোসাইটিক অ্যানিমিয়া

অত্যধিক রক্তক্ষরণের কারণে লোহার অভাবে হয়

37.অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া

অস্থিমজ্জার ত্রুটির ফলে হয়

38.পারনিসিয়াস অ্যানিমিয়া

ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের অভাবে হয়

39.হিমোফিলিয়া

রকের তন না হওয়া

40.সিস্টোল ও ডায়াস্টোল

হৃৎপিণ্ডের যথাক্রমে সংকোচন ও প্রসারণ

41.জল সংবহনতন্ত্র দেখা যায়

তারামাছের

42.মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়

আরশোলা, চিংড়ি, শামুক ইত্যাদির

43.সংবহনতন্ত্র দেখা যায়

কেঁচো, ব্যাং, মানুষ ইত্যাদির

44.হিমোসিল

রক্তপূর্ণ দেহগহ্বর (সন্ধিপদ ও শামুক জাতীয় প্রাণীদের মধ্যে দেখা)

45.মানুষের হৃৎপিণ্ড

চার প্রকোষ্ঠযুক্ত

46.হৃদপেশি

বিশেষ অনৈচ্ছিক পেশি

47.মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের কাজ

O2 সমৃদ্ধ রক্তকে মহাধমনিতে সংবাহিত করা

48.ডান নিলয়ের কাজ

ফুসফুসীয় ধমনিতে CO2 যুক্ত রক্ত চালনা করা

49.বাম অলিন্দের কাজ

মহাশিরা দ্বারা আনীত CO2 যুক্ত রক্ত গ্রহণ করে

50.ডান অলিন্দের কাজ

ফুসফুসীয় শিরা দ্বারা আনীত O2 যুক্ত রক্ত গ্রহণ করে

51.দ্বিপত্র /বাইকাসপিড/মাইট্রাল কপাটিকা থাকে

বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে

52.ত্ৰিপত্ৰ বা ট্রাইকাসপিড কপাটিকা থাকে

ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে

53.হৃৎপিণ্ডের আবরণী

পেরিকার্ডিয়াম

54.নীলাভ রক্ত দেখা যায়

কবচী শ্রেণির প্রাণীর

55.হিমোগ্লোবিন

লৌহঘটিত রঞ্জক পদার্থ


চলন ও গমন সংক্রান্ত তথ্যাবলি

ইউগ্লিনার গমনাঙ্গ ফ্র্যাজেলা এবং গমন পদ্ধতি ফ্লাজেলীয় গমন।

অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপদ এবং গমন পদ্ধতি অ্যামিবয়েড গতি।

শামুকের গমনাঙ্গ মাংসল পদ এবং গমন পদ্ধতি শ্লিপিং।

আরশোলার গমনাঙ্গ পা ও ডানা এবং গমন পদ্ধতি ফ্লাইং ও ওয়াকিং।

টিকটিকির গমনাঙ্গা পা এবং গমন পদ্ধতি ক্রলিং।

হাইড্রার গমনাঙ্গ কর্ষিকা এবং গমন পদ্ধতি লুপিং ও সমারসন্টিং।

তারামাছের গমনাঙ্গ নালিপদ এবং গমন পদ্ধতি লুপিং।

কেঁচোর গমনাঙ্গ সিটি এবং গমন পদ্ধতি ক্রিপিং।

পাখির গমনাঙ্গা পা ও ডানা এবং গমন পদ্ধতি গ্লাইডিং।

মানুষের গমনাঙ্গ পা এবং গমন পদ্ধতি দ্বিপদ গমন।

মানবদেহে মোট অস্থিসংখ্যা 206টি (শিশুর দেহে থাকে 300-350টি) এবং করোটির অস্থিসংখ্যা 22টি।

দেহে মেরুদণ্ডের অস্থিসংখ্যা ৩৪টি।

কবজা সন্ধি দেখা যায় ইট, কনুই, আঙুলে।

বল ও সকেট সদ্ধি দেখা যায় কাঁধে।

অস্থিসন্ধিগুলি যুক্ত থাকে লিগামেন্টের সাহায্যে।

পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে কন্ডরা বা টেনডনের দ্বারা।

হাইপোন্যাস্টি দেখা যায় ফার্ন, কচুপাতা প্রভৃতিতে (গোটানো অবস্থা থেকে খুলে যায়)।

এপিন্যাস্টি দেখা যায় ফার্ন, কচুপাতা প্রভৃতিতে (অপরিণত অবস্থায় গোটানো থাকে)।

প্রকরণ চলন দেখা যায় বনচাঁড়ালে।

ফোটোন্যাস্টি দেখা যায় পদ্মফুলে (দিনের আলোর তীব্রতা বাড়লে ফোটে)।

থার্মোন্যাস্টি দেখা যায় টিউলিপ ফুলে (অধিক তাপে ফুল ফোটে)।

স্পঞ্জ প্রাণী হলেও গমনে অক্ষম।

নিকটিন্যাস্টি দেখা যায় মটরজাতীয় গাছের পাতায় (রোদের তীব্রতা বাড়লে খুলে যায়)।

সিসমোন্যাস্টি দেখা যায় লজ্জাবতীর পাতায় (ম্পর্শ বা আঘাতের তীব্রতায় মুদে যায়)।

ন্যুটেশন দেখা যায় বল্লীজাতীয় উদ্ভিদে (শিম, অপরাজিতা)।

গমনে সক্ষম উদ্ভিদ ক্ল্যামাইডোমোনাস।

বাইসেপস হল ফ্রেকসর পেশি (ঐচ্ছিক পেশি)।

ট্রাইসেপস হল এক্সটেনসর পেশি (ঐচ্ছিক পেশি)।

জেটগতি দেখা যায় অক্টোপাসের।

সিলিয়ারি গমন দেখা যায় প্যারামিসিয়াম-এ।

তিমির গমনাগ হল প্যাডেল।

Read more: JEXPO 2022 Application form released

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles